বাংলাদেশে এখন যেকোনো একটি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম খুবই সহজ। আপনি কিছু ব্যাংকে শুধু কিছু নিধারিত ডকুমেন্টস নিয়ে গেলে তারা আপনার একাউন্ট খোলার জন্য প্রয়োজনিয় সকল ব্যবস্থা করে দিবে। এছাড়া এখন অনেক ব্যাংক অনলাইনে ব্যাংক একাউন্ট খোলার নিয়ম চালু করেছে।

আপনার যদি দরকার হয় একটি যৌথ ব্যাংক একাউন্ট তবে জেনে রাখুন যৌথ একাউন্ট খোলার নিয়ম কিছুটা ভিন্ন। তবে তাও আপনি খুলতে পারবেন কিছু নিয়ম ফলো করে, যা নিয়ে আমাদের ব্লগে একটি আর্টিকেল প্রকাশ করা হয়েছে এবং তার লিংক নিচে শেয়ার করা হয়েছে।

ADVERTISEMENT

আবার আপনি যদি ছাত্র হন তবে আপনার জন্য স্পেশালি আছে স্টুডেন্ট ব্যাংক একাউন্ট খোলার নিয়ম। এই নিয়ম চালু করা হয়েছে ছাত্রছাত্রিদের কথা মাথায় রেখে।

যাই হোক, বিভিন্ন ব্যাংকের ব্যাংক একাউন্ট খোলার নিয়ম নিয়ে আমাদের বিভিন্ন সময়ে লেখা ব্লগ গুলোর লিংক এখানে শেয়ার করছি যাতে আপনার জন্য সুবিধা হয় যে ব্যাংকে আপনি একাউন্ট করতে চান সেখানকার নিয়ম গুলো ভালো ভাবে দেখে নিতে পারেন। এখানে এক ব্লগে সব উল্লেখ করা সম্ভব নয়। তাই আমাদের আলাদা আলাদা পোস্টের লিংক এখানে দেয়া হলো।

ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

বাংলাদেশে যেসকল ব্যাংকে আপনি একটি একাউন্ট করতে হলে ব্যাংকে যেতো হবে এমন কিছু ব্যাংকের তালিকা নিচে তুলে ধরা হলো। এসকল ব্যাংকে একাউন্ট করার জন্য আপনার এনআইডি, ছবি, নমিনির তথ্য ইত্যাদি দরকার হবে। এগুলো নিয়ে আপনাকে আপনার নির্বাচন করা ব্যাংকের শাখায় চলে যেতে হবে। আরো বিস্তারিত জানতে ভিজিট করুন লিংকে।

ADVERTISEMENT
ট্রাস্ট ব্যাংকট্রাস্ট ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
পূর্বালী ব্যাংকপূবালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
ডাচ বাংলাডাচ বাংলা ব্যাংক সেভিংস একাউন্ট খোলার নিয়ম
জনতা ব্যাংকজনতা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
কৃষি ব্যাংককৃষি ব্যাংকে একাউন্ট খোলার নিয়ম
স্টুডেন্ট একাউন্টস্টুডেন্ট ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
ব্যাংক একাউন্ট খোলার নিয়ম।

পরবর্তি ধাপে আরো কিছু ব্যাংক একাউন্ট খোলার নিয়ম নিয়ে আলোচনা করা হয়েছে যেগুলো আপনি ব্যাংকে গিয়ে একাউন্ট খোলার পাশাপাশি ঘরে বসে অনলাইনে একাউন্টও খুলতে পারবেন, যার নিয়ম নিচে দেখানো হয়েছে। আর আপনি জেনে রাখতে পারেন ব্যাংক একাউন্ট কত প্রকার ও কি কি

আরো পড়ুন- ফিক্সড ডিপোজিট করার জন্য কোন ব্যাংক সবচেয়ে ভাল

অফলাইন ও অনলাইনে ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

বর্তমানে ঘরে বসে অনলাইনে ব্যাংক একাউন্ট করার সুবিধা দিচ্ছে বেশ কিছু ব্যাংক। আপনি সহজে তাদের ওয়েব সাইট থেকে বা এপ ব্যবহার করে একটি একাউন্ট খুলে ফেলতে পারবেন। দেখে নিন এমন কিছু ব্যাংকের তালিকা এবং লিংক ভিজিট করে আরো বিস্তারিত জেনে নিন।

ADVERTISEMENT
ইসলামী ব্যাংকইসলামী ব্যাংকের একাউন্ট খোলার নিয়ম
ব্যাংক এশিয়াব্যাংক এশিয়া একাউন্ট খোলার নিয়ম
ব্র্যাক ব্যাংকব্র্যাক ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
অগ্রণী ব্যাংকঅগ্রণী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
আল আরাফাআল আরাফাহ ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
সোনালী ব্যাংকসোনালী ব্যাংকের একাউন্ট খোলার নিয়ম
ইউসিবি ব্যাংকইউসিবি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
সোস্যাল ইসলামীসোস্যাল ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
মিউচুয়াল ট্রাস্টমিউচুয়াল ট্রাস্ট ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
ফাস্ট সিকিউরিটিফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
ন্যাশনাল ব্যাংকন্যাশনাল ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
শাহাজালাল ইসলামীশাহজালাল ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
সাউিথইস্ট ব্যাংকসাউথইস্ট ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
প্রাইম ব্যাংকপ্রাইম ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
সিটি ব্যাংকসিটি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
রুপালী ব্যাংকরূপালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
অনলাইনে ব্যাংক একাউন্ট খোলার নিয়ম।

আরো পড়ুন- অনলাইন ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

যদি আপনি বিদেশ থেকে ব্যাংক একাউন্ট করতে চান তবে পড়ুন- বিদেশ থেকে ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

ব্যাংক একাউন্ট সাধারণত যতো প্রকার হয়ে থাকে

  • সেভিংস একাউন্ট
  • কারেন্ট একাউন্ট
  • স্টুডেন্ট একাউন্ট

এছাড়া ব্যাংক ভেদে বিভিন্ন প্রকারের একাউন্ট সুবিধা পাওয়া যায়।

ADVERTISEMENT

সেভিংস একাউন্ট খোলার জন্য প্রয়োজনিয় ডকুমেন্টস

প্রয়োজনিয় ডকুমেন্টডকুমেন্টের ব্যাখ্যা
একাউন্ট খোলার ফর্মএটি ব্যাংক থেকে সংগ্রহ করতে হবে। তারপর ডকুমেন্ট অনুসারে পূরণ করতে হবে নির্ভুল ভাবে।
পরিচয় পত্রগ্রাহকের এনআইডি কার্ড/ ড্রাইভিং লাইসেন্স বা অন্য কোনো পরিচয় পত্র। চাইলে পাসপোর্টের কপিও দিতে পারেন। অর্থাৎ এমন সরকারী ভাবে পাওয়া আপনার পরিচয়পত্র দিলেই হবে।
ছবিসাম্প্রতিক সময়ে তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি। ছবির পিছনে নিজের নাম স্বাক্ষর দিতে হবে।
স্বাক্ষরগ্রাহককে একাউন্ট খোলার ফর্মে তার স্বাক্ষর দিতে হবে।
ইউটিলিটি বিলের কপিএড্রেস ভেরিফিকেশনের জন্য ইউটিলিটি বিলের কপি। যেমন এটি হতে পারে গ্রাহকের মাসিক বিদ্যুতের বিলের কপি বা ওয়াসার বিল, যেখানে গ্রাহকের এড্রেস লেখা থাকে।
সোর্স অফ ইনকামের ডকুমেন্টসোর্স অফ ইনকামের একটি প্রুফ ডকুমেন্ট দরকার হবে। গ্রাহক যেখানে কাজ করেন সেই অফিস থেকে সংগ্রহ করা বা তার এমন একটি মাসিক ইনকামের ডকুমেন্ট যা চেয়ারম্যান কতৃক সত্যায়িত করে নেয়া হয়েছে।
নমিনির তথ্যনমিনির এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন এবং তার এক কপি ছবি দরকার হবে। ছবির পেছনে নমিনির নিজস্ব স্বাক্ষর করা থাকতে হবে।
প্রাইমারি ডিপোজিটপ্রাইমারি ডিপোজিট হিসেবে ৫০০ টাকা একাউন্টে জমা করতে হবে।

এছাড়া ব্যাংক ভেদে আরো কিছু ডকুমেন্টস দরকার হলেও হতে পারে।

কারেন্ট একাউন্ট খোলার জন্য প্রয়োজনিয় ডকুমেন্টস

  • গ্রাহকের এনআইডি কার্ড/ ড্রাইভিং লাইসেন্স বা অন্য কোনো পরিচয় পত্র।
  • তার পাসপোর্ট সাইজের দুই কপি ছবি।
  • এড্রেস ভেরিফিকেশনের জন্য ইউটিলিটি বিলের কপি।
  • ট্রেড লাইসেন্স কপি।
  • টিন সার্টিফিকেটের কপি (যদি থাকে)।
  • ১০০০/ ১৫০০ টাকা ডিপোজিট।

এছাড়া ব্যাংক ভেদে আরো কিছু ডকুমেন্টস দরকার হলেও হতে পারে।

স্টুডেন্ট একাউন্ট খোলার জন্য প্রয়োজনিয় ডকুমেন্টস

  • স্টুডেন্টের জন্ম নিবন্ধন কার্ড (যেহেতু ছাত্রদের অনেক ক্ষেত্রেই এনআইডি থাকে না তাই)।
  • স্কুল থেকে দেয়া স্টুডেন্ট আইডি কার্ড এর একটি ফটো কপি।
  • স্টুডেন্ট যে প্রতিষ্ঠানে আছে সে প্রতিষ্ঠান কতৃক প্রদত্ত প্রত্তয়ন পত্র।
  • তার দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি যা সম্প্রতি তোলা হয়েছে এমন।
  • নমিনির এক কপি ছবি ও তার এনআইডি কার্ড এর একটি কপি।

বাংলাদেশে ব্যাংক একাউন্ট খুলতে কতো টাকা লাগে

বাংলাদেশে ব্যাংক একাউন্ট খোলার জন্য সেভিংস একাউন্টের ক্ষেত্রে ৫০০ থেকে ১০০০ টাকা লাগে। চলতি হিসাবে এ টাকার পরিমাণ আরো বেশি, এক থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত হতে পারে। এ ব্যাপারে আরো বিস্তারিত জানতে পড়ুন- ব্যাংক একাউন্ট খুলতে কত টাকা লাগে

যৌথ একাউন্ট খুলতে প্রয়োজনিয় ডকুমেন্টস

১. হিসাব খোলার আবেদন পত্র আবেদনকারীগণকে পূরণ করে স্বাক্ষর করতে হবে, যে আবেদন পত্র ব্যাংক সরবরাহ করবে।

ADVERTISEMENT

২. টিপি ও কেওয়াইসি ফর্ম পূরণ করতে হবে, যেটিও ব্যাংক সরবরাহ করবে।

৩. পরিচয় প্রদান কারী কর্তৃর সত্যায়িত আবেদনকারীগণের পাসপোর্ট সাইজের ছবি দুই কপি জমা দিতে হবে এবং তা সম্প্রতি তোলা ছবি হতে হবে।

৪. বৈধ ন্যাসনাল আইডি কার্ড/ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স বা অন্য কোনো পরিচয় পত্রের কপি, যেখানে ব্যাক্তির ছবি থাকবে, এমন পরিচয় পত্র জমা দিতে হবে।

৫. ব্যাংকের যে কোনো চলতি বা সঞ্চয়ি হিসাব ধারী কর্তৃক পরিচিতি প্রদান করতে হবে। পরিচয় প্রদান কারীর হিসাবটি নিয়মিত হতে হবে এবং কমপক্ষে ৬ মাস ধরে এই একাউন্টে লেনদেন করতে হবে।

৬. নমিনি ও নমিনিগণের বিস্তারিত বিবরণ দিতে হবে। সেই সাথে আবেদন কারী কর্তৃক সত্যায়িত প্রত্যেকের নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে।

৭. হিসাব ঠিকানার স্বপক্ষে সাম্প্রতিক যে কোনো ধরণের ইউটিলিটি বিল যেমন: বিদ্যুৎ, গ্যাস বা পানির বিল ইত্যাদি।

৮. নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংকে প্রাইমারি ডিপোজিট হিসেবে জমা দিতে হবে।

৯. হালনাগাদ TIN সার্টিফিকেটের কপি জমা দিতে হবে, যদি থাকে।

এগুলোই সচরাচর দরকার হয়ে থাকে একটি যৌথ একাউন্ট করার ক্ষেত্রে। এছাড়া প্রতিষ্ঠান ভেদে ভিন্ন ভিন্ন ডকুমেন্টস দরকার হতে পারে যেগুলো আপনার জেনে নেয়া উচিত এবং জানতে পারেন এই পোস্ট থেকে: যৌথ ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

যৌথ ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

যৌথ ব্যাংক একাউন্ট পরিচালনার ক্ষেত্রে ভেরিফাইয়ের ব্যাপার বেশি। তাই যৌথ ব্যাংক একাউন্ট খোলার জন্যও সাধারণ ব্যাংক একাউন্ট থেকে বেশি রুলস ফলো করতে হবে। বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সংগ্রহ করতে হবে, যেমন: সকলের এনআইডি কার্ড, কোনো প্রতিষ্ঠানের জন্য হলে সেখানকার গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্টস, ইত্যাদি। তারপর ব্যাংক থেকে হিসাব খোলার আবেদন পত্র, টিপি ও কেওয়াইসি ফর্ম পূরণ করে একাউন্ট করা যাবে।

ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম

ব্যাংকের একাউন্টে কতো টাকা ব্যালেন্স বর্তমানে আছে তা জানতে পারবেন বিভিন্ন উপায়ে। ব্যাংকে গিয়ে একাউন্ট চেক করার পাশাপাশি কিভাবে আপনি ঘরে বসে আপনার একাউন্ট চেক করতে পারবেন তা জানতে ভিজিট করুন নিচে দেয়া লিংকে।

ইসলামী ব্যাংকইসলামী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম
সোনালী ব্যাংকসোনালী ব্যাংকের একাউন্ট চেক করার নিয়ম
রূপালী ব্যাংকরূপালী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম
ডাচ বাংলাডাচ বাংলা ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম
ব্রাক ব্যাংকব্র্যাক ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম
জনতা ব্যাংকজনতা ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম
প্রাইম ব্যাংকপ্রাইম ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম
ব্যাংক এশিয়াব্যাংক এশিয়া একাউন্ট চেক করার নিয়ম
অগ্রণী ব্যাংকঅগ্রণী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম
ফাস্ট সিকিউরিটিফাস্ট সিকিউরিটি একাউন্ট চেক করার নিয়ম
আল আরাফাআল আরাফাহ একাউন্ট চেক করার নিয়ম
ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম।

টাকা জমা ও চেক লেখার নিয়ম

টাকা জমাব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম
ইসলামী ব্যাংক চেকইসলামী ব্যাংকের চেক লেখার নিয়ম
সোনালী ব্যাংক চেকসোনালী ব্যাংকের চেক লেখার নিয়ম
অগ্রণী ব্যাংক চেকঅগ্রণী ব্যাংকের চেক লেখার নিয়ম
ডাচ বাংলা চেকডাচ বাংলা ব্যাংকের চেক লেখার নিয়ম
রূপালী ব্যাংক চেকরূপালী ব্যাংকের চেক লেখার নিয়ম

আরো পড়ুন- আরো যেসব নিয়মে ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন

ইসলামীক ব্যাংকিং সম্পর্কে জানুন

ব্যাংক জবব্যাংকে চাকরি হালাল না হারাম
ব্যাংক লোনব্যাংক থেকে লোন নেওয়া কি জায়েজ কিনা
সুদের বিধানইসলামে সুদ হারাম হওয়ার বিধান
ইসলামী ব্যাংকইসলামি ব্যাংকগুলো কি ঘুরিয়ে সুদ খায়?
মুদ্রাস্ফীতিমুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ইসলামের নির্দেশনা

ব্যাংক সম্পর্কে আরো পড়ুন

নিরাপদ ব্যাংকজেনে নিন কোন ব্যাংকে টাকা রাখা নিরাপদ
একাউন্ট ট্রান্সফারব্যাংক একাউন্ট ট্রান্সফার করার নিয়ম
একাউন্ট বন্ধব্যাংক একাউন্ট বন্ধ করার নিয়ম
টাকা ট্রান্সফারএক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম
নতুন চেকনতুন চেক বইয়ের জন্য আবেদন করার নিয়ম
ট্যাক্সব্যাংকে কত টাকা রাখলে ট্যাক্স দিতে হয়

হোম পেজে যেতে ক্লিক করুন bankline এ।

ADVERTISEMENT