আল আরাফাহ ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
আল আরাফাহ ইসলামী ব্যাংকের একটি একাউন্ট খোলা এখন আরো সহজ। চাইলেই ঘরে বসেই করে ফেলতে পারবেন একটি একাউন্ট। Al arafah islami bank account opening প্রসেস গুলো ফলো করে এটা খুলতে পারবেন অনলাইনের মাধ্যমেই।
আজকের পোস্টে থাকবে আপনি আল আরাফাহ ইসলামী ব্যাংকের একাউন্ট কিভাবে অনলাইনে ওপেন করবেন। ঘরে বসে Al-Arafah islami bank online application process । ব্যাংক একাউন্ট ওপেন করার জন্য কি কি তথ্য প্রয়োজন হতে পারে, আর আপনার একাউন্ট ওপেন হতে কত সময় নিতে পারে এ বিষয় গুলো সহ আরো কিছু প্রচলিত প্রশ্নের উত্তর।
আল আরাফাহ ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
Al-arafah islami bank apps
সর্বপ্রথম একাউন্ট ওপেন করার জন্য আপনার ফোনে গুগল প্লে-স্টোর থেকে আল আরাফাহ ইসলামী ব্যাংকের একটি এপ “aibl i-Banking” ইন্সটল করতে হবে। এপ ইন্সটল হয়ে গেলে এপটি ওপেন করবেন। পরবর্তি ধাপগুলো নিচে পর্যায়ক্রমে উল্লেখ করা হলো।
Al-Arafah islami bank account opening
১ম ধাপ
এপটি ওপেন করার পর অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনাকে আপনার মোবাইল নাম্বারটি বক্সে বসাতে হবে। মোবাইল নাম্বারটি বসানোর পর আপনি ”Send OTP” একটি অপশন পাবেন, সেখানে ট্যাপ করুন। ট্যাপ করার পর আপনার মোবাইল নাম্বারে ভেরিফিকেশনের জন্য একটি কোড আসবে। একটু সময় নিতে পারে ওটিপি কোডটি আসার জন্য। আসলে আপনাকে মেনুয়ালি সেটা বসাতে হবে। ওটিপি কোডটি বসানোর পর “Verify” নামে একটি অপশন পাবেন নিচে, সেখানে ট্যাপ করুন।
২য় ধাপ
“Verify” অপশন ট্যাপ করার পর আপনার যে মোবাইল নাম্বার সেটি ভেরিফিকেশন “Successful” হবে। এরপর আপনার কাছে পারমিশন চাইবে মোবাইলের কিছু ফাংশন ব্যবহারের, সেগুলো ”Allow” করে দিন। পারমিশন এলাও করার পর একটি নির্দেশনার পেজ আসবে স্ক্রিনে। এখানে নির্দেশনা থাকবে, আপনাকে ন্যাশনাল আইডি কার্ডের ছবি তুলে আপলোড করতে হবে এবং আপনার সেলফি তুলে আপলোড করতে হবে। সেই সাথে আপনার সিগনেচার ছবি তলে আপলোড করতে হবে।এরপর আপনার অ্যাকাউন্ট ইনফর্মেশন্স গুলি রিভিউ করা হবে। এগুলো পড়া হলে আপনি ”Start” এই অপশনে ট্যাপ করবেন। ট্যাপ করার পর, এনআইডি এর জন্য “Front Side of NID” একটি অপশন থাকবে, এই অপশনে ট্যাপ করবেন। এখানে ক্যামেরা ওপেন হবে। এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড ছবি তোলা হয়ে গেলে এনআইডির উল্টা পিঠের জন্য “Back Side of NID” এই অপশনে ট্যাপ করুন।
৩য় ধাপ
এই অপশনে ট্যাপ করার পর ব্যাক সাইটের একটি ছবি তুলতে হবে। এনআইডি কার্ডের উভয় সাইট এবং আপনার ছবি আপলোড করা হয়ে গেলে ”Next” অপশনে ট্যাপ করবেন। নেক্সট অপশনে আসার পর আপনি আপনার এনআইডি কার্ডটির ইনফরমেশন দেখতে পাবেন। সেগুলো একটু চেক করে নিবেন। তারপর আপনাকে একটি ই-মেইল বসাতে হবে। ইমেইল এড্রেস বসানোর পর আপনি আবারও নেক্সট অপশনে ট্যাপ করবেন। নেক্সট ট্যাপ করার পর আপনার ফটো আপলোড করতে বলা হবে, এবং এ বিষয়ে কিছু নি ের্দশনা দেয়া থাকবে। এখানে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে, আপনার চারপাশে পর্যাপ্ত আলো থাকতে হবে। আপনার চেহারায় আলো আসতে হবে। ছবি তোলার সময় অবশ্যই চোখের পলক দুটি ফেলতে হবে। এখন পূনরায় নেক্সট অপশনে ট্যাপ করতে হবে। । নেক্সট স্টেপ করার পর আপনার ফটো আপলোড করা হলে আপনাকে আবারো নেক্সট অপশনে ট্যাপ করতে হবে।
৪র্থ ধাপ
পরের স্টেপে আপনার স্বাক্ষর বা সিগনেচারের একটি ছবি তুলে তা আপলোড করতে হবে। চাইলে আপনি সরাসরি স্বাক্ষর করতে পারবেন। আপনার মোবাইলে সরাসরি স্বাক্ষর করার জন্য ”On Screen Signature” এই অপশনে ট্যাপ করবেন। এখানে আপনি ম্যানুয়ালি একটি স্বাক্ষর দিয়ে দিবেন। শেষ হলে নেক্সট অপশনে ক্লিক করে পরের ধাপে যেতে হবে।
৫ম ধাপ
নেক্সট অপশনে ট্যাপ করার পর এখন আপনি আপনার ইনফরমেশন গুলো দেখতে পাবেন। আপনার নাম দেখতে, আপনার ইমেইল এড্রেস দেখতে পাবেন, আপনার ন্যাশনাল আইডি কার্ডের তথ্য গুলো দেখতে পাবেন। এরপর অ্যাড্রেস অপশনে ক্লিক করে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস বসাতে হবে। অ্যাড্রেস আপনার পার্মানেন্ট এড্রেস এর সাথে মিল হলে ”Same as present” এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অ্যাড্রেসটি অটোমেটিক ইনপুট হবে অথবা আপনি চাইলে মেনুয়ালী বসাতে পারবেন। এরপর “Occupation and income” এই অপশনটি সিলেক্ট করার পর আপনার পেশাটি বসাতে হবে। আপনার কাজ সিলেক্ট করার পর আপনার প্রতি মাসের ইনকাম কত তা আপনাকে বসাতে হবে। বসানোর পড়ে, প্রতি মাসে আপনি কত টাকা ডিপোজিট করবেন তা আপনাকে বসাতে হবে।বসানোর পর আপনি প্রতি মাসে কত টাকা উইথড্র করতে পারেন তা আপনাকে বসাতে হবে। বসানোর পর আপনি পূনরায় সাবমিট অপশনে ট্যাপ করবেন।
৬ষ্ঠ ধাপ
সাবমিট অপশনে ট্যাপ করার পর আপনাকে আপনার নিকটস্থ ব্রাঞ্চ নামটি বসাতে হবে যেখানে আপনি একাউন্টটি খুলতে ইচ্ছুক। ব্রাঞ্চটির নাম বসানোর পর আপনাকে “Account type” এই অপশনে আপনার একাউন্টের ধরন সিলেক্ট করতে হবে। আপনি এখন শুধু মুদারাবা সেভিংস ডিপোজিট এই অপশনটি সিলেক্ট করতে পারবেন, বাকি অন্যগুলো যদি পরে তারা যুক্ত করে তাও ব্যাবহার করতে পারবেন। এরপর আপনি প্রোডাক্ট অপশনে এই অপশনটি পূনরায় সিলেক্ট করার পরে আপনি আবারো নেক্সট অপশনে ট্যাপ করবেন। নেক্সট অপশনে আসার পর আপনাকে আপনার নমিনির নাম দিতে হবে। নমিনির নাম বসানোর পর আপনার নমিনির সাথে আপনার সম্পর্ক কি তা আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে নমিনির জন্ম তারিখ বসাতে হবে। জন্ম তারিখ বসানোর পর ডকুমেন্টগুলো সাবমিট করার জন্য প্রস্তুত হয়ে গেছে। এখন আপনি তা সাবমিট দিবেন। আপনি ডকুমেন্টটি সিলেক্ট করার পর আপনার ডকুমেন্টের নাম্বারটি বসাতে হবে। ডকুমেন্ট নাম্বারটি বসানোর পর আপনি নেক্সট অপশনে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখন আপনাকে নমিনির ফটো আপলোড করতে হবে। আপনার নমিনির ফটো আপলোড করবেন। আপলোড করার পর আপনি যে ডকুমেন্টটি সিলেক্ট করবেন আপনাকে এই ডকুমেন্টের ফটো আপলোড করতে হবে। আপলোড করার পর আপনি আবারো নেক্সট ট্যাপ করবেন।
৭ম ধাপ
নেক্সট অপশনে আসার পর আপনি পার্সেন্টেজ এই অপশনটি অন করবেন। শেয়ার অপশনে আপনি ১০০ রাখার পরেও চাইলে আরো নমিনি যুক্ত করতে পারবেন। আপনি ”+” আইকনে ক্লিক করার মাধ্যমে আরো নমিনি যুক্ত করতে পারবেন। আপনার নমিনি এড করার প্রয়োজন না হলে বা করা হয়ে গেলে আপনি আবারো সাবমিট অপশনে ট্যাপ করবেন। সাবমিট অপশনে ট্যাপ করার পর আপনাকে জিঙ্গেস করা হবে যে আপনি কি শিওর কি-না আপনার নিউ অ্যাকাউন্ট ওপেন করার বিষয়ে। এরপর আপনি প্রসিড এই অপশনে ট্যাপ করার মাধ্যমে পরের ধাপে চলে যাবেন। ট্যাপ করার পর প্রকৃয়াটি কিছু সময় নিতে পারে। আপনি একটু অপেক্ষা করবেন। কিছু সময় পরে আল আরাফাহ ইসলামী ব্যাংক থেকে আপনি একটি ম্যাসেজ পাবেন আপনার মোবাইলে। আপনার একাউন্টটি অতিশিগ্রই ওপেন হবে এবং আপনি আপনার রিকুয়েস্ট সাকসেসফুল হবে। আল আরাফাহ ইসলামী ব্যাংকের তথ্যমতে, আপনি যে ডকুমেন্ট গুলো সাবমিট করবেন, আপনার তথ্যগুলো সবগুলো সাবমিট করার পর ৭ কর্ম দিবস সময় লাগবে একাউন্টটি ওপেন হতে। আপনার একাউন্টটি ওপেন হলে আপনার আছে অবশ্যই একটি ম্যাসেজ যাবে ব্যাংক থেকে। আর হ্যাঁ, আপনার অ্যাকাউন্টের অধীনে ব্যাংকের কার্ড এবং চেক বই ব্যবহার করার জন্য অবশ্যই আপনি যে ব্রাঞ্চ সিলেক্ট করবেন আপনাকে এই ব্রাঞ্চে ভিজিট করতে হবে।
আরো পড়ুন- অনলাইন ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
Al-Arafah Islami bank online application process in a video
আল আরাফা ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম
তিন ভাবে আপনার আল আরাফা একাউন্ট চেক করতে পারবেন। যেমন:
- এসএমএস করার মাধ্যমে
- ব্যাংকের এপ ব্যবহার করে
- ব্যাংক ভিজিট করে
আরো জানতে পড়ুন- আল আরাফাহ ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম
Question and answer
How to do Al Arafah Islami Bank balance check?
“aibl i-Banking” এই এপটি যদি আপনার থেকে থাকে এবং এতে যদি আপনার একাউন্টটি এড করা থাকে তবে আপনি সহজেই এপটির হোম পেজ থেকে Balance লিখা অপশনের পাশে থাকে চোখ অপশন টি এনাব্যাল করে দিলেই আপনি আপনার ব্যালেন্স দেখতে পাবেন। অথবা আপনি চেক করতে পারবেন SMS এর মাধ্যামে। টাইপ করুন AIBL BAL <Account_No> এবং পাঠিয়ে দিন 26969 নাম্বারে।
ব্যাংকের এপটি কোথায় পাবো?
প্লে-স্টেরে “aibl i-Banking” লিখে সার্চ করলেই এপটি পেয়ে যাবেন।
আবেদন করার পর কত দিন সময় লাগে একাউন্ট রেডি হতে?
৭ কর্ম দিবস সময় লাগবে। এর পর আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
আরো পড়ুন
অনলাইন ব্যাংকিং | অনলাইন ব্যাংকিং বাংলাদেশ |
ক্যাটাগরিতে যান | ব্যাংকিং |
হোমে যান | bankline |
আমি অনলাইনের
MD SOrif
ময়মনসিংহ জেলা পাগলা থানা ইউনিয় ন