এখন বিদেশে বসেই বিকাশ ব্যবহার করা যাবে

বাংলাদেশে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবার মধ্যে বিকাশ -কে অন্যতম ধরা হয়। শহর থেকে গ্রাম সব জায়গায় এখন এর বিস্তৃৃৃতি লক্ষ করা যায়। কেননা বিকাশ মানুষের দৈনন্দিন লেনদেন কে করেছে সহজতর।

ADVERTISEMENT

এছাড়া বিকাশ তাদের ব্যবহারকারীদের জন্য সময়ের সাথে সাথে নতুন নতুন আপডেট নিয়ে আসে, যেখানে তাদের কাস্টমারদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা থাকে। এমনই একটি আপডেটের কথা নিয়ে আজকের এই পোস্ট।

আমরা জানি বিদেশে আমাদের ভায়েরা রেমিট্যান্স এর দিক দিয়ে বাংলাদেশ অগ্রগতির সুফল নিয়ে আসছে। বিকাশ তাদের কথা মাথায় রেখে নিয়ে এসেছে নতুন একটি সুবিধা। তারা এখন প্রবাশিদেরও বিদেশ থেকে বিকাশ সার্ভিস ব্যবহার করে বিকাশ একাউন্ট খুলতে, ব্যবহার করতে এবং বাংলাদেশে তাদের প্রিয়জনের সাথে সরাসরি লেনদেন করতে সুবিধা দিচ্ছে।

ADVERTISEMENT

আগে বিকাশের সার্ভিস শুধু মাত্র বাংলাদেশে এভেইলএবল ছিল। আর এখন বিকাশের নতুন আপডেট অনুযায়িগ্রাহকরা বিদেশে বসেও বিকাশ অ্যাপ চালাতে পারবেন। এক্ষেত্রে তারা বিদেশে থাকা রেমিটেন্স চ্যানেল থেকে টাকা লোড করে দেশে থাকা প্রিয়জনের নাম্বারে সেন্ড মানি করে দিতে পারবেন।

তবে বিদেশ থেকে আপনি বিকাশ একাউন্ট ব্যবহার করতে পারলেও সেখানে আপনার জন্য সুযোগ সুবিধা থাকবে সিমিত। সেখান থেকে আপনি সেন্ড মানি বা বিকাশ থেকে মোবাইল রিচার্জ করার মতো অল্প কিছু সেবা নিতে পারবেন। চলুন এই ব্যাপারে আরো বিস্তারিত জেনে নেয়া যাক।

বিদেশ থেকে নতুন বিকাশ একাউন্ট রেজিষ্ট্রেশন 

বিদেশ থেকে বিকাশ একাউন্ট রেজিস্ট্রেশন করতে যা যা করতে হবে তা নিচে পর্যায়ক্রমে তুলে ধরা হলো।

  • প্রথমে প্লে-স্টোর থেকে বিকাশ অ্যাপ ডাউনলোড করুন।
  • আপনার বিদেশি মোবাইল নাম্বারটি দিন।
  • বিদেশি মোবাইল নাম্বারে পাঠানো ভেরিফিকেশন কোডটি দিন।
  • শর্তাবলি-তে সম্মতি দিতে টিক দিন।
  • আপনি প্রবাশি তার প্রমাণ হিসেবে পাসপোর্টের দেশ ত্যাগ/বিদেশে আগমনের স্ট্যাম্পের ছবি আপলোড করুন।
  • বাংলাদেশি এনআইডি কার্ডের উভয় পাশের ছবি তুলুন।
  • সাধারণ তথ্য সমূহ প্রদান করুন।
  • যাচাই করতে আপনার চেহারার স্পষ্ট ছবি তুলুন। 
  • সাবমিশন নিশ্চিত করুন।
  • একাউন্টে লগইন করার জন্য নতুন পিন সেট আপ করুন।

আরো জানতে পড়ুন- বিদেশ থেকে বিকাশ একাউন্ট রেজিস্ট্রেশন

পূর্বে করা বিকাশ একাউন্টে বাংলাদেশি রেজিস্টার্ড মোবাইল নাম্বার আপডেট

বাংলাদেশি মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার্ড বিকাশ একাউন্ট গ্রাহক নিজ বিদেশি নাম্বারে বিকাশ নাম্বার আপডেট করে নিতে পারবেন। এজন্য নিচের ধাপ গুলো পর্যায়ক্রমে অনুসরণ করতে হবে-

ADVERTISEMENT
  • বিকাশ অ্যাপ ওপেন করুন।
  • “বিকাশ নাম্বার আপডেট করুন” অপশনে ট্যাপ করুন।
  • নোটিফিকেশন চেক করে সামনে এগিয়ে যান।
  • বর্তমান বাংলাদেশি মোবাইল নাম্বার দিন।
  • আপনার নতুন বিদেশি মোবাইল নাম্বার দিন।
  • বিদেশি মোবাইল নাম্বারে পাঠানো ভেরিফিকেশন কোড দিন।
  • শর্তাবলি-তে সম্মতি দিন।
  • প্রমাণ হিসেবে পাসপোর্টের দেশ ত্যাগ/বিদেশে আগমনের স্ট্যাম্পের ছবি আপলোড করুন।
  • যাচাই করতে আপনার চেহারার ছবি তুলুন। 
  • সাবমিশন নিশ্চিত করুন।
  • লগইন করার জন্য নতুন পিন সেট আপ করুন।

যেসব দেশে আপনি বিকাশ অ্যাপ ব্যবহার করতে পারবেন

সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, সৌদি আরব, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ওমান, দক্ষিণ কোরিয়া, ইতালি, কাতার, কুয়েত, বাহরাইন ও দক্ষিণ আফ্রিকা।

বিকাশ নিয়ে আমাদের অন্যান্য পোস্ট গুলো পড়ুন

বিকাশের বিভিন্ন ব্যবসায়িক একাউন্ট:

১. bkash Personal Retail Accountবিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট খোলার নিয়ম দেখুন
২. bkash Agent Accountবিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম দেখুন
৩. bkash Marchant Accountবিকাশ মার্চেন্ট একাউন্ট খোলার নিয়ম দেখুন

ব্যবসায়িদের জন্য বিকাশের যে একাউন্ট।

ADVERTISEMENT

আরো পড়ুন

ADVERTISEMENT

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *