অনলাইনে জিপিএফ হিসাব দেখার নিয়ম | অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক

সরকারী চাকরীজীবিদের বেতন থেকে ৫%-২৫% প্রতি মাসে GPF ফান্ডে জমা রাখতে হয়। এই জমা করা টাকার উপর প্রায় ১৩% পর্যন্ত সুদ দিয়ে থাকে সরকার। পূর্বে শুধু হিসাব রক্ষক অফিস থেকে জিপিএফ ব্যালেন্স চেক করা গেলেও এখন অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করা যায়।

ADVERTISEMENT

উপজেলা হিসাবরক্ষক অফিসে গিয়ে জিপিএফ ব্যালেন্স চেক করার জন্য একাউন্ট স্লিপ সংগ্রহ করা নিশ্চই কিছুটা ঝামেলার। অনলাইনে জিপিএফ হিসাব দেখার নিয়ম চালু করায় চাকরীজীবিরা এখন খুব সহজে তাদের GPF হিসাব অনলাইনেই দেখতে পারেন ঘরে বসেই।

যাই হোক, অনলাইনে জিপিএফ হিসাব দেখার নিয়ম কিন্তু খুব কঠিন কিছু নয়। আপনি খুব সহজেই আপনার কিছু তথ্য দিয়ে জি পি এফ ব্যালেন্স চেক করে নিতে পারবেন। আপনার সুবিধার্থে এই পোস্টে অনলাইনে জি পি এফ হিসাব দেখার নিয়ম বিস্তারিত আলোচনা করা হলো।

ADVERTISEMENT

অনলাইনে জিপিএফ হিসাব দেখার নিয়ম

আপনি নিজে বাসায় বসে জিপিএফ হিসাব দেখতে চাইলে প্রথমে আপনার প্রয়োজনিয় কিছু তথ্য সংগ্রহ করুন। তারপর আপনার মোবাইল বা কম্পিউটার থেকে cafopfm.gov.bd এই সাইটে গিয়ে GPF Information-এর নিচে থাক Click here -এ ক্লিক করে প্রয়োজনিয় তথ্য দেয়ার মাধ্যমে আপনার GPF ব্যালেন্স চেক করুন।

GPF হিসাব দেখতে যা যা লাগবে

আপনার পে ফিক্সেশনে ব্যবহৃত:

ADVERTISEMENT
  • জাতীয় পরিচয় পত্র নম্বর (NID/Smart Card)
  • মোবাইল নম্বর

অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার নিয়ম

  • মোবাইল বা কম্পিউটার থেকে ব্রাওজার ওপেন করুন।
  • cafopfm.gov.bd এই ওয়েব সাইটে ভিজিট করুন।
  • ওয়েব সাইটের হোম পেজেই GPF Information থেকে Click here এর উপর ক্লিক করতে হবে।
  • আপনার এনআইডি নাম্বার এবং আপনার মোবাইল নাম্বারটি দিয়ে Submit বাটনে ক্লিক করতে হবে।
  • মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেটি দিয়ে Submit দিতে হবে।
  • GPF ACCOUNT SLIP থেকে আপনি যে সালের জিপিএফ ফান্ডের হিসাব দেখতে চান, সেই অর্থ সাল সিলেক্ট করে Go দিতে হবে।
  • এবার আপনার জিপিএফ স্লিপ ওপেন হবে এবং আপনার জিপিএফ এর হিসাব দেখতে পাবেন।

অনলাইনে জিপিএফ হিসাব দেখার নিয়ম দেখে নিন ছবিসহ

১. সবার প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারের যেকোনো ব্রাওজার থেকে cafopfm.gov.bd লিখে সার্চ করুন। আপনি সরাসরি যে ওয়েব সাইটে পৌছাবেন সেখানে নিচে ছবিতে দেখানো অপশন গুলো দেখতে পাবেন। তিনটি অপশনের মধ্যে আপনাকে GPF information-এ যেতে হবে। এর জন্য Click here -এ ক্লিক করতে হবে।

GPF Account balance check

২. এর পরের ধাপে আপনাকে আপনার ১৭ ডিজিট বা ১০ ডিজিটের এনআইডি কার্ড নাম্বার, যে নাম্বার আপনি পে ফিক্সেশনে ব্যবহার করেছেন, সেটি দিতে হবে এবং পে ফিক্সেশনে ব্যবহৃত মোবাইল নাম্বারটি দিতে হবে। এগুলো দেয়া হলে নিচে থাকা Submit বাটনে ক্লিক করতে হবে।

GPF Account balance check

৩. এ পর্যায়ে এমপ্লয়ি ভেরিফিকেশন করতে আপনার দেয়া নাম্বারে একটি ওটিপি যাবে। সেই নাম্বারটি নিয়ে নিচে দেখানো খালি ঘরে দিয়ে Submit করতে হবে।

ADVERTISEMENT
GPF Account balance check

৪. তারপর আপনাকে GPF ACCOUNT SLIP থেকে Fiscal Year সিলেক্ট করতে হবে। এখানে আপনি কোন অর্থ বছরের GPF Account slip সংগ্রহ করতে চান সেই অর্থ বছর সিলেক্ট করে নিচে থাকা Go অপশনটি ক্লিক করতে হবে।

GPF Account check

৫. অবশেষে আপনি আপনার জিপিএফ একাউন্টির ব্যালেন্স দেখতে পারবেন নিচে দেখানো ফর্মের মতো করে। Subscription অংশে আপনি আপনার বর্তমান অর্থবছরে জমা থাকা মোট টাকার অংক দেখতে পাবেন।

GPF Account check

জিপিএফ ব্যালেন্স হিসাব করার নিয়ম

জিপিএফ ফান্ডের ব্যালেন্স হিসাব করতে আপনার Opening balance বা বছরের শুরুতে আপনার স্থিতি কতো ছিলো তা লিখুন। তারপর Monthly Subscription বা মাসিক কর্তনের পরিমাণ লিখুন এবং কোনো Advance withdrawal বা অগ্রিম উত্তোলন থাকলে তা লিখুন। অবশেষে Result এর উপর ক্লিক করলে আপনি আপনার জিপিএফ হিসাব দেখতে পারবেন।

ADVERTISEMENT
GPF Calculation

প্রশ্ন এবং উত্তর

জিপিএফ বা GPF যার পূর্ণরুপ হলো General Provident Fund । সরকারি চাকুরীজিবীদের তাদের মাসিক আয়ের একটি অংশ কেটে রাখা হয় যা তাদের জিপিএফ ফান্ডে জমা হয়ে থাকে। এটি তাদের একটি ভবিষ্যৎ ফান্ড। এখানে জমা হওয়া টাকা তারা তাদের চাকুরি পরবর্তী সময়ে এক সাথে পেয়ে থাকে।

জিপিএফ এর জন্য চাকুরিজিবীদের উপজেলা হিসাব রক্ষণ অফিসে GPF Account খুলতে হয়। তারপর তারা চাকরিজিবীর মাসিক বেতন থেকে অটোমেটিক টাকা কেটে রাখেন। পরবর্তিতে যদি কেউ জানতে চান যে তার একাউন্টে কতো টাকা জমা হয়েছে তবে তিনি তা প্রতি অর্থ বছরের শুরুতে হিসাব রক্ষণ অফিস থেকে জেনে নিতে পারবেন যে তার একাউন্টে সুদ সহ কতো টাকা হয়েছে।

জিপিএফ ফান্ডে জমা হওয়া টাকার উপর জমাকারী ১৩% সুদ পেয়ে থাকেন।

ঘরে বসে জিপিএফ হিসাব দেখতে চাইলে প্রথমে প্রয়োজনিয় কিছু তথ্যগুলো সংগ্রহ করুন। তারপর আপনার মোবাইল বা কম্পিউটার থেকে cafopfm.gov.bd এই সাইটে গিয়ে GPF Information-এর নিচে থাক Click here -এ ক্লিক করে প্রয়োজনিয় তথ্য দিয়ে GPF ব্যালেন্স চেক করুন।

ADVERTISEMENT

আরো পড়ুন

হোমে যান: bankline

ADVERTISEMENT

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *