প্রিয় পে তে আসবে ফ্রিল্যান্সারদের আয়ের ডলার
কয়েক মিনিটে আসবে ফ্রিল্যান্সারদের আয়ের ডলার। দেশি পেমেন্ট সার্ভিস “প্রিয় পে” এর মাধ্যমে কয়েক মিনিটেই সহজে বিদেশ থেকে ডলার দেশে আনতে পারবেন ফ্রিল্যান্সররা। এর জন্য গুণতে হবে সবোর্চ্চ মাত্র এক ডলার।
চালুর দেড় মাসের মধ্যে প্রায় ৬ হাজারের বেশি গ্রাহক এই সার্ভিস ব্যবহার করে লেনদেন করছেন বলে জানিয়েছে প্রিয় পে কর্তৃপক্ষ। আমেরিকায় চালু করা প্রিয় পে নামে একটি ডিজিটাল ব্যাংকের অধীনে চালু হয়েছে এই বিশেষ সেবা।
বর্তমানে দেশে কাজ করছেন প্রায় ১০ লাখের মতো ফ্রিল্যান্সার আছে। তাদের সংগঠনের তথ্যমতে, গত বছর দেশের ফ্রিল্যান্সারদের আয় ছিল প্রায় এক বিলিয়ন ডলার। এ বছরের প্রথম ৯ মাসে যে আয় বেড়ে হয়েছে দেড় বিলিয়ন ডলার। তবে উপার্জনের অর্থ দেশে আনা বিভিন্ন জটিলতা নিয়ে নানা অভিযোগ ফ্রিল্যান্সারদের। তারা বলেন, পেপাল না থাকায় ইন্টারন্যাশনাল গেটওয়ের মাধ্যমে অর্থ আনতে প্রতিবার লেনদেনে খরচ হয় ১০ ডলার পর্যন্ত।
এই সমস্যা সমাধানে পেমেন্ট সার্ভিস চালু করেছে ফিনটেক প্রতিষ্ঠান প্রিয় পে। এর মাধ্যমে ফ্রিল্যান্সাররা আমেরিকা থেকে কয়েক মিনিটের মধ্যেই আনতে পারবেন উপার্জনের ডলার।
প্রিয় পেতে অ্যাকাউন্ট থাকলে আয় করা ডলার স্থানীয় ব্যাংকের নিজ অ্যাকাউন্টে ট্রান্সফার করার সুযোগ পাবেন তারা। পেমেন্টের জন্য গ্রাহকদের দেওয়া হচ্ছে মাস্টার কার্ড। আগামী বছর থেকে যুক্তরাজ্য ও কানাডাসহ কয়েকটি দেশ থেকে প্রিয় পের মাধ্যমে ডলার আনা যাবে।
প্রিয় পে’র প্রধান নির্বাহী জাকারিয়া স্বপন জানান, ‘দেশের যে কোনো বাণিজ্যিক ব্যাংক তাদের মতো করে টাকাটা দেশে আনতে পারে। ব্যাংকে ৫০ সেন্ট করে চার্জ করি আমরা এটার জন্য, টাকা রিসিভ করার জন্য। আবার এই টাকাটা বাংলাদেশে নিয়ে আসার জন্য আমরা চার্জ করি আরো ৫০ সেন্ট। তাহলে যতো টাকাই সে দেশে আনুক মাত্র ১ ডলার তার খরচ হচ্ছে। আবার এখানে আসার পর যে কোনো ব্যাংকেই যখন এটা উইথড্র করছেন সেটা একদম ফ্রি।’
গত অক্টোবরের শুরুতে এই সেবাটি পরীক্ষামূলকভাবে চালু হয়। দেড় মাসের মধ্যেই ৬ হাজার গ্রাহক লেনদেনে যুক্ত হয়েছেন। তারা বলছেন, ডলার আনতে আগের চেয়ে খরচ কমেছে।