ব্যাংকে কত টাকা রাখলে ট্যাক্স দিতে হয়
বছরের শেষের দিকে আপনি হয়তো আপনার ব্যাংক থেকে টাকা কেটে নেয়ার বিষয়ে একটি ম্যাসেজ পেয়ে থাকেন। এব্যাপারে আপনি হয়তো উদ্বিগ্ন যে কেনো ব্যাংক আপনার একাউন্ট থেকে টাকা কেটে নিলো। আসলে আপনার একাউন্ট থেকে টাকা কেটে নেয়ার কারণটি সরকারি শুল্ক আদায়ের স্বাভাবিক নিয়ম।
সরকারি নিয়ম অনুযায়ি শুল্ক-কর আদায়কারী সংস্থা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর হয়ে ব্যাংক আপনার একাউন্ট থেকে শুল্ক কর সংগ্রহ করে থাকে এবং তা সরকারি কোষাগারে জমা করে থাকে। আর এটি সংগ্রহের সময় সচরাচর ডিসেম্বর-জানুযায়ি।
তবে কথা হলো ব্যাংকে কত টাকা রাখলে ট্যাক্স দিতে হয়? আসুন এই পোস্ট থেকে তা জেনে নেয়া যাক।
ব্যাংকে কত টাকা রাখলে ট্যাক্স দিতে হয়?
ব্যাংকে আপনার একাউন্টে যদি বিগত এক বছর, অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১০০,০০০ টাকার কম জমা থাকে তবে আপনার একাউন্ট থেকে কোনো প্রকার ট্যাক্স কাটা হবে না।
তবে একাউন্টে ১০০,০০০ টাকা থেকে ৫০০,০০০ টাকা পর্যন্ত বিগত এক বছরে জমা থাকলে আপনাকে ট্যাক্স দিতে হবে ১৫০ টাকা। আবার ৫০০,০০০ থেকে ১০,০০,০০০ টাকা পর্যন্ত জমা থাকলে আপনাকে ট্যাক্স দিতে হবে ৫০০ টাকা।
এছাড়াও ১০ লাখ থেকে এক কোটি টাকায় তিন হাজার টাকা এবং এক কোটি থেকে পাঁচ কোটিতে ১৫,০০০ হাজার ও পাঁচ কোটি টাকার উপরে থাকলে ৪০,০০০ টাকা পর্যন্ত ট্যাক্স দিতে হবে।
একনজরে
এক বছরে | ট্যাক্স |
---|---|
এক লক্ষ টাকা নিচে | ০ টাকা |
এক লক্ষ থেকে পাঁচ লক্ষ | ১৫০ টাকা |
পাঁচ লক্ষ থেকে দশ লক্ষ | ৫০০ টাকা |
দশ লক্ষ থেকে এক কোটি | ৩০০০ টাকা |
এক কোটি থেকে পাঁচ কোটি | ১৫,০০০ টাকা |
পাঁচ কোটির উপরে থাকলে | ৪০,০০০ টাকা |
শেষকথা
ব্যাংকে রাখা আপনার টাকার উপর আপনার ট্যাক্স নির্ধারিত হয়ে থাকে। এটি প্রতিবছর ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যেই কাটা হয়ে থাকে, এবং এটি অটোমেটিক আপনার একাউন্ট থেকে কেটে নিবে ব্যাংক।
আমাদের অন্যান্য পোস্ট গুলো পড়ুন
- ব্যাংক একাউন্ট কত প্রকার ও কি কি
- ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট আবেদন
- এক ব্যাংকের চেক অন্য ব্যাংকে জমা দেয়ার নিয়ম
- ব্যাংক একাউন্ট বন্ধ করার নিয়ম
- ব্যাংক একাউন্ট ট্রান্সফার করার নিয়ম
- এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম