কোন কোন ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট খোলা যায়
স্টুডেন্ট একাউন্ট খুলতে চাচ্ছেন? খুজছেন কোন কোন ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট খোলা যায়? তবে এখানে এসম্পর্কে বিস্তারিত দেখে নিন।
বর্তমানে বেশিরভাগ ব্যাংকেই স্টুডেন্ট একাউন্ট খোলা যায়। বিশেষ করে যে ব্যাংক গুলো জানা শোনা বা তাদের সার্ভিসের দিক থেকে প্রথম সারিতে রয়েছে। আর তারা বিভিন্ন সুযোগ সুবিধাও দিচ্ছে এখানে।
যাই হোক, এই পোস্টে আমরা দেখবো কোন কোন ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট খোলা যায় এবং তাদের ব্যাংক গুলোতে স্টুডেন্ট একাউন্ট খোলার প্রসেস কি তার নিয়ম নিয়ে বিস্তারিত জানার জন্য লিংক সংযুক্ত করে দেয়া হবে। চলুন তাহলে শুরু করা যাক।
কিছু ব্যাংকের স্টুডেন্ট একাউন্ট
অগ্রণী ব্যাংক | অগ্রণী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট |
ইসলামী ব্যাংক | ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট |
সোনালী ব্যাংক | সোনালী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট |
ব্যাংক এশিয়া | ব্যাংক এশিয়া স্টুডেন্ট একাউন্ট |
রুপালী ব্যাংক | রূপালী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট |
ডাচ বাংলা | ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট |
এছাড়া আরো অনেক ব্যাংকে আপনি চাইলে স্টুডেন্ট একাউন্ট খুলতে পারবেন। তবে এই ব্যাংক গুলোর সার্ভিস তুলনামূলক ভালো হওয়ায় এখানে এদের নাম তুলে ধরা হলো। দেখে নিন কোন ব্যাংক সবচেয়ে নিরাপদ, আর অনলাইনে ব্যাংক একাউন্ট খোলার নিয়ম।
আরো পড়ুন- ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
স্টুডেন্ট একাউন্ট এর জন্য কোন ব্যাংক ভাল হবে?
আমার মতে ইসলামী ব্যাংক বাংলাদেশ একটি স্টুডেন্ট একাউন্ট তৈরির জন্য ভালো। কেননা একানে আছে স্টুডেন্টদের জন্য অনেক সুযোগ সুবিধা। তার মধ্যে কিছু দেখে নেয়া যাক।
ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট সুবিধা:
- এই একাউন্টে শুল্ক বা কর ছাড়া আর কোনো চার্জ নেই।
- ইন্টারনেট ব্যাংকিং সুবিধা এভেইলএবল থাকবে।
- সেলফিনের মাধ্যমে একাউন্ট পরিচালনা করা যাবে।
- SMS এর মাধ্যমে অ্যাকাউন্টের ব্যালেন্স ও স্টেটমেন্ট দেখার সুবিধা।
- রেমিটেন্স গ্রহণ করা যাবে।
- এটিএম কার্ড সংগ্রহ করা যাবে।
- সবচেয়ে বড় সুবিধা হলো ১০০ টাকা প্রাইমারি ডিপোজিটে একাউন্ট করার সুবিধা।
আরো পড়ুন- ব্যাংক একাউন্ট খুলতে কত টাকা লাগে
ইসলামীক ব্যাংকিং | ইসলামীক ব্যাংকিং নিয়ে বিস্তারিত |
ক্যাটাগরিতে যান | ব্যাংকিং |
হোমে যান | bankline |