ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম

আপনি কি ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম খুজছেন? এই পোস্টে এবিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

ADVERTISEMENT

স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম চালু করেছে। কেননা আমরা জানি যে একজন সাধারণ কর্মরত সেভিংস একাউন্টধারীর সাথে স্টুডেন্টদের বেশ কিছু দিকের পার্থক্য থাকে। এখানে তারা স্টুডেন্টদের দিচ্ছে বিশেষ কিছু সুযোগ সুবিধা।

একজন সাধারণ ব্যাক্তির জন্য ব্যাংক সচরাচর একটি সেভিংস একাউন্ট খুলার পরামর্শ দেন। কারণ সেখানে তার জন্য বিশেষ কিছু সুবিধা থাকে। কিন্তু Savings account -এ বিভিন্ন চার্জ তুলনামূলক বেশি থাকে। অপর দিকে ছাত্রছাত্রীরা ইনকাম করে না বা খুব কমই করে। তাই তাদের সেভিংস একাউন্টের তুলনায় আলাদা কিছু সুবিধা দরকার হয়। যার কারণে ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট ব্যাংক একাউন্ট খোলার নিয়ম চালু করে।

ADVERTISEMENT

যাই হোক। এই পোস্টে আমরা দেখবো ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম, স্টুডেন্ট একাউন্টের সুবিধা, এই স্টুডেন্ট একাউন্ট খুলতে কি কি লাগে, একাউন্ট করার জন্য কতো টাকা লাগে সহ আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এছাড়া শেষে আপনাদের কিছু সম্ভাব্য প্রশ্নের উত্তর দেয়া হবে। চলুন তাহলে শুরু করা যাক।

ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম

ডাচ বাংলা ব্যাংকের স্টুডেন্ট একাউন্ট মূলত DBBL School Savers Account নামে পরিচিত। এ একাউন্টি খুলতে হলে আপনাকে ব্যাংকে যেতে হবে।

ADVERTISEMENT

অন্য যেকোনো ধরণের একাউন্ট খোলার থেকে ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম খুবই সহজ। এখানে স্টুডেন্ট একাউন্ট খোলার জন্য প্রয়োজনিয় কিছু ডকুমেন্টস, যেমন: জন্ম নিবন্ধন, স্টুডেন্ট কার্ড, ইত্যাদি নিয়ে আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংক শাখায় চলে যান। সেখানে আপনাকে একটি ফর্ম দিবে। তা পূরণ করে ডকুমেন্টস সহ ব্যাংকে জমা দিন। সেই সাথে আপনার প্রাইমারি ডিপোজিট সম্পন্ন করলে আপনার একাউন্ট খোলার কাজ সম্পন্ন হয়ে যাবে।

ফর্ম, ডকুমেন্টস ও টাকা জমা দেয়ার পর আপনার কাছ থেকে ব্যাংক হয়তো একদিন সময় নিতে পারে। এরপর আপনাকে ম্যাসেজ এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে আপনার একাউন্ট খোলা সম্পন্ন হয়েছে কিনা।

এখানে স্টুডেন্টদের জন্য প্রচলিত সেভিংস একাউন্টের থেকে ভিন্ন কিছু ডকুমেন্টস দরকার হয়ে থাকে। প্রয়োজনিয় ডকুমেন্টস এর একটি লিস্ট আপনি নিচে পাবেন।

ADVERTISEMENT

আর ব্যাংক থেকে যে ফর্মটি আপনাকে দিবে তা আপনাকে আপনার ডকুমেন্টস দেখে নির্ভুল ভাবে পূরণ করতে হবে। অনেক সময় ব্যাংকের কেউ একজন হয়তো আপনার ফর্মটি ফিলআপ করে দিবে। সেক্ষেত্রে আপনার জন্য তা হবে আরো সুবিধাজনক। আপনি শুধু তাদের আপনার ডকুমেন্টস অনুযায়ি সঠিক তথ্য গুলো দিন।

আরো পড়ুন- ডাচ বাংলা ব্যাংক সেভিংস একাউন্ট খোলার নিয়ম

ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খুলতে যা যা লাগে

  • স্টুডেন্টের জন্ম নিবন্ধন কার্ড (এনআইডি থাকলে তা দিতে পারবে)।
  • শিক্ষ প্রতিষ্ঠান থেকে দেয়া স্টুডেন্ট আইডি কার্ডের একটি ফটো কপি।
  • স্টুডেন্ট যে প্রতিষ্ঠানে আছে সে প্রতিষ্ঠান থেকে নেয়া প্রত্তয়ন পত্র।
  • তার দুই কপি রঙিন ছবি যা সম্প্রতি তোলা হয়েছে এমন।
  • নমিনির এক কপি ছবি ও তার এনআইডি কার্ড এর একটি কপি।
  • একটি মোবাইল নাম্বার যা একটিভ আছে।
  • ব্যাংকে একাউন্ট আছে এমন একজন অ্যাকাউন্ট হোল্ডার এর সুপারিশ।

ছাত্রছাত্রীদের ব্যাংকে একাউন্ট খুলতে যাওয়ার আগে এই সকল ডকুমেন্টস এর কপি সংগ্রহ করা দরকার হবে। পরবর্তিতে একাউন্ট খোলার সময় মূল ফর্মের সাথে এই ডকুমেন্টস সাবমিট করতে হবে।

ADVERTISEMENT

আরো পড়ুন- স্টুডেন্ট ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

Dutch Bangla Bank student account opening form

ডাচ বাংলা ব্যাংকের যেকোনো ধরণের ব্যাংক একাউন্ট খোলার জন্য একটি কমন ফর্ম আছে। আপনি এই ফর্মটি ব্যাংক থেকেও সংগ্রহ করতে পারবেন। আবার চাইলে অনলাইন থেকে ডাউনলোড করে, ফর্মটি পূরন করে ব্যাংকে জমা দিতে পারবেন। ব্যাংক ফর্মটি অনলাইন থেকে ডাউনলোড করতে ক্লিক করুন- ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খুলার ফর্ম এই লিংকে।

ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খুলতে কতো টাকা লাগে?

সচরাচর ছাত্রদের জন্য ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলা সহজ করতে ১০০/- টাকা প্রাইমারি ডিপোজিট হিসেবে ধরা হয়েছে। আর আপনি চাইলে ১০০ টাকার বেশি জমা দিয়ে একাউন্ট সচল করতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। তবে এর থেকে কম দেয়া যাবে না। আরো জানতে পড়ুন:

একাউন্ট খুলতে টাকাব্যাংক একাউন্ট খুলতে কত টাকা লাগে
টাকা জমার নিয়মডাচ বাংলা ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম
একাউন্ট চেকডাচ বাংলা ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম

DBBL School Savers Account এর সুবিধা

যেহেতু ডাচ বাংলার স্টুডেন্ট একাউন্ট (DBBL School Savers Account) ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ভাবে চালু করা একটি একাউন্ট। যার কারণে এখানে তাদের জন্য বিশেষ কিছু সুযোগ সুবিধাও রাখা হয়েছে। তাদের লেনদেনের প্রকৃতির উপর নির্ভর করে এই একাউন্ট সুবিধা গুলো সাজানো হয়েছে। এই একাউন্টের এমনি কিছু সুবিধা নিচে তুলে ধরা হলো।

ADVERTISEMENT
  • এই একাউন্টের মাধ্যমে স্টুডেন্টরা তাদের দৈনন্দিন হাত খরচ থেকে কিছু কিছু টাকা জমিয়ে পরে তা প্রয়োজনে খরচ করতে পারবে। যাদিয়ে তারা পরে বিশেষ কোনো কাজ করতে পারবে।
  • ডাচ বাংলার স্টুডেন্ট একাউন্ট মেন্টেনেন্স ফি শূণ্য। যা স্টুডেন্টদের জন্য একটি অনেক বড় সুবিধা।
  • স্টুডেন্ট একাউন্ট করার ক্ষেত্রে এই ব্যাংকের প্রাইমারি ডিপোজিট অনেক কম হয়ে থাকে। তারা মাত্র ১০০ টাকায় একটি স্টুডেন্ট একাউন্ট খুলতে পারবে। যা তাদের জন্য আরেকটি বড় সুবিধা।
  • স্টুডেন্টদের উপবৃত্তির টাকা এই একাউন্ট দিয়ে রিসিভ করা যায় এবং প্রয়োজন অনুযায়ি ঐ টাকা তুলে নেয়া যায়।
  • বিদেশ থেকে কেউ টাকা পাঠালে তা এই একাউন্টের মাধ্যমে রিসিভ করা সম্ভব। ইউটিউব বা ওয়েবসাইটের জন্য এডসেন্সের টাকাও রিসিভ করতে পারবেন এই একাউন্ট দিয়ে।
  • ফ্রি ডেভিট কার্ড নিতে পারবেন, যার জন্য কোনো চার্জ কাটা হবে না।
  • এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন যেকোনো সময়।
  • ইন্টারনেট ব্যাংকিং সুবিধা আছে।
  • এসএমএস ব্যাংকিং সবিধা আছে।
  • একাউন্ট ক্লোজিং চার্জও শূণ্য।

এই সকল সুবিধা ছাড়াও ডাচ বাংলার স্টুডেন্ট একাউন্টে আরো অনেক ধরনের সুবিধা আপনি উপভোগ করতে পারবেন যদি আপনি তাদের ব্যাংকে একটি স্টুডেন্ট একাউন্ট করেন।

একনজরে সুবিধা গুলো

PARTICULARSCHARGE /FEE AMOUNT
Minimum Balance RequirementBDT 100.00
Account Maintenance Fee (Half Yearly)Nil

ATM /DBBL NEXUS Debit Card
Free
SMS Alert FeeFree
Internet Banking / SMS Banking FacilitiesFree
Closing ChargesNIL
Interest RateInterest as per rate of Savings Deposit Plus Account
Excise Duty & VATAs per Government Rules

আরো পড়ুন- কোন কোন ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট খোলা যায়

ADVERTISEMENT

স্টুডেন্ট একাউন্ট এর অসুবিধা গুলো

ডাচ বাংলার স্টুডেন্ট একাউন্টের যেমন অনেক সুবিধা আছে ছাত্রদের জন্য, ঠিক তেমনি বেশ কিছু অসুবিধাও আছে এখানে। এমনি কিছু অসুবিধা নিচে তুলে ধরা হলো।

  • স্টুডেন্ট একাউন্টে লেনদেনের পরিমাণ ডাচ বাংলা ব্যাংক নির্দিষ্ট করে দিয়ে থাকে। নির্দিষ্ট করে দেয়া লিমিটের বাইরে লেনদেনের জন্য এক্সট্রা চার্জ গুনতে হবে।
  • এই একাউন্টের মেয়াদ নির্দিষ্ট থাকে। যা ব্যাংক স্টুডেন্টের আইডি কার্ড দেখে নির্দিষ্ট করে দিয়ে থাকে।
  • ডাচ বাংলা ব্যাংক এই স্টুডেন্ট একাউন্টের বীপরিতে চেক বই ইসু করে না। ছাত্ররা একাউন্ট থেকে টাকা তুলার জন্য শুধু তাদের ডেভিট কার্ড ব্যবহার করতে পারবে।
  • একাউন্ট করার জন্য বয়স ৬ থেকে ১৮ হতে হবে।

ডাচ বাংলা ব্যাংক কাস্টমার কেয়ার নাম্বার

ডাচ বাংলা ব্যাংকের হেল্পলাইন নাম্বার ১৬২১৬ এবং দেশের বাইরে থেকে ০৯৬৬৬৭১৬২১৬ । এই হেল্প লাইন নাম্বারে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন সপ্তাহে সাত দিন, ২৪ ঘন্টা। যেকোনো প্রয়োজনে এবং আরো বিস্তারিত জানতে তাদের কল করুন।

আরো পড়ুন- ডাচ বাংলা ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম

ডাচ বাংলার স্টুডেন্ট একাউন্ট সম্পর্কিত কিছু প্রশ্ন এবং উত্তর

ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খুলতে কতো টাকা লাগে?

সচরাচর ছাত্রদের জন্য ডাচ বাংলা ব্যাংকের স্টুডেন্ট একাউন্ট খোলা সহজ করতে ১০০/- টাকা প্রাইমারি ডিপোজিট হিসেবে ধরা হয়েছে। আর আপনি চাইলে ১০০ টাকার বেশিও জমা দিয়ে একাউন্ট সচল করতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই।

ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট মেন্টেইনেন্স চার্জ কতো?

ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্টের মেন্টেইনেন্স চার্জ শূন্য। অর্থাৎ আপনি ফ্রিতে এখানে একাউন্ট পরিচালনা করতে পারবেন।

ডাচ বাংলা স্টুডেন্ট একাউন্টের লেনদেন লিমিট কতো?

ডাচ বাংলার স্টুডেন্ট একাউন্টে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত জমা রাখা যায়। আপনার যদি ছাত্র অবস্থাতেই অন্য কোনো আয়ের উৎস থাকে তবে একাউন্ট করার সময় এর থেকে বেশি লিমিট নির্ধারণ করা যায়। এর জন্য আপনাকে ব্যাংকের সাথে কথা বলে নিতে হবে।

এটিএম কার্ডের ফি কতো লাগে?

আপনি যদি একটি স্টুডেন্ট একাউন্ট করেন তবে আপনাকে একটি ফ্রি DBBL NEXUS Debit Card দেয়া হবে।

বিদেশ থেকে টাকা রিসিভ করা যাবে কি?

হ্যাঁ, বিদেশ থেকে টাকা রিসিভ করা যাবে। এডসেন্সের টাকাও রিসিভ করা যাবে।

ডাচ বাংলা স্টুডেন্ট একাউন্টে ইন্টারেস্ট রেট কতো?

ডাচ বাংলার Savings Deposit Plus Account -এ যে রেটে ইন্টারেস্ট প্রদান করা হয়, ঠিক সেই রেটে স্টুডেন্ট একাউন্টেও ইন্টারেস্ট দেয়া হয়। বর্তমানে আমি যখন এই পোস্টি লিখছি, তখন এটি ৫% -এ আছে। তবে এটি পরিবর্তন হতে পারে সময়ের সাথে।

এই একাউন্ট খুলতে বয়স কতো হওয়া লাগবে?

ডাচ বাংলা ব্যাংকে একটি স্টুডেন্ট একাউন্ট খুলতে বয়স হওয়া লাগবে ৬ বছর থেকে ১৮ বছর এর মধ্যে।

শেষকথা

ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট বা DBBL School Savers Account খোলার নিয়ম এতো কঠিন কিছু নয়। এখানে এই পোস্টে উল্লেখিত ডকুমেন্টস গুলো নিয়ে ব্যাংকে গেলে তারাই আপনাকে সহযোগিতা করবে।

স্টুডেন্টদের জন্য এই ব্যাংকে রয়েছে অনেক সুযোগ সুবিধা। বিশেষ করে এখানে তারা একটি ফ্রি কার্ড নেয়ার সুযোগ পাবে, যা দিয়ে তারা বিভিন্ন কাজে যেমন: এটিএম থেকে ক্যাশ উইথ-ড্র, শপিং সহ আরো অনেক কাজ করতে পারবে। এছাড়াও এখানে আরো বড়ো সুবিধা হলো এখানে বিভিন্ন ফি স্টুডেন্টদের জন্য মওকুফ করা হয়েছে।

সুতরাং যেসকল ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট খুলা যায় তাদের মধ্যে যারা ভালো ফ্যাসিলিটি দিচ্ছে সেসকল ব্যাংকের মধ্যে প্রথম সারির একটি ব্যাংক হিসেবে ডাচ বাংলা ব্যাংক-কে ধরা যায় নিসন্দেহে।

আরো পড়ুন- ইসলামীক ব্যাংকিং

বিভিন্ন ব্যাংকের স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম জানুন

অগ্রণী ব্যাংকঅগ্রণী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট
ইসলামী ব্যাংকইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট
সোনালী ব্যাংকসোনালী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট
ব্যাংক এশিয়াব্যাংক এশিয়া স্টুডেন্ট একাউন্ট
রুপালী ব্যাংকরূপালী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট
বিভিন্ন ব্যাংকের স্টুডেন্ট একাউন্ট।

আরো দেখুন

ক্যাটাগরিতে যানব্যাংকিং
হোমে যানbankline
ADVERTISEMENT

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *