ডাচ বাংলা ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম

ডাচ বাংলা ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম খুচ্ছেন? এই পোস্টে দেখুন একাধিক নিয়মে কিভাবে আপনি তা করতে পারবেন।

ADVERTISEMENT

বর্তমানে Dutch Bangla Bank তাদের গ্রাহকদের বিভিন্ন ধরণের সুযোগ সুবিধা দিচ্ছে গ্রাহকদের কম্ফোটের কথা বিবেচনা করে। সেহিসেবে অনেকে জানতে চান যে ডাচ বাংলা ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম এর মধ্যে গ্রাহকদের জন্য স্পেশাল কি আছে। অর্থাৎ ডাচ বাংলা ব্যাংক একাউন্টে টাকা জমা করার নিয়মের মধ্যে কি সুবিধা আছে।

আপনি জেনে খুশি হবেন যে আপনি ব্যাংকে গিয়ে টাকা জমা করার পাশাপাশি আপনি আরো দুটো উপায়ে আপনার কম্ফোর্ট জোন থেকে DBBL একাউন্টে টাকা ডিপোজিট করতে পারবেন। তাই আপনার সুবিধার্থে আজকের এই পোস্টে ডাচ বাংলা ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম গুলো বিস্তারিত তুলে ধরেছি। চলুন নিয়ম গুলো দেখে নেয়া যাক।

ADVERTISEMENT

ডাচ বাংলা ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম

আপনার ডাচ বাংলা একাউন্টে টাকা জমা করার জন্য আপনার কাছে একাধিক অপশন বা নিয়ম আছে। আপনি চাইলে ব্যাংকে ভিজিট করে আপনার টাকা ডিপোজিট করতে পারবেন। আবার এটিএম বুথের CRM মেশিন ব্যাবহার করে, কার্ড দিয়ে বা কার্ড ছাড়া, আপনার একাউন্টে টাকা ডিপোজিট করতে পারবেন। এছাড়া ঘরে বসেও এটি করা সম্ভব।

ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সিস্টেম হলো রকেট। এটি তাদের নিজস্ব এমএফএস সার্ভিস হওয়ায় এখান থেকে ডাচ বাংলা একাউন্টে টাকা জমা করা সহজ, তাও আবার ঘরে বসেই।

ADVERTISEMENT

যাই হোক, এখন আসুন দেখে নেয়া যাক ডাচ বাংলা ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম গুলো একনজরে। তারপর এই নিয়ম গুলো নিচে পর্যায়ক্রমে বিস্তারিত আলোচনা করা হবে।

  • ব্যাংক ভিজিট করে
  • বুথে CRM মেশিন থেকে
  • রকেট এপ থেকে
আরো পড়ুন- এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম

ডাচ বাংলা ব্যাংক একাউন্টে টাকা জমা (ব্যাংক ভিজিট করে)

যখন আপনি আপনার ডাচ বাংলা একাউন্টি খুলেছেন, তখন নিশ্চঃই আপনাকে একটি জমা বই দেয়া হয়েছে। এ জমা বইতে প্রতিটি ডিপোজিট-স্লিপের জন্য দুটি করে পেজ আছে। উপরের পেজটি পূরণ করলে নিচেরটি অটোমেটিক পূরণ হবে। এই স্লিপটি পূরণ করার নিয়ম নিচে দেখে নিন।

ডাচ বাংলা ব্যাংক একাউন্টে টাকা জমা (ব্যাংক ভিজিট করে)
  • #Deposit Branch: আপনার ব্রাঞ্চের নাম লিখুন, যেখানে আপনার একাউন্ট আছে, যেমন: মাওতাইল শাখা।
  • #Date: যে তারিখে টাকা জমা দিচ্ছেন, সেই তারিখটি লিখুন, যেমন: ০১/০১/২০২২।
  • #Account Name: একাউন্ট হোল্ডারের নাম লিখুন, অর্থৎ যার নামে একাউন্ট করা হয়েছে।
  • #Account No: একাউন্ট নাম্বার লিখুন।
  • #Cheque No & Date: যদি চেকে টাকা জমা দেন, তবে চেক নাম্বার এবং চেক ইসুর ডেট লিখুন।
  • #Bank & Branch: চেকে টাকা জমা দিলে চেক কোন ব্যাংকের এবং কোন ব্রাঞ্চের তা লিখুন।
  • #Cash Deposit: নগদ দিলে, কোন নোটের সংখ্যা কতোটি তা লিখুন, যেমন: উপরে ১০০০রি নোট × ৫০ টি।
  • #Taka: ১০০০×৫০=কত বা ৫০০×১০০= কত এভাবে অথবা একসাথে এমাউন্ট লিখতে পারেন।
  • #Total Amount: টোটাল কতো টাকা জমা করছেন তা একসাথে অংকে লিখুন, যেমন: ১,০০,০০০/-।
  • #Amount in Words: টোটাল এমাউন্টি এবার কথায় লিখুন, যেমন এক লক্ষ টাকা মাত্র।
  • #Depositor’s Name: টাকা নিজে জমা করলে হোল্ডারের নাম। অন্য কেউ জমা করলে তার নাম লিখুন।
  • #Depositor’s Address: কোথায় থাকেন, অর্থাৎ আপনার বর্তমান ঠিকানা লিখুন।
  • #Cell/Phone: আপনার পার্সনাল মোবাইল নাম্বার দিন, যেটি আপনি ব্যাংক একাউন্টে ব্যবহার করেছেন।
  • #Relationship with A/C Holder: টাকা ভিন্ন কেউ দিলে তার সাথে একাউন্ট মালিকের সম্পর্ক লিখুন।
  • #Depositor’s Signature: টাকা ডিপোজিট কারীর স্বাক্ষর দিন।

সংখ্যায় টাকা লেখার পর /- এই চিন্হ ব্যবহার করুন। আর লিখাগুলোর সাথে ছবিতে মিলিয়ে নিলে বুঝতে আপনার জন্য আরো সহজ হতে পারে। একাউন্টে ডিপোজিট করার পর এখন একাউন্টে কতো টাকা টোটাল আছে তা জানার নিয়ম জেনে নিন এই পোস্ট থেকে- ডাচ বাংলা ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম

ADVERTISEMENT

এটিএম বুথে টাকা জমা দেয়ার নিয়ম

ডাচ বাংলা ব্যাংকের একাউন্টে টাকা জমা করতে পারবেন এটিএম বুথ থেকে CRM মেশিনের মাধ্যমে। এর জন্য আপনার কার্ডটি ব্যবহার করতে পারেন। কার্ড যদি না থাকে আপনার এনআইডি কার্ড দিয়ে একাউন্টে ডিপোজিট করতে পারবেন। কিভাবে করবেন তা নিচে আলোচনা করা হলো।

কার্ড ছাড়া বুথে টাকা জমা দেয়ার নিয়ম

#১. Cardless deposit সিলেক্ট করুন: কার্ড ছাড়া লেনদেনের জন্য ”কার্ডলেস ডিপোজিট” অপশনটি সিলেক্ট করুন। সিলেক্ট করতে এই অপশনের পাশে থাকা বোতামে চাপুন। ছবিতে খেয়াল করলে বুঝতে পারবেন।

কার্ড ছাড়া বুথে টাকা জমা দেয়ার নিয়ম।

#২. Core Banking A/C সিলেক্ট করুন: ব্যাংক একাউন্টে টাকা ট্রান্সফার করার জন্য ”কোর ব্যাংকিং একাউন্ট” অপশনটি সিলেক্ট করুন। অর্থাৎ এই অপশনের পাশে থাকা বোতামে চাপুন।

ADVERTISEMENT
কার্ড ছাড়া বুথে টাকা জমা দেয়ার নিয়ম নিয়ে।

#৩. NID Number দিন: কার্ড ছাড়া লেনদেন করার জন্য আপনার এনআইডি নাম্বার দিন। নাম্বার দেয়ার পর Correct এর পাশে থাকা বোতামে চাপুন।

কার্ড ছাড়া বুথে টাকা জমা দেয়ার নিয়ম জানুন।

#৪. Mobile Number দিন: এধাপে আপনার মোবাইল নাম্বার দিন। আপনার এই নাম্বারটি আপনার কাছে থাকতে হবে। কেননা তাতে একটি ওটিপি আসবে। দেয়া হলে Correct এর পাশে থাকা বোতামে চাপুন।

কার্ড ছাড়া বুথে টাকা জমা দেয়ার নিয়ম ১।

#৫. OTP দিন: এখন আপনার দেয়া মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। ওটিপিটি স্ক্রিনে থাকা খালি বক্সে টাইপ করুন। টাইপ করার পর Correct অপশন এর পাশে থাকা বোতামে চাপুন।

কার্ড ছাড়া বুথে টাকা জমা দেয়ার নিয়ম।

#৬. Account No দিন: এরপর যে একাউন্টে আপনি ডিপোজিট করতে চান, সে একাউন্ট নাম্বারটি দিন। একাউন্ট নাম্বার দেয়া হলে তারপর Correct এর পাশে থাকা বোতামে চাপুন।

ADVERTISEMENT
কার্ড ছাড়া বুথে টাকা জমা দেয়ার নিয়ম জেনে নিন।

#৭. এমাউন্ট দেখে Confirm করুন: এপর্যায়ে আপনার একাউন্ট ইনফর্মেশন আপনার সামনে দেখানো হবে। অর্থাৎ আপনার নাম আর একাউন্ট নাম্বার। এগুলো দেখে নিয়ে কনফার্মের পাশে থাকা বোতামে চাপুন।

কার্ড ছাড়া বুথে টাকা জমা দেয়ার নিয়ম দেখানো হল।

#৮. টাকা রেখে Confirm করুন: এখন আপনার টাকা মনিটরের নিচে থাকা ট্রেতে, যেটির উপর থেকে একটি ঢাকনা সরে যাবে, সেখানে রেখে দিন। মেশিন নিজ থেকে আপনার টাকা ঢুকিয়ে নিবে। তারপর আপনাকে আপনার টাকার পরিমাণ স্ক্রিনে দেখানো হবে। দেখে নিয়ে Confirm এর পাশে থাকা বোতামে চাপুন।

কার্ড ছাড়া বুথে টাকা জমা দেয়ার নিয়ম দেখুন।

এপর্যায়ে আপনার ডিপোজিট সম্পন্ন হয়ে যাবে। সম্পন্ন হওয়ার সাথে সাথে আপনাকে একটি ম্যাসেজ দিবে যে আপনার লেনদেন সম্পন্ন হয়েছে আর আপনার টাকা ব্যাংক একাউন্টে জমা হয়েছে।

ADVERTISEMENT

কার্ড দিয়ে বুথে টাকা জমা দেয়ার নিয়ম

কার্ড দিয়ে ডাচ বাংলা একাউন্টে টাকা ডিপোজিট করার জন্য প্রথমে আপনার কার্ডটি CRM ম্যাশিনে প্রবেশ করিয়ে আপনার কার্ড এর পিনটি দিয়ে নিন। তারপর নিচের পদ্ধতি গুলো অনুসরণ করুন।

#১. Cash Deposit সিলেক্ট করুন: কার্ড দিয়ে আপনার টাকা ডিপোজিট করতে টাকা জমার অপশনটি সিলেক্ট করার জন্য বরাবর পাশে থাকা বোতামটি চাপুন।

কার্ড দিয়ে বুথে টাকা জমা দেয়ার নিয়ম

#২. টাকা রেখে Confirm করুন: পরের ধাপে আপনার টাকা স্ক্রিনের নিচে খুলে যাওয়া ট্রেতে রাখুন। রাখা হলে Confirm এর বোতামে ক্লিক করার সাথে সাথে ম্যাশিন টাকাটি নিয়ে নিবে।

কার্ড দিয়ে বুথে টাকা জমা দেয়ার নিয়ম

#৩. এমাউন্ট চেক করে Confirm করুন: টাকা নেয়ার পর ম্যাশিন আপনার টাকার এমাউন্ট আপনাকে দেখাবে। সেটা দেখে নিয়ে পাশে থাকা Confirm এর বোতামে ক্লিক করুন।

কার্ড দিয়ে বুথে টাকা জমা দেয়ার নিয়ম

এখানে আপনার ডিপোজিট সম্পন্ন হয়ে যাবে এবং স্ক্রিনে আপনাকে লেনদেন সম্পন্ন হওয়ার একটি ম্যাসেজ দেয়া হবে।

আরো পড়ুন- ডাচ বাংলা ব্যাংক থেকে টাকা তোলার নিয়ম

রকেট থেকে ডাচ বাংলা ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম

  • রকেটে Log in করুন: প্রথমে আপনার রকেট একাউন্টে যথা নিয়মে লগইন করে নিতে হবে।
  • Bank transfer সিলেক্ট করুন: তারপর হোম পেজে থাকা Bank transfer অপশনে ক্লিক করতে হবে।
  • DBBL A/C সেকশনে যান: এর পরের পেজে আপনার সামনে তিনটি অপশন আসবে, Linked A/C | DBBL A/C | Other Bank A/C, এর মধ্যে DBBL A/C এর উপর ক্লিক করুন।
  • ইনফর্মেশন দিন: আপনার একাউন্ট টাইপ সিলেক্ট করুন, যেমন: Account সিলেক্ট করতে পারেন DBBL একাউন্টে টাকা পাঠানোর ক্ষেত্রে। তারপর DBBL একাউন্ট নাম্বার দিন এবং এর নিচে আপনার টাকার পরিমাণ দিয়ে Submit অপশনে ক্লিক করুন।
  • পিন দিয়ে Tap and Hold করুন: এখন আপনার পিন নাম্বারটি দিয়ে রকেটের উপর ট্যাপ এন্ড হোল্ড করলে আপনার টাকা ডাচ বাংলা ব্যাংক একাউন্টে ট্রান্সফার হয়ে যাবে।
এ সম্পর্কে আরো পড়ুন- ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম

ডিপোজিট করা নিয়ে কিছু প্রশ্ন এবং উত্তর

কার্ড ছাড়া কি CRM ম্যাশিনের মাধ্যমে একাউন্টে ডিপোজিট করা যাবে?

ডিপোজিট করা যাবে। সেক্ষেত্রে আপনার ন্যাশনাল আইডি কার্ডটির নাম্বার দরকার হবে।

CRM এ ডিপোজিট করার পর টাকা জমা হতে কতো সময় নিবে?

এটা প্রায় সাথে সাথে ডিপোজিট হয়ে যাবে।

আরো পড়ুন- মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ইসলামের নির্দেশনা

আরো পড়ুন

সোনালী ব্যাংকসোনালী ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম
ইসলামী ব্যাংকইসলামী ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম
স্টুডেন্ট একাউন্টস্টুডেন্ট ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
চেক হারালেব্যাংকের চেক বই হারিয়ে গেলে করণীয়
হোমে যানbankline
ADVERTISEMENT

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *