যেসব উপায়ে ডাচ বাংলা ব্যাংক একাউন্ট থেকে টাকা তুলতে পারবেন

ডাচ বাংলা ব্যাংক থেকে টাকা তোলার নিয়ম খুজছেন? দেখে নিন যেসকল উপায়ে আপনি আপনার dbbl একাউন্ট থেকে টাকা তুলতে পারবেন সেই নিয়ম গুলো।

ADVERTISEMENT

ডাচ বাংলা ব্যাংকে থাকা আপনার একাউন্ট থেকে আপনি বিভিন্ন উপায়ে টাকা তুলতে পারবেন। আপনি চাইলে এটিএম বুথ থেকে বা ব্যাংকের চেক ব্যবহার করে অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস রকেটে টাকা ট্রান্সফার দিয়ে ক্যাশ আউট করে আপনার টাকা তুলতে পারবেন।

যাই হোক। এই পোস্টে আমরা দেখবো ডাচ বাংলা ব্যাংক থেকে টাকা তোলার নিয়ম। এর মধ্যে থাকবে ডাচ বাংলা ব্যাংকের বুথ থেকে টাকা তোলার নিয়ম এবং টাকা তুলতে চেক লিখে জমা দেয়ার নিয়ম। চলুন তাহলে শুরু করা যাক।

ADVERTISEMENT

ডাচ বাংলা এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম

#১. CRM ম্যাশিনে আপনার কার্ড প্রবেশ করান: ম্যাশিনে কার্ড প্রবেশ করাতে আপনার কার্ডটির মধ্যে থাকা মোবাইল সিমের মতো অংশটি উপরে রেখে CRM ম্যাশিনের কার্ড প্রবেশ করানোর জায়গায় ঢুকিয়ে চাপ দিলে ম্যাশিনে অটোমেটিক টেনে নিতে শুরু করবে।

#২. আপনার পিন নাম্বার দিন: এবার স্ক্রিনে দেখতে পাবেন আপনার পিন নাম্বার লিখতে বলা হচ্ছে। আপনার কার্ডের গোপন পিন নাম্বারটি দিন।

ADVERTISEMENT

#৩. “টাকা উত্তোলন” সিলেক্ট করুন: এরপর স্ক্রিনে অনেক গুলো অপশন দেখতে পাবেন। তারমধ্যে একটি হলো “টাকা উত্তোলন”। টাকা তুলতে এই অপশনে বা তার পাশে থাকা বোতামে চাপুন।

#৪. টাকার এমাউন্ট লিখে “সঠিক” চাপুন: আপনি কতো টাকা তুলতে চান তা নিচের বাটনে টাইপ করে লিখুন, যেমন ৫০০ লিখতে পারেন। লিখা হলে আপনার এমাউন্টি ঠিক আছে বোঝাতে স্ত্রিনে থাকা “সঠিক” বাটনের পাশের বোতামে চাপুন।

#৫. রসিদ দরকার হলে হ্যাঁ, নাহলে না দিন: আপনি কি কাগজের একটি রসিদ সংগ্রহ করতে চান? চাইলে হ্যাঁ দিন। তবে এর জন্য ফি প্রযোজ্য হবে। আর দরকার না হলে “না” দিতে না এর পাশে থাকা বোতামে চাপুন।

ADVERTISEMENT

#৬. টাকা বের হতে অপেক্ষা করুন এবং টাকা সংগ্রহ করুন: টাকা বের হতে কিছুক্ষণ সময় নিবে। তারপর CRM ম্যাশিনের নির্দিষ্ট স্থান দিয়ে আপনার টাকা বেরিয়ে আসবে। এখন আপনি তা সংগ্রহ করে নিন।

#৭ পরবর্তি লেনদেনের ব্যাপারে হ্যাঁ অথবা না দিন: আপনি কি আর লেনদেন করতে চান? করলে হ্যাঁ এর পাশের বাটনে চাপ দিয়ে পূর্বের ন্যায় শুরু করুন। আর না চাইলে না এর পাশে থাকা বাটনে চাপুন।

চাপার পরপরই বুথ থেকে আপনার কার্ডটি বেরিয়ে আসবে। তখন কার্ডটি সংগ্রহ করুন।

ADVERTISEMENT

ডাচ বাংলা ব্যাংকের চেক লেখার নিয়ম

আপনার ডাচ বাংলা ব্যাংক একাউন্ট থেকে যদি চেকের মাধ্যমে টাকা তুলতে চান তবে আপনাকে ব্যাংক চেকের মূল অংশ পূরণ করতে হবে। সেখানে আপনার নাম, টাকা পরিমাণ, তারিখ আর সিগনেচান এসব দিতে হবে। আর যেকোনো একটি ভাষায় আপনি আপনার চেকটি লিখবেন। অর্থাৎ বাংলা বা ইংরেজি মিক্স কখনই করবেন না। নিচে ছবি সহ একটি নমুনা দেখে নিন।

ডাচ বাংলা ব্যাংকের চেক লেখার নিয়ম

চেকের ডান পাশের বড় অংশটুকু হলো মূল চেক। এটি পূরণ করার নিয়ম দেখুন।

#Date

ডান দিকে উপরে ”Date” লিখা অংশে আপনি যে তারিখে টাকা ‍তুলছেন, সেই তারিখটি লিখে দিন বাংলা বা ইংলিশে, যেমন: ১২/০২/২১ । একটি ভাষায় লিখুন, সে ভাষায় আপনি পুরো চেকটি লিখবেন। কখন দুটি ভাষা এক সাথে ব্যবহার করবেন না।

#Pay to

আপনার চেকের টাকা কে গ্রহণ করবেন? এটা কি আপনি নিজে, নাকি অন্য পরিচিত কেউ আপনার হয়ে ব্যাংক থেকে টাকা তুলবে? “Pay to” এখানে আপনাকে সেটাই উল্লেখ করতে হবে। আপনি নিজে তুলতে গেলে ”নিজ” লিখুন বা ইংলিশে লিখলে “Self” লিখতে পারেন।

ADVERTISEMENT

আর অন্য কেউ আপনার হয়ে টাকা তুলতে গেলে তার নাম উল্লেখ করুন। মনে করুন আপনার পক্ষে ”রহিম মিয়া” টাকা তুলতে যাবে। তাহলে Pay to এর পাশে লিখুন ”রহিম মিয়া”, বা অন্য কেউ গেলে তার নাম লিখুন।

#The sum of taka

”Pay to” এর ঠিক নিচে ”The sum of taka” লেখা অংশে আপনাকে আপনার টাকার পরিমাণ, যতো আপনি ব্যাংক থেকে তুলতে চান, তা কথায় লিখতে হবে। যদি আপনি ১০০,০০০/- টাকা তুলতে চান তবে লিখুন ”এক লক্ষ টাকা মাত্র”, বা অন্য কোনো এমাউন্ট হলে তা লিখুন। এমাউন্ট লেখার পর মাত্র শব্দটি যুক্ত করে দিন।

#TK

চেকের ডান দিকে ”TK“ লিখা, টাকা শব্দের পাশে একটি বক্স সহ দেখতে পাবেন। এখানে আপনাকে আপনার টাকার পরিমাণটি অংকে লিখতে হবে। যেমন ধরুন ১০০,০০০ টাকা তুলবেন, তাহলে ১০০,০০০/-, এভাবে লিখে ১০০,০০০ এর শেষে /- এই চিন্হ দিয়ে দিবেন। (/-) এই চিন্হ সেইফটির জন্য দিতে হবে।

ADVERTISEMENT

#Signature

সবশেষে হচ্ছে ”Signature” দরকার হবে। একাউন্ট হোল্ডার এখানে একটি স্বাক্ষর করবেন ডান পাশে নিচে। সেই সিগনেচার করবেন যেটি তিনি ব্যাংকে একাউন্ট খোলার জন্য ব্যবহার করেছিলেন। সেই সাথে চেকের উল্টো পিঠের পেজে আরো দুটি সিগনেচার করবেন। পাশাপাশি মোবাইল নাম্বারও লিখে দিবেন।

যদি টাকা প্রাপ্তা (রহিম মিয়া) হন, অর্থাৎ মূল মালিক নিজে না হন, তবে একাউন্ট হোল্ডার বা মূল মালিক যেভাবে অপর পেজে দুটি সিগনেচার করবে, ঠিক একই ভাবে টাকা প্রাপ্তাকেও দুটি ‍সিগনেচার দিতে হবে উল্টো পাশে।

টাকা তোলার পরে আপনার ডাচ বাংলা একাউন্টে আর কতো টাকা অবশিষ্ট আছে তা যদি জানতে চান তবে ব্যালেন্স জানার নিয়ম জানতে ভিজিট করুন এই পোস্টে- ডাচ বাংলা ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম

আরো পড়ুন

আপনার চেক যদি হারিয়ে যায়ব্যাংকের চেক বই হারিয়ে গেলে করণীয়
আর যদি নতুন চেক বই লাগেনতুন চেক বইয়ের জন্য আবেদন

শেষকথা

ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশে তাদের বিস্তৃত সেবার জন্য বহুল জনপ্রিয়। তারা তাদের গ্রাহকদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে থাকে। তেমনি টাকা তোলার ব্যাপারে তারা গ্রাহকদের এক্সেস কে আরো সহজ করতে একাধিক উপায় রেখেছে। তাদের দেয়া বিভিন্ন উপায়ের মধ্যে যেটি গ্রাহকের জন্য বেশি সুবিধাজনক মনে হয়, সেই উপায়টি গ্রাহক টাকা তুলতে গ্রহণ করতে পারবেন।

ডাচ বাংলা ব্যাংকের অন্য পোস্ট গুলো পড়ুন

ADVERTISEMENT

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *