সোনালী ব্যাংক থেকে টাকা তোলার নিয়ম

সোনালী ব্যাংক থেকে টাকা তোলার নিয়ম জানতে চান? দেখে নিন সোনালী ব্যাংকে থাকা আপনার একাউন্টের টাকা কিভাবে একাধিক নিয়মে তুলতে পারবেন সেই নিয়মগুলো।

ADVERTISEMENT

সোনালী ব্যাংক থেকে আপনার টাকা আপনি বিভিন্ন ভাবে তুলতে পারবেন। আপনি চাইলে তা ঘরে বসেও আপনার একাউন্টে থেকে লেনদেন করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই।

এই পোস্টে আমরা দেখবো সোনালী ব্যাংক থেকে টাকা তোলার নিয়ম গুলো কি কি তা। চলুন তাহলে শুরু করা যাক আজকের পোস্টি।

ADVERTISEMENT

সোনালী ব্যাংক থেকে টাকা তোলার নিয়ম

আপনি বিভিন্ন নিয়মে আপনার সোনালী ব্যাংকের একাউন্ট থেকে টাকা তুলতে পারবেন। যেমন: ব্যাংকে গিয়ে চেক জমা দিয়ে টাকা তুলতে পারবেন, ঘরে বসে “ই-ওয়ালেট” এপের মাধ্যমে টাকা সরাসরি না তুলতে পারলেও তা খরচ করতে পারবেন বা ট্রান্সফার করতে পারবেন। আবার যদি এটিএম কার্ড সংগ্রহ করেন তবে এটিএম থেকেও টাকা তোলা যাবে।

তাহলে যেসকল নিয়মে সোনালী ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন সেসকল নিয়ম গুলো হলো:

ADVERTISEMENT
  • ব্যাংকে গিয়ে টাকা তোলা যাবে
  • ব্যাংকের মোবাইল এপ ব্যবহার করে টাকা তোলা যাবে
  • এটিএম থেকে টাকা তোলা যাবে

ব্যাংকের এপ ব্যবহার করে টাকা তোলার নিয়ম

সোনালী ব্যাংকের নিজস্ব মোবাইল এপ “সোনালী ই-ওয়ালেট” এর মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যায়। আপনি চাইলে আপনার একাউন্টের টাকা এখান থেকে লেনদেনও করতে পারবেন ঘরে বসেও। সরাসরি আপনি টাকা হাতে না নিতে পারলেও প্রয়োজনে আপনি তা ট্রান্সফার করতে পারবেন।

সোনালী ই-ওয়ালেট থেকে টাকা ট্রান্সফার করার নিয়ম

সোনালী ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠাতে:

  • প্রথমে “সোনালী ই-ওয়ালেট” রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিন।
  • তারপর লগ ইন করে নিন।
  • এবার এপের হোম পেজে BEFTN নামে একটি অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করতে হবে।
  • তারপর ব্যাংক একাউন্ট সিলেক্ট করতে হবে এবং জেলা সিলেক্ট করে Search bank branch দিলে Select brfanch অপশন আসবে, ব্র্যাঞ্চ সিলেক্ট করে Next দিতে হবে।
  • পরের ধাপে ব্যাংক একাউন্ট, রিসিভারের নাম, টাকার এমাউন্ট, টাকা পাঠানোর কারণ এবং আপনার পিন নাম্বার দিয়ে Submit দিতে হবে।
  • এরপর আপনার সকল তথ্য প্রদর্শিত হবে, সেগুলো চেক করে নিয়ে কনফার্ম করুন।
  • এবার যে নাম্বারে ই-ওয়ালেট রেজিস্ট্রেশন করা সেই নাম্বারে একটি ওটিপি আসলে তা সাবমিট দিলে আপনার ট্রান্সফার সম্পন্ন হয়ে যাবে।

সোনালী ব্যাংক থেকে সোনালী ব্যাংকে টাকা পাঠাতে:

ADVERTISEMENT
  • এপের হোম পেজ থেকে Send Money অপশনে ক্লিক করুন।
  • তারপর Account to Account সিলেক্ট করুন।
  • পরের ধাপে আপনার অন্য ব্যাংক একাউন্ট, টাকার এমাউন্ট এবং পিন নাম্বারটি দিন।
  • এবার আপনার নাম্বারে একটি ওটিপি আসবে, সেটি দিয়ে সাবমিট দিন, ট্রান্সফার সম্পন্ন হয়ে যাবে।

ওয়ালেট থেকে ওয়ালেটে টাকা পাঠানোর পাঠাতে চাইলে:

  • এপের হোম পেজ থেকে Send Money অপশনে ক্লিক করুন।
  • তারপর Wallet to Wallet সিলেক্ট করুন।
  • পরের ধাপে আপনার অন্য ওয়ালেট নাম্বার, টাকার এমাউন্ট এবং পিন নাম্বারটি দিন।
  • এবার আপনার নাম্বারে একটি ওটিপি আসবে, সেটি দিয়ে সাবমিট দিন, ট্রান্সফার সম্পন্ন হয়ে যাবে।

এটিএম থেকে টাকা তোলার নিয়ম

আপনি যদি এটিএম কার্ড সংগ্রহ করে থাকেন তবে আপনার কাছাকাছি বুথে চলে যান। সেখানে গিয়ে নিচের নিয়মগুলো পর্যায়ক্রমে অনুসরণ করুন।

  • বুথে প্রবেশ করে CRM ম্যাশিনে আপনার কার্ডটি প্রবেশ করান, খেয়াল রাখবেন যেন আপনার কার্ডের সিমের মতো অংশটি উপরের দিকে সামনে থাকে।
  • তারপর কার্ডের পিন নাম্বারটি দিন।
  • এরপর আপনি কতো টাকা তুলতে চান সেই এমাউন্টি দিন।
  • তারপর আপনার একাউন্টের টাইপ নির্বাচন করুন।
  • এবার আপনাকে রশিদ চান কিনা জিঙ্গেস করবে। রশিদ চাইলে ”হ্যাঁ” না চাইলে ”না” দিন।
  • পরের ধাপে এটিএম থেকে আপনার টাকা ক্যাশ আউট হবে, তা সংগ্রহ করুন।
  • সবশেষে আপনি এটিএম ম্যাশিন থেকে আপনার কার্ডটি সংগ্রহ করুন।

ব্যাংক ভিজিট করে টাকা তোলার নিয়ম

সোনালী ব্যাংকে থাকা আপনার একাউন্ট থেকে টাকা তুলতে পারবেন সোনালী ব্যাংকের চেক ব্যবহার করে। চেক পূরণ করুন নির্দিষ্ট কিছু সতর্কতা মেনে। আর চেক লেখার আগে অবশ্যই লেখার নিয়ম জেনে নেয়া ভালো। চলুন চেক লেখার নিয়মটি দেখে নেয়া যাক।

ADVERTISEMENT

সোনালী ব্যাংকের চেক লেখার নিয়ম

আপনার সোনালী ব্যাংকের একাউন্ট থেকে যদি টাকা তোলার দরকার হয় তবে চেক লেখার ক্ষেত্রে আপনাকে তিনটি অংশ পূরণ করতে হবে। চেকে থাকা গ্রাহকের অংশ, মূল চেক এবং টোকেন। এখানে যেসকল জিনিস আপনাকে লিখতে হবে তা ইংলিশে চেকের মধ্যে অলরেডি দেয়া আছে। নিচের ছবিতে আরো বিস্তারিত দেখে নিন।

সোনালী ব্যাংকের চেক লেখার নিয়ম

টাকা তোলার পরে আপনার একাউন্টে আর কতো টাকা অবশিষ্ট আছে তা জানার নিয়ম জেনে নিতে পারবেন এই পোস্ট থেকে- সোনালী ব্যাংকের একাউন্ট চেক করার নিয়ম

চেকের গ্রাহকের অংশ

এই অংশটুকু গ্রাহকের কাছে থাকা চেক বুকের সাথে থেকে যাবে। গ্রাহক যদি এটি নাও লিখে তাও কোনো সমস্যা নাই। তবে এখানে লিখে রাখার মাধ্যমে গ্রাহকের টাকা তোলার তথ্য সংরক্ষণ থাকে, যা পরে প্রয়োজনে বা হিসাবের ক্ষেত্রে ব্যবহার করা যায়। এখানে গ্রাহক একাউন্ট নাম্বার, তারিখ, টাকা প্রাপ্তার নাম এবং টাকার পরিমাণ লিখতে পারে।

চেকে ব্যাংকের অংশ (মূল চেক)
১. Date

ডান দিকে উপরে Date লিখা অংশে আপনি যে তারিখে টাকা ‍তুলছেন, সেই তারিখটি উল্লেখ করুন। তারিখ আপনি চাইলে বাংলা বা ইংলিশে, যে কোনো একটি ভাষায় লিখুন, যে ভাষায় আপনি পুরো চেকটি লিখবেন।

ADVERTISEMENT
২. Pay to

এই চেকের উল্লেখিত টাকা প্রাপ্তা কে? এটা কি আপনি, নাকি অন্য কেউ আপনার হয়ে টাকা তুলবে? এখানে সেটাই উল্লেখ করুন। আপনি নিজে হলে নিজ লিখুন। আর অন্য কেউ হলে তার নাম লিখুন। ধরুন আপনার পক্ষে রহিম মিয়া টাকা তুলতে গেলে এখানে লিখুন ”রহিম মিয়া”।

৩. TAKA

টাকা লেখা অংশে আপনাকে আপনার টাকার পরিমাণ কথায় লিখতে হবে। যদি আপনি ৫০,০০০/- হাজার টাকা তুলতে চান তবে লিখুন পঞ্চাশ হাজার টাকা মাত্র, বা অন্য কোনো এমাউন্ট হলে তা লিখুন।

৪. TK

চেকের নিচের দিকে সংক্ষেপে TK লিখা দেখতে পাবেন। এখানে আপনাকে আপনার টাকার পরিমাণ অংকে লিখতে হবে। যেমন ধরুন ৫০,০০০ হাজার টাকা হলে ৫০,০০০ লিখে শেষে /- এই চিন্হ দিয়ে দিবেন।

ADVERTISEMENT
৫. Signature

সবশেষে হচ্ছে একাউন্ট হোল্ডারের সিগনেচার। একাউন্ট হোল্ডার এখানে একটি সিগনেচার করবেন। সেই সাথে চেকের অপর পেজে আরো দুটি সিগনেচার করবেন, সাথে মোবাইল নাম্বার লিখে দিবেন।

যদি টাকা প্রাপ্তা একাউন্ট হোল্ডার ব্যাতিত অন্য কেউ হয়, তবে একাউন্ট হোল্ডার যেভাবে অপর পেজে দুটি সিগনেচার করবে, সেভাবে টাকা প্রাপ্তাকেও দুটি ‍সিগনেচার দিতে হবে।

সর্বোশেষে আরেকটি চেকের ছবি দেখে নিন যেটি সরাসরি পূরণ করা হয়েছে। এভাবে আপনি আপনার মূল চেকটি পূরণ করে ফেলতে পারবেন।

সোনালী ব্যাংকের চেক লেখার নিয়ম ছবি সহ
সোনালী ব্যাংক চেক লিখার নিয়ম।
ব্যাংকের অংশ (টোকেন)

টোকেন অংশে প্রথমে বক্সে ব্যাংক একাউন্ট, এর নিচে অংকে টাকার এমাউন্ট, তার নিচে তারিখ দিতে হবে। এছাড়া আর কিছু লিখতে হয় না। এই টোকেন দিয়েই আপনাকে আপনার টাকা বুঝিয়ে দেয়া হবে।

ব্যাংক চেক লেখার ক্ষেত্রে আরো যেসকল সতর্কতা মেনে চলবেন

  • আপনার চেকটি লেখার জন্য সুবিধাজনক কোনো একটি জায়গায় চলে যান।
  • লেখার ক্ষেত্রে যেকোনো একটি ভাষা ব্যবহার করুন, যেমন বাংলা কিংবা ইংরেজি।
  • লিখার আগেই চেকটি ভালো করে দেখে কি লিখবেন তা ঠিক করে নিন।
  • কাটা ছেড়া একদমই করবেন না ব্যাংক চেকে।
  • যদি কোনোভাবে কাটা ছেড়া হয়েও যায় সেক্ষেত্রে চেষ্টা করবেন যেন একটানে ভুল কেটে পাশে সুন্দর করে লিখতে।
  • প্রয়োজনে কমা (,) ব্যবহার করুন, যেখানে এর প্রয়োজন আছে।

শেষকথা

আপনি চাইলে আপনার সোনালী ব্যাংকের একাউন্ট থেকে ব্যাংকে গিয়ে আপনার চেক জমা দিয়ে টাকা তুলতে পারবেন। আবার আপনি ঘরে বসেও আপনার টাকা আপনার একাউন্ট থেকে লেনদেন মাধ্যমে তুলতে পারবেন। এগুলো ছাড়াও আপনি চাইলে এটিএমের মাধ্যমেও আপনার টাকা তুলে নিতে পারবেন। এ উপায় গুলোর মধ্যে আপনার কাছে যে নিয়মটি সহজ মনে হয় সেই নিয়মটি অনুসরণ করুন।

কিছু প্রশ্ন এবং উত্তর

ব্যাংকে যাওয়া ছাড়াকি আমি আমার টাকা তুলতে পারবো?

আপনি আপনার টাকা তুলতে পারবেন ব্যাংকে না গিয়েই। তবে আপনি তা সরাসরি হাতে নিয়ে আসতে পারবেন না। আপনি যেটা করতে পারবেন তা হলো সোনালী ব্যাংকের মোবাইল এপ দিয়ে আপনার একাউন্ট থেকে লেনদেন করতে পারবেন।

সোনালী ব্যাংকের টাকা বিকাশের মাধ্যমে তোলা যাবে কি?

সোনালী ব্যাংকের মোবাইল এপ ”সোনালী ই-ওয়ালেট” দিয়ে আপনি আপনার একাউন্টের টাকা বিকাশে ট্রান্সফার দিয়ে ক্যাশ আউট করে নিতে পারবেন।

সোনালী ব্যাংকের অন্যান্য পোস্টগুলো পড়ুন

ক্যাটাগরিতে যানসোনালী ব্যাংক
হোমে যানbankline
ADVERTISEMENT

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *