সোনালী ব্যাংক সেভিংস একাউন্ট চার্জ

সোনালী ব্যাংক সেভিংস একাউন্ট চার্জ সম্পর্কে জানতে চান? এই পোস্ট থেকে সোনালী ব্যাংকের সেভিংস একাউন্ট চার্জ সমূহ দেখে নিন।

ADVERTISEMENT

সোনালী ব্যাংকের সেভিংস একাউন্টে বিভিন্ন ধরণের চার্জ কেটে থাকে। গ্রাহকের বিভিন্ন ধরণের কার্যক্রমের উপর ভিত্তি করে এই চার্জ সচরাচর ভিন্ন হয়ে থাকে। গ্রাহকদের এসকল চার্জ সমূহ জেনে লেনদেন করা ভালো। এতে করে যেকোনো অনাকাঙ্খিত ঘটনা এরিয়ে চলা যায়।

আপনি যদি সোনালী ব্যাংকের একজন গ্রাহক হয়ে থাকেন তবে আপনার সেভিংস একাউন্ট চার্জ কেমন হতে পারে তা নিচে তুলে ধরা হলো।

ADVERTISEMENT

সোনালী ব্যাংক সেভিংস একাউন্ট চার্জ

এমাউন্টচার্জ
১০,০০০/- টাকা পর্যন্তচার্জ নেই
১০,০০১/- টাকা থেকে ২৫,০০০/- টাকা পর্যন্ত১১৫/-
২৫,০০১/- টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত২৩০/-
২ লক্ষ ১ টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত২৮৭.৫/-
১০ লক্ষ টাকার অধিক৩৪৫/-
সোনালী ব্যাংক সেভিংস একাউন্ট চার্জ।

সোনালী ব্যাংক সেভিংস এ্যাকাউন্ট এস.এম.এস এলার্ট চার্জ:

সার্ভিস চার্জ বছরে দুইবার ৫৭.৫ + ৫৭.৫ = ১১৫/- টাকা।

আরো পড়ুন- সোনালী ব্যাংকের একাউন্ট চেক করার নিয়ম

সোনালী ব্যাংকের অন্যান্য পোস্ট সমূহ পড়ুন

ADVERTISEMENT

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *