ব্যাংক ঋণের জন্য ম্যানেজারের নিকট আবেদন পত্র লেখার নিয়ম

ব্যাংক ঋণের জন্য ম্যানেজারের নিকট আবেদন পত্র নিয়ে একটি সেম্পল এখানে শেয়ার করা হলো। আশা করি এটি আপনার কাজে আসবে।

ব্যাংক ঋণের জন্য ম্যানেজারের নিকট আবেদন পত্র

ব্যাংকের কাছ থেকে ঋণ পেতে ফরমালি ম্যানেজারের কাছে গিয়ে আমাদের একটি দরখাস্ত সাবমিট করতে হয়। আগে এমন কিছু না করায় হয়তো অনেকে বুঝতে পারেন না যে কিভাবে এই দরখাস্তটি লিখা উচিত।

তাই আপনাদের সুবিধার্থে এখানে এই পোস্টে আমি শেয়ার করছি ব্যাংক ঋণের জন্য ম্যানেজারের নিকট আবেদন পত্র লেখার নিয়ম। চলুন তাহলে তা দেখে নেয়া যাক।

ব্যাংক ঋণের জন্য ম্যানেজারের নিকট আবেদন পত্র

ব্যবসায়িক ঋণের ক্ষেত্রে

তারিখ: ২৫/০১/২০২৩বরাবর
ম্যানেজার
কখগ ব্যাংক
কাপ্তাই, রাঙ্গামাটি
বিষয়: ব্যবসায়িক ঋণের জন্য আবেদন

জনাব,
সবিনয়ে নিবেদন এই যে, আমার নাম ওমর ছালেহীন, এই ব্রাঞ্চে আমার চলতি ব্যাংক হিসাব নম্বর (1234567891230)। আমি দির্ঘদিন যাবত এই ব্রাঞ্চে আমার ব্যাবসা প্রতিষ্ঠানের প্রয়োজনে নিয়মিত লেনদেন করে আসছি। সম্প্রতি আমি আমার ব্যাবসা প্রতিষ্ঠানের সম্প্রসারণের উদ্দ্যেশ্যে একটি পরিকল্পনা গ্রহণ করেছি। আর এ পরিকল্পনাকে বাস্তবায়ন করতে আমার প্রায় ৫০০,০০০/- টাকা ব্যবসায়িক ঋণের দরকার হচ্ছে।

আমার পরিকল্পনা অনুসারে উক্ত ঋণের টাকা আমি সর্বোমোট ২৪ কিস্তিতে ২ বছরের মধ্যে ঋণের মূলধন এবং সুদ সহ পরিশোধ করতে চাই। ঋণ গ্রহণের ক্ষেত্রে আমরা আপনার ব্যাংকের সকল শর্ত মেনে চলতে রাজি আছি।

অতএব, মহদয়ের নিকট বিনিত নিবেদন এই যে, আমার চাহিদা মাফিক ঋণ দেয়ার জন্য প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করলে আপনার নিকট চিরকৃতঙ্গ থাকিবো।

নিবেদক
ব্যবসা প্রতিষ্ঠানের নাম: ওএস ডিজিটাল
ঠিকানা: কাপ্তাই, রাঙ্গামাটি
মোবাইল: 01800000000

আরো পড়ুন- ব্যাংক থেকে লোন নেওয়া কি জায়েজ কিনা

ব্যাক্তিগত ঋণের ক্ষেত্রে

তারিখ: ২৫/০১/২০২৩বরাবর
ম্যানেজার
কখগ ব্যাংক
কাপ্তাই, রাঙ্গামাটি
বিষয়: ব্যাক্তিগত কাজে ঋণের জন্য আবেদন

জনাব,
সবিনয়ে নিবেদন এই যে, আমার নাম ওমর ছালেহীন, এই ব্রাঞ্চে আমার সঞ্চয়ি ব্যাংক হিসাব নম্বর (1234567891230)। সম্প্রতি আমি আমার বাড়ি নিমার্ণে কাজ শুরু করেছি। তবে এই কাজ সম্পন্ন করতে আমার ৫০,০০০/- টাকা ঋণের দরকার ছিলো।

উক্ত ঋণের টাকা আমি সর্বোমোট ১০ কিস্তিতে ১ বছরের মধ্যে ঋণের মূলধন এবং সুদ সহ পরিশোধ করতে চাই। ঋণ গ্রহণের ক্ষেত্রে আমরা আপনার ব্যাংকের সকল শর্ত মেনে চলতে সম্মত আছি।

অতএব, মহদয়ের নিকট বিনিত নিবেদন এই যে, আমার চাহিদা মাফিক ঋণ দেয়ার জন্য প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করলে আপনার নিকট চিরকৃতঙ্গ থাকিবো।

নিবেদক
নাম: ওমর ছালেহীন
ঠিকানা: কাপ্তাই, রাঙ্গামাটি
মোবাইল: 01800000000

আরো পড়ুন- ইসলামি ব্যাংকগুলো কি ঘুরিয়ে সুদ খায়?

ব্যাংকের অন্যান্য আবেদন গুলো দেখুন

ক্যাটাগরিতে যানব্যাংকিং
ক্যাটাগরিতে যানইসলামীক ব্যাংকিং
হোমে যানbankline

Similar Posts

One Comment

  1. তারিখ: ২২/০৩/২০২৩বরাবর
    ম্যানেজার
    ইসলামী ব্যাংক
    কুষ্টিয়া সদর কুষ্টিয়া
    বিষয়: ব্যাক্তিগত কাজে ঋণের জন্য আবেদন

    জনাব,
    সবিনয়ে নিবেদন এই যে, আমার নাম আরিফুল ইসলাম, এই ব্রাঞ্চে আমার সঞ্চয়ি ব্যাংক হিসাব নম্বর( 2050 265 02 01886409) সম্প্রতি আমি আমার বাড়ি নিমার্ণে কাজ শুরু করেছি। তবে এই কাজ সম্পন্ন করতে আমার ৫০,০০০০/- টাকা ঋণের দরকার ছিলো।

    উক্ত ঋণের টাকা আমি সর্বোমোট ৯৬ কিস্তিতে ৮ বছরের মধ্যে ঋণের মূলধন এবং সুদ সহ পরিশোধ করতে চাই। ঋণ গ্রহণের ক্ষেত্রে আমরা আপনার ব্যাংকের সকল শর্ত মেনে চলতে সম্মত আছি।

    অতএব, মহদয়ের নিকট বিনিত নিবেদন এই যে, আমার চাহিদা মাফিক ঋণ দেয়ার জন্য প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করলে আপনার নিকট চিরকৃতঙ্গ থাকিবো।

    নিবেদক
    নাম: আরিফুল ইসলাম
    ঠিকানা: কুষ্টিয়া সদর কুষ্টিয়া
    মোবাইল: 01982090456

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।