মৃত ব্যক্তির ব্যাংক একাউন্ট বন্ধ করার আবেদন পত্র

মৃত ব্যক্তির ব্যাংক একাউন্ট বন্ধ করার আবেদন পত্র কিভাবে লিখবেন? এই পোস্টে আমরা দেখবো কিভাবে নমিনি বা একাউন্ট হোল্ডারের পরিবারের কেউ কিভাবে ব্যাংক একাউন্ট বন্ধ করতে একটি আবেদন লিখবে।

ADVERTISEMENT

মৃত ব্যক্তির ব্যাংক একাউন্ট বন্ধ করার আবেদন পত্র ব্যাংকে জমা দেয়ার সময় অবশ্যই উক্ত একাউন্টের সাথে সম্পর্কিত সকল ডকুমেন্টস যেমন: চেক বই, জমা বই, ইত্যাদি ব্যাংকে জমা দিতে হবে। সেই সাথে একাউন্ট হোল্ডার যে মৃত তার প্রমাণ পত্র দিতে হবে।

যাই হোক, এই পোস্টে আমরা দেখবো মৃত ব্যক্তির ব্যাংক একাউন্ট বন্ধ করতে কিভাবে একটি আবেদন পত্র লিখবেন এবং তার সাথে কি কি ডকুমেন্টস জমা দিবেন। চলুন তাহলে শুরু করা যাক।

ADVERTISEMENT

মৃত ব্যক্তির ব্যাংক একাউন্ট বন্ধ করার আবেদন পত্র

একটি আবেদন লেখার বেশ কিছু নিয়ম প্রায় একই। আপনি ব্যাংক ম্যানেজার বরাবর একটি আবেদন লিখবেন। সেখানে বিষয় লিখবেন আপনি কোন কারণে আবেদনটি করছেন সেটি। তারপর আবেদনের বডিতে আপনার বিষয়টি মার্জিত ভাষায় তুলে ধরবেন এবং শেষে আপনার নাম ঠিকানা উল্লেখ করবেন। এখন চলুন মৃত ব্যক্তির ব্যাংক একাউন্ট বন্ধ করার আবেদন লেখারে নমুনা দেখে নেই।

তারিখ: ২৫/০১/২০২৩

বরাবর
ম্যানেজার
কখগ ব্যাংক পিএলসি
লিচুবাগান শাখা, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম
বিষয়: মৃত ব্যক্তির ব্যাংক একাউন্ট বন্ধ করার আবেদন

জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, ‘মোঃ রহিম’ আপনার ব্যাংক শাখার একজন একাউন্টধারী এবং আমি ’মোঃ করিম’ তার একাউন্টের নমিনি হই। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, তিনি গতকাল ১০ জানুয়ারি ২০২৩ তারিখে হার্টের সমস্যাজনিত কারণে হঠাত মৃত্যুবরণ করেন। এমতাবস্থায়, ব্যাংক একাউন্টটি বন্ধ করে মৃত ব্যক্তির আইনি উত্তরাধিকারীদের কাছে অবশিষ্ট অর্থ হস্তান্তর করতে আপনার প্রয়োজনীয় সহযোগিতা কামনা করছি।

একাউন্টধারীর ব্যাংক একাউন্টের নাম: মোঃ রহিম, ব্যাংক একাউন্ট নাম্বার ১২৩৪৫৬৭৭৮৯০১১২২ । একাউন্টের চেক বই, ক্রেডিট কার্ড এবং ডেথ সার্টিফিকেটের একটি কপি এই আবেদন পত্রের সাথে সংযুক্ত করা হয়েছে। উক্ত একাউন্ট বন্ধের জন্য অতিরিক্ত কোনো কাগজপত্রের প্রয়োজন হলে দয়া করে আমাকে জানাবেন।

অতএব, জনাব আপনার নিকট আকুল আবেদন এই যে, উল্লেখিত বিষয়গুলো বিবেচনা করে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করলে আপনার নিকট চির কৃতঙ্গ থাকবো।

নিবেদক

স্বাক্ষর
(———–)

নমিনি
নাম: মোঃ করিম
হিসাবধারীর সাথে সম্পর্ক- ছেলে
ঠিকানা: লিচুবাগান, রঙ্গুনিয়া
মোবাইল: 01800000000

সংযুক্তি
১. ন্যাশনাল আইডি কার্ডের কপি
২. ডেথ সার্টিফিকেটের কপি
৩. চেক বই ( ৪ পাতা )
৪. ক্রেডিট কার্ড

আরো পড়ুন- নমিনির টাকা তোলার নিয়ম

ADVERTISEMENT

একাউন্ট বন্ধ করতে প্রয়োজনিয় ডকুমেন্টস

  • ন্যাশনাল আইডি কার্ডের কপি (মৃত ব্যাক্তির NID),
  • ডেথ সার্টিফিকেটের কপি (এটি হাসপাতাল থেকে দিয়ে থাকে),
  • মৃত্যু নিবন্ধনের একটি কপি ( জন্ম নিবন্ধনের মতো মৃত্যু নিবন্ধন সংগ্রহ করতে হবে ),
  • উত্তরাধিকারীদের ওয়ারিশ সনদের কপি ( ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশন থেকে সংগ্রহ করতে হবে ),
  • একাউন্টের সাথে সম্পর্কিত অবশিষ্ট কাগজপত্র, যেমন: চেক বই, কার্ড ইত্যাদি।

ডেথ সার্টিফিকেট: ডেথ সার্টিফিকেট সচরাচর ব্যাক্তি হাসপাতালে মৃত্যবরণ করলে হাসপাতাল তা দিয়ে থাকে। তার ব্যাংক একাউন্ট বন্ধ করতে এর একটি কপি প্রয়োজন হবে।

মৃত্যু নিবন্ধন: জন্ম নিবন্ধনের মতোই মৃত্যু নিবন্ধন হয়। মৃত্য নিবন্ধন সম্পন্ন করে নিয়ে আপনার এর একটি কপি ব্যাংক একাউন্ট বন্ধ করতে প্রয়োজন হবে।

আরো পড়ুন: ব্যাংক ম্যানেজারের কাছে দরখাস্ত লেখার নিয়ম

ADVERTISEMENT

আবেদন ইংলিশে করার নিয়ম

Date: 25/01/2023

To
The manager
ABC Bank PLC
Kaptai, Rangamati
Subject: Application for closure of deceased person’s bank account

sir,
With due respect, It is with great sadness that I inform you of the passing of my [relationship], [Name], and request the closure of their bank account. Therefore, I am writing this letter to kindly close this account as I no longer require it. Additionally, I have attached his death certificate, a copy of mine and his bank passbook, and my NID card.

I kindly request your help in this matter and would appreciate any guidance you can provide. Thank you for your understanding.

Sincerely Yours,
Nominee name: Md. Rahim
Address: Kaptai, Rangamati
Mobile: 01800000000

attachment

  1. Copy of National ID Card
  2. Copy of death certificate
  3. Chequebook (4 pages)
  4. Credit card

শেষকথা

মৃত ব্যাক্তির ব্যাংক একাউন্টে পড়ে থাকা টাকা তার ওয়ারিশদের মধ্যে ভাগ করে দিতে ব্যাংকে ওই ব্যাক্তির একাউন্ট বন্ধ করার জন্য আবেদন করতে হবে। আবেদনের সাথে ওই ব্যাক্তি যে মৃত তার যথাযোগ্য প্রমাণ পেশ করতে হবে ব্যাংকের কাছে।

একজন নমিনি মৃত ব্যাক্তির ওয়ারিশ নাও হতে পারেন। তিনি একাউন্ট হোল্ডারের অবর্তমানে একাউন্টের একজন প্রতিনিধি হিসেবে থাকেন। মৃত ব্যাক্তির একাউন্ট বন্ধ করা হলে ব্যাংক অবশিষ্ট অর্থ ব্যাক্তির ওয়ারিশগণের নিকটি হস্তান্তর করে থাকেন।

আরো কিছু আবেদন করার নিয়ম পড়ুন

ADVERTISEMENT

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *