নমিনির টাকা তোলার নিয়ম | মৃত ব্যাক্তির ব্যাংক একাউন্টের টাকা উত্তোলন

মৃত ব্যাক্তির ব্যাংক একাউন্ট থেকে টাকা উত্তোলন করার সুযোগ কে পাবেন, নমিনি নাকি মৃত ব্যাক্তির উত্তরাধীকার? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আজকের এই পোস্টে আমরা বিস্তারিত দেখবো মৃত ব্যাক্তির ব্যাংক একাউন্টের টাকা উত্তোলন করার নিয়ম।

ADVERTISEMENT

অনেকেই জানতে চান যে একাউন্ট হোল্ডারের মৃত্যুতে নমিনির টাকা তোলার নিয়ম কি। নমিনি যদি টাকা তুলেও তবে উত্তরাধীকার কি সে টাকা পাবে না?

উত্তর হলো, মৃত ব্যাক্তির ব্যাংক একাউন্টের টাকা উত্তোলন করার পর তা নমিনির কাছে হস্তান্তর করতে হবে। তবে নমিনি যদি তা উত্তরাধীকারের কাছে হস্তান্তর না করেন তবে তারা আদালতের দারস্থ হতে পারবেন। আর যদি নমিনি উত্তরাধীকার কেউ হন, তবে এই সমস্যা অনেকাংশে সমাধান হয়ে যায়।

ADVERTISEMENT

এখন চলুন দেখে নেয়া যাক মৃত ব্যাক্তির ব্যাংক একাউন্টের টাকা উত্তোলন করার নিয়ম এবং বিশেষ করে নমিনির টাকা তোলার নিয়ম কি তা।

নমিনির টাকা তোলার নিয়ম

যখন কোন ব্যাংক হিসাবের মালিক মারা যায়, তখন তার নমিনী নিম্নরূপ নিয়ম-কানুন পালন সাপেক্ষে উক্ত হিসেবে টাকা উত্তোলন করতে পারবেন।

ADVERTISEMENT
  • ওয়ারিশ সনদ পত্রের দরকার নেই,
  • নমিনী টাকা তোলার জন্য আবেদন করবে,
  • মৃত ব্যক্তির ডেট সার্টিফিকেট উপস্থাপন করবে,
  • নমিনীর দুই কপি সত্যায়িত ছবি জমা দিবে,
  • নমিনীর জাতীয় পরিচয় পত্রের একটি কপি জমা দিবে,
  • ব্যাংকের দুজন গ্রাহক বা এলাকার চেয়ারম্যান অথবা ব্যাংকের ২ জন অফিসার কর্তৃক নমিনীকে সত্তায়ন করতে হবে,
  • ব্যাংকের দুজন গ্রাহকের সাথে যৌথভাবে নমিনী কর্তৃক ইনডেমনিটি প্রদান করবে।

উত্তরাধিকার সূত্রে টাকা তোলার নিয়ম

নিম্নে মৃত ব্যক্তির উত্তরাধিকারী কর্তৃক ব্যাংক হিসাবের টাকা উত্তোলনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের একটি তালিকা তুলে ধরা হলো:

  • পৌরসভা বা হাসপাতাল কর্তৃক হিসাবধারীর ডেথ সার্টিফিকেট;
  • কোর্ট কর্তৃক প্রদত্ত ওয়ারিসগণের তালিকা (সাকসেশান সার্টিফিকেট);
  • স্টাম্পের উপরে Indemnity এবং Surety Bond দেওয়া;
  • ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত হতে হলফনামা;
  • সকল ওয়ারিসের একটি সত্যায়িত ছবি;
  • স্থানীয় চেয়ারম্যান কর্তৃক পরিচিতি পত্র এবং স্বাক্ষর সত্যায়ন;
  • সকল ওয়ারিস কর্তৃক নির্দিষ্ট একজনকে টাকা উত্তোলনের জন্য ক্ষমতা প্রদান;
  • ২০০ টাকা মূল্যের এডহেসিভ স্টাম্প (এটি বিশেষ আঠালো যুক্ত);
  • নমিনী কর্তৃক দরখাস্ত (এই দরখাস্তটি হাতে লিখিত হতে হবে);
  • নমিনীর দুই কপি ছবি এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি (চেয়ারম্যান/মেয়র কর্তৃক সত্যায়িত);
  • ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি কর্তৃক টাকা উত্তোলনের জন্য আবেদন করলে ব্যাংক টাকা দেওয়ার জন্য অফিস নোট তৈরী করে টাকা প্রদানের প্রয়োজনিয় ব্যবস্থা করবে।

ব্যাংক গ্রাহকের মৃত্যুতে নমিনির টাকা উত্তোলনের জন্য আবেদন

তারিখ: ২৫/০১/২০২৩

বরাবর
ম্যানেজার
কখগ ব্যাংক পিএলসি
কলাবাগান শাখা, কাপ্তাই, রাঙ্গামাটি
বিষয়: মৃত ব্যক্তির ব্যাংক একাউন্ট বন্ধ করার আবেদন

জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, ‘মোঃ কাশেম’ আপনার ব্যাংক শাখার একজন একাউন্টধারী এবং আমি ’মোঃ হাসেম’ তার একাউন্টের নমিনি হই। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, তিনি গতকাল ১৫ জানুয়ারি ২০২২ তারিখে হার্টের সমস্যাজনিত কারণে হঠাত মৃত্যুবরণ করেন। এমতাবস্থায়, ব্যাংক একাউন্টটি বন্ধ করে মৃত ব্যক্তির আইনি উত্তরাধিকারী/নমিনির কাছে অবশিষ্ট অর্থ হস্তান্তর করতে আপনার প্রয়োজনীয় সহযোগিতা কামনা করছি।

একাউন্টধারীর ব্যাংক একাউন্টের নাম: মোঃ কাশেম, ব্যাংক একাউন্ট নাম্বার ১২৩৪৫৬৭৭৮৯০১১২৩ । একাউন্টের চেক বই এবং ডেথ সার্টিফিকেটের একটি কপি এই আবেদন পত্রের সাথে সংযুক্ত করা হয়েছে। উক্ত একাউন্ট বন্ধের জন্য অতিরিক্ত কোনো কাগজপত্রের প্রয়োজন হলে দয়া করে আমাকে জানাবেন।

অতএব, জনাব আপনার নিকট আকুল আবেদন এই যে, উল্লেখিত বিষয়গুলো বিবেচনা করে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করলে জনাবের নিকট চির কৃতঙ্গ থাকবো।

নিবেদক

স্বাক্ষর
(———–)

নমিনি
নাম: মোঃ হাসেম
হিসাবধারীর সাথে সম্পর্ক- ছেলে
ঠিকানা: কলাবাগান শাখা, কাপ্তাই, রাঙ্গামাটি
মোবাইল: 01800000001

সংযুক্তি
১. ন্যাশনাল আইডি কার্ডের কপি
২. ডেথ সার্টিফিকেটের কপি
৩. চেক বই ( ৪ পাতা )
৪. ক্রেডিট কার্ড

সেই সাথে অন্যান্য কাগজপত্রের কথা পর্যায়ক্রমে উল্লেখ করতে হবে এই লিস্টে।

আরো পড়ুন: মৃত ব্যক্তির ব্যাংক একাউন্ট বন্ধ করার আবেদন পত্র

ADVERTISEMENT

ডেথ সার্টিফিকেট

ডেথ সার্টিফিকেট সচরাচর ব্যাক্তি হাসপাতালে মৃত্যবরণ করলে হাসপাতাল থেকে তা দিয়ে থাকে। তার ব্যাংক একাউন্ট বন্ধ করতে এর একটি কপি ব্যাংকে দিতে হবে আবেদনের সাথে।

মৃত্যু নিবন্ধন

জন্ম নিবন্ধনের মতোই মৃত্যু নিবন্ধন করা হয়। মৃত্য নিবন্ধন সম্পন্ন করে নিয়ে আপনাকে এর একটি কপি ব্যাংক একাউন্ট বন্ধ করতে জমা দিতে হবে।

মৃত ব্যাক্তির ব্যাংক একাউন্টের টাকা উত্তোলন সম্পর্কিত আদালতের আদেশ

ব্যাংক একাউন্টের নমিনির অধিকার নিয়ে কিছু ধোঁয়াশা আছে। হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই সংক্রান্ত একটি মামলার রায় দেন যে, মৃত ব্যাক্তির ব্যাংকে জমাকৃত টাকা নমিনি পাবেন না। এই অর্থ পাবেন তার উত্তরাধিকারগণ।

ADVERTISEMENT

ওই মামলায় দেখা যায় যে, গত ২০১৪ সালে শহিদুল হক নামে এক ব্যাক্তির দ্বিতীয় স্ত্রিকে নমিনি করে প্রায় ৩০ লক্ষ টাকার সঞ্চয়পত্র কেনেন। পরে শহিদুল হক মারা গেলে তার দ্বিতীয় স্ত্রি সেই পুরো টাকা একাই ভোগ করতে চাইলে মৃত শহিদুলের প্রথম পক্ষের সন্তানরা টাকা দাবি করে মামলা করে। তখন নিন্ম আদালত রায় দেয় যে নমিনিই সেই পুরো টাকা পাবেন।

এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে রায় আসে ওই টাকা নমিনি নয়, উত্তরাধিকাররা সেই টাকা পাবেন। রায়ে বলা হয় সঞ্চয়পত্রের মালিকের নমিনি ট্রাস্টি হিসেবে থাকবে। মালিক মারা গেলে নমিনি ওই অর্থ উত্তোলনের অধিকারী হবেন, তবে উত্তরাধিকার আইন অনুসারে মৃত ব্যাক্তির উত্তরাধিকারীদের মধ্যে তা বন্টন করবেন।

আরো পড়ুন

ADVERTISEMENT

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *