ব্যাংক ম্যানেজারের কাছে দরখাস্ত লেখার নিয়ম বাংলায়
ব্যাংক ম্যানেজারের কাছে দরখাস্ত লেখার নিয়ম খুজছেন? দেখে নিন বিভিন্ন প্রয়োজনে কিভাবে আপনি ব্যাংক ম্যানেজারের কাছে আপনার দরখাস্ত লিখতে পারবেন সে নিয়ম গুলো।
ব্যাংকে লোনের জন্য বা অন্য যেকোনো কারণে আমাদের ব্যাংক ম্যানেজারের কাছে দরখাস্ত লেখার নিয়ম জানতে হয়। তাই আপনার সুবিধার্থে আজকের এই পোস্টে আমরা দেখবো আপনি কিভাবে ব্যাংকে একটি আবেদন পত্র লিখবেন। চলুন তাহলে শুরু করা যাক।
Table of Contents
ব্যাংক ম্যানেজারের কাছে দরখাস্ত লেখার নিয়ম বাংলায়
ব্যাংক ম্যানেজারের কাছে যেকোনো দরখাস্ত লিখতে পারবেন একই নিয়মে। তবে হয়তো আপনার আবেদনের বিষয় হবে ভিন্ন এবং সেটা আপনি এখানে আবেদনে ব্যাখ্যা করবেন। চলুন একটি নমুনার মাধ্যমে দেখে নেই যে কিভাবে আপনি একটি দরখাস্ত লিখতে পারবেন।
আরো দেখুন: বিভিন্ন বিষয়ে লেখা দরখাস্ত গুলো দেখে নিন
স্টেটমেন্ট এর জন্য ব্যাংক ম্যানেজারের কাছে দরখাস্ত লেখার নিয়ম বাংলায়
তারিখ: ২৫/০১/২০২৩
বরাবর
ম্যানেজার
কখগ ব্যাংক
কাপ্তাই, রাঙ্গামাটি
বিষয়: ব্যাংক স্টেটমেন্টের জন্য আবেদন।জনাব,
সবিনয়ে নিবেদন এই যে, আমি মোঃ ওমর ছালেহীন, একাউন্ট নাম্বার 1324657989100, আপনার ব্যাংকে একটি সেভিংস অ্যাকাউন্ট বজায় রেখেছি। একটি বিশেষ কাজে আমার ব্যাংক একাউন্ট স্টেটম্যান্ট প্রয়োজন।
অতএব জনাবের নিকট আকুল আবেদন এই যে, আমাকে আমার ব্যাংক একাউন্টের একটি স্টেটম্যান্ট দিয়ে সাহায্য করুন।
নিবেদক
নাম: ওমর ছালেহীন
ঠিকানা: বড়ই ছড়ি, কাপ্তাই, রাঙ্গামাটি
মোবাইল: 01800000000
আরো পড়ুন- নতুন চেক বইয়ের জন্য আবেদন করার নিয়ম
ইংলিশে ব্যাংক স্টেটমেন্ট এর জন্য আবেদন
Date: 25/01/2023
To
Manager
ABC Bank PLC
Kaptai, Rangamati
Sub: Request For a Bank statementDear Sir,
I am Md. Omar Salehin, account number 132465798000, maintain a savings/current account in your bank. I need a bank account statement for a special purpose.
So an urgent request sir, please help me with a statement of my bank account.
Sincerely Yours,
Name: Md. Omar Salehin
Address: Kaptai, Rangamati
Mobile: 01800000000
বিভিন্ন বিষয়ে লেখা দরখাস্ত গুলো দেখে নিন
- ব্যাংক ঋণের জন্য ম্যানেজারের নিকট আবেদন
- ব্যাংক লোন মওকুফের আবেদন
- একাউন্টের নমিনি পরিবর্তনের আবেদন
- ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট আবেদন
- ব্যাংক স্টেটমেন্ট এর জন্য আবেদন
দরখাস্ত লেখার নিয়ম
দরখাস্ত লিখতে আমাদের বেশ কিছু বিষয় জানা থাকা দরকার। কারণ সেগুলো ছাড়া একটি পূর্ণাঙ্গ দরখাস্ত হবে না, বরং দরখাস্ত শুধু কষ্ট করে লেখাই হবে।
দরখাস্ত অনেক ধরনেরই হয়ে থাকে। ধরণের ভিন্নতার কারণে একটি দরখাস্ত হতে আরেকটি দরখাস্তে কিছু পার্থক্য দেখা যায়। তবে সব দরখাস্তে কমন যে বিষয়গুলো সব জায়গায় মিল থাকে, সেগুলো পর্যায়ক্রমে এ অংশে তুলে ধরা হলো।
১. তারিখ: সর্বপ্রথম যে বিষয়টি আসে, সেটি তারিখ। একটি দরখাস্ত লিখতে সঠিক তারিখ ব্যবহার করা অত্যন্ত জরুরি। ভুল তারিখ হলে দরখাস্ত কর্তৃপক্ষের নিকট গৃহিত হবে না। তাই তারিখ লেখার ক্ষেত্রে যে তারিখে দরখাস্ত দিচ্ছেন সে তারিখটি সুন্দর করে লিখুন।
২. প্রাপক: দরখাস্ত যার বরাবর লিখবেন তার পদ মর্যাদা উল্লেখ করতে ভুলবেন না। যেমন- ম্যানেজার, প্রধান শিক্ষক, অধ্যক্ষ, চেয়ারম্যান, জেলা প্রশাসক ইত্যাদি এবং তার ঠিকানা।
৩. বিষয়: এ অংশে দরখাস্ত কীসের জন্য লিখবেন সেটি এক লাইনে আপনাকে উল্লেখ করতে হবে। যেমন- ব্যাংক স্টেটমেন্টের জন্য আবেদন।
৪. সম্বোধনসূচক শব্দ: এখানে দরখাস্তের মূল অংশ শুরু করার আগে যাকে দরখাস্তের মাধ্যমে আর্জি জানাবেন তাকে সম্মানসূচক সম্বোধন করে কোনো শব্দ লিখবেন। যেমন- জনাব, মহোদয় ইত্যাদি।
৫. বডি: এ অংশে দরখাস্তের মূল বিষয়বস্তু সংক্ষেপে আপনাকে তুলে ধরতে হবে। এখানে শব্দ প্রয়োগের বিষয়টি মাথায়টি রাখতে হবে। শব্দ গুলো হবে মার্জিত এবং গোছালো। এই অংশে যেকোনো অপ্রয়োজনীয় কথা পরিহার করে মূল বিষয়বস্তু অল্প কথায় ফুটিয়ে তুলতে হবে।
৬. আবেদনকারীর পরিচয় ও ঠিকানা: এটি দরখাস্তের সর্বশেষ অংশ। এখানে যিনি দরখাস্ত লিখবেন তার নাম ঠিকানা উল্লেখ করবেন।
সংযুক্তি : দরখাস্তে কোনো কাগজপত্র সংযুক্ত করার থাকলে দরখাস্তের শেষাংশে সংযুক্তি লিখে কাগজপত্রের নাম উল্লেখ করে দিতে হবে।
উপরের এই নিয়মগুলো একটি দরখাস্তের মৌলিক বিষয়গুলো। যেগুলো সবারই জানা থাকা দরকার। এগুলো জানলে দরখাস্ত লেখা অনেক অনেকাংশে সহজ হয়ে যাবে।
নমুনা দরখাস্ত
ব্যাংক লোন মওকুফের জন্য আবেদন ম্যানেজার বরাবর।
তারিখ: ২৫/০১/২০২৩
বরাবর
ম্যানেজার
কখগ ব্যাংক
কাপ্তাই, রাঙ্গামাটি
বিষয়: ঋণ মওকুফের জন্য অনুরোধজনাব
সবিনয়ে নিবেদন এই যে, আমি মোঃ ওমর ছালেহীন, আমার ব্যাংক হিসাব নম্বর ১১২৩৪৫৬৭৭৮। গত ৩ মাস আগে আমি আপনার ব্যাংক থেকে ২০০,০০০ টাকা ঋণ নিয়েছিলাম। ঋণ নেয়ার পর থেকে আমি নিয়মিত কিস্তিও পরিশোধ করে আসছি। দুর্ভাগ্যবশত বর্তমানে কিছু অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে আমি আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছি এবং আমি ঋণের কিস্তি পরিশোধ করতে পারছি না।
আমি একজন [পেশা/চাকরীর শিরোনাম], এবং আমার মাসিক আয় হল [মাসিক আয়]। তবে বর্তমান পরিস্থিতির কারণে আমার আয় কমে গেছে এবং আমি আমার মৌলিক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছি। আমি পরিস্থিতি সামলানোর যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু সময়মতো ঋণের কিস্তি পরিশোধ করতে পারছি না।
অতএব জনাবের নিকট সবিনয়ে নিবেদন এই যে, আমার পরিস্থিতি বিবেচনা করে আমার ঋণ মওকুফ করলে আপনার নিকট চির কৃতঙ্গ থাকিবো।
নিবেদক
নাম: মোঃ ওমর ছালেহীন
ঠিকানা: কাপ্তাই, রাঙ্গামাটি
মোবাইল: 01800000000