ব্যাংক স্টেটমেন্ট কি | ব্যাংক স্টেটমেন্ট এর জন্য আবেদন
ব্যাংক স্টেটমেন্ট এর জন্য আবেদন করার নিয়ম খুজছেন? এখানে দেখে নিন ব্যাংকের কাছ থেকে স্টেটম্যান্ট পাওয়ার উপায়, আবেদন সহ।
আপনার যদি ব্যাংক একাউন্টের একটি স্টেটম্যান্ট দরকার হয় তবে আপনাকে ব্যাংকে আবেদন করতে হবে। তবে কিছু ব্যাংকে আবেদন না করেও আপনি আপনার স্টেটম্যান্ট পেতে পারেন।
যাই হোক, ব্যাংক স্টেটমেন্ট এর জন্য আবেদন করার নিয়ম আপনার সুবিধার্থে এই পোস্টে আলোচনা করা হয়েছে। সেই সাথে দেখে নিন আর কোন কোন নিয়মে আপনার ব্যাংক স্টেটম্যান্টি পেতে পারেন।
ব্যাংক স্টেটম্যান্ট কি?
ব্যাংক স্টেটমেন্ট হল কোনো আর্থিক প্রতিষ্ঠান দ্বারা জারি করা একটি নথি যা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে হওয়া সমস্ত লেনদেনের তালিকা করে।
এতে সাধারণত অ্যাকাউন্টধারীর নাম এবং ঠিকানা, অ্যাকাউন্ট নম্বর, উল্লেখিত সময়ের মধ্যে শুরু এবং শেষের ব্যালেন্স এবং সেই সময়ে হওয়া সমস্ত জমা, উত্তোলন, টাকার স্থানান্তর, ফি এবং অন্যান্য লেনদেনের বিস্তারিত তালিকা অন্তর্ভুক্ত থাকে।
আরো পড়ুন- ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট কী ?
ব্যাংক স্টেটমেন্ট কিভাবে পাবো?
#১. ব্যাংক ভিজিট করে: ব্যাংকের যে শাখায় আপনার একাউন্ট আছে, সেখানে যদি আপনি সশরীরে উপস্থিত হয়ে ম্যানেজারের কাছ থেকে স্টেটম্যান্ট এর কপি চান, তবে ম্যানেজার আপনাকে একটি স্টেটম্যান্ট প্রিন্ট করে দিয়ে দিবেন। আবার ব্যাংকে গ্রাহক যদি তার কোন প্রতিনিধি পাঠায় ভারার্পণ ক্ষমতা নিযুক্ত পত্র মারফত, তাও তার ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করতে পারবেন।
#২. অনলাইন ব্যাংকিং এর সুবিধা নিয়ে: অনলাইন ব্যাংকিং সেবা দানকারী ব্যাংক গুলোর অনলাইন সুবিধা নিয়ে ওয়েবসাইট থেকে বা তাদের মোবাইল এপ থেকে ব্যাংক স্টেটম্যান্ট ডাউনলোড করার সুবিধা থাকে।
#৩. এসএমএস ব্যাংকিং এর মাধ্যমে: এসএমএস ব্যাংকিং সুবিধা নেয়া থাকলে ব্যাংক থেকে গ্রাহকের মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমেও ব্যালেন্স সংক্রান্ত তথ্য সংক্ষিপ্ত আকারে সরবরাহ করা হয়।
ব্যাংক স্টেটমেন্ট এর জন্য আবেদন
তারিখ: ২৫/০১/২০২৩
বরাবর
ম্যানেজার
কখগ ব্যাংক
কাপ্তাই, রাঙ্গামাটি
বিষয়: একটি ব্যাংক স্টেটমেন্টের জন্য আবেদন।মহাশয়,
সবিনয়ে নিবেদন এই যে, আমি মোঃ ওমর ছালেহীন, একাউন্ট নাম্বার 132465798000, আপনার ব্যাংকে একটি সঞ্চয়/কারেন্ট অ্যাকাউন্ট বজায় রেখেছি। একটি বিশেষ কাজে আমার ব্যাংক একাউন্ট স্টেটম্যান্ট প্রয়োজন।
অতএব জনাবের নিকট আকুল আবেদন এই যে, আমাকে আমার ব্যাংক একাউন্টের একটি স্টেটম্যান্ট দিয়ে সাহায্য করুন।
নিবেদক
নাম: ওমর ছালেহীন
ঠিকানা: কাপ্তাই, রাঙ্গামাটি
মোবাইল: 01800000000
আরো পড়ুন- নতুন চেক বইয়ের জন্য আবেদন করার নিয়ম
ব্যাংক স্টেটম্যান্ট পেতে কতো টাকা লাগে?
সচরাচর ব্যাংক গুলো স্টেটম্যান্ট নেয়ার সুবিধা ফ্রি দিয়ে থাকে। এছাড়া আপনি যদি অনলাইন থেকে ডাউনলোড করে নেন, তাও আপনি একেবারে ফ্রিতেই একটি স্টেটম্যান্ট কপি পেয়ে যাবেন। তবে হয়তো কোনো কোনো ব্যাংক এর জন্য চার্জ করতেও পারে। তবে তা হবে খুবই কম।
আরো দেখুন- ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম
আরো পড়ুন
- এক ব্যাংকের চেক অন্য ব্যাংকে জমা দেয়ার নিয়ম
- ব্যাংক ঋণের জন্য ম্যানেজারের নিকট আবেদন
- ব্যাংকের চেক বই হারিয়ে গেলে করণীয়
- ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম
- জেনে নিন কোন ব্যাংকে টাকা রাখা নিরাপদ
- ব্যাংক এবং এনজিও এর মধ্যে পার্থক্য