ইসলামী ব্যাংক একাউন্ট স্টেটমেন্ট নেয়ার উপায়

আপনি কি ইসলামী ব্যাংক একাউন্ট স্টেটমেন্ট নিতে চাচ্ছেন? জেনে নিন স্টেটমেন্ট পাওয়ার উপায়গুলো কি কি এবং তা যেভাবে পাবেন।

ADVERTISEMENT
ইসলামী ব্যাংক একাউন্ট স্টেটমেন্ট নেয়ার উপায়

ইসলামী ব্যাংকে থাকা আপনার একাউন্টের স্টেটমেন্ট নিতে পারবেন একাধিক উপায়ে। ব্যাংকে গিয়ে বা না গিয়েই আপনি আপনার একাউন্ট স্টেটমেন্ট সংগ্রহ করতে পারবেন। এমনকি আপনার বিগত যতো মাসের হিস্ট্রি স্টেটমেন্টে থাকা দরকার, ততো মাসের আপনি সংগ্রহ করতে পারবেন।

যাই হোক। চলুন তাহলে দেখে নেয়া যাক ইসলামী ব্যাংক একাউন্ট স্টেটমেন্ট নেয়ার উপায়।

ADVERTISEMENT

যেভাবে ইসলামী ব্যাংক একাউন্ট স্টেটমেন্ট নেয়া যাবে

  • ব্যাংকে গিয়ে স্টেটমেন্ট সংগ্রহ করা যাবে।
  • সেলফিন এপ থেকে স্টেটমেন্ট সংগ্রহ করা যাবে।

ব্যাংক থেকে একাউন্ট স্টেটমেন্ট নেয়ার উপায়

ব্যাংক থেকে একাউন্ট স্টেটমেন্ট সংগ্রহ করতে আপনার নিকটস্থ ইসলামী ব্যাংক ভিজিট করুন। সাথে করে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি নিয়ে যান। সেখানে আপনার একাউন্ট নাম্বারটি দিয়ে আপনি কতো মাসের স্টেটমেন্ট চান তা তাদের জানান। তারা আপনার স্টেটমেন্ট রেডি করে আপনাকে ফ্রিতে দিয়ে দিবে।

সেলফিন এপ থেকে স্টেটমেন্ট নেয়ার উপায়

#১. সেলফিন এপে লগইন করুন: সবার প্রথমে আপনার সেলফিন এপে প্রবেশ করুন।

ADVERTISEMENT

#২. স্টেটমেন্ট অপশনে ক্লিক করুন: সেলফিন হোম পেজের একদম নিচে বাম দিকে “Statement” লেখা একটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।

#৩. একাউন্টের স্টেটমেন্ট পেতে একাউন্টে যান: স্টেটমেন্ট অপশনে আসার পর “Cellfin”,”Account”,”Card”,”MCash” এই অপশন গুলোর মধ্যে “Account” অপশনে ক্লিক করুন।

#৪. “From” এবং “To” সিলেক্ট করুন: From অর্থাৎ কোন মাস থেকে শুরু করে, To অর্থাৎ শেষ কোন মাস পর্যন্ত আপনি স্টেটমেন্ট চাচ্ছেন, সিলেক্ট করুন।

ADVERTISEMENT

#৫. পিন দিন: এবার আপনার পিন নাম্বারটি দিন।

#৬. স্টেটমেন্ট উপরের এরো চিন্হ থেকে ডাউনলোড দিন: পিন দেয়ার পর আপনার স্টেটমেন্টটি দেখতে পাবেন। এটিকে পিডিএফ আকারে পেতে উপরে থাকা এরো চিন্হ থেকে ডাউনলোড দিন। দেয়ার পর আপনার পিডিএফ রিডার এপ থেকে সেই পিডিএফটি ওপেন দিলে তা দেখতে পাবেন।

শেষকথা

যদিও সেলফিন এপ ব্যবহার করে আপনি একটি স্টেটমেন্ট খুব সহজে বাসায় বসে ডাউনলোড করে নিতে পারবেন। তবে আপনি হয়তো এই স্টেটমেন্ট কোথাও কোথাও ব্যবহার নাও করতে পারেন। কেননা সেই স্টেটমেন্টে ব্যাংক কতৃক কোনো সিগনেচার থাকে না।

ADVERTISEMENT

আবার আপনি যদি সরাসরি ব্যাংকে গিয়ে স্টেটমেন্ট নেন, তবে তাতে আপনি সিগনেচার নিয়ে নিতে পারবেন।

ইসলামী ব্যাংকের অন্যান্য পোস্ট গুলো পড়ুন

ক্যাটাগরিইসলামীক ব্যাংকিং
হাব পোস্টঅনলাইন ব্যাংকিং
হোমে যানbankline

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।