ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট চার্জ ও সুবিধা

ইসলামী ব্যাংকে সেভিংস একাউন্টে বছরে দুইবার চার্জ কেটে নেওয়া হয়। জুনের শেষে এবং ডিসেম্বরের শেষে প্রধানত এই চার্জ গুলো কেটে নেওয়া হয়। তবে স্টুডেন্ট একাউন্ট থেকে কোন প্রকার চার্জ কাটা…

ADVERTISEMENT

ইসলামী ব্যাংকে সেভিংস একাউন্টে বছরে দুইবার চার্জ কেটে নেওয়া হয়। জুনের শেষে এবং ডিসেম্বরের শেষে প্রধানত এই চার্জ গুলো কেটে নেওয়া হয়। তবে স্টুডেন্ট একাউন্ট থেকে কোন প্রকার চার্জ কাটা হয় না।

আবার এই চার্জ পরবর্তিতে পরিবর্তন হতে পারে। আমি যখন এই পোস্টি লিখছি, তখনকার চার্জ সমূহ এখানে অন্তরর্ভুক্ত করা হলো। এর পরবর্তিতে তা পরিবর্তন হলে তা চেষ্টা করবো অন্তরর্ভুক্ত করে দেয়ার।

ADVERTISEMENT

যাই হোক। চলুন দেখে নেয়া যাক ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট চার্জ, সুবিধা এবং একাউন্ট খোলার উপায়।

ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট চার্জ

এখানে কতো এমাউন্টে কতো টাকা কাটবে তা টেবল আকারে দেয়া হলো। এই চার্জের সাথে ভ্যাট যুক্ত আছে।

ADVERTISEMENT
১০ হাজার এর কম0/-
১০,০০১ – ২৫,000/-115/-
২৫,০০১ – ২ লক্ষ230/-
২ লক্ষ ১ টাকা – ১০ লক্ষ287/-
১০ লক্ষ টাকার অধিক345/-

এস.এম.এস এলার্ট চার্জ

আপনি যদি আপনার একাউন্টে এসএমএস এলার্ট চার্জ চালু করেন, তবে আপনার ভ্যাট সহ চার্জ কাটবে 75 + 11.25 = 86.25 /- টাকা।

আবগারি শুল্ক চার্জ

ইসলামী ব্যাংকে সেভিংস একাউন্ট চার্জ ও এসএমএস চার্জ ছাড়াও আরো আছে আবগারি শুল্ক চার্জ। এই চার্জ কতো হয়ে থাকে তা নিচে তুলে ধরা হলো।

১ লক্ষ টাকার কম0/-
১ লক্ষ ১ টাকা – ৫ লক্ষ150/-
৫ লক্ষ ১ টাকা – ১০ লক্ষ500/-
১০ লক্ষ ১ টাকা – ১ কোটি3000/-
১ কোটি – ৫ কোটি15000/-
৫ কোটির অধিক50,000/-

ইসলামী ব্যাংক একাউন্ট সুবিধা

ইত্যাদি।

ADVERTISEMENT

ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট খোলার নিয়ম

ইসলামী ব্যাংকে সেভিংস একাউন্টকে মূলত মুদারাবা সেভিংস একাউন্ট বলে। এই একাউন্ট খুলার জন্য প্রথমে আপনাকে আপনার এলাকার নিকটবর্তী ইসলামী ব্যাংকের যেকোনো শাখায় প্রয়োজনিয় কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে। ব্যাংক আপনাকে একটি একাউন্ট ফরম দিবে। আপনার জাতীয় পরিচয়পত্রের যাবতীয় তথ্যাদি দেখে ফরমটি নিভূল ভাবে পূরণ করতে হবে।

মুদারাবা সেভিংস একাউন্ট

একটি মুদারাবা সেভিংস একাউন্ট সাধারণত ইসলামী শরীয়াহর মুদারাবা প্রধানের অধীনে খোলা হয়ে থাকে। উপরোক্ত নীতির অধীনে এই ব্যাংকে ক্লায়েন্ট হলেন সাহেব-আল মাল ও ব্যাংক হল মুদারিব।

একাধিক ব্যক্তি একটি মুদারাবা সেভিংস অ্যাকাউন্ট যৌথ একাউন্ট হিসাবে পরিচালনা করার সুযোগ রয়েছে। একজন নাবালকের পক্ষে তার অভিভাবকও একটি মুদারাবা সেভিংস একাউন্ট ওপেন করতে পারেন। সেক্ষেত্রে ব্যাংক অভিভাবকের কাছ থেকে নাবালকের জন্ম তারিখ উল্লেখ পূর্বক একটি ঘোষণাপত্র নিয়ে থাকে।

ADVERTISEMENT

আরো পড়ুন- ইসলামী ব্যাংকের একাউন্ট খোলার নিয়ম

সেভিংস একাউন্ট খুলতে যা যা লাগে

ব্যাংকে যাওয়ার আগেই যেসকল ডকুমেন্টস আপনার থাকতে হবে ও যা সাথে করে নিয়ে যেতে হবে, তা নিচে উল্লেখ করা হলো।

  • অ্যাকাউন্টধারীর সাম্প্রতিক তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে।
  • নমিনির সাম্প্রতিক তোলা ১ কপি ছবি লাগবে।
  • জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্ট/ চেয়ারম্যান সার্টিফিকেটের মতো শনাক্তকরণ প্রমাণ লাগবে।
  • প্রাথমিক জমা দিতে হবে টাকা ৫০০/- টাকা।
  • এবং স্বাক্ষর লাগবে।

ব্যাংকে গিয়ে তাদের কাছ থেকে একটি ফর্ম সংগ্রহ করতে হবে। তারপর তা সুন্দর করে পূরণ করতে হবে বা তাদের কাছ থেকে পূরণে সহযোগিতা নিতে হবে। ফর্মটি পূরণ করলে আপনার প্রয়োজনীয় কাগজপত্র যেমন ন্যাশানাল আইডি কার্ডের ফটোকপি, ছবি, নমিনির তথ্য ও আইডি এবং নমিনির ছবি সহ সমস্ত কাগজপত্র সহ ফর্মটি জমা দিতে হবে।

অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

ইসলামী ব্যাংকে ব্যাংক একাউন্ট খোলার নিয়ম বেশ সহজ। দেশে সবচেয়ে সহজে একটি ব্যাংক একাউন্ট অনলাইনে খোলা যায় এমন ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংকের নাম প্রথম সারিতে উঠে আসবে। সুতরাং আপনি ইসলামী ব্যাংকে একটি একাউন্ট খুব সহজে খুলতে পারবেন তাদের মোবাইল এপ সেলফিন ব্যাবহারের মাধ্যমে।

ADVERTISEMENT

অনলাইনে একাউন্ট খুলতে যা যা লাগবে

অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট করার জন্য আপনার যে সকল জিনিসের প্রয়োজন হবে তা নিচে তুলে ধরা হলো। এই সকল জিনিস একাউন্ট খোলার প্রকৃয়া শুরু করার আগেই আপনার সংগ্রহে রাখুন।

  • আপনার ভোটার কার্ড।
  • আপনার নমিনির ভোটার কার্ড।
  • নমিনির এক কপি ছবি মোবাইলে থাকতে হবে।

আপনার নমিনির NID কার্ডের কপি ও তার এক কপি ছবি আপনি আগেই মোবাইলে সংরক্ষণ করে রাখবেন। এটি করতে পারেন স্ক্যান করে বা ছবি তুলে। তবে আপনার ছবি এবং ন্যাশনাল আইডি কার্ড গুলোর ছবি সরাসরি সেলফিন এপের মধ্যে তুলতে হবে প্রকৃয়া চলাকালিন।

যদি আপনার একটি ইসলামী ব্যাংক একাউন্ট অলরেডি থেকে থাকে তবে আপনি আরেকটি একাউন্ট একই শাখায় পূনরায় খুলার সুযোগ পাবেন না। তাই এই ক্ষেত্রে চেষ্টা করে লাভ নেই।

ADVERTISEMENT

আরো পড়ুন- ইসলামী ব্যাংকে টাকা জমা দেয়ার নিয়ম

ADVERTISEMENT

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *