রকেট একাউন্ট ব্যালেন্স চেক করার নিয়ম

রকেট একাউন্ট ব্যালেন্স চেক করার নিয়ম খুজছেন? জেনে নিন কয়টি উপায়ে আপনার রকেট একাউন্ট চেক করতে পারবেন এবং সহজে কিভাবে চেক করবেন সেই নিয়ম।

ADVERTISEMENT

মোবাইল ফাইনেন্সিয়াল সার্ভিস (MFS) রকেট একাউন্ট ব্যালেন্স চেক করার নিয়ম খুব কঠিন কিছু নয়। আপনি খুব সহজে একাধিক নিয়ম ব্যবহার করেই আপনার রকেট একাউন্টে কতো টাকা আছে তা দেখে নিতে পারবেন।

আজকের এই পোস্টে আমরা দেখবো রকেটে টাকা দেখার নিয়ম গুলো কি কি এবং সেই নিয়মগুলোও বিস্তারিত জানান চেষ্টা করবো। চলুন তাহলে শুরু করা যাক।

ADVERTISEMENT

রকেট একাউন্ট ব্যালেন্স চেক করার নিয়ম গুলো কি কি?

রকেট একাউন্ট থেকে আপনি আপনার ব্যালেন্স দেখতে পারবেন দুটি নিয়মে। নিয়ম গুলো হলো:

এপ ব্যবহার করে রকেটে টাকা দেখার নিয়ম

রকেটের নিজস্ব একটি মোবাইল এপ ‘Rocket’ রয়েছে। এখান থেকে আপনি খুব সহজে আপনার রকেট একাউন্ট ব্যালেন্স চেক নিতে পারবেন। একাউন্ট চেক করার জন্য এপে প্রবেশ করে মাত্র একটি ক্লিক করলেই আপনি আপনার একাউন্ট ব্যালেন্স দেখতে পারবেন।

ADVERTISEMENT
  • ব্যালেন্স চেক করতে সবার প্রথমে Rocket এপ থেকে আপনার রকেট একাউন্টে লগইন করতে হবে। রকেট এপ না থাকলে তা প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে।
  • এপে লগইন সম্পন্ন হলে আপনি রকেট এপের হোম পেজে চলে আসবেন, যেখানে একদম উপরে ডান পাশে ‘Tap for balance’ লেখা দেখতে পাবেন। সেখানে ক্লিক করলেই আপনার ব্যালন্স দেখতে পাবেন।
Rocket Account balance check

আরো পড়ুন: রকেটে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম

কোড ডায়াল করে রকেট একাউন্ট ব্যালেন্স চেক করার নিয়ম

রকেটের কোড *322# ডায়াল করার মাধ্যমে আপনি খুব সহজে আপনার রকেট ব্যালেন্স দেখে নিতে পারবেন। নিচে ব্যালেন্স চেক করার ধারাবাহিক নিয়ম তুলে ধরা হলো।

  • প্রথমে আপনার মোবাইল থেকে ডায়াল করুন *322# ;
  • তারপর রকেটের একটি মেনু দেখতে পাবেন, সেখান থেকে My Acc সিলেক্ট করতে 5 লিখে Send দিন;
  • এরপর যে মেনু আসবে তারমধ্যে ব্যালেন্স অপশনটি সিলেক্ট করতে 1 লিখে Send দিন;
  • এবার আপনার চার ডিজিটের মোবাইল নাম্বারটি দিয়ে Send দিন;
  • এই পর্যায়ে আপনি আপনার রকেট একাউন্ট ব্যালেন্স দেখতে পারবেন।

এভাবে আপনি আপনার রকেট একাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন কোড ডায়াল করার মাধ্যমে। আপনার মোবাইলে যদি এপ ব্যবহার করার সুযোগ না থাকে তবে এই পদ্ধতিতে আপনি সহজেই আপনার রকেট একাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন।

ADVERTISEMENT

আরো পড়ুন: রকেট ও ব্যাংকের মধ্যে টাকা লেনদেন করার নিয়ম

শেষকথা

রকেট একাউন্টের টাকা দেখার একাধিক নিয়ম রয়েছে। আপনার যদি রকেট এপ ব্যবহারের সুযোগ থাকে তবে আপনি খুব সহজে এপ থেকে আপনার ব্যালেন্স দেখে নিতে পারবেন। আর যদি এপ ব্যবহার না করতে পারেন বা আপনার মেগাবাইট না থাকে তবে আপনি কোড ডায়াল করেও ব্যালেন্স চেক করে নিতে পারবেন।

রকেট নিয়ে কিছু প্রয়োজনিয় পোস্ট

ADVERTISEMENT

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *