রকেটে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম

আপনি কি রকেটে বিদ্যুৎ বিল দেয়ার নিয়ম খুজছেন? এখানে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

ADVERTISEMENT

ডিজিটাল মোবাইল ব্যাংকিং সার্ভিস রকেটে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম অনুসরণ করে এখন বাড়িতে বসেই বিল পে করা সম্ভব। যা গ্রাহকদের বিশাল সময় বাচিয়ে দেয় এবং সে সময় অন্য কাজে লাগানোর সূযোগ দেয়।

আগে এই বিল পে করতে হলে সপ্তাহে একটি দিন ঠিক করে, হয়তো দূরের কোনো ব্যাংকে গিয়ে, লম্বা একটি লাইনে দাড়িয়ে, এবং ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে তারপর হয়তো বিদ্যুৎ বিল পরিষোধ করা লাগতো।

ADVERTISEMENT

যাই হোক, এই পোস্টে আমরা দেখবো রকেটে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম কি তা এবং রকেট বিল পে চার্জ কত সহ আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়। চলুন তাহলে শুরু করা যাক।

রকেট থেকে কোন কোন কোম্পানির বিল দেয়া যায়?

এমএফএস সার্ভিস রকেট একাউন্ট থেকে মোটামুটি সব বিদ্যুৎ কোস্পানির বিদ্যুৎ বিল পে করা যাবে। যেমন, পল্লি বিদ্যুৎ এর প্রিপেড পোস্টপেইড বিল, NESCO, DESCO, BPDB সহ প্রায় সব বিদ্যুৎ বিল কোম্পানির নাম পাওয়া যায়, এবং এদের মধ্যে যাদের পোস্ট পেইড বা প্রিপেইড বিল দেয়া লাগে, সেগুলোও দেয়া যায়।

ADVERTISEMENT

রকেটে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম

রকেট থেকে বিদ্যুৎ বিল দেয়ার জন্য রকেটের মোবাইল এপ ব্যবহার করলে সুবিধা হয়। রকেটের মোবাইল এপ থেকে কিভাবে বিদ্যুৎ বিল দেয়া যাবে তা নিচে তুলে ধরা হলো। তবে বিল দেয়ার আগে দেখে নিবেন যে আপনার একাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স আছে কিনা এবং রকেট একাউন্টে লেনদেনের সীমা জেনে নিন।

  • প্রথমে আপনার রকেট এপে লগইন করে নিন।
  • হোম পেজে আসলে এখানে বেশ কিছু অপশন দেখা যাবে। তার মধ্যে Bill pay নামে একটি অপশন দেখতে পাবেন। এই অপশনে ক্লিক করুন।
  • পরের পেজে আপনি বিভিন্ন কোম্পনির নাম দেখতে পারবেন। এখানে আপনার বিদ্যুৎ সাপ্লাইয়ার কোম্পানির নামটি খুজে নিন। অথবা আপনি আরেকটি কাজ করতে পারেন। এই পেজের একদম উপরের দিকে একটি সার্চ বক্স দেয়া আছে। সেখানে আপনার বিদ্যুৎ সাপ্লাইয়ার কোম্পানির নাম লিখে সার্চ করুন। যেমন BPDB লিখে সার্চ করুন। BPDB আসলে সেখানে ক্লিক করুন।
  • ক্লিক করার পর আপনার সামনে একটি বক্স থাকবে যেখানে আপনার এসএমএস একাউন্ট নাম্বার বা কন্জিউমার নাম্বার দিতে হবে। আপনার বিলের কাগজ থেকে কন্জিউমার নাম্বার নিয়ে তা এই খালি বক্সে সাবমিট করুন।
  • কন্জিউমার নাম্বার দেয়ার পর এর নিচে যেখানে জিঙ্গেস করা হবে Pay for Self or Other, এই সেল্ফ দিবেন যদি আপনি নিজের বিল পরিষোধের চেষ্টা করে থাকেন। আর যদি অন্য কারো হয় তবে আদার দিবেন।
  • তার একটু নিচে Beneficiary mobile number এ আপনার নাম্বার দিন যদি আপনার বিদ্যুৎ বিল হয়। নয়তো যার বিদ্যুৎ বিল দিচ্ছেন তার নাম্বারটি এখানে দিয়ে দিন। বিল দেয়া সম্পন্ন হয়ে গেলে এখানে দেয়া নাম্বারে একটি এসএমএস দিয়ে তা জানিয়ে দেয়া হবে। দেয়া হলে এর নিচে নাম দিয়ে এবং Next দিয়ে পরের ধাপে চলে যান।
  • এরপর একটি পপআপ ম্যাসেজে আপনাকে বিল এমাউন্ট দেখানো হবে। বিল এমাউন্ট দেখে নিয়ে Ok প্রেস করুন।
  • এখন আপনার সামনে বিল এমাউন্ট সহ আপনার অন্য সকল তথ্য প্রদর্শিত হবে। সাথে জিঙ্গেস করা হবে যে আপনি কি এই বিলের আইডিটি সেইভ করতে চান কিনা পরবর্তিতে বিল পেমেন্টের জন্য। সেভ করতে চাইলে Save this এর পাশে থাকা বক্সটি টিক দিয়ে দিন।
  • তারপর নিচে থাকা পিন এর বক্সটিতে পিন দিয়ে Confirm এ ক্লিক করুন। ব্যাস আপনার বিল পে করা সম্পন্ন হয়ে যাবে।
  • বিল দেয়া সম্পন্ন হওয়ার সাথে সাথে আপনার সামনে মোবাইলে একটি এসএমএস চলে আসবে। সাথে আপনাকে রিসিট ডাউনলোড করার একটি অপশন দিয়ে দিবে। যদি আপনি তা ডাউনলোড করতে চান তবে তা করতে পারবেন।
আরো পড়ুন- বিকাশে বিদ্যুৎ বিল চেক ও পরিশোধ করার নিয়ম
বিদ্যুৎ বিল পরিশোধ করার আরো উপায়।

রকেটে পল্লি বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম

পল্লি বিদ্যুৎ বিল দেয়া যাবে রকেট থেকেই। রকেট এপ ব্যবহার করে পল্লি বিদ্যুৎ বিল দিতে হলে উপরে উল্লেখিত নিয়ম অনুসরণ করলেই হবে। আপনার সুবিধার্থে আরেকটু আলোচনা করছি।

  • প্রথমে আপনার রকেট একাউন্ট থেকে লগইন করে হোম পেজে আসলে যে Bill pay অপশনটি আছে, সেখানে ক্লিক করুন।
  • পরের ধাপে সার্চ বারে Palli bidyut লিখে সার্চ করুন। করলে আপনার সামনে আপনার বিদ্যুৎ সাপ্লাইয়ার কোম্পানির নাম আসবে, সেখানে ক্লিক করুন।
  • এর পরের ধাপ গুলো উপরে যেভাবে অনুসরণ করার কথা বলা হয়েছে, সেভাবে অনুসরণ করে আপনি আপনার পল্লি বিদ্যুৎ বিল পরিষোধ করতে পারবেন।

কোড ডায়ল করে রকেট থেকে বিদ্যুৎ বিল পেমেন্ট

ডাটা নেই বা মোবাইলে এপ ব্যবহার করা যায় না বা অন্য যে কোনো সমস্যার কারণে যদি আপনার রকেট এর মোবাইল এপ ব্যবহার করতে সমস্যা হয়, তারপরও আপনি রকেট থেকে বিদ্যুৎ বিল দিতে পারবেন। এই বিল দেয়া যাবে রকেটের যে ইউএসএসডি কোড আছে, সেই কোড ডায়াল করে। কিভাবে তা করতে পারবেন তা নিচে দেখিয়ে দেয়া হলো।

ADVERTISEMENT
  • *322# ডায়াল করে চলে আসুন রকেটের মেনুতে।
  • এখানে নাম্বার 1 এই আছে Bill pay অপশনটি। 1 লিখে সাবমিট করুন।
  • তারপর কার বিল পে করছেন তা দিন। Self হলে 1 দিন এবং Other হলে 2 দিন।
  • পরের ধাপে পল্লি বিদ্যুৎ সহ ৫ টি প্রতিষ্ঠানের নাম দেখাবে। এর মাধ্যে যেটা আপনার সাপ্লাইয়ার, তার নাম্বারটি সিলেক্ট করুন। আর যদি আপনার সাপ্লাইয়ার কোম্পানির নাম না থাকে তবে Other দিতে 0 দিন।
  • এরপর আপনার এসএমএস একাউন্ট নাম্বার বা কন্জিউমার নাম্বারটি দিন। দিয়ে Send করুন।
  • এর পরের ধাপে আপনাকে আপনার বিল এমাউন্ট দেখাবে। যদি তা ঠিক থাকে তবে Accept করুন 1 দিয়ে। ঠিক না থাকলে Decline দিন 2 দিয়ে।
  • তারপর আপনার পিন নাম্বারটি দিন। ব্যাস আপনার বিল পেমেন্ট হয়ে গেছে।

এসএমএস একাউন্ট নাম্বার বা কন্জিউমার নাম্বার কি?

প্রত্যেক বিদ্যুৎ গ্রাহকের একটি নির্দিষ্ট গ্রাহক নাম্বার থাকে। এ নাম্বার কোথায় এসএমএস একাউন্ট নাম্বার আবার কোথাও কন্জিউমার নাম্বার অথবা অন্য কোনো নামে হয়ে থাকে। এই নাম্বার আপনি পেয়ে যাবেন আপনার বিদ্যুৎ সাপ্লাইয়ার কোম্পানি কতৃক প্রদত্ত যে বিলের কাগজ টি থাকে, তাতে। আপনার সুবিধার্থে নিচে একটি ছবির সাহায্যে দেখানো হলো।

রকেটে পল্লি বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম | এসএমএস একাউন্ট নাম্বার

রকেট বিল পে চার্জ কত?

রকেট থেকে বিদ্যুৎ বিল দিলে বিল দিতে পারবেন সম্পূর্ণ ফ্রি তে। এখানে আলাদা কোনো চার্জ আপনার কাছ থেকে কাটবে না। তাই নিশ্চিন্তে বিল পরিষোধ করুন।

রকেট একাউন্ট সম্পর্কে আরো জানতে পড়ুন রকেট

ADVERTISEMENT

বিল পে করতে রকেটে যেসব মাধ্যম থেকে টাকা আনতে পারবেন

রকেট নিয়ে আমাদের অন্য পোস্ট গুলো পড়ুন

ডিএক্টিভ একাউন্টরকেট একাউন্ট একটিভ করার নিয়ম
রকেট টু ব্যাংকরকেট ও ব্যাংকের মধ্যে টাকা লেনদেন করার নিয়ম
একাউন্ট ক্লোজরকেট একাউন্ট বন্ধ করার নিয়ম
রকেট নিয়ে আমাদের অন্য পোস্ট গুলো।

হোম পেজে যেতে ক্লিক করুন bankline এ।

ADVERTISEMENT

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *