সোনালী ব্যাংক থেকে রকেটে টাকা আনার নিয়ম জেনে নিন

আপনি কি সোনালী ব্যাংক থেকে রকেটে টাকা আনার নিয়ম খুজছেন? এই পোস্ট থেকে দেখে নিন কিভাবে আপনি তা ঘরে বসেই করতে পারবেন।

ADVERTISEMENT

সোনালী ব্যাংক থেকে রকেটে টাকা আনার নিয়ম খুব সহজ। ব্যাংক থেকে নিজের কাছে টাকা আনার জন্য এটি খুবই সুন্দর একটি মাধ্যম হতে পারে। তবে এই সিস্টেমে সঙ্গে সঙ্গে কিন্তু টাকা ট্রান্সফার হয়ে যায় না।

যাই হোক। চলুন এই পোস্টে সোনালী ব্যাংক থেকে রকেটে টাকা আনার নিয়ম এবং ট্রান্সফার হতে কতো সময় লাগে সহ বিস্তারিত জেনে নেয়া যাক।

ADVERTISEMENT

সোনালী ব্যাংক থেকে রকেটে টাকা আনার নিয়ম

সোনালী ব্যাংকের মোবাইল এপ “Sonali e-wallet” দিয়ে একাউন্ট থেকে খুব সহজেই রকেট একাউন্টে টাকা পাঠানো যাবে। ই-ওয়ালেট থেকে BEFTN করে এই ট্রান্সফার করা যেতে পারে। এক্ষেত্রে রিসিভারের নাম এবং রকেট একাউন্ট আছে এমন একটি মোবাইল নাম্বার দরকার হবে।

Sonali e-wallet থেকে রকেটে টাকা পাঠানোর ধাপ সমূহ

  • প্রথমে Sonali e-wallet এপে লগইন করে নিন।
  • এপের হোম পেজে BEFTN অপশনটি দেখতে পাবেন।
  • তারপর Select bank অপশন থেকে Dutch Bangla Bank LTD. সিলেক্ট করুন।
  • Select bank এর নিচে Select district অপশন থেকে অবশ্যই Dhaka south সিলেক্ট করুন এবং Next দিন।
  • এবার Select DBBL Branch থেকে MFS Dutch Bangla Bank LTD. সিলেক্ট করুন।
  • পরের ধাপে রিসিভারের নাম, তার মোবাইল নাম্বার, টাকার এমাউন্ট, কাকে পাঠাচ্ছেন তার নাম (যেমন নিজের হলে Self দিতে পারেন), এবং সোনালী ই-ওয়ালেটের পিন দিয়ে Submit দিন।
  • এখন আপনার সামনে সকল তথ্য আসবে, এগুলো একবার চেক করে নিন। চেক করতে করতে আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে। নিচে ওটিপি বক্সে ওটিপি দিয়ে Submit দিন।

ব্যাস আপনার টাকা ট্রান্সফার ই-ওয়ালেট থেকে সম্পন্ন হয়ে যাবে।

ADVERTISEMENT

আরো পড়ুন- রকেট ও ব্যাংকের মধ্যে টাকা লেনদেন করার নিয়ম

টাকা ট্রান্সফার হতে কতো সময় লাগে?

BEFTN করে “সোনালী ই-ওয়ালেট” থেকে রকেটে টাকা পাঠাতে সর্বোচ্চ তিন কার্জ দিবষ সময় লাগতে পারে। তবে কোনো কারণে এই সময়ে টাকা ট্রন্সফার না হলে তা আবার আপনার একাউন্টে ফেরত চলে আসবে।

আরো পড়ুন- ইসলামী ব্যাংক থেকে রকেটে টাকা ট্রান্সফার

ADVERTISEMENT

রকেট একাউন্ট নিয়ে আমাদের অন্য পোস্টগুলো পড়ুন

ক্যাটাগরিতে যানRocket
হোমে যানbankline
ADVERTISEMENT

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *