রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম

রকেট একাউন্ট থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম খুজছেন? এই পোস্টে এনিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম | Rocket to bkash money transfer

মোবাইল ব্যাংকিং বা এমএফএস সার্ভিস রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম চালু হয়েছে। আগে এই সুবিধা না থাকলেও বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নেয়া উদ্দ্যোগে বিনিময় সার্ভিসের আন্ডারে bkash থেকে Rocket একাউন্টে টাকা পাঠানোর সুবিধা চালু হয়েছে।

আজকের এই পোস্টে আমরা দেখবো এই বিনিময় একাউন্ট কি, Binimoy ব্যবহার করে রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম এবং আরো যা প্রাসঙ্গিক বিষয় আছে তা। চলুন তবে শুরু করা যাক।

বিনিময় একাউন্ট কি?

বিনিময় একাউন্ট হলো ভারতের ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই) এর আদলে তৈরী বাংলাদেশ ব্যাংকের এমন একটি সার্ভিস যা কিছু ব্যাংক এবং এমএফএস এর মাধ্যকার অর্থ লেনদেনের প্রকৃয়াকে করছে সহজ। এখন পর্যন্ত কিছু সংখ্যক এই সেবার আওতায় আসলেও ধীরে ধীরে সকল ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এমএফএস ও পিএসপি এই সেবায় যুক্ত হবে বলে আশা করেছে বাংলাদেশ ব্যাংক।

রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম

রকেট একাউন্ট থেকে বিকাশে টাকা পাঠাতে চাইলে বিনিময় একাউন্ট ব্যবহার করে পাঠানো যাবে। তবে এর আগে আপনাকে একটি বিনিময় একাউন্ট খুলে নিতে হবে লেনদেন করার জন্য। এর আগে আমরা বিনিময় একাউন্ট কি তা নিয়ে আলোচনা করেছি। এখানে রকেট থেকে বিকাশে টাকা পাঠাতে বিনিময় একাউন্ট কিভাবে খুলতে হবে চলুন তা দেখে নেয়া যাক।

রকেট থেকে বিনিময় একাউন্ট খোলার নিয়ম

রকেট থেকে বিনিময় একাউন্ট খোলার জন্য নিচের ধাপ সমূহ অনুসরণ করুন।

  • প্রথমে রকেট এপ থেকে লগইন করে নিয়ে রকেটের হোম পেজে চলে আসুন।
  • হোম পেজে একটু নিচের দিকে তাকালে “Binimoy” নামে একটি অপশন দেখতে পাবেন, সেখানে ট্যাপ করতে হবে।
  • পরের ধাপে আপনাকে আপনার কিছু তথ্য দিতে হবে বিনিময় রেজিস্ট্রেশন করার জন্য। যেমন: নাম, মোবাইল নাম্বার, ই-মেইল, এনআইডি, একাউন্টের জন্য একটি VID বা ইউজার নেম (salehin@binimoy), ডিট অফ বার্থ, একাউন্ট নাম্বার, আপনার নাম, তারপর বক্স গুলোতে Yes দিয়ে Submit দিতে হবে।
  • তারপর আপনার বিনিময়ের জন্য একটি ৬ ডিজিটের পিন দিয়ে Submit দিন।
  • এখন একটি ওটিপি আসবে আপনার নাম্বারে, যা Submit করতে হবে।
  • ব্যাস, আপনার বিনিময় একাউন্ট খোলা হয়ে গেছে।
রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম

এখানে আপনার বিনিময় একাউন্ট কিভাবে খুলতে পারবেন রকেট একাউন্ট থেকে, তার একটি নমুনা স্ক্রিনশর্ট সহ দেয়া হলো আপনার সুবিধার্থে। আপনার একাউন্ট ইনফর্মেশন কিভাবে দিবেন বা আপনার পিন কিভাবে সেট করবেন তা মূলত দেখিয়ে দেয়া হয়েছে। তারপরও যদি বুঝতে কোনো সমস্যা হয় তবে কমেন্ট করে জানাবেন।

বিনিময় দিয়ে রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম

আপনার বিনিময় একাউন্ট যদি খোলা হয়ে যায় তবে আপনি আপনার রকেট একাউন্ট থেকে বিকাশে টাকা পাঠানোর জন্য প্রস্তুত। তবে তার আগে আপনার বিকাশের একটি বিনিময় একাউন্ট খুলে নিন। বিকাশ থেকে বিনিময় একাউন্ট খোলা বা বিকাশ থেকে রকেটে টাকা পাঠানোর নিয়ম পেয়ে যাবেন লিংকে। এখন আসুন দেখে নেই রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম।

  • হোম পেজ থেকে Binimoy এর উপর ট্যাপ করুন এবং তারপর Direct Pay তে ক্লিক করুন।
  • এখন আপনার সেনডারের বিনিময় আইডি বা আপনার রকেটের বিনিময় আইডি, রিসিভারের আইডি বা বিকাশের যে বিনিময় আইডিটি আছে তা দিন, তারপর এমাউন্ট এবং টাকা পাঠানোর পারপাস লিখে Direct Pay দিন।
  • তারপর আপনার বিনিময় পিনটি দিয়ে Submit দিন।
  • এরপর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, সেটি Submit করুন।
  • ব্যাস আপনার ব্যালেন্স ট্রান্সফার দেয়া হয়ে গেছে।

টাকা পাঠানোর আগে জেনে নিন রকেট একাউন্টে লেনদেনের সীমা কতো এবং বিস্তারিত।

রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর চার্জ

প্রদানকারীগ্রহণকারীফি (%)গ্রাহকের থেকে সর্বোচ্চ সার্ভিস চার্জ
মোবাইল ব্যাংক (MFS)মোবাইল ব্যাংক (MFS)০.৭৫০.৫০
রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর চার্জ।

শেষকথা

অনেকদিন ধরেই সাধারণ মানুষেরা চাচ্ছিলো যে মোবাইল ব্যাংকিং সার্ভিস গুলোর মধ্যে একটি ব্রিজ তৈরি করা হোক যেন এদের একটি থেকে আরেকটিতে সহজেই টাকা ট্রান্সফার দেয়া যায়। তবে দেরিতে হলেও বাংলাদেশ ব্যাংক এই উদ্দ্যোগ নিয়েছে।

এখন বিকাশ থেকে রকেটে বা রকেট থেকে বিকাশে টাকা পাঠানো যায়, যদিও নগদ কে এখনো এই সেবায় নিয়ে আসা হয়নি। তবে আশা করা যায় খুব শিগ্রই নগদও এই সেবার আন্ডারে চলে আসবে।

রকেট একাউন্ট সম্পর্কে আরো জানতে পড়ুন রকেট

রকেট নিয়ে আমাদের অন্য পোস্ট গুলো পড়ুন

ডিএক্টিভ একাউন্টরকেট একাউন্ট একটিভ করার নিয়ম
রকেট টু ব্যাংকরকেট ও ব্যাংকের মধ্যে টাকা লেনদেন করার নিয়ম
একাউন্ট ক্লোজরকেট একাউন্ট বন্ধ করার নিয়ম
রকেট নিয়ে আমাদের অন্য পোস্ট।

হোম পেজে যেতে ক্লিক করুন bankline এ।

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।