রকেট একাউন্টে লেনদেনের সীমা জেনে নিন

আপনার রকেট একাউন্টের লেনদেনের সীমা সম্পর্কে জানতে চাচ্ছেন? লেনদেন সীমা নিয়ে এই পোস্টে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

রকেট একাউন্টে সর্বোচ্চ কত টাকা রাখা যায় | রকেট একাউন্টে লেনদেনের সীমা

আমরা অনেক সময় রকেট একাউন্টে সর্বোচ্চ কত টাকা রাখা যায় বা রকেট থেকে অন্য কোথাও সর্বোচ্চ কতো টাকা পাঠানো যায় তা না জানায় বিভিন্ন সমস্যায় পড়তে হয়। এই সীমা গুলো জেনে রাখলে যেকোনো লেনদেনের ক্ষেত্রে আমাদের লেনদেন গুলো সহজ হয়ে যায়।

তাই আপনার সুবিধার্থে এই পোস্টে আমি আলোচনা করবো রকেট একাউন্টে সর্বোচ্চ কত টাকা রাখা যায়, এক রকেট থেকে অন্য রকেটে বা অন্য কোনো অপারেটরে সর্বোচ্চ কতো টাকা পাঠানো যায়, ইত্যাদি। চলুন তাহলে শুরু করা যাক।

রকেট একাউন্টে সর্বোচ্চ কত টাকা রাখা যায়?

রকেট হল বাংলাদেশের একটি মোবাইল আর্থিক পরিষেবা প্রদানকারী, যেটি রকেট অ্যাকাউন্ট নামে একটি ডিজিটাল ওয়ালেট সহ বিভিন্ন আর্থিক পণ্য এবং পরিষেবা অফার করে থাকে। একটি রকেট অ্যাকাউন্টে সর্বোচ্চ কত টাকা রাখা যেতে পারে তা অ্যাকাউন্টের নির্দিষ্ট শর্তাবলীর উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।

রকেট একাউন্টে সর্বোচ্চ কত ক্যাশ ইন করা যায়?

আপনার রকেট একাউন্টে ক্যাশ ইন এর ক্ষেত্রে প্রতি ট্রানজেকশন সর্বোচ্চ 30,000 টাকা ক্যাশ ইন নির্ধারণ করা হয়েছে। আপনার একদিনে সর্বোচ্চ 30 হাজার টাকা এবং মাসে 2,00,000 টাকা ক্যাশ ইন করতে পারবেন। মাসে মোট 25 বার আপনারা এ কাজটি করতে পারবেন এবং এটি শেষ আপডেট অনুযায়ি।

রকেটে সর্বনিম্ন কত টাকা পাঠানো যায়? (Rocket send money limit)

আপনি আপনার একটিভ রকেট একাউন্ট থেকে সর্বোচ্চ 10 বারে 25 হাজার পর্যন্ত টাকা পাঠাতে পারবেন । ১০০ বার ট্রানজেকশনে প্রতি মাসে 75 হাজার পর্যন্ত টাকা সেন্ড মানি করতে পারবেন।

আরো জানতে দেখুন নিচে দেয়া রকেটের সব ধরণের ট্রান্জেকশনের লিমিট গুলো।

রকেটের ট্রান্জেকশনাল লিমিট দেখে নিন একনজরে

ServicesPer Txn Max AmtPer Txn Min AmtDaily Txn Max AmtDaily Txn Max CountMonthly Txn Max AmtMonthly Txn Max Count
Cash-in at agent/Branch30,0002030,0005200,00025
Cash-in at Fast Track30,00010030,0005200,00025
Cash-out at agent/Branch25,0002025,0005150,00020
Cash-out at ATM20,00050025,0005150,00020
P2P25,0001025,00010075,000250
CBS to MBS25,00010050,0003200,00030
MBS to CBS/Card25,00010050,0003200,00030
Top-up1,000105,00010025,0001000
Bills payAny amount20Any amount5Any amount20
Merchant paymentAny amount20Any amount5Any amount20
রকেটের ট্রান্জেকশনাল লিমিট।

রকেট একাউন্ট নিয়ে আমাদের অন্যান্য পোস্ট পড়ুন

রকেট টু ব্যাংকরকেট ও ব্যাংকের মধ্যে টাকা লেনদেন করার নিয়ম
রকেট বন্ধরকেট একাউন্ট বন্ধ করার নিয়ম
একাউন্ট খোলাজন্ম নিবন্ধন দিয়ে রকেট একাউন্ট খোলার নিয়ম
নগদ টু রকেটনগদ থেকে রকেটে টাকা ট্রান্সফার করার নিয়ম
রকেট একাউন্ট নিয়ে আমাদের অন্যান্য পোস্ট।

রকেট একাউন্ট সম্পর্কে আরো জানতে পড়ুন রকেট হোম পেজে যেতে ক্লিক করুন bankline এ।

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।