সেলফিন থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম দেখে নিন

সেলফিন থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম খুজছেন? এই পোস্টে আমরা দেখবো কিভাবে আপনি এই ট্রান্সফারটি সফল ভাবে সম্পন্ন করবেন তা।

ADVERTISEMENT

ইসলামী ব্যাংকের সেলফিন একাউন্ট ব্যবহার করে অন্য ব্যাংকে টাকা পাঠানো খুবই সহজ। যেকোনো সময় যেকোনো জায়গায় বসে আপনি ইসলামী ব্যাংক থেকে অন্য যেকোনো ব্যাংকে টাকা নিয়ে আসতে পারবেন মূহুর্তেই।

যাই হোক। চলুন তাহলে দেখে নেয়া যাক সেলফিন থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম এবং টাকা ট্রান্সফার হতে কতো সময় লাগে তা।

ADVERTISEMENT

ইসলামী ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর সহজ উপায়

ইসলামী ব্যাংক থেকে অন্য যেকোনো ব্যাংকে টাকা পাঠাতে ইসলামী ব্যাংকের মোবাইল এপ সেলফিন ব্যবহার করা যেতে পারে। এর মাধ্যমে আপনি যেকোনো সময় যেকোনো জায়গায় বসে যেকোনো ব্যাংকে খুব সহজে টাকা ট্রান্সফার করতে পারবেন। সেলফিন থেকে NPSB করলে প্রায় সাথে সাথেই টাকা ট্রান্সফার হয়ে যাবে।

এছাড়া আপনি সেলফিন থেকে EFT করতে পারেন। এই সিস্টেমে আপনার টাকা একদিনের মধ্যে বা সর্বোচ্চ তিন দিনের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে।

ADVERTISEMENT

সেলফিন থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম

  • প্রথমে আপনার সেলফিন একাউন্টে লগইন করে নিতে হবে
  • সালফিনের হোম পেজ থেকে Fund transfer সিলেক্ট করতে হবে
  • EFT/NPSB দুটি অপশন থেকে NPSB বেছে নিতে হবে
  • এবার কিছু তথ্য দিতে হবে, যেমন: ব্যাংকের নাম, রিসিভারের একাউন্ট নাম্বার, অ্যামাউন্ট এবং আপনার সেলফিন পিন
  • এবার আপনার দেওয়া সকল তথ্য আপনাকে দেখানো হবে, এগুলো একবার চেক করে নিন
  • সবশেষে Confirm করলে আপনার টাকা ট্রান্সফার সম্পন্ন হয়ে যাবে

আপনি চাইলে আপনার টাকা সেলফোন থেকেও পাঠাতে পারবেন আবার ইসলামী ব্যাংক একাউন্ট থেকেও পাঠাতে পারবেন।

টাকা ট্রান্সফার হতে প্রয়োজনিয় সময়

EFT সিস্টেমে সময় লাগলেও NPSB সিস্টেমে প্রায় সাথে সাথেই টাকা ট্রান্সফার হয়ে যায়। তাই আশা করা যায় আপনার টাকা সাথে সাথেই অন্য ব্যাংকে পৌঁছে যাবে।

সেলফিনের আরো কিছু সুযোগ সুবিধা

সেলফিনে রয়েছে অনেক ধরনের সুযোগ সুবিধা। বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহারকারী বিভিন্ন রকম সুবিধা পেতে পারেন। এই রকম কিছু সুবিধা নিচে তুলে ধরা হলো।

ADVERTISEMENT
  • মোবাইল দিয়ে ব্যাংক একাউন্ট নিয়ন্ত্রণ করার সুবিধা।
  • একাউন্টের ব্যালেন্স, স্টেটম্যান্ট, ইত্যাদি দেখার সুযোগ।
  • সেলফিনে থাকে ফ্রি ভার্চুয়াল ভিসা কার্ড।
  • ব্যাংক থেকে টাকা অন্য ব্যাংকে ট্রান্সফার।
  • মোবাইল টপআপ।
  • টিকেট ক্রয়।
  • সেলফিন কার্ড ব্যবহার করে এটিএম থেকে টাকা উত্তোলন।
  • বিল পে।
  • ইন্ডিয়ান ভিসা ফি প্রদান
  • রেমিটেন্স রিসিভ।
  • ইসলামী ব্যাংকের একাউন্ট ঘরে বসে খোলা
  • বিভিন্ন অফার পাওয়া, ইত্যাদি।

প্রশ্ন ও উত্তর

সেলফিন থেকে NPSB করলে চার্জ কতো কাটবে?

সেলফিন থেকে NPSB করতে কোনো চার্জ কাটা হবে না। এটি ফ্রি।

সেলফিন থেকে EFT করলে টাকা পৌছাতে কতো সময় লাগবে?

EFT করলে সর্বোচ্চ তিন কার্য দিবস পর্যন্ত সময় লাগে টাকা পৌঁছাতে। তবে একদিনের মধ্যেই এর ট্রান্সফার সম্পন্ন হয়ে যেতে পারে।

ইনস্ট্যান্ট টাকা পাঠানোর জন্য কোন সিস্টেম ভালো?

NPSB সিস্টেমে টাকা পাঠালে প্রায় সাথে সাথেই আপনার টাকা অন্য ব্যাংকে ট্রান্সফার হয়ে যাবে।

ADVERTISEMENT
টাকা পাঠানোর সময় অ্যাকাউন্ট নাম্বার ভুল হলে কি টাকা অন্য একাউন্টে চলে যাবে?

আপনি যখন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে পরবর্তী ধাপে যাবেন তখনই রিসিভারের কিছু ইনফরমেশন চলে আসবে, যেমন: নাম। সেটি চেক করলে আপনি বুঝতে পারবেন সব ঠিক আছে কিনা। যদি সব ঠিক থাকে তারপরে লেনদেন করুন।

বিদেশ থেকে কি সেলফিন এপ চালানো যায়?

বর্তমানে ইসলামী ব্যাংক তাদের সেবা বিদেশেও দিচ্ছে। যা গ্রহণ করা যাবে সেলফিন এপের মাধ্যমে। তাই আপনি বিদেশে বসেও সেলফিন এপ চালাতে পারবেন।

সেলফিন দিয়ে কি ঘরে বসেই ইসলামী ব্যাংকের একাউন্ট খোলা যায়?

আপনি চাইলে ঘরে বসেই ইসলামী ব্যাংকের একাউন্ট সেলফিন দিয়ে খুলে ফেলতে পারবেন। এর জন্য আপনাকে ব্যাংকে যেতে হবে না। সেলফিনের মাধ্যমে আপনি চাইলে ব্যাংক লেনদেনও করতে পারবেন।

সেলফিন নিয়ে আমাদের অন্য পোস্ট গুলো পড়ুন

ক্যাটাগরিতে যানCellfin
হোমে যানbankline
ADVERTISEMENT

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *