সেলফিন থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম

আপনি চাইলে সেলফিন থেকে সরাসরি আপনার মোবাইলে রিচার্জ নিতে পারবেন। কিভাবে তা জানতে এই আর্টিকেলটি পড়ুন।

সেলফিন থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম

সেলফিন থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম খুবই সহজ। মাত্র কয়েকটি ধাপে আপনি এটি করতে পারবেন। তবে Cellfin থেকে রিচার্জ করার আগে আপনার সেলফিন একাউন্টে ব্যালেন্স রাখতে হবে।

যাই হোক, চলুন দেখে নেয়া যাক সেলফিন থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম।

সেলফিন থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম

সেলফিন থেকে রিচার্জ করতে হলে মোবাইল টপ আপ থেকে আপনার সোর্স সিলেক্ট করে আপনার নাম্বার এবং অপারেটর কি তা দিয়ে আপনার রিচার্জ এমাউন্ট লিখুন। তারপর পিন দিয়ে রিচার্জ Confirm করুন। আরো বিস্তারিত জানতে নিচে দেখুন।

রিচার্জ করতে সেলফিনে নিশ্চই আপনার একাউন্ট থাকতে হবে। আর যদি আপনার একাউন্ট না থাকে তবে দেখে নিন সেলফিন একাউন্ট খোলার নিয়ম

ধাপ 1: সেলফিনের এপে লগইন করুন

CellFin এর মাধ্যমে আপনার মোবাইল ফোন রিচার্জ করার জন্য প্রথমে আপনার মোবাইল থেকে CellFin এপে প্রবেশ করুন। এপে প্রবেশ করার পর হোম পেজে একটি অপশন “Mobile top up” দেখতে পারবেন।

সেলফিন থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম

ধাপ 2: রিচার্জের সোর্স, নাম্বার, এমাউন্ট এবং পিন দিন

এবার রিচার্জ করার জন্য আপনার সোর্স সিলেক্ট করুন, যেমন Cellfin নাকি Account, যেখান থেকে রিচার্জ করতে চান সেটি সিলেক্ট করুন।

তারপর আপনার নাম্বার লিখুন এবং এটি কোন অপারেটরের সিম তা সিলেক্ট করুন। সেই সাথে Prepaid নাকি Postpaid তাও সিলেক্ট করতে পারবেন।

সিলেক্ট করা হলে আপনার রিচার্জের এমাউন্ট লিখুন। তারপর আপনার সেলফিনের ছয় ডিজিটের পিন নাম্বার দিয়ে Submit দিন।

সেলফিন থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম

ধাপ 3: রিচার্জ Confirm করুন

Submit দেয়ার পর আপনার রিচার্জের একটি ওভারভিউ দিবে। এখানে সবকিছু ঠিক আছে কিনা তা দেখে নিয়ে আপনাকে Confirm করতে হবে।

সেলফিন থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম

এরপরই আপনার রিচার্জ করা সম্পন্ন হয়ে যাবে।

সেলফিন থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম

শেষকথা

উপসংহারে, সেলফিনের মাধ্যমে আপনার মোবাইল ফোন রিচার্জ করা একটি সহজ এবং সুবিধাজনক প্রক্রিয়া। আপনি শুধু তিনটি সহজ ধাপ অনুসরণ করে মাত্র কিছু সময়ের মধ্যে আপনার সিমে রিচার্জ করতে পারবেন।

এখানে আপনি আপনার সুবিধা মতো যেকোনো এমাউন্ট রিচার্জ করতে পারবেন। তবে সেলফিন বা একাউন্ট অথবা কার্ড, যেখান থেকেই রিচার্জ করেন না কেন, আগে এটা নিশ্চিত করে নিন যে সেই সোর্সে ব্যালেন্স আছে।

সেলফিন নিয়ে আমাদের অন্য পোস্ট গুলো

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।