নগদ থেকে রিচার্জ করার নিয়ম জেনে নিন

নগদ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম খুজছেন? এখানে নগদ থেকে রিচার্জ করার নিয়ম বিস্তারিত আলোচনা করা হয়েছে।

ADVERTISEMENT

MFS সার্ভিস নগদ থেকে রিচার্জ নেয়ার সুযোগ রেখেছে নগদ। নগদ একাউন্ট ব্যবহার করে আপনি যেকোনো সময় যেকোনো জায়গা থেকে আপনার মোবাইলে রিচার্জ নিতে পারবেন। এখানে আপনার মোবাইল যদি বাটন ফোন হয় তাও রিচার্জ নিতে পারবেন, আবার স্মার্টফোন হলে তাও নিতে পারবেন। তবে এর জন্য আপনার নগদ একাউন্টে ব্যালেন্স থাকতে হবে।

যাই হোক। কিভাবে আপনি নগদ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ নিতে পারবেন তা দেখে নিন এই পোস্টে। এখানে দুটি ভিন্ন উপায়ে নগদ থেকে রিচার্জ করার নিয়ম দেখানো হয়েছে। চলুন তাহলে শুরু করা যাক।

ADVERTISEMENT

নগদ থেকে রিচার্জ করার নিয়ম

আপনি নগদ থেকে আপনার মোবাইলে রিচার্জ নিতে পারবেন একাধিক উপায়ে। আপনি যদি বাটন ফোন ব্যবহার করেন তবে আপনি নগদের ইউএসএসডি কোড ডায়াল করে রিচার্জ নিতে পারবেন। আবার আপনি যদি স্মার্ট ফোন ইউজার হোন তবে আপনি নগদের মোবাইল এপ ব্যবহার করে রিচার্জ নিতে পারবেন।

আপনি যেসকল উপায়ে নগদ একাউন্ট থেকে মোবাইলে রিচার্জ নিতে পারবেন তা হলো:

ADVERTISEMENT
  • নগদের ইউএসএসডি কোড ব্যবহার করে।
  • মোবাইলে নগদ এপ ব্যবহার করে।

এর মধ্যে আপনার জন্য যেটি সুবিধাজনক মনে হয়, তা আপনি ব্যবহার করতে পারেন।

নগদের ইউএসএসডি কোড ডায়াল করে রিচার্জ নেয়ার নিয়ম

আপনি বাটন মোবাইল ব্যবহার করেন বা স্মার্ট ফোন, দুটির উভয়টিতেই আপনি নগদের ইউএসএসডি কোড ডায়াল করে রিচার্জ নিতে পারবেন। কোড *167# ডায়াল করে রিচার্জ নিতে চলে যান আপনার মোবাইলের ডায়াল অপশনে। তারপর নিচে দেখানো নিয়ম গুলো ফলো করুন।

#১. Mobile Recharge অপশনে যান: *167# ডায়াল করে নগদের মেনুতে আসার পর অপশন ৩-এ থাকা Mobile Recharge সিলেক্ট করতে হবে। এটি সিলেক্ট করতে 3 লিখে সেন্ড দিন।

ADVERTISEMENT
নগদ থেকে রিচার্জ করার নিয়ম জেনে নিন

#২. ‍Select Operator থেকে অপারেটর সিলেক্ট করুন: আপনি কোন অপারেটর ব্যবহার করছেন, সেটি সিলেক্ট করুন। যেমন রবি হলে 4 লিখে সেন্ড দিন, বা অন্য অপারেটর হলে সেই অপারেটর অনুযায়ি নাম্বার লিখে সেন্ড দিন।

নগদ থেকে রিচার্জ করার নিয়ম জেনে নিন

#৩. Account type সিলেক্ট করুন: একাউন্ট কি প্রিপেইড না পোস্ট পেইড তা সিলেক্ট করুন। যেমন পোস্টপেইড সিলেক্ট করতে 2 লিখে সেন্ড দিন। আর প্রিপেইড হলে 1 লিখে সেন্ড দিন। আমাদের সিম গুলো সচরাচর প্রিপেইড হয়ে থাকে।

নগদ থেকে রিচার্জ করার নিয়ম জেনে নিন

#৪. মোবাইল নাম্বার দিন: কোন নাম্বারে আপনি রিচার্জ করতে চান, সেই নাম্বারটি দিন। নাম্বার লিখা হলে সেন্ড দিন।

ADVERTISEMENT
নগদ থেকে রিচার্জ করার নিয়ম জানুন

#৫. রিচার্জ এমাউন্ট লিখুন: কতো টাকা রিচার্জ করতে চান, তা লিখুন। অপারেটর ভেদে রিচার্জ এমাউন্ট সর্বোনিন্ম ১০ টাকা বা ২০ টাকা হতে পারে। সে অনুযায়ি রিচার্জ এমাউন্ট লিখুন। লিখা হলে সেন্ড দিন।

নগদ থেকে রিচার্জ করার নিয়ম

#৬. আপনার নগদ পিন দিন: সবশেষে নগদের পিন দিয়ে সেন্ড দিন। প্রায় সাথে সাথে আপনার রিচার্জ সম্পন্ন হয়ে যাবে।

নগদ থেকে রিচার্জ করার নিয়ম জেনে নিন

নগদ এপ থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম

#১. মোবাইল রিচার্জ অপশনে যান: নগদ অ্যাপে লগইন করলেই হোম পেজে “মোবাইল রিচার্জ” অপশনটি দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন।

নগদ এপ থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম

#২. প্রাপকের মোবাইল নাম্বারটি সিলেক্ট করুন: আপনি কোন নাম্বারে রিচার্জ করতে চান সেই নাম্বারটি লিখুন অথবা নিচের নাম্বার লিস্ট থেকে আপনার নাম্বারটি খুজে নিন। এই নাম্বার লিস্ট আপনার ফোন বুক থেকে প্রদর্শিত হবে।

ADVERTISEMENT
নগদ এপ থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম

#৩. মোবাইল অপারেটর সিলেক্ট করুন: আপনার নাম্বার সিলেক্ট করার পর নাম্বারটি কোন অপারেটরের তা সিলেক্ট করুন। যেমন রবি হলে রবির উপর ক্লিক করুন।

নগদ এপ থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম দেখুন

#৪. রিচার্জ এমাউন্ট লিখুন: আপনি কত টাকা রিচার্জ করতে চান তা লিখুন। কোনো অপারেটরে দশ টাকা আবার কোনো অপারেটরে বিশ টাকা হলো সর্বোনিন্ম এমাউন্ট। আপনার অপারেটরের এমাউন্ট অনুযায়ি রিচার্জ এমাউন্ট লিখুন।

নগদ এপ থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম দেখে নিন

#৫. আপনার পিন নাম্বারটি দিন: আপনার চার ডিজিটের নগদ পিন নাম্বারটি দিন।

ADVERTISEMENT
নগদ এপ থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম

#৬. ট্যাপ করে ধরে রাখুন: সবশেষে নগদ আইকনে ট্যাপ করে ধরে রাখুন। বৃত্তটি একবার ঘুরে আসলে মোবাইল রিচার্জ সম্পন্ন হয়ে যাবে।

নগদ এপ থেকে মোবাইল রিচার্জ

শেষকথা

নগদ একাউন্ট থেকে আপনি ইউএসএসডি কোড বা নগদ এপ ব্যবহার করেও আপনার নাম্বারে রিচার্জ করে নিতে পারবেন। এটি করা খুবই সহজ। আপনি কিছু ধাপ অনুসরণ করেই এটি করে নিতে পারবেন। উপরে এর বিস্তারিত দেয়া হয়েছে।

নগদ নিয়ে আমাদের অন্যান্য পোস্ট গুলো পড়ুন

ক্যাটাগরিতে যানNagad
হোমে যানbankline
ADVERTISEMENT

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *