ইসলামী ব্যাংক থেকে রকেটে টাকা পাঠানোর নিয়ম জেনে নিন

ইসলামী ব্যাংক থেকে রকেটে টাকা পাঠানোর নিয়ম খুজছেন? দেখে নিন কিভাবে আপনি আপনার স্মার্ট ফোন ব্যবহার করে ইসলামী ব্যাংকের সেলফিন থেকে রকেটে টাকা পাঠাতে পারেন।

ADVERTISEMENT

আপনি ঘরে বসেই ইসলামী ব্যাংক থেকে রকেট একাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। ইসলামী ব্যাংকের মোবাইল অ্যাপ্লিকেশন সিস্টেমের মাধ্যমে এটি করা সম্ভব।

এই পোস্টে আমরা দেখবো ইসলামী ব্যাংক থেকে রকেটে টাকা পাঠানোর নিয়ম। চলুন তাহলে শুরু করা যাক।

ADVERTISEMENT

ইসলামী ব্যাংক থেকে রকেটে টাকা পাঠানোর নিয়ম

ইসলামী ব্যাংকের সেলফিন এপ থেকে রকেটে সরাসরি টাকা ট্রান্সফার করা যাবে। তবে আগে আপনার সেলফিন এপে আগেই একাউন্ট থেকে এড মানি করে রাখবেন।

  • এপে লগ ইন করুন: প্রথমে সেলফিনে লগ ইন করে নিতে হবে।
  • Fund Transfer ক্লিক করুন: এপের হোম পেজে একটি অপশন দেখতে পাবেন ”ফান্ড ট্রান্সফার”। সেখানে ক্লিক করুন।
  • Send to other bank এ ক্লিক করুন: ”ফান্ড ট্রান্সফার” এ ক্লিক করার পর ”সেন্ড টু আদার ব্যাংক” এ ক্লিক করুন।
  • EFT issue করতে আপনার তথ্য দিন: রিসিভার ব্যাংকের নামটি লিখুন (DUTCH-BANGLA BANK LTD), রিসিভার ব্রাঞ্চ অবশ্যই MFS লিখে সার্চ করে সিলেক্ট করুন (MFS-DUTCH-BANGLA BANK LTD.)। রিসিভারের একাউন্ট টাইপ সিলেক্ট করুন (Savings), রকেট একাউন্ট নাম্বার দিন, রিসিভারের নাম লিখুন। এরপর ট্রান্সফার এমাউন্ট সিলেক্ট করুন, রেফারেন্সে যা খুশি লিখুন এবং সবশেষে ৬ ডিজিটের পিনটি দিয়ে সাবমিট করুন।
  • Confirm করুন: এবার আপনার সম্পূর্ণ তথ্য আরেকবার আপনার সামনে আসবে। সেগুলো দেখে নিয়ে কনফার্ম ‍এ ক্লিক করুন।

এই ব্যাংকে ট্রান্সফার হতে খুব বেশি সময় নিবে না। এখন কথা হচ্ছে ট্রান্সফার করার আগে আপনার ইনফরমেশন দেয়ার সময় সতর্ক থাকবেন যেন কোনো কোনো ইনফর্মেশন ভুল না হয়। আর রকেট একাউন্টে লেনদেনের সীমা জেনে রাখুন।

আরো পড়ুন- সোনালী ব্যাংক থেকে রকেটে টাকা আনার নিয়ম জেনে নিন

ADVERTISEMENT

রকেট সংক্রান্ত অন্যান্য তথ্য

ADVERTISEMENT

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *