ডাচ বাংলা ব্যাংক একাউন্ট বন্ধ করার নিয়ম
আপনার ডাচ বাংলা ব্যাংক একাউন্টটি বন্ধ করতে চাচ্ছেন? দেখে নিন কিভাবে আপনার একাউন্টি বন্ধ করতে পারবেন।
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট বন্ধ করার নিয়ম খুবই সহজ। আপনি সহজেই তাদের সাথে যোগাযোগ করে আপনার একাউন্ট বন্ধ করার বিষয়ে পদক্ষেপ নিতে পারেন। তবে আপনার কিছু জিনিস এখানে দরকার হতে পারে ব্যাংক একাউন্ট বন্ধ করার জন্য।
এই পোস্টে আমরা দেখবো ডাচ বাংলা ব্যাংক একাউন্ট বন্ধ করার নিয়ম, একাউন্ট বন্ধ করতে কি কি লাগে এবং এর জন্য একটি আবেদন কিভাবে লিখা যায়। চলুন তাহলে শুরু করা যাক।
ডাচ বাংলা একাউন্ট বন্ধে করনিয়
আপনার ডাচ ব্যাংক একাউন্টটি বন্ধ করার জন্য ব্যাংকের নিকটস্থ ব্রাঞ্চের সরনাপন্ন হন, যেখানে আপনার একাউন্ট খোলা হয়েছিলো। ব্রাঞ্চে যাওয়ার পূর্বে এবং ব্যাংকে যেসকল জিনিস সাথে নিয়ে যাবেন এবং সেখানে যা করবেন তা হল:
- ব্যাংক একাউন্ট বন্ধ করতে আবেদন: অনেক সময় এটি দরকার হয় না। তাও যদি কোনো কারণে প্রয়োজন পড়ে তবে লিখে নিয়ে যবেন।
- আপনার পরিচয় পত্রের কপি: আপনার ভোটার কার্ড/ ড্রাইভিং লাইসেন্স/ জন্ম নিবন্ধন দরকার হতেও পারে, আবার নাও হতে পারে। প্রয়োজন হলে তা ক্লোজিং ফর্মের সাথে যুক্ত করে দিবেন।
- ব্যাংকে ক্লোজিং ফর্ম পূরণ: এটি ব্যাংক কতৃক আপনাকে দেয়া হবে। আপনি এটি পূরণ করে ডাচ বাংলা ব্যাংকে জমা করে দিবেন।
এখানে আসলে ঝামেলার কিছু নেই। শুধু একাউন্ট বন্ধ করার জন্য আপনি আপনার ব্যাংকের ব্রাঞ্চে যাবেন, সেখান থেকে আপনি আপনার ব্যাংক একাউন্টটি বন্ধ করতে পারবেন।
আরো পড়ুন- যেকোনো ব্যাংক একাউন্ট বন্ধ করার নিয়ম
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট বন্ধ করার আবেদন
তারিখ – ২৩/০৫/২০২৩
বরাবর,
ম্যানেজার
ডাচ বাংলা ব্যাংক লিমিটেড
বড়ইছড়ি শাখা, কাপ্তাই, রাঙ্গামাটি
বিষয় – সঞ্চয়ী অ্যাকাউন্ট নম্বর (আপনার একাউন্ট নাম্বার দিন) বন্ধ করার আবেদন।
জনাব,
যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আপনার ব্যাংকের শাখায় আমার একটি সেভিংস অ্যাকাউন্ট আছে, যার নাম্বার হল (আপনার একাউন্ট নাম্বার দিন)। আমার কিছু ব্যক্তিগত পরিস্থিতির কারণে, আমি এই অ্যাকাউন্টটি পরিচালনা করতে অসমর্থ হচ্ছি। সেক্ষেত্রে আমার ব্যক্তিগত/ অর্থনৈতিক প্রয়োজনে অ্যাকাউন্টটি বন্ধ করা উচিত এবং এতে আর কোনও লেনদেন করা উচিত নয়। আবেদনপত্রের পাশাপাশি আমি এই অ্যাকাউন্টের সাথে সম্পর্কিত আমার ডেবিট কার্ড, চেক বুক, পাসবুক ইত্যাদি ব্যাংকের নিকট ফিরিয়ে দিচ্ছি।
অতএব, জনাব আপনার নিকট আকুল আবেদন এই যে, আমার একাউন্টটি বন্ধ করতে প্রয়োজনীয় সহযোগিতা করতে আপনার মর্জি হয়।
বিনীত
মোঃ ওমর ছালেহীন
বড়ইছড়ি, কাপ্তাই, রাঙ্গামাটি
একাউন্ট নং: 14252567********
মোবাইল নম্বর: 01706901950
আরো পড়ুন- বন্ধ একাউন্ট সচল করার নিয়ম
ডাচ বাংলা একাউন্ট বন্ধ সম্পর্কিত প্রশ্ন এবং উত্তর
আপনি যদি ডাচ বাংলা ব্যাংকে থাকা আপনার একাউন্টি বন্ধ করতে চান তবে একাউন্ট ক্লোজিং চার্জ দিতে হবে ২০০ টাকা।
ডাচ বাংলা ব্যাংকের ক্লোজিং ফর্ম আপনি ব্যাংকেই পেয়ে যাবেন। আপনি যখন আপনার ব্যাংক একাউন্ট বন্ধ করার জন্য সেখানে যাবেন তখন ব্যাংক কর্মকর্তা আপনাকে এটি দিবে। সেই সাথে এটি পূরণ করতেও আপনাকে সাহায্য করবে।
ব্যাংক অ্যাকাউন্টের সাথে সম্পর্কিত চেক বুক, পাসবুক, ডেবিট কার্ড বা অন্যকিছু ফেরত দিতে হবে এমন কোনো বাধ্য বাধকতা নাই। আপনি যদি চান এগুলো রেখে দিতে পারেন বা নিজে ধংস করে দিতে পারেন।
যদি এগুলো জমা করেন তাহলে ডেবিট কার্ড ফেরত দেওয়ার আগে সেই অ্যাকাউন্টে টাকা তুলে নিন। জমা করার পর ব্যাংক অফিসার আপনার সামনে এগুলো ধ্বংস করে দিবে। একইভাবে, চেক বইটিও ব্যাংক অফিসার ধ্বংস করা হবে।
একটি নির্দিষ্ট সময় পর একাউন্ট ডোরমেন্ট হয়ে যাবে।
ব্যাংকে আরো বিভিন্ন আবেদন সম্পর্কে পড়ুন
- ব্যাংক স্টেটমেন্ট এর জন্য আবেদন
- নতুন চেক বইয়ের জন্য আবেদন করার নিয়ম
- এক ব্যাংকের চেক অন্য ব্যাংকে জমা দেয়ার নিয়ম
- ব্যাংকের চেক বই হারিয়ে গেলে করণীয়
- ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম
- স্টুডেন্ট ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
- ব্যাংক একাউন্ট ট্রান্সফার করার নিয়ম