ব্যাংকে পাসপোর্টের টাকা জমা দেওয়ার নিয়ম

কোন কোন ব্যাংকে ই পাসপোর্টের টাকা জমা দেওয়া যায় বা কিভাবে অনলাইনে বা অফলাইনে এই পাসপোর্ট ফি পরিষোধ করা যায় তা দেখে নিন এই পোস্টে।

ADVERTISEMENT

বর্তমানে ব্যাংকে পাসপোর্টের টাকা জমা দেওয়ার নিয়ম অনেক সহজ করা হয়েছে। আপনি চাইলে ঘরে বসে A Challan এর মাধ্যমে পাসপোর্ট ফি জমা করে দিতে পারবেন ব্যাংক একাউন্ট থেকে বা মোবাইল ব্যাংকিং যেমন bkash বা Nagad থেকে অথবা কার্ড ব্যবহার করে। অতিতের যেকোনো সময়ের থেকে এখন খুব সহজ করা হয়েছে পাসপোর্টের টাকা জমা দেওয়ার নিয়ম।

চলুন তাহলে দেখে নেয়া যাক কোন কোন ব্যাংকে ই পাসপোর্টের টাকা জমা দেওয়া যায় ও ব্যাংকে পাসপোর্টের টাকা জমা দেওয়ার নিয়ম।

ADVERTISEMENT

কোন কোন ব্যাংকে ই পাসপোর্টের টাকা জমা দেওয়া যায়?

এ চালানের মাধ্যমে বর্তমানে অনেক ব্যাংক থেকেই পাসপোর্টের টাকা জমা দেওয়ার সিস্টেম চালু হয়েছে, যেমন: Islami Bank, First Security Islami Bank, Sonali bank, Dutch Bangla Bank, Bangladesh Commerce Bank সহ আরো অনেক ব্যাংক। আপনার সুবিধার্থে কিছু ব্যাংকের একটি লিস্ট দিয়ে দেয়া হলো।

প্রয়োজনে অনলাইনে ব্যাংক একাউন্ট খুলে নিতে পারেন যদি আপনার কোনো ব্যাংক একাউন্ট না থাকে।

ADVERTISEMENT

ই পাসপোর্ট ফি জমা দেওয়ার জন্য যা যা প্রয়োজনিয়

ই পাসপোর্ট ফি জমা দিতে হলে কিছু প্রয়োজনিয় তথ্য সরবারাহ করতে হবে। আসুন দেখে নেয়া যাক সেগুলো কি কি।

১. পাসপোর্টের মোট পৃষ্ঠা এবং এর মেয়াদ।
২. পাসপোর্টের ডেলিভারীর ধরণ, যেমন: সাধারণ নাকি জরুরী।
৩. জাতীয় পরিচয়পত্র নম্বর।
৪. মোবাইল নম্বর।
৫. ব্যাক্তির নাম ইংরেজিতে।
৬. বর্তমান ঠিকানা।
ই পাসপোর্ট ফি জমা দেওয়ার জন্য প্রয়োজনিয় তথ্যসমূহ।

ব্যাংকে পাসপোর্টের টাকা জমা দেওয়ার নিয়ম

ব্যাংকে পাসপোর্টের টাকা আপনি একাধিক নিয়মে জমা দিতে পারবেন, যেমন: চাইলে অনলাইনে পাসপোর্টের টাকা জমা দিতে পারবেন, বা ব্যাংক থেকে এ চালানের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন, আবার এ চালানের মোবাইল এপ দিয়েও আপনি টাকা জমা দিতে পারবেন। এখানে আপনার কাছে যে পদ্ধতিটি সহজ মনে হয় সেটি গ্রহণ করতে পারেন। জমা দেয়ার জন্য নিয়ম গুলো নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

অনলাইনে ই পাসপোর্টের টাকা জমা দেওয়ার নিয়ম

ঘরে বসেই অনলাইনে পাসপোর্টের টাকা জমা দেয়ার জন্য ভিজিট করুন A Challan ওয়েবসাইট। সেখান থেকে পাসপোর্ট ফি সিলেক্ট করে পাসপোর্টের মোট পৃষ্ঠা এবং এর মেয়াদ, ডেলিভারীর ধরণ এবং আপনার অন্যান্য ব্যাক্তিগত তথ্য দিন। তারপর পেমেন্ট করতে আপনার জন্য সুবিধা হয় এমন ব্যাংক সিলেক্ট করে পেমেন্ট সম্পন্ন করুন। অবশেষে চালানের একটি কপি প্রিন্ট করে রাখুন।

ADVERTISEMENT

নিচে আরো বিস্তারিত ভাবে আপনার সুবিধার্থে তুলে ধরা হলো। আপনার বুঝতে সুবিধা হওয়ার জন্য কিছু ছবিও সংযুক্ত করা হয়েছে। এখুন চলুন এগুলো দেখে নেয়া যাক।

  • ওয়েবসাইট ভিজিট করুন: আপনার ডিভাইস থেকে A Challan এর ওয়েব সাইটে চলে যান।
  • পাসপোর্ট সিলেক্ট করুন: তারপর পাসপোর্ট এর অপশন থেকে ই পাসপোর্ট ফি ক্লিক করুন।
ব্যাংকে পাসপোর্টের টাকা জমা দেওয়ার নিয়ম।
  • পাসপোর্ট সংক্রান্ত কিছু তথ্য দিন: পরের ধাপে আপনাকে আপনার পাসপোর্টি কতো পেজের এবং এর মেয়াদ কতো বছরের তা সিলেক্ট করতে হবে। করা হলে ভ্যাট সহো কতো টাকা পে করতে হবে এগুলো অটোমেটিক দেখাবে। দেখা হলে Ok তে প্রেস করুন।
ব্যাংকে পাসপোর্টের টাকা জমা দেওয়ার নিয়ম নিয়ে বিস্তারিত।
  • পাসপোর্ট অনুযায়ি কিছু তথ্য ও ব্যাংক সিলেক্ট করুন: এবার আপনার পাসপোর্ট অনুযায়ি আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর, আপনার নাম, মোবাইল নম্বর, ঠিকানা, এবং ইমেইল আইডি এসব দিন। তারপর আপনি যদি অনলাইনে পে করতে চান তবে অনলাইন ব্যাংকিং সিলেক্ট করুন। এরপর ব্যাংক সিলেক্ট করুন, যেমন ”Dutch Bangla Bank”। সোনালী ব্যাংক সিলেক্ট করলে এখান থেকে bkash বা Nagad ব্যবহার করে পে করতে পারবেন। সিলেক্ট করা হলে Save এ ক্লিক করুন।
ব্যাংকে পাসপোর্টের টাকা জমা দেওয়ার নিয়ম।
  • পেমেন্ট মেথোড সিলেক্ট করুন: সোনালী ব্যাংক সিলেক্ট করা হলে, তারপর আপনি কি ব্যাংক একাউন্ট থেকে নাকি ব্যাংকের কার্ড (ডেবিট বা ক্রেডিট কার্ড) থেকে নাকি মোবাইল ব্যাংকিং থেকে পেমেন্ট করতে চান তা সিলেক্ট করুন। আর ডাচ বাংলা ব্যাংকের ক্ষেত্রে রকেট বা অন্যান্য কার্ড সিলেক্ট করতে পারবেন। এভাবে বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে বিভিন্ন অপশন আপনি পেয়ে থাকবেন। তারপর উক্ত মেথোড অনুসরণ করে আপনার পেমেন্ট সম্পন্ন করুন।
ব্যাংকে পাসপোর্টের টাকা জমা দেওয়ার নিয়ম দেখুন।

ব্যাংক থেকে এ চালানের মাধ্যমে ই পাসপোর্ট ফি পরিশোধ

অনলাইন ছাড়া আপনি যদি সরাসরি ব্যাংকে গিয়ে পাসপোর্ট ফি জমা দিতে চান তবে আপনার যা যা লাগবে তা হলো:

  • E-Passport Application Summary
  • Registration Form

তারপর এখানে আপনার নাম, এনআইডি নম্বর, মোবাইল নম্বর ও পাসপোর্টের পৃষ্ঠা এবং মেয়াদ দিতে হবে পাসপোর্ট অনুযায়ি। এরপর ব্যাংকে ফি সহ জমা দিতে হবে। ফি জমা দেয়ার পর ব্যাংক অফিসারের কাছ থেকে চালান ফরমের একটি প্রিন্ট কপি সংগ্রহ করুন। এই কপিটি এনরোলমেন্টের সময় আবেদনের সাথে পাসপোর্ট অফিসে জমা দিতে হবে।

ADVERTISEMENT

মোবাইলের মাধ্যমে ই পাসপোর্টের টাকা জমা দেওয়ার নিয়ম

মোবাইলের মাধ্যমেও পাসপোর্টের টাকা জমা দেয়া যায়। এর জন্য আপনাকে  A Challan অ্যাপ ইনস্টল করে নিতে হবে। এটি বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের একটি এপ। তারপর উপরে অনলাইন নিয়মের জন্য দেখানো নিয়মেই আপনাকে টাকা জমা দেয়ার কাজ সম্পন্ন করতে হবে। অর্থাৎ যেভাবে অনলাইনে এ চালানের মাধ্যমে পাসপোর্ট ফি জমা দেয়ার নিয়ম দেখানো হয়েছে, সেই সকল নিয়মই এপে পাবেন।

পাসপোর্ট ফি জমা দেয়ার ক্ষেত্রে সতর্কতা

আপনার পাসপোর্ট ফি জমা দেয়ার ক্ষেত্রে যেসকল সতর্কতা মেনে চলবেন তা হলো:

  • পেমেন্ট করার সময় কোন কারণে আপনার একাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে কিন্তু লেনদেনটি সফল হয়নি, সেক্ষেত্রে পেইজটি ভুলেও Close ক্লোজ করবেন না। এক্ষেত্রে পেইজের লিংক থেকে চালান নম্বর সংগ্রহ করে নিন। তারপর তাদিয়ে চালান ডাউনলোড করে নিন।
  • পেমেন্ট করার সময় আপনার একটি স্টেবল ইন্টারনেট কানেকশন নিশ্চিত করুন। ইন্টারনেট কানেকশন দূর্বল হলে আপনার পেমেন্ট করার সময় বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে।
  • যেকোনো তথ্য দেয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন যেন তা আপনার পাসপোর্টের তথ্যের সাথে মিল থাকে। তথ্যে ভুল থাকলে আপনার চালান নিবে না বা সমস্যা করতে পারে।

চালান ডাউনলোড করতে না পারলে যা করবেন

পাসপোর্ট ফি পরিষোধ করার পর যদি কোনো কারণে আপনার চালান ডাউনলোড করতে না পারেন, তবে যা করবেন তা হলো:

  • পেজটি না কেটে পেইজের লিংকটি কপি করে নিতে হবে।
  • লিংকের মধ্যে 2122-00019741572 এ ধরণের একটি নম্বর খুজে পাবেন, সেটি কপি করে নিন।
  • তারপর Online Challan Verification এই ওয়েবসাইটে যান।
  • এবার চালান নম্বরটি দিয়ে আপনার এ চালানটি সার্চ করুন।
  • তারপর “সয়ংক্রিয় চালান যাচাই” অপশেনের নিচে দুটি বক্স থাকবে। চালানের প্রথম ৪ সংখ্যা প্রথম বক্সে এবং পরের ১১ সংখ্যা পরের বক্সে লিখে Verify দিন। এখানে আপনার চালানটি পাওয়া যাবে।

কিছু প্রশ্ন এবং উত্তর

বিকাশের মাধ্যমে কি ই পাসপোর্ট ফি জমা দেয়া যায়?

হ্যাঁ, বিকাশের মাধ্যমে ই পাসপোর্ট ফি জমা দেয়া যায়। বিকাশের মাধ্যমে ফি জমা দিতে হলে আপনাকে অনলাইনে পেমেন্ট পদ্ধতি বেছে নিতে হবে। অনলাইনে যথা নিয়মে এগিয়ে গেলে ব্যাংক নির্বাচনের ক্ষেত্রে আপনাকে সোনালী ব্যাংক নির্বাচন করতে হবে। তারপর পরের ধাপে আপনি ব্যাংক থেকে পেমেন্ট করার পাশাপাশি বিকাশ থেকেও পেমেন্ট করতে পারবেন। এই সিস্টেমে নগদ থেকেও পেমেন্ট করা যাবে।

ADVERTISEMENT
ব্যাংকে না গিয়ে কি পাসপোর্ট ফি জমা দিতে এ চালান ফর্ম পূরণ করা সম্ভব?

আপনি ব্যাংকে না গিয়েই পাসপোর্ট ফি জমা দিতে এ চালান পূরণ করতে পারবেন অনলাইনেই। অনলাইনে ওয়েব সাইটের পাশাপাশি এ চালানের জন্য এপ আছে। সুতরাং ওয়েব সাইট এবং এপ দুটিই ব্যবহার করে পাসপোর্ট ফি জমা দেয়ার জন্য চালান ফর্ম পূরণ করা যাবে।

মোবাইল ফাইনেন্সিয়াল সার্ভিস রকেটের মাধ্যমে কি পাসপোর্ট ফি জমা দেয়া যায়?

হ্যাঁ যায়। রকেটের মাধ্যমে পাসপোর্ট ফি জমা দিতে হলে অনলাইনে এ চালান ফর্ম পূরণ করার সময় ব্যাংক সিলেক্ট করতে হবে “ডাচ বাংলা ব্যাংক লিমিটেড”। ডাচ বাংলা সিলেক্ট করলে পরের ধাপে ব্যাংক একাউন্ট থেকে বা রকেট একাউন্ট থেকে পাসপোর্ট ফি জমা দেয়ার সুযোগ পাওয়া যাবে।

বিদেশ থেকে পাসপোর্টের ফি জমা দিতে চাইলে করণীয় কি?

অনেক সময় বিদেশ থেকে আমাদের পাসপোট করার বা পাসপোর্ট ফি জমা দেয়ার দরকার হয়। এক্ষেত্রে আপনি যে দেশে অবস্থান করছেন সেই দেশে থাকা বাংলাদেশি দূতাবাসের সহযোগিতা নিতে পারেন। সেখানে গিয়ে আপনার পাসপোর্ট ফি জমা দিতে পারবেন।

ADVERTISEMENT
অনলাইনে পেমেন্ট হয়েছে কিন্ত লেনদেন সফল হয়নি দেখাচ্ছে কেন?

পেমেন্ট করার সময় কোন কারণে আপনার একাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে কিন্তু লেনদেনটি সফল হয়নি। সেক্ষেত্রে পেইজটি ভুলেও Close ক্লোজ করবেন না। এক্ষেত্রে পেইজের লিংক থেকে চালান নম্বর সংগ্রহ করে নিন। তারপর তাদিয়ে চালান ডাউনলোড করে নিন।

শেষকথা

বর্তমানে বিভিন্ন সরকারী সেবা গ্রহণের ক্ষেত্রে মানুষের ভোগান্তি কমাতে টাকা ব্যাংকের মাধ্যমে জমা নেয়া হয়। এমনি ভাবে পাসপোর্ট নেয়ার ক্ষেত্রেও আপনাকে ব্যাংকের মাধ্যমে ফি জমা করতে হবে। সেই সাথে আপনাকে কিছু নিয়ম মানতে হবে এই ফি জমা করার জন্য।

তবে এখন আপনাকে যে ব্যাংকেই যেতে হবে এই ফি জমা করার জন্য তা কিন্তু নয়। এই ডিজিটাল যুগে আরো এমন অনেক বিকল্প খুজে পাওয়া যায় যা আপনার জন্য ফি জমা দেয়াকে করতে পারে আরো সহজ।

পাসপোর্টের টাকা জমা দেয়ার জন্য এখন ব্যাংকে না গেলেও চলে। আপনি চাইলে এখন ঘরে বসেও এই ফি জমা করে ফেলতে পারবেন এবং জমা দেয়ার পর অনলাইনেই রশিদ সংগ্রহ করে তা প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। এটি করা যাবে ওয়েব সাইট থেকে অথবা মোবাইল এপ থেকেও।

তবে পাসপোর্ট ফি জমা দেয়ার ক্ষেত্রে আপনার কিছু প্রয়োজনিয় সতর্কতা মেনে চলা উচিত। যেমন পাসপোর্ট ফি পরিষোধ করার পর কোনো কারণে আপনার চালান ডাউনলোড নাও হতে পারে। এই ক্ষেত্রে করণিয় জানা থাকা ভালো। কেননা এই চালান খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আপনার সুবিধার্থে সতর্কতা গুলো নিয়ে এই পোস্টে আলোচনা করা হয়েছে।

হোমে যানbankline
ADVERTISEMENT

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *