আল আরাফাহ ইসলামী ব্যাংক ডিপিএস

আপনি কি আল আরাফাহ ইসলামী ব্যাংক ডিপিএস সম্পর্কে জানতে চান? আপনি কি এই ব্যাংকে একটি ডিপিএস খোলার ব্যপারে আগ্রহি? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আল আরাফাহ ইসলামী ব্যাংক যে মাসিক কিস্তি ভিত্তিক মেয়াদী আমানত সংগ্রহ করে তা নিয়ে এই পোস্টে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

ADVERTISEMENT

আল আরাফাহ ব্যাংক ইসলামী আইন ও শরিয়াহ মেনে তার সমস্ত পরিষেবা এবং পণ্য উপস্থাপন করে। এর একটি শক্তিশালী শরিয়াহ বোর্ড রয়েছে যা দেশের বিখ্যাত ইসলামী পণ্ডিত এবং অর্থনীতিবিদদের দ্বারা গঠন করা হয় এবং এই বোর্ড গ্রাহকদেরকে পরিষেবা দেওয়ার আগে প্রতিটি পরিষেবা এবং পণ্য যত্ন সহকারে যাচাই বাছাই করে।

সুতরাং এই AIBL ব্যাংকে ডিপিএস (DPS) করা একটি ভালো অপশন হতে পারে আপনার জন্য। এখন আপনি যদি এই ব্যাংকে DPS করতে চান তাহলে কি করতে হবে, কি কি আমানত স্কিম এখানে আছে এবং মাসিক কিস্তি ভিত্তিক মেয়াদী আমানত সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই পোস্ট থেকে।

ADVERTISEMENT

AIBL আমানত স্কিম সমূহ

আল-আরাফা ব্যাংকের বিনিয়োগের ক্ষেত্র অনেক বিস্তৃত। এটি দেশের প্রায় সকল গুরুত্বপূর্ণ খাত গুলোকে স্পর্শ করে।

  • মুদারাবা শর্ট নোটিস ডিপোজিট স্কিম
  • মুদারাবা মেয়াদি আমানত স্কিম
  • মাসিক মুনাফা ভিত্তিক মেয়াদি আমানত স্কিম
  • মাসিক কিস্তি ভিত্তিক মেয়াদি আমানত স্কিম
  • আল-আরাফা মাসিক হজ আমানত স্কিম
  • আল-আরাফা হজ জমা স্কিম
  • মাসিক কিস্তি ভিত্তিক বিবাহ সঞ্চয় বিনিয়োগ প্রকল্প
  • আল-আরাফা সঞ্চয়পত্র
  • বৈদেশিক মুদ্রা আমানত স্কিম
  • পেনশন আমানত প্রকল্প
  • নগদ ওয়াকফ আমানত প্রকল্প
  • মুদারাবা লাকপোটি ডিপোজিট
  • মুদারাবা মিলিয়নিয়ার ডিপোজিট স্কিম
  • মুদারাবা (বিশেষ) পেনশন আমানত প্রকল্প
  • মুদারবা কোটিপোটি ডিপোজিট স্কিম
  • মুদারাবা ডাবল বেনিফিট ডিপোজিট স্কিম

এখানে আল আরাফাহ ইসলামী ব্যাংকের মাসিক কিস্তি ভিত্তিক মেয়াদী আমানত নিয়ে কথা বলা হবে।

ADVERTISEMENT

AIBL মাসিক কিস্তি ভিত্তিক মেয়াদী আমানত

  • মাসিক একটি নির্দিষ্ট পরিমাণ সঞ্চয় করার এবং মেয়াদের পরে লাভ সহ আকর্ষণীয় মুনাফা পাওয়ার একটি সুবর্ণ সুযোগ।
  • আপনার আয়ের উপর নির্ভর করে যেকোনো সুবিধাজনক মাসিক কিস্তিতে জমা করা যেতে পারে।
  • মাসের যেকোনো কর্মদিবসে এই কিস্তি জমা করা যাবে, এমনকি অগ্রিম কিস্তিও জমা করা যেতে পারে।
  • আপনার জমার উপর দৈনিক ভিত্তিতে লাভের হার গণনা করা হবে।
  • এটিকে আরও আকর্ষণীয় করার জন্য জমাকৃত পরিমাণ ১.০৫ ওজন করা হবে, যা ৩ বছরের মেয়াদী আমানতের চেয়ে ০.০৫ পার্সেন্ট বেশি।
  • জমার সময়কাল হবে ৫, ৮, ১০ বা ১২ বছর ও এর সাথে কিস্তির পরিমাণ টাকা হবে ২০০/-, ৩০০/-, ৫০০/-, ১০০০/-।
  • ১৮ বছরের বেশি বয়সী যে কেউ এই দুর্দান্ত স্কিমটি খুলার সুযোগ পাবেন। এমনকি নাবালকের পক্ষে আইটিডিও খোলার সুযোগ রয়েছে।
  • এই অসাধারণ স্কিমটি আপনার আমানতকে নিম্নলিখিত অনুপাতে বাড়াতে সাহায্য করবে।
এ সম্পর্কে আরো জানতে এখানে ব্যাংকের ওয়েব সাইট লিংকটিতে ক্লিক করুন।

AIBL ডিপিএস একাউন্ট খোলার নিয়ম

যা যা লাগবে

  • ভোটার আইডি কার্ডের ফটোকপি।
  • ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • নমিনির ভোটার আইডি এবং ২ কপি ছবি।
  • এড্রেস ভেরিফিকেশনের জন্য বিদ্যুৎ বিলের বা গ্যাস বিলের কপি।

একাউন্ট খুলতে যা করতে হবে

ডিপিএস একাউন্ট খুলার জন্য আপনার নিকটস্থ আল আরাফাহ ইসলামী ব্যাংকের ব্রাঞ্চে চলে যান। সেখানে গিয়ে আপনি একাউন্ট খুলার ব্যাপারে জানালে ব্যাংক আপনাকে একটি ফর্ম দিবে। ফর্মটি পূরণ করে ব্যাংকে জমা করে দিন।

আল আরাফাহ ইসলামী ব্যাংকের ডিপিএস রেট কতো?

আল আরাফাহ ইসলামী ব্যাংকের পিডিএস রেট হচ্ছে প্রায় ৬ শতাংশ। প্রায় ৬ শতাংশ বলার কারণ হচ্ছে এটি বিভিন্ন কারণে কমও হতে পারে। যেহেতু এটি একটি ইসলামীক ব্যাংক, তাই এর কিছু বাদ্য বাধকতা আছে। যার ফলে এটির সব সময় একই রকম থাকা সম্ভব নাও হতে পারে। এই জন্য এর মুনাফা কমও হতে পারে ৬ শতাংশ অপেক্ষা।

অন্যান্য ব্যাংকের ডিপিএস ও এফডিআর সম্পর্কে জানুন

আল আরাফা ইসলামী ব্যাংকের অন্য পোস্ট গুলো পড়ুন

ADVERTISEMENT

Similar Posts

4 Comments

  1. আমার ডিপিএস খোলার পাঁচ মাস হয়েছে এখন আমার সমস্যার কারণে বিপিএস ভাংতে
    চাইতে পারবো কিনা

  2. আমি একটি ১২ বছর মেয়াদী ডিপিএস একাউন্ট খুলি অতঃপর কয়েক বছর চালানোর পর আর্থিক সমস্যার কারণে চালাতে পারেনি এখন আমার ১২ বছর মেয়াদ শেষ হয়ে গিয়েছে এখন কি আমি টাকা পাবো আর কিভাবে পাব?

    1. জ্বি পাবেন। ব্যাংকে যোগাযোগ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *