ডাচ বাংলা ব্যাংক সেভিংস একাউন্ট খোলার নিয়ম

আপনি কি ডাচ বাংলা ব্যাংক সেভিংস একাউন্ট খোলার নিয়ম খুজছেন? তবে আপনার জন্য আজকের এই পোস্ট। যেখানে আপনি ডাচ বাংলা ব্যাংক সেভিংস একাউন্ট সম্পর্কিত সকল ইনফর্মেশন খুজে পাবেন।

ADVERTISEMENT

বাংলাদেশ এবং নেদারলেন্ডের যৌথ উদ্দোগে প্রতিষ্ঠিত DBBL ব্যাংক বর্তমানে ব্যাংকিং খাতে খুবই সফলতা দেখাচ্ছে। তাদের শাখা ও এটিএম, মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং সহ বিভিন্ন ধরণের সার্ভিস তারা প্রোভাইড করছে বর্তমানে। শাখায় তারা যে ব্যাংকিং সুবিধা দিচ্ছে তা পেতে হলে আপনার একটি একাউন্ট করতে হবে।

ডাচ বাংলা ব্যাংকের সেভিংস একাউন্ট খোলার নিয়ম খুব কঠিন কিছু নয়। আপনি ব্যাংকে গিয়ে খুব সহজে একটি ব্যাংক একাউন্ট খুলে ফেলতে পারবেন। তবে আপনাকে কিছু ডকুমেন্টস সাথে করে নিয়ে যেতে হবে।

ADVERTISEMENT

যাই হোক, এই পোস্টে আলোচনা করা হয়েছে DBBL savings account open করার নিয়ম। আর কয় ধরণের সেভিংস একাউন্ট করার সুযোগ রয়েছে, কি কি ডকুমেন্টস দরকার হবে, সেভিংস একাউন্টের সুবিধা, ইত্যাদি। সেই সাথে আপনাদের করা কিছু কমন প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করবো এই পোস্টের একদম শেষে। চলুন তাহলে আর্টিকেলটি শুরু করা যাক।

ডাচ বাংলা ব্যাংকের বিভিন্ন একাউন্ট

ডাচ বাংলার সেভিংস একাউন্ট প্রধানত সাত ধরনের। সেগুলো হলো:

ADVERTISEMENT
1. Savings Deposit Plus Account
2. Savings Deposit Account-Standard
3. Excel Savings Account
4. Interest Free Savings Deposit Account
5. Current Deposit Account
6. Special Notice Deposit Account
7. DBBL School Savers Account

এখানে ডাচ বাংলা ব্যাংকের প্রায় সাত ধরণের একাউন্টের মধ্যে তিনটি প্রধান ধরণের একাউন্ট নিয়ে নিচে আলোচনা করা হলো।

Savings Deposit Account-Standard: সচরাচর লোকেরা এই একাউন্টি করে থাকে। এই ধরনের একাউন্টে আপনাকে ৫০০/- টাকা মিনিমাম জমা করে একটি একাউন্ট খুলতে হবে।

Interest Free Savings Deposit Account: এই একাউন্টি প্রধানত যারা সুদ ছাড়া ব্যাংকিং করতে চান তাদেরকে উদ্দ্যেশ্য করে চালু করা হয়েছে। তবে এটি খুলতে হলে ব্যাংকে মিনিমাম ডিপোজিট করতে হবে ৫০০০/- টাকা।

ADVERTISEMENT

DBBL School Savers Account: এটি হলো স্টুডেন্ট একাউন্টের মতো। স্কুল ছাত্রদের অন্য একাউন্ট খোলার সুযোগ নেই। তাই তাদের জন্য এই একাউন্ট বিশেষ ভাবে চালু করা হয়েছে। এটি তারা খুলতে পারবে সর্বোনিন্ম ১০০/- টাকা দিয়ে। এই একাউন্ট করার নিয়ম জানতে পড়ুন- ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম

ডাচ বাংলা সেভিংস একাউন্ট খুলতে যা যা লাগে

অন্য সকল ব্যাংকের মতো কিছু কমন নথি পত্র আপনাকে সংগ্রহ করতে হবে যা ডাচ ব্যাংলার সেভিংস একাউন্ট খুলতে আপনার দরকার পড়বে। আসুন দেখি কি কি ডকুমেন্টস আপনার দরকার হবে এই একাউন্ট খুলার জন্য।

  • দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে যিনি একাউন্ট করতে আগ্রহি তার।
  • পরিচয়পত্র যা ছবি যুক্ত হতে হবে (ভোটার আইডি কার্ড/ পাসপোর্ট/ বা অন্য কোনো আইডি)।
  • ইন্ট্রুডিউছারের এক কপি ছবি ও ভোটার কার্ড এর কপি (যার মাধ্যমে আপনি একাউন্ট করতে এসেছেন)।
  • ইউটিলিটি বিলের কপি।
  • নমিনির এক কপি ছবি ও জাতীয় পরিচয় পত্রের কপি।
  • ট্রেড লাইসেন্স (যদি ব্যবসায়ি হয়ে থাকেন)।
  • এছাড়াও প্রয়োজনে অন্যান্য নথি দরকার হতেও পারে।
আরো পড়ুন- জন্ম নিবন্ধন দিয়ে ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

ডাচ বাংলা ব্যাংক সেভিংস একাউন্ট খোলার নিয়ম

ডাচ বাংলা ব্যাংকে আপনার একটি সেভিংস একাউন্ট খুলতে প্রয়োজনিয় নথিপত্র, যেমন: ছবি, এনআইডি, নমিনির ছবি এবং এনআইডি, ইত্যাদি সংগ্রহ করে আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের অফিসে চলে যান। সেখানে ব্যাংক আপনাকে একটি ফর্ম দিবে আপনার একাউন্ট খোলার জন্য। আপনাকে এই ফর্ম এবং নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করে একাউন্ট খুলতে হবে।

ADVERTISEMENT

ব্যাংক থেকে ফর্ম সংগ্রহ করার পর আপনাকে তা পূরণ করতে হবে নির্ভুল ভাবে। আপনার কাছে থাকা ডকুমেন্টস দেখে এটি পূরণ করুন। কোনো কিছু বুঝতে সমস্যা হলে ব্যাংকের এজেন্টদের কাছে বিষয়টি বুঝে নিন।

তবে বর্তমানে দেখা যায় যে ব্যাংকের এজেন্টরা নিজেরাই আপনার কাছ থেকে ইনফর্মেশন নিয়ে ফর্মটি পূরণ করে দেন। সেক্ষেত্রে বিষয়টি আপনার জন্য আরো সহজ হয়ে যাবে। আপনি শুধু তাদের সঠিক ইনফর্মেশনটি দিন।

ফর্ম পূরন শেষে আপনার ছবি, আপনার নমিনির ছবি এবং অন্যান্য সকল ডকুমেন্টস গুলো ফর্মের সাথে দিয়ে ব্যাংকে জমা দিন এবং নির্ধারিত একাউন্টের ধরণের জন্য নির্ধারিত করা ফি ডিপোজিট করুন।

এরপর ব্যাংক হয়তো আপনার কাছ থেকে এক কার্যদিবষ সময় নিবে একাউন্ট সচল করে দেয়ার জন্য। একাউন্ট সচল হলে তারা তা আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে।

ADVERTISEMENT

আরো পড়ুন- অনলাইনে ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

সেভিংস একাউন্ট করার নিয়ম ভিডিওতে দেখুন

সেভিংস একাউন্ট এর সুবিধা

ডাচ বাংলা ব্যাংক তাদের আন্ডারে যে সকল গ্রাহকরা সেভিংস একাউন্ট করে তাদের বেশ কিছু সুযোগ সুবিধা দিয়ে থাকে। এর মধ্যে কিছু সুযোগ সুবিধা আমি নিচে তুলে ধরলাম।

  • ইন্টারনেট ব্যাংকিং সেবা থাকবে।
  • ডেভিট অথবা ক্রেডিট কার্ড নেওয়ার সুযোগ।
  • লোন সেবা নেওয়া যাবে।
  • কম খরচে লেনদেনের সুযোগ।
  • জমা টাকার উপর মুনাফা পাওয়ার সুযোগ।
  • একাউন্টের বিপরিতে প্রথম বছর ডেবিট কার্ড একদম ফ্রি।
  • যেকোনো শাখায় টাকা উত্তোলন বা টাকা প্রয়োজনে জমা করা যাবে।
  • যৌথ ব্যাক্তির নামে এই একাউন্ট ওপেন করা সম্ভব।
  • RTGS এবং BEFTIN সুবিধা এভেইলেবল।

এগুলো ছাড়াও আরো অনেক সুবিধা আছে ডাচ বাংলার সেভিংস একাউন্টে।

ADVERTISEMENT

সেভিংস একাউন্ট এর অসুবিধা

ডাচ বাংলা ব্যাংকের সেভিংস একাউন্টে কিছু অসুবিধা আছে, যেমন:

  • বিভিন্ন প্রকার চার্জ আছে যা একাউন্টধারীর একাউন্ট থেকে কেটে রাখা হবে।
  • এছাড়া অন্যান্য কিছু সার্ভিসের জন্য ডাচ বাংলা ব্যাংক চার্জ করে থাকে, যেমন: এসএমএস ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং।
  • আর ১৮ বছরের নিচে কেউ এই একাউন্ট খুলতে পারবে না।
  • আবার এই একাউন্টে ইচ্ছামতো লেনদেনও করা যায় না। আপনার মাসিক আয়ের সাথে সামঞ্জস্যতা রেখে এই একাউন্টের লেনদেনের সিমা ঠিক করা হয়ে থাকে।
আরো পড়ুন- ফিক্সড ডিপোজিট করার জন্য কোন ব্যাংক সবচেয়ে ভা

ডাচ বাংলা ব্যাংক সেভিংস একাউন্ট চার্জ

  • ডাচ বাংলা ব্যাংকে ১০,০০০ টাকা পর্যন্ত বাৎসরিক কোনো চার্জ দিতে হয় না।
  • ১০,০০০ টাকার ওপর সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত ৬ মাসে ১০০ টাকা চার্জ কাটা হবে।
  • ২৫,০০০ এর উপর সর্বোচ্চ ২০০,০০০ লক্ষ টাকা পর্যন্ত ৬ মাসে ২০০ টাকা চার্জ কাটা হবে।
  • ২০০,০০০ এর উপর থেকে সর্বোচ্চ ১০,০০,০০০ লক্ষ টাকা পর্যন্ত ২৫০ টাকা চার্জ কাটা হবে।
  • এই ১০,০০,০০০ টাকা উপর যাই রাখুন না কেন, এর জন্য চার্জ কাটা হবে ৩০০ টাকা করে।
  • এখানে ইন্সিডেন্টাল কোনো চার্জ নেই।
  • একাউন্ট যদি বন্ধ করতে চান যেকোনো কারণে তবে চার্জ কাটা হবে ২০০/-।

ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম

DBBL School Savers Account হচ্ছে স্টুডেন্ট একাউন্ট। ডাচ বাংলা ব্যাংকের এই একাউন্টি করার জন্য আপনার শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড, জন্ম নিবন্ধন সনদ, ছবি, নমিনির ইনফর্মেশন, ইত্যাদি দরকার হতে পারে। এসকল ডকুমেন্টস নিয়ে আপনি নিকটস্থ ডাচ বাংলার ব্যাংক শাখায় গেলে তারা আপনার একাউন্ট খোলার জন্য প্রয়োজনিয় ব্যবস্থা নিবে।

ফর্ম, ডকুমেন্টস ও টাকা জমা দেয়ার পর আপনার কাছ থেকে ব্যাংক হয়তো একদিন সময় নিতে পারে। এরপর আপনাকে ম্যাসেজ এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে আপনার একাউন্ট খোলা সম্পন্ন হয়েছে কিনা।

এখানে স্টুডেন্টদের জন্য প্রচলিত সেভিংস একাউন্টের থেকে ভিন্ন কিছু ডকুমেন্টস দরকার হয়ে থাকে। প্রয়োজনিয় ডকুমেন্টস এর একটি লিস্ট আপনি নিচে পাবেন।

আর ব্যাংক থেকে যে ফর্মটি আপনাকে দিবে তা আপনাকে আপনার ডকুমেন্টস দেখে নির্ভুল ভাবে পূরণ করতে হবে। অনেক সময় ব্যাংকের কেউ একজন হয়তো আপনার ফর্মটি ফিলআপ করে দিবে। সেক্ষেত্রে আপনার জন্য তা হবে আরো সুবিধাজনক। আপনি শুধু তাদের আপনার ডকুমেন্টস অনুযায়ি সঠিক তথ্য গুলো দিন।

স্টুডেন্ট একাউন্ট খুলতে যা যা লাগে

  • স্টুডেন্টের জন্ম নিবন্ধন কার্ড (এনআইডি থাকলে তা দিতে পারবে)।
  • শিক্ষ প্রতিষ্ঠান থেকে দেয়া স্টুডেন্ট আইডি কার্ডের একটি ফটো কপি।
  • স্টুডেন্ট যে প্রতিষ্ঠানে আছে সে প্রতিষ্ঠান থেকে নেয়া প্রত্তয়ন পত্র।
  • তার দুই কপি রঙিন ছবি যা সম্প্রতি তোলা হয়েছে এমন।
  • নমিনির এক কপি ছবি ও তার এনআইডি কার্ড এর একটি কপি।

ছাত্রছাত্রীদের ব্যাংকে একাউন্ট খুলতে যাওয়ার আগে এই সকল ডকুমেন্টস এর কপি সংগ্রহ করা দরকার হবে। পরবর্তিতে একাউন্ট খোলার সময় মূল ফর্মের সাথে এই ডকুমেন্টস সাবমিট করতে হবে।

স্টুডেন্ট একাউন্টের সুবিধা

যেহেতু ডাচ বাংলার স্টুডেন্ট একাউন্ট (DBBL School Savers Account) ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ভাবে চালু করা একটি একাউন্ট। যার কারণে এখানে তাদের জন্য বিশেষ কিছু সুযোগ সুবিধাও রাখা হয়েছে। তাদের লেনদেনের প্রকৃতির উপর নির্ভর করে এই একাউন্ট সুবিধা গুলো সাজানো হয়েছে। এই একাউন্টের এমনি কিছু সুবিধা নিচে তুলে ধরা হলো।

  • এই একাউন্টের মাধ্যমে স্টুডেন্টরা তাদের দৈনন্দিন হাত খরচ থেকে কিছু কিছু টাকা জমিয়ে পরে তা প্রয়োজনে খরচ করতে পারবে। যাদিয়ে তারা পরে বিশেষ কোনো কাজ করতে পারবে।
  • ডাচ বাংলার স্টুডেন্ট একাউন্ট মেন্টেনেন্স ফি শূণ্য। যা স্টুডেন্টদের জন্য একটি অনেক বড় সুবিধা।
  • স্টুডেন্ট একাউন্ট করার ক্ষেত্রে এই ব্যাংকের প্রাইমারি ডিপোজিট অনেক কম হয়ে থাকে। তারা মাত্র ১০০ টাকায় একটি স্টুডেন্ট একাউন্ট খুলতে পারবে। যা তাদের জন্য আরেকটি বড় সুবিধা।
  • স্টুডেন্টদের উপবৃত্তির টাকা এই একাউন্ট দিয়ে রিসিভ করা যায় এবং প্রয়োজন অনুযায়ি ঐ টাকা তুলে নেয়া যায়।
  • বিদেশ থেকে কেউ টাকা পাঠালে তা এই একাউন্টের মাধ্যমে রিসিভ করা সম্ভব। ইউটিউব বা ওয়েবসাইটের জন্য এডসেন্সের টাকাও রিসিভ করতে পারবেন এই একাউন্ট দিয়ে।
  • ফ্রি ডেভিট কার্ড নিতে পারবেন, যার জন্য কোনো চার্জ কাটা হবে না।
  • এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন যেকোনো সময়।
  • ইন্টারনেট ব্যাংকিং সুবিধা আছে।
  • এসএমএস ব্যাংকিং সবিধা আছে।
  • একাউন্ট ক্লোজিং চার্জও শূণ্য।

এই সকল সুবিধা ছাড়াও ডাচ বাংলার স্টুডেন্ট একাউন্টে আরো অনেক ধরনের সুবিধা আপনি উপভোগ করতে পারবেন যদি আপনি তাদের ব্যাংকে একটি স্টুডেন্ট একাউন্ট করেন।

ডাচ বাংলা ব্যাংক একাউন্ট ব্যালেন্স চেক করার নিয়ম

আপনি অনেকগুলো নিয়মে ডাচ বাংলা ব্যাংকে থাকা আপনার একাউন্টি চেক করতে পারবেন। যেমন ধরুন আপনি এটিএম থেকে টাকা তুলতে গেলে সেখানে বা আপনার মোবাইলে আপনার টাকা চেক করতে পারবেন। এছাড়া আরো যেসকল নিয়মে আপনি আপনার একাউন্ট চেক করতে পারবেন তা দেখে নিন নিচ থেকে।

১. মোবাইল এপ নেক্সাস পে ব্যবহার করে
২. ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে
৩. এসএমএস এর মাধ্যমে।
৪. এটিএম বুথ থেকে

এসকল নিয়মের বিস্তারিত আলোচনা করা হয়েছে ডাচ বাংলা একাউন্ট চেক করার নিয়ম এই পোস্টে। এখান থেকে বিস্তারিত ভাবে জেনে নিতে পারবেন কোথায় কিভাবে একাউন্ট চেক করা যায়। আর ব্যাংক স্টেটমেন্ট পেতে পড়ুন ডাচ বাংলা ব্যাংক স্টেটমেন্ট পাওয়ার উপায়

ডিবিবিএল কাস্টমার কেয়ার নাম্বার

ডাচ বাংলা ব্যাংকের হেল্পলাইন নাম্বার হলো ১৬২১৬, আর দেশের বাইরে থেকে কলা করার নাম্বার হলো ০৯৬৬৬৭১৬২১৬ । এই হেল্প লাইন নাম্বারে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন সপ্তাহে সাত দিন, এবং দিনে ২৪ ঘন্টা। যেকোনো প্রয়োজনে এবং আরো বিস্তারিত জানতে তাদের কল করুন।

এই সেভিংস একাউন্ট সম্পর্কিত প্রশ্ন এবং উত্তর

ডাচ বাংলা ব্যাংক সেভিংস একাউন্ট খুলতে প্রাইমারি ডিপোজিট কত লাগে?

এটি আসলে একাউন্টের উপর নির্ভর করে। আপনি যদি Savings Deposit Account-Standard একাউন্ট করেন, তবে একাউন্ট করতে পারবেন ৫০০ টাকা জমা করে। আবার যদি স্টুডেন্ট একাউন্ট করতে চান তবে লাগবে ১০০ টাকা। এভাবে ভিন্ন ভিন্ন একাউন্টের জন্য ভিন্ন ভিন্ন প্রাইমারি ডিপোজিট এমাউন্ট হয়ে থাকে।

ডাচ বাংলা ব্যাংক সেভিংস একাউন্ট সুদের হার

ডাচ বাংলা ব্যাংকে নরমাল সেভিং একাউন্ট এর বিপরীতে সুদের পরিমাণ হচ্ছে সর্বোচ্চ ২%।

ডাচ বাংলা ব্যাংকে একাউন্ট ক্লোজিং ফি কতো?

ডাচ বাংলা ব্যাংকের একাউন্ট বন্ধ করতে চার্জ কাটা হবে ২০০ টাকা।

চেক বই পেতে কতো দিন সময় লাগে?

একাউন্ট করার পর চেকের জন্য আবেদন করলে ডাচ বাংলা ব্যাংক ৭-১৪ দিনের মতো সময় নিতে পারে আপনার চেক বুক রেডি করে দিতে।

ডাচ বাংলা ব্যাংকের ব্যালেন্স চেক কিভাবে করবেন?

প্রধানত তিনটি উপায়ে আপনি আপনার একাউন্টের ব্যালেন্স চেক করতে পারেন। যেমন: এটিএম বুথের মাধ্যমে, ডাচ বাংলার মোবাইল ব্যাংকিং অ্যাপস এর মাধ্যমে ও ডাচ বাংলার ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে। এটি ছাড়াও আরো কিছু উপায় আছে।

বাংলাদেশে সর্বপ্রথম ডিজিটাল পদ্ধতিতে লেনদেন শুরু করে কারা?

ডাচ বাংলা ব্যাংক সর্বপ্রথম বাংলাদেশের ডিজিটাল পদ্ধতিতে লেনদেন করার পদ্ধতি শুরু করে।

ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং এর কোডটি কত?

ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং কোড হচ্ছে *322#, যা মোবাইলে ডায়াল করে আপনি আপনার একাউন্ট সংক্রান্ত বেশ কিছু সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন।

ডাচ বাংলা ব্যাংকে কি অনলাইনে ব্যালেন্স চেক করা যায়?

ডাচ বাংলা ব্যাংকের মোবাইল এপ নেক্সাস পে ব্যবহার করে আপনি চাইলে ঘরে বসেই আপনার একাউন্ট চেক করতে পারবেন।

ডাচ বাংলা ব্যাংকে যৌথ একাউন্ট করা যাবে কি?

হ্যাঁ, খুলা যাবে। তবে যেহেতু যৌথ ব্যাংক একাউন্ট পরিচালনার ক্ষেত্রে ভেরিফাইয়ের ব্যাপার বেশি তাই যৌথ ব্যাংক একাউন্ট খোলার জন্যও সাধারণ ব্যাংক একাউন্ট থেকে বেশি রুলস ফলো করতে হয়। তাই এ ব্যাপারে বিস্তারিত জেনে নিন।

আরো পড়ুন- ডাচ বাংলা ব্যাংক একাউন্ট বন্ধ করার নিয়ম

অন্যান্য ব্যাংকের একাউন্ট খুলার নিয়ম পড়ুন

হোম পেজে যেতে ক্লিক করুন bankline এ।

ADVERTISEMENT

Similar Posts

One Comment

  1. ধন্যবাদ ভাই খুব সুন্দর লিখেছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *