ডাচ বাংলা ব্যাংক স্টেটমেন্ট পাওয়ার উপায়

আপনি কি ডাচ বাংলা ব্যাংক স্টেটমেন্ট পাওয়ার উপায় খুজছেন? এখানে দেখে নিন কিভাবে আপনি আপনার ডাচ বাংলা ব্যাংকের একটি স্টেটমেন্ট পেতে পারেন সেই নিয়ম।

ADVERTISEMENT
ডাচ বাংলা ব্যাংক স্টেটমেন্ট

বিভিন্ন প্রয়োজনে আপনার ডাচ বাংলা ব্যাংক স্টেটমেন্ট টি দরকার হতে পারে। যেকোনো প্রয়োজনে আপনি এটি সংগ্রহ করতে পারবেন ব্যাংক থেকে। আবার চাইলে ঘরে বসেও অনলাইনে সংগ্রহ করতে পারবেন।

যাই হোক, এই পোস্টে আমরা দেখবো ডাচ বাংলা ব্যাংক একাউন্ট স্টেটমেন্ট পাওয়ার উপায় গুলো কি কি এবং কিভাবে একটি স্টেটমেন্ট ঘরে বসেই পাওয়া যাবে তা। চলুন তাহলে শুরু করা যাক।

ADVERTISEMENT

ডাচ বাংলা ব্যাংক স্টেটমেন্ট পাওয়ার উপায়

যেসকল নিয়মে আপনি আপনার ডাচ বাংলা ব্যাংক একাউন্ট থেকে একটি স্টেটমেন্ট পেতে পারেন সে নিয়ম গুলো হলো:

  • ব্যাংক ভিজিট করার মাধ্যমে
  • অনলাইন থেকে ডাউনলোড করে

ব্যাংক ভিজিট করার মাধ্যমে ডাচ বাংলা ব্যাংক স্টেটমেন্ট পাওয়ার উপায়

ব্যাংক ভিজিট করার মাধ্যমে আপনি আপনার ডাচ বাংলা একাউন্টের একটি স্টেটমেন্ট সহজেই পেয়ে যাবেন। ব্যাংকে গিয়ে বলুন যে আপনার একটি স্টেটমেন্ট দরকার। তারা আপনার কাছ থেকে আপনার একাউন্ট নাম্বার চাইবে। তাদের আপনার নাম্বারটি দিন। তারপর তারা প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করবে।

ADVERTISEMENT

অনলাইন থেকে ডাচ বাংলা ব্যাংক স্টেটমেন্ট ডাউনলোড করার নিয়ম

  • আপনার ব্রাউজার থেকে https://app.dutchbanglabank.com/cbsstatement/ এই এড্রেসে ভিজিট করুন।
  • Select Account Statement Type থেকে Individual Customer Account ‍Statement/ Corporate Customer Statement দুটির মধ্যে একটি সিলেক্ট করে Submit দিন।
  • পরের ধাপে আপনার গত ছয় মাসের মধ্যকার তারিখ অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। আপনার কাজ হবে আপনার 13 ডিজিট একাউন্ট নাম্বার এবং CAPTCHA কোড বসিয়ে Verify তে ক্লিক করা।
  • এবার আপনার নাম্বারে একটি ওটিপি যাবে, যে নাম্বারটি আপনি আপনার একাউন্ট খোলার সময় ব্যবহার করেছেন। ওটিপি নাম্বারটি খালি বক্সে দিয়ে Submit দিতে হবে।
  • ওটিপি সাবামিট দেয়ার পর নিচের দিকে একটি PDF লোগো দেখতে পাবেন। এই লোগোর উপর ক্লিক করলে আপনার স্টেটমেন্টি ডাউনলোড করতে পারবেন।

ডাচ বাংলা ব্যাংকের অন্যান্য পোস্ট গুলো পড়ুন

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।