ডাচ বাংলা ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম জানুন

ডাচ বাংলা এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম জানতে চান? এই পোস্টে dbbl এর এটিএম থেকে টাকা উইথড্র করার নিয়ম পর্যায়ক্রমে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

ADVERTISEMENT
ডাচ বাংলা এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম

বুথ থেকে টাকা তোলা খুব একটা কঠিন কাজ নয়। আপনি খুব সহজে আপনার dbbl কার্ডটি দিয়ে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন। আর এই টাকা তোলার নিয়ম গুলো কম বেশি সব CRM ম্যাশিনের ক্ষেত্রে প্রায় অভিন্ন হয়ে থাকে।

যাই হোক। আজকে এই পোস্টের মাধ্যমে আমরা জানবো ডাচ বাংলা ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম। সেই সাথে কিছু সম্ভাব্য প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করবো। চলুন তাহলে শুরু করি।

ADVERTISEMENT

ডাচ বাংলা এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম

#১. CRM ম্যাশিনে আপনার কার্ড প্রবেশ করান: ম্যাশিনে কার্ড প্রবেশ করাতে আপনার কার্ডটির মধ্যে থাকা মোবাইল সিমের মতো অংশটি উপরে রেখে CRM ম্যাশিনের কার্ড প্রবেশ করানোর জায়গায় ঢুকিয়ে চাপ দিলে ম্যাশিনে অটোমেটিক টেনে নিতে শুরু করবে।

#২. আপনার পিন নাম্বার দিন: এবার স্ক্রিনে দেখতে পাবেন আপনার পিন নাম্বার লিখতে বলা হচ্ছে। আপনার কার্ডের গোপন পিন নাম্বারটি দিন।

#৩. “টাকা উত্তোলন” সিলেক্ট করুন: এরপর স্ক্রিনে অনেক গুলো অপশন দেখতে পাবেন। তারমধ্যে একটি হলো “টাকা উত্তোলন”। টাকা তুলতে এই অপশনে বা তার পাশে থাকা বোতামে চাপুন।

ADVERTISEMENT

#৪. টাকার এমাউন্ট লিখে “সঠিক” চাপুন: আপনি কতো টাকা তুলতে চান তা নিচের বাটনে টাইপ করে লিখুন, যেমন ৫০০ লিখতে পারেন। লিখা হলে আপনার এমাউন্টি ঠিক আছে বোঝাতে স্ত্রিনে থাকা “সঠিক” বাটনের পাশের বোতামে চাপুন।

#৫. রসিদ দরকার হলে হ্যাঁ, নাহলে না দিন: আপনি কি কাগজের একটি রসিদ সংগ্রহ করতে চান? চাইলে হ্যাঁ দিন। তবে এর জন্য ফি প্রযোজ্য হবে। আর দরকার না হলে “না” দিতে না এর পাশে থাকা বোতামে চাপুন।

#৬. টাকা বের হতে অপেক্ষা করুন এবং টাকা সংগ্রহ করুন: টাকা বের হতে কিছুক্ষণ সময় নিবে। তারপর CRM ম্যাশিনের নির্দিষ্ট স্থান দিয়ে আপনার টাকা বেরিয়ে আসবে। এখন আপনি তা সংগ্রহ করে নিন।

ADVERTISEMENT

#৭ পরবর্তি লেনদেনের ব্যাপারে হ্যাঁ অথবা না দিন: আপনি কি আর লেনদেন করতে চান? করলে হ্যাঁ এর পাশের বাটনে চাপ দিয়ে পূর্বের ন্যায় শুরু করুন। আর না চাইলে না এর পাশে থাকা বাটনে চাপুন।

চাপার পরপরই বুথ থেকে আপনার কার্ডটি বেরিয়ে আসবে। তখন কার্ডটি সংগ্রহ করুন।

আরো পড়ুন- ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম

ADVERTISEMENT

FAQs

dbbl এটিএম বুথ থেকে সর্বোনিন্ম ও সর্বোচ্চ কতো টাকা তোলা যায়?

ডাচ বাংলার এটিএম বুথ থেকে সর্বোনিন্ম ৫০০ টাকা এবং সর্বোচ্চ ২০,০০০ টাকা একবারে তোলা যায়। এর থেকে বেশি তুলতে চাইলে একের অধিকবার উইথড্র দিতে হবে।

এটিএম থেকে টাকা তুলতে কি কোন ফি কাটবে?

এটিএম থেকে টাকা তুলতে কোন ফি কাটা হয় না। তবে আপনি যদি রিসিট সংগ্রহ করেন তবে কাটা হবে।

আরো পড়ুন

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।