বিদেশ থেকে বিকাশ একাউন্ট খোলার নিয়ম জেনে নিন
আগে বিকাশের সার্ভিস শুধু মাত্র বাংলাদেশে এভেইলএবল ছিল। আর এখন বিকাশের নতুন আপডেট অনুযায়ি গ্রাহকরা বিদেশে বসেও বিকাশ অ্যাপ চালাতে পারবেন। এক্ষেত্রে তারা বিদেশে থাকা রেমিটেন্স চ্যানেল থেকে টাকা লোড…
আগে বিকাশের সার্ভিস শুধু মাত্র বাংলাদেশে এভেইলএবল ছিল। আর এখন বিকাশের নতুন আপডেট অনুযায়ি গ্রাহকরা বিদেশে বসেও বিকাশ অ্যাপ চালাতে পারবেন। এক্ষেত্রে তারা বিদেশে থাকা রেমিটেন্স চ্যানেল থেকে টাকা লোড করে দেশে থাকা প্রিয়জনের নাম্বারে সেন্ড মানি করে দিতে পারবেন।
তবে বিদেশ থেকে আপনি বিকাশ একাউন্ট ব্যবহার করতে পারলেও সেখানে আপনার জন্য সুযোগ সুবিধা থাকবে সিমিত। সেখান থেকে আপনি সেন্ড মানি বা বিকাশ থেকে মোবাইল রিচার্জ করার মতো অল্প কিছু সেবা নিতে পারবেন। চলুন এই ব্যাপারে আরো বিস্তারিত জেনে নেয়া যাক।
Table of Contents
বিদেশে বিকাশ একাউন্ট খুলতে যা যা লাগবে
- বিদেশি একটি সচল মোবাইল নাম্বার।
- পাসপোর্ট।
- জাতীয় পরিচয় পত্রের ছবি।
জাতীয় পরিচয়পত্রের ছবি আপনি অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন। একাউন্ট খোলার সময় এই জিনিসগুলো আপনার সাথে থাকতে হবে।
বিদেশ থেকে বিকাশ একাউন্ট খোলার নিয়ম
বিদেশ থেকে বিকাশ একাউন্ট রেজিস্ট্রেশন করতে যা যা করতে হবে তা নিচে পর্যায়ক্রমে তুলে ধরা হলো।
- প্লে-স্টোর থেকে বিকাশ অ্যাপ ডাউনলোড করুন।
- বিকাশ এপটি ওপেন করার পর লগইন/রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন।
- আপনি যে দেশে অবস্থান করছেন সেই দেশটি সিলেক্ট করুন।
- দেশ সিলেক্ট করার পর আপনার বিদেশি মোবাইল নাম্বার যেটি আপনি ব্যবহার করেন সেটি দিন।
- আপনার দেয়া বিদেশি মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে, সেই ওটিপি কোডটি দিয়ে আপনার নাম্বার ভেরিফিকেশন করে নিন।
- এবার কিছু শর্তাবলি-তে সম্মতি চাইবে, চাইলে সেগুলো পড়ে নিয়ে সম্মতি দিতে একটি খালি বক্স থাকবে, সেখানে ক্লিক করুন।
- তারপর দেশ ত্যাগের প্রমাণ হিসেবে পাসপোর্টের দেশ ত্যাগ/বিদেশে আগমনের স্ট্যাম্পের ছবি আপলোড করুন।
- এরপর বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রের ছবি তুলুন, প্রথমে এক পাশের ছবি তুলার পর অপর পাশের ছবি তুলুন পর্যায়ক্রমে।
- পরের ধাপে আপনার দেয়া জাতীয় পরিচয় পত্র থেকে অটোমেটিক কিছু তথ্য প্রদর্শিত হবে। এই তথ্য গুলো ভালো করে দেখে নিয়ে পরের ধাপে চলে যান।
- তারপর আপনার কিছু সাধারণ তথ্য প্রদান করুন।
- তারপর যাচাই করতে আপনার চেহারার ছবি তুলুন।
- সাবমিশন নিশ্চিত করুন।
- লগইন করার জন্য নতুন পিন সেট আপ করুন।
- এবার এই পিন দিয়ে লগইন করুন এবং বিকাশ ব্যবহার করুন।
আরো পড়ুন- বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম
বিদেশ থেকে যেভাবে বিকাশ মোবাইল নম্বর পরিবর্তন করবেন
আপনার যদি অলরেডি একটি বিকাশ একাউন্ট খোলা থাকে যেটি আপনি দেশে খুলেছেন এবং এখন আপনি বিদেশে সেই একাউন্টি ব্যবহার করতে চাচ্ছেন, তবে আপনাকে আপনার নাম্বার পরিবর্তন করে নিতে হবে। নাম্বার পরিবর্তন করে আপনি যেদেশে আছেন সেখানকার নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। কিভাবে করবেন চলুন দেখে নেয়া যাক।
- প্লে-স্টোর থেকে বিকাশ অ্যাপ ডাউনলোড করুন।
- বিকাশ এপটি ওপেন করার পর “বিকাশ নাম্বার পরিবর্তন” বাটনে ক্লিক করুন।
- একটি পপআপ ম্যাসেজ আসবে, সেটি পড়ে নিয়ে নিচে থাকা “Proceed” অপশনে ক্লিক করতে হবে।
- এরপর আপনার বাংলাদেশি মোবাইল নাম্বারটি দিতে হবে, যেটি দিয়ে আপনি আপনার বিকাশ একাউন্ট খুলেছেন।
- পরের ধাপে আপনার বিদেশে ব্যবহৃত মোবাইল নাম্বারটি দিতে হবে।
- এবার আপনার সেই বিদেশি নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপি টি দিয়ে আপনাকে “Confirm” করতে হবে।
- তারপর দেশ ত্যাগের প্রমাণ হিসেবে পাসপোর্টের দেশ ত্যাগ/বিদেশে আগমনের স্ট্যাম্পের ছবি আপলোড করুন।
- এরপর আপনাকে ভেরিফিকেশন করতে আপনার ছবি তুলুন।
- ছবি তোলার পর আপনার বিদেশি নাম্বারে একটি অস্থায়ি পিন পাঠানো হবে, সেই পিনটি দিন।
- অস্থায়ি পিন দেয়ার পর আপনার নতুন পিন সেট আপ করুন।
- এবার এই পিন দিয়ে লগইন করুন এবং বিকাশ ব্যবহার করুন।
যেসব দেশে আপনি বিকাশ অ্যাপ ব্যবহার করতে পারবেন
এই পোস্টি যখন লিখা হচ্ছে তখন পর্যন্ত প্রায় ১২ টি দেশে বিকাশ তাদের একাউন্ট খোলার সুবিধা চালু করেছে। ভবিষ্যতে এমন আরো অনেক দেশে বিকাশ ধীরে ধীরে তাদের কার্যক্রম বিস্তৃত করবে। তখন নিচের লিস্টের বাইরে আরো অন্যান্য দেশ থেকেও বিকাশ চালানো সম্ভব হবে। এখন আসুন অলরেডি যুক্ত হওয়া দেশ গুলোর নাম দেখে নেয়া যাক।
- সংযুক্ত আরব আমিরাত,
- যুক্তরাজ্য,
- সৌদি আরব,
- সিঙ্গাপুর,
- মালয়েশিয়া,
- ওমান,
- দক্ষিণ কোরিয়া,
- ইতালি,
- কাতার,
- কুয়েত,
- বাহরাইন,
- দক্ষিণ আফ্রিকা
বিদেশ থেকে যেসব সুবিধা ব্যবহার করা যাবে
বিদেশে বিকাশের সকল সুবিধা এভেইলেবল নয়। আপনি হাতে গোনা কয়েকটি মাত্র সুবিধা বিদেশ থেকে ব্যবহার করতে পারবেন। এর মধ্যে আছে:
- সেন্ড মানি
- মোবাইল রিচার্জ
- রেমিটেন্স
বিকাশ বিদেশ থেকে চালানো নিয়ে প্রশ্ন এবং উত্তর
না, আপনি বিদেশে করা আপনার বিকাশ একাউন্টিতে বিকাশের সকল ফিচার ব্যবহার করতে পারবেন না। শুধু মাত্র সেন্ড মানি বা মোবাইল রিচার্জের মতো ২-৩ টি সেবা আপনি বিকাশ থেকে নিতে পারবেন বিদেশে বসে।
হ্যা, সম্ভব। বিকাশ এই সুবিধা চালু করেছে। আপনি যে দেশে আছেন, সেখানকার নাম্বার দিয়ে একাউন্ট করতে পারবেন।
মানি ট্রান্সফার এজেন্সিগুলোর কাছ থেকে আপনি আপনার একাউন্টে টাকা ঢুকিয়ে নিতে পারবেন।
হ্যাঁ, বিদেশে বিকাশ একাউন্ট থেকে আপনি যেকোনো বাংলাদেশি বিকাশ একাউন্টে টাকা সেন্ড মানি করতে পারবেন।
বিকাশ নিয়ে আমাদের অন্যান্য পোস্ট গুলো পড়ুন
- বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম
- বিকাশ থেকে সোনালী ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম
- বিকাশ থেকে কার্ডে টাকা পাঠানোর নিয়ম
- বিকাশে ভুল নাম্বারে টাকা গেলে করণীয়
- নন বিকাশ নাম্বারে টাকা চলে গেলে ফেরত পেতে করণীয়
- বিকাশ একাউন্ট নাম্বার পরিবর্তন করার নিয়ম
- আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম