বিকাশ থেকে কার্ডে টাকা পাঠানোর নিয়ম জেনে নিন

বিকাশ থেকে কার্ডে টাকা পাঠানোর উপায় খুজছেন? এই পোস্টে আমি বিকাশ থেকে কার্ডে টাকা পাঠানোর নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।

ADVERTISEMENT

বিকাশ থেকে কার্ডে টাকা পাঠানোর নিয়ম খুব একটা কঠিন কিছু নয়। আপনি চাইলে ঘরে বসেই আপনার হাতে থাকা মোবাইল থেকে বিকাশ এপ ব্যবহার করে আপনার কার্ডে টাকা ট্রান্সফার করে ফেলতে পারবেন।

পূর্বে বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম থাকলেও এখন বিকাশ থেকে কার্ডে টাকা পাঠানোর নিয়ম চালু করেছে bkash, যা তাদের গ্রাহকদের জন্য একটি বিশেষ সুবিধা। তবে এতে একটি ফি প্রযোজ্য হবে।

ADVERTISEMENT

যাই হোক। এই পোস্টে আমরা বিকাশ থেকে কার্ডে টাকা পাঠানোর উপায় জানতে পারবো এবং সেই সাথে বিকাশ টু কার্ড টাকা ট্রান্সফারে কেমন চার্জ কাটবে তাও জেনে নিবো। চলুন তাহলে শুরু করা যাক।

বিকাশ থেকে কার্ডে টাকা পাঠানোর নিয়ম

বিকাশ থেকে আপনার ব্যাংক কার্ডে টাকা ট্রান্সফার করতে হলে বিকাশ এপ থেকে “ট্রান্সফার মানি”-তে গিয়ে “কার্ড” সিলেক্ট করতে হবে। তারপর ভিসা ডেভিট কার্ডকার্ড নাম্বার দিয়ে Agree হয়ে আপনার ট্রান্সফার এমাউন্ট লিখে দিন। লেখা হলে আপনার বিকাশ পিন দিয়ে বিকাশ ট্যাপ করে ধরে রাখুন। ব্যাস আপনার কার্ডে টাকা ট্রান্সফার হয়ে যাবে। টাকা ট্রান্সফার দেয়ার পর বিকাশ একাউন্ট চেক করে নিন।

ADVERTISEMENT

বিকাশ থেকে কার্ডে টাকা পাঠানোর নিয়ম বিস্তারিত দেখুন

বিকাশ থেকে ব্যাংকের কার্ডে টাকা পাঠাতে যেসকল স্টেপ গুলো অনুসরণ করতে হবে সেগুলো নিচে পর্যায়ক্রমে তুলে ধরা হলো।

#১. বিকাশ এপে লগইন করুন: আপনার মোবাইল থেকে বিকাশে আপনার একাউন্টে পিন দিয়ে লগইন করুন। যদি পিন ভুলে যান তবে বিকাশের পিন ভুলে গেলে করণীয় দেখে নিন।

#২. ”ট্রান্সফার মানি” অপশনে ক্লিক করুন: বিকাশের হোম পেজ থেকে “ট্রান্সফার মানি” অপশনে ক্লিক করুন।

ADVERTISEMENT
বিকাশ থেকে কার্ডে টাকা পাঠানোর নিয়ম

#৩. “কার্ড”-এ ক্লিক করুন: ট্রান্সফার মানি অপশনে আসার পর “কার্ড”-এ ক্লিক করুন।

বিকাশ থেকে কার্ডে টাকা পাঠানোর নিয়ম

#৪. “ভিসা ডেভিট কার্ড” সিলেক্ট করুন: পরবর্তি অপশনে ভিসা ডেভিট কার্ড সিলেক্ট করুন।

বিকাশ থেকে কার্ডে টাকা পাঠানোর নিয়ম

#৫. ভিসা কার্ড নাম্বার দিন: ভিসা ডেভিট কার্ড সিলেক্ট করার পর সেই কার্ডের যে ১৬ ডিজিট নাম্বারটি আছে, তা দিন।

ADVERTISEMENT

#৬. ”টার্মস এন্ড কন্ডিশন”-এ Agree দিন: এরপর Terms & Condition এর সাথে সম্মত হতে Agree তে ট্যাপ করে এগিয়ে যান।

#৭. টাকার এমাউন্ট লিখুন: আপনি কতো টাকা বিকাশ থেকে কার্ডে ট্রান্সফার করতে চান তা লিখুন।

#৮. বিকাশ পিন দিন: আপনার বিকাশ পিনটি দিন।

#৯. ট্যাপ করে ট্রান্সফার সম্পন্ন করুন: সবশেষে বিকাশের উপর ট্যাপ করে আপনার টাকা কার্ড ট্রান্সফার সম্পন্ন করুন।

ADVERTISEMENT

আরো পড়ুন- বিকাশ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার

বিকাশ থেকে কার্ডে টাকা পাঠানোর চার্জ

বিকাশ থেকে আপনার কার্ডে টাকা পাঠাতে হলে হাজারে একটি নির্দিষ্ট এমাউন্ট চার্জ বিকাশ কে দিতে হবে। এই এমাউন্ট ২৫,০০০/- পর্যন্ত এক রকম, আবার তার উপরে গেলে আরেক রকম। নিচে পার্সেন্টেজ গুলো দেখে নেয়া যাক।

২৫,০০০ টাকা পর্যন্ত১.২৫%
২৫,০০০ টাকার বেশি১.৪৯%

অর্থাৎ ২৫,০০০ টাকা পর্যন্ত প্রতি হাজারে ১২.৫০ টাকা করে এবং ২৫,০০০ টাকার বেশি হলে প্রতি হাজারে ১.৪৯% করে বিকাশ কতৃক চার্জ করা হবে।

ADVERTISEMENT
আরো পড়ুন- ভিসা কার্ড থেকে বিকাশে টাকা আনার নিয়ম

বিকাশ থেকে আর অন্য যেখানে পাঠানো যাবে

বিকাশের অন্যান্য পোস্ট গুলো পড়ুন

ক্যাটাগরিbkash
হোমbankline
ADVERTISEMENT

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *