নমিনি পরিবর্তনের নিয়ম | একাউন্টের নমিনি পরিবর্তনের আবেদন
ব্যাংক একাউন্টের নমিনি পরিবর্তন করা সম্ভব। এর জন্য আপনাকে ব্যাংকে ম্যানেজার বরাবর একটি আবেদন করতে হবে। এই পোস্টে আমরা দেখবো কিভাবে একটি আবেদন করা যায়।
নতুন নতুন ব্যাংক একাউন্ট করতে গিয়ে আমরা অনেক সময় না বুঝে যাকে তাকে নমিনি বানিয়ে ফেলি, বা কোনো পরিকল্পনা ছাড়া একজনকে নমিনি দিয়ে দেই। এতে করে হয়তো পরে আবার আমাদের তা পরবর্তন করার দরকার হয়ে থাকে।
এছাড়াও আবার আমরা অনেক সময় চাইয়ে যিনি বর্তমানে নমিনি আছে, তার পাশাপাশি আরেকজন কে নমিনি বানাতে। কারণ যাই হোক, নমিনি পরিবর্তন বা অন্য কিছু, এর জন্য আপনাকে ম্যানেজার বরাবর ব্যাংক একাউন্টের নমিনি পরিবর্তনের দরখাস্ত করতে হবে। সাথে নতুন নমিনির কিছু ডকুমেন্টস নিয়ে যেতে হবে।
এই পোস্টে আমরা দেখবো নমিনি পরিবর্তনের নিয়ম কি এবং নমিনি পরিবর্তনের দরখাস্ত লেখার নিয়ম কি তা। চলুন তাহলে শুরু করা যাক।
নমিনি পরিবর্তনের নিয়ম
নমিনি পরিবর্তনের জন্য ব্যাংক হিসাবধারীকে ব্যাংকের ম্যানেজার বরাবর নমিনি পরিবর্তনের দরখাস্ত করতে হবে। এক্ষেত্রে হিসাবধারীকে নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি এবং তার এনআইডির একটি কপি উক্ত আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। যদি নমিনি একের অধিক হয় তবে কোন নমিনিকে কতো শতাংশের নমিনি করতে চান তা দরখাস্তে উল্লেখ করে দিবেন।
আরো পড়ুন- ইসলামি ব্যাংকগুলো কি ঘুরিয়ে সুদ খায়?
নমিনি পরিবর্তনের দরখাস্ত
তারিখ: ২৪/০৩/২৩
বরাবর
ম্যানেজার/ ব্যবস্থাপক
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
লিচুবাগান, রাঙ্গুনিয়া শাখা
চট্টগ্রাম
বিষয়: ব্যাংক হিসাবে নমিনি পরিবর্তন/ সংযোজন করা প্রসংগে।
মহোদয়,
বিনীত নিবেদন এই যে, আমি মোঃ ওমর ছালেহীন, ব্যাংক হিসাব নম্বর: 1234567891234, আপনার শাখার একজন হিসাবধারী। বর্তমানে আমার কিছু ব্যক্তিগত সমস্যার কারণে উক্ত হিসাবের নমিনি পরিবর্তন করা বিশেষ প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।
অতএব, মহোদয়ের নিকট আমার বিনিত আবেদন এই যে, উক্ত হিসাবের নমিনি পরিবর্তন/ নমিনি সংযোজন ফর্ম প্রদান এবং উক্ত কার্যাদি সুসম্পন্ন করতে আপনার একান্ত সাহায্য কামনা করছি।
নিবেদক
স্বাক্ষর:
নাম: মোঃ ওমর ছালেহীন
ঠিকানা: কাপ্তাই রাঙ্গামাটি
হিসাব নম্বর: 1234567891234
মোবাইল নম্বর: 018********
বর্তমান নমিনি: ……………………………… পুরাতন নমিনি:………………………………………………………..
এক্ষেত্রে অবশ্যই একাধিক নমিনি যুক্ত করতে পারবেন। বর্তমান নমিনি ব্যবস্থায় ক্রমিক নং ১ ও ২ দিয়ে নমিনি সংযোজন করা যাবে।
যেমন-
নমিনি- ১.
নমিনি- ২.
ব্যাংক হিসাবের আরো কিছু আবেদন করার নিয়ম দেখুন
- ব্যাংক ঋণের জন্য আবেদন পত্র লেখার নিয়ম
- ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট আবেদন
- ব্যাংক স্টেটমেন্ট এর জন্য আবেদন
- নতুন চেক বইয়ের জন্য আবেদন করার নিয়ম
- এক ব্যাংকের চেক অন্য ব্যাংকে জমা দেয়ার নিয়ম
- ব্যাংকের চেক বই হারিয়ে গেলে করণীয়