ব্যাংক একাউন্টের নাম পরিবর্তন করার নিয়ম

আপনার ব্যাংক একাউন্টের নামে কি ভুল আছে? আপনি কি আপনার ব্যাংক একাউন্টের নাম পরিবর্তন করতে চান? দেখে নিন কিভাবে আপনি আপনার একাউন্টের নাম পরিবর্তন করতে পারবেন।

ADVERTISEMENT

আমরা অনেক সময় Bank -এ যেসকল ডকুমেন্টস দিয়ে থাকি তাতে হয়তো আমাদের নামে ভুল থাকে। যা পরে আমরা সংশোধন করলে ব্যাংকেও তা পরিবর্তন করার প্রয়োজন পড়ে। এমন আরো অনেক কারণে আমাদের ব্যাংক একাউন্টের নাম পরিবর্তনের দরকার হয়।

তখন আমরা চিন্তায় পড়ে যাই যে আমাদের কি করা উচিত এই নাম পরিবর্তনে বা আদো এই নাম পরিবর্তন করতে পারবো কিনা। তবে আপনার জন্য সুখবর হলো যে আপনি আপনার ব্যাংকের একাউন্টের ভুল নামটি সহজেই পরিবর্তন করতে পারবেন।

ADVERTISEMENT

আজকের এই পোস্টে আমরা দেখবো ব্যাংক একাউন্টের নাম পরিবর্তন করার নিয়ম। সেই সাথে এর জন্য প্রয়োজনিয় কাগজপত্র কি কি দরকার হয় তা এবং আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়। চলুন তাহলে শুরু করা যাক।

ব্যাংক একাউন্টের নাম পরিবর্তনের নিয়ম

ব্যাংক একাউন্টের নাম পরিবর্তন করার জন্য আপনার কিছু ডকুমেন্টস দরকার হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে আপনি শুধু আপনার কাগজপত্রাদি যেমন এনআইডি কার্ড নিয়ে ব্যাংকে গিয়ে আপনার নাম পরিবর্তনের ব্যাপারে বললে তারা আপনাকে পর্যাপ্ত সহযোগিতা দিবে এবং আপনার নামে ভুল থাকলে তা পরিবর্তন করে দিবে।

তবে কিছু কিছু ব্যাংকে হয়তো আপনাকে কিছু বেশি নিয়ম মানতে হতে পারে এবং কিছু ধাপ অনুসরণ করতে হতে পারে। অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে আপনাকে সাধারণত নিচের এই ধাপ গুলো অনুসরণ করতে হবে:

ADVERTISEMENT

ধাপ ১: প্রয়োজনীয় ডকুমেন্টস সংগ্রহ করুন

অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে আপনাকে ব্যাংকে কিছু ডকুমেন্টস সরবরাহ করতে হবে। এর মধ্যে সাধারণত একটি বৈধ সরকার-প্রদত্ত আইডি, যেখানে আপনার ছবি আছে, যেমন পাসপোর্ট, জাতীয় আইডি কার্ড, বা ড্রাইভিং লাইসেন্স। ঠিকানার প্রমাণ, যেমন একটি ইউটিলিটি বিলের কপি এবং নাম পরিবর্তন করার জন্য একটি লিখিত আবেদন অন্তর্ভুক্ত করে দিতে হবে।

ধাপ ২: ব্যাংকের শাখায় যান

প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো পেয়ে গেলে আপনাকে আপনার ব্যাংক শাখায় যেতে হবে যেখানে আপনার অ্যাকাউন্ট রয়েছে। আপনাকে আপনার আসল ডকুমেন্টস গুলো সহ এবং ব্যাংকের প্রয়োজন হতে পারে এমন যেকোনো ডকুমেন্ট-এর কপি আনতে হবে।

ধাপ ৩: প্রাসঙ্গিক ফর্মগুলি পূরণ করুন

অ্যাকাউন্টে নাম পরিবর্তন করার জন্য ব্যাংক আপনাকে একটি ফর্ম প্রদান করবে। আপনাকে আপনার বর্তমান অ্যাকাউন্টের বিশদ বিবরণ এবং আপনি যে নতুন নাম ব্যবহার করতে চান তা প্রদান করতে হবে। এখানে ব্যাংক আপনাকে এই ফর্ম পূরণে সহযোগিতা করবে। তবে কিছু ব্যাংকে হয়তো আপনার কোনো ফর্ম পূরণ করার দরকার হবে না। শুধু আপনার ডকুমেন্টস তাদের দিয়ে আপনার সমস্যা সম্পর্কে জানাবেন, তারা তা ঠিক করে দিবে।

ADVERTISEMENT

ধাপ ৪: আবেদন জমা দিন

ফর্ম পূরণ করার দরকার হলে তা পূরণ করার পর আপনাকে আপনার প্রয়োজনিয় ডকুমেন্টস গুলো সহ ফর্ম ব্যাংকে জমা দিতে হবে। ব্যাংক সম্ভবত তাদের অভ্যন্তরীণ পদ্ধতির উপর নির্ভর করে কয়েক কর্মদিবসের মধ্যে আপনার আবেদন প্রসেসিং করবে।

একাউন্টের নাম পরিবর্তনে প্রয়োজনিয় কাগজপত্র

ব্যাংক একাউন্টের নাম পরিবর্তনের জন্য আপনাকে আপনার নামের সাথে সম্পর্কিত কিছু ডকুমেন্টস সাবমিট করতে হতে পারে। ডকুমেন্টস গুলো হলো:

  • একটি বৈধ সরকার-প্রদত্ত আইডি, যেখানে আপনার ছবি আছে, যেমন পাসপোর্ট, জাতীয় আইডি কার্ড, বা ড্রাইভিং লাইসেন্স।
  • ইউটিলিটি বিলের কপি (কিছু ব্যাংকে হয়তো এটি দরকার হবে না)।
  • নাম পরিবর্তন করার জন্য একটি লিখিত আবেদন (কিছু ব্যাংকে হয়তো এটি দরকার হবে না)।

এখানে কি দরকার হবে এবং কি দরকার হবে তা জানতে পারবেন আপনার ব্যাংকে যোগাযোগের মাধ্যমে। বেশিরভাগ ক্ষেত্রে ব্যাংক হয়তো আনপার কাছ থেকে শুধু একটি ভোটার আইডি কার্ডের কপি চাইবে এবং এটি দিয়েই আপনার সমস্যা সমাধান করে দিবে।

ADVERTISEMENT

আরো পড়ুন- বিভিন্ন ব্যাংকের একাউন্ট চেক করার নিয়ম

একাউন্টের নাম পরিবর্তনের জন্য আবেদন লেখার নিয়ম

তারিখ: ২৫/০১/২০২৩

বরাবর
ম্যানেজার
ইসলামী ব্যাংক পিএলসি
কাপ্তাই, রাঙ্গামাটি
বিষয়: ব্যাংক একাউন্টের নাম সংশোধনের জন্য আবেদন।

জনাব

ADVERTISEMENT

সবিনয়ে নিবেদন এই যে, আমি মোঃ ওমর ছালেহীন, আমার ব্যাংক হিসাব নম্বর ১১২৩৪৫৬৭৭৮। সপ্তাহ খানেক আগে আমি আপনার ব্যাংক শাখায় একটি একাউন্ট করেছিলাম এবং প্রয়োজনিয় কাগজপত্রাদি জমা করেছিলাম। তবে গতকাল আমি আমার চেক বই সংগ্রহ করার সময় চেকের উপর আমার নামে ভুল দেখতে পাই। আমার প্রকৃত নাম মোঃ ওমর ছালেহীন, কিন্তু সেখানে লেখা আছে মোঃ ওমর ফারুক।

অতএব জনাবের নিকট সবিনয়ে নিবেদন এই যে, আমার একাউন্টে নামের এই ভুলটি সংশোধন করে দিলে আপনার নিকট চির কৃতঙ্গ থাকিবো।

নিবেদক
নাম: মোঃ ওমর ছালেহীন
হিসাব নম্বর: ১১২৩৪৫৬৭৭৮
ঠিকানা: কাপ্তাই রাঙ্গামাটি
মোবাইল: 01800000000

ADVERTISEMENT

ব্যাংক একাউন্টের নামে ভুল হওয়ার কারণ এবং সতর্কতা

বেশ কিছু কারণে আমাদের ব্যাংক একাউন্টের নামে ভুল হতে পারে। যেমন:

  • গ্রাহক যদি ভুল তথ্য সম্বলিত কোনো কাগজপত্রাদি জমা করে।
  • এজেন্ট, যিনি কম্পিউটারে তথ্য সাবমিট করেন, তিনি যদি টাইপিং মিসটেক করেন।

এসব ক্ষেত্রে আপনি কিছুটা সতর্কতা অবলম্বন করতে পারেন। যেমন:

  • সঠিক তথ্য এবং কাগজপত্রাদি ব্যাংকে জমা করা।
  • একাউন্ট হয়ে যাওয়ার পর একাউন্টের তথ্যদি ব্যাংকে গিয়ে চেক করে নেয়া।

আরো পড়ুন- ব্যাংকের চেক বই হারিয়ে গেলে করণীয়

শেষকথা

বেশির ভাগ ব্যাংকে এখন এসকল নিয়ম আরো সহজ করা হয়েছে। আপনি শুধু আপনার জাতীয় পরিচয়পত্র সাথে করে নিয়ে গিয়ে আপনার নামের ভুল সংশোধন করে আসতে পারবেন।

এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে কিছু ব্যাংকের ডকুমেন্টস চাওয়ার ব্যাপারে ভিন্ন প্রয়োজনীয়তা এবং অন্য কোনো নিয়ম থাকতে পারে। তাই আপনার অ্যাকাউন্টে নাম পরিবর্তন করার জন্য প্রয়োজনীয় নির্দিষ্ট কাজগুলো সম্পর্কে নিশ্চিত হতে সরাসরি আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করা উচিত হবে।

ব্যাংক হিসাবের আরো কিছু আবেদন করার নিয়ম দেখুন

ক্যাটাগরিতে যানBanking
হোমে যানBankline
ADVERTISEMENT

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *