নতুন চেক বইয়ের জন্য আবেদন করার নিয়ম
আপনার চেক বইয়ের পাতা কি শেষ? কিভাবে নতুন চেকের জন্য আবেদন করবেন বুঝতে পারছেন না? এই পোস্টে এবিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
নতুন চেক বইয়ের জন্য আবেদন পত্র লিখা ছাড়াও একাধিক নিয়মে আপনার চেকের জন্য ব্যাংকে আবেদন করতে পারবেন। তবে ব্যাংক ভেদে সব ধরণের সুবিধা এভেইলএবল নাও থাকতে পারে। কোথাও হয়তো অনলাইনে আবেদন করতে পারবেন, আবার কোথাও আবেদন লিখে চেকের আবেদন করতে হতে পারে।
যাই হোক, এই পোস্টে আমরা দেখবো নতুন চেক বইয়ের জন্য আবেদন পত্র লিখার নিয়ম এবং আর কোন কোন নিয়মে আপনি আপনার ব্যাংকে চেকের জন্য রিকুয়েস্ট করতে পারবেন সে নিয়ম গুলো। চলুন তবে শুরু করা যাক।
নতুন চেক বইয়ের জন্য আবেদন করার নিয়ম গুলো
ব্যাংক ভেদে যে ভিন্ন ভিন্ন নিয়ম গুলোতে আপনি চেক বইয়ের জন্য আবেদন করতে পারেন তা হলো:
- চেক রিকুইজিশন স্লিপ ব্যবহার করে।
- ব্যাংকের কাছ থেকে নির্দিষ্ট ফর্ম বা স্লিপ সংগ্রহ করে।
- ব্যাংক বরাবর দরখাস্ত লিখে।
- অনলাইনে আবেদনের অপশন থাকলে তা ব্যবহার করে।
চেক রিকুইজিশন স্লিপ
ব্যাংকের কাছ থেকে পাওয়া আগের চেক বইয়ের শেষের দিকে একটি চেক রিকুইজিশন স্লিপ থাকে পাবেন। চেক শেষ হয়ে আসলে এই স্লিপটি পূরণ করে চেক থেকে আলাদা করে ব্যাংকে জমা দিলে ব্যাংক আপনাকে একটি নতুন চেক ইসু করে দিবে।
আরো পড়ুন- ব্যাংকের চেক বই হারিয়ে গেলে করণীয়
নির্দিষ্ট ফর্ম বা স্লিপ সংগ্রহ
যদি কোনো কারণে আপনার চেক রিকুইজিশন স্লিপটি নষ্ট হয়ে যায়ে বা হারিয়ে যায় তবে চিন্তার কিছু নেই। আপনি এক্ষেত্রে ব্যাংক থেকে একটি নির্দিষ্ট ফর্ম বা স্লিপ সংগ্রহ করতে পারেন। তারপর তা পূরণ করে ব্যাংকে নতুন চেকের জন্য জমা করে দিন, ব্যাংক আপনাকে একটি চেক ইসু করে দিবে।
ব্যাংক বরাবর চেকের দরখাস্ত
অনেক সময় কিছু ব্যাংক হয়তো উপরে উল্লেখিত ধরণের স্লিপ বা ফর্মের ব্যবস্থা নাও রাখতে পারে। তখন কোনো কোনো ব্যাংকে আপনার একাউন্ট নাম্বার উল্লেখ পূর্বক আপনাকে একটি দরখাস্ত লিখতে হতে পারে। নিচে এমনি একটি দরখাস্ত তুলে ধরা হলো।
নতুন চেক বইয়ের জন্য আবেদন পত্র
অনলাইনে চেকের আবেদনের
কোনো কোনো ব্যাংক তাদের অনলাইন ব্যাংকিং সিস্টেমে চেকের জন্য আবেদন করার অপশন রাখে। আপনি আপনার ব্যাংকের অনলাইনে নির্দিষ্ট মেনুতে গিয়ে, চেক বই এর জন্য রিকোয়েস্ট করতে পারবেন। ব্যাংকের অনলাইন ব্যাংকিং সিস্টেমের সাথে পরিচিত থাকলে সেখানে একটু খুজে দেখুন, অপশনটি পেয়ে যাবেন। পরিচিত না থাকলে উক্ত অনলাইন সিস্টেম সম্পর্কে গুগলে সার্চ করে জেনে নিতে পারেন।
চেক ছাড়া আরো যেভাবে টাকা তুলতে পারবেন জানতে পড়ুন- এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম। |
শেষকথা
নতুন চেক বইয়ের জন্য আবেদন এর নিয়ম ব্যাংক ভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। অনেক সময় কিছু ব্যাংকে এতো বড় আবেদন না লিখে বা এতো কিছু না করে শুধু আপনার একাউন্ট নাম্বার কাগজে লিখে নিয়ে ব্যাংকে শাখায় যোগাযোগ করলে তারা প্রয়োজনিয় ব্যবস্থা নিয়ে থাকে। যাই হোক, আপনার ব্যাংকে যে সিস্টেমটি কার্যকর হয় তা এপ্লাই করুন।
আরো পড়ুন- ইসলামীক ব্যাংকিং সিস্টেম
আরো পড়ুন
- ব্যাংক স্টেটমেন্ট এর জন্য আবেদন
- ব্যাংক ঋণের জন্য ম্যানেজারের নিকট আবেদন
- ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
- অনলাইনে ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম
- এক ব্যাংকের চেক অন্য ব্যাংকে জমা দেয়ার নিয়ম
- ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম
- ব্যাংক এবং এনজিও এর মধ্যে পার্থক্য