রূপালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
আপনি কি রূপালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম খুজছেন? এখানে রুপালি ব্যাংকের একটি একাউন্ট অনলাইন বা অফলাইন, দুভাবেই করার নিয়ম বিস্তারিত ভাবে তুলে ধরা হয়েছে।
বাংলাদেশে যে অল্প কয়েকটি সরকারী ব্যাংক রয়েছে তার মধ্যে রুপালি ব্যাংক একটি। ১৯৭২ সালে রাষ্ট্রপ্রতির একটি আদেশের পর তিনটি আলাদা ব্যাংককে ভেঙে একটি ব্যাংকে পরিণত করা হয় এবং নাম দেয়া হয় রুপালি ব্যাংক।
এটি বর্তমানে বাংলাদেশে অন্যতম একটি সরকার নিয়ন্ত্রিত বানিজ্যিক ব্যাংক। যার লক্ষ দেশের মানুষ কে বিভিন্ন ধরণের আর্থিক সেবা প্রদান করা।
এখানে আমি আলোচনা করবো সরাসরি ব্যাংকে গিয়ে অথবা অনলাইনে কি রূপালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম অনুসরণ করে একটি ব্যাংক একাউন্ট খোলা যায় কিনা। চলুন তাহলে শুরু করি।
রূপালী ব্যাংক একাউন্ট খুলতে যা যা লাগবে
- একাউন্ট ওপেনিং ফর্ম সংগ্রহ করতে হবে।
- ছবি যুক্ত আইডি কার্ড লাগবে (ভোটার আইডি কার্ড/ জন্ম নিবন্ধন/ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স)।
- আপনার অবস্থান নিশ্চিতে ইউটিলিটি বিলের কপি (গ্যাস বিল/ বিদ্যুৎ বিল/ ওয়াসার বিল)।
- নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
- নমিনির ছবি যুক্ত আইডি কার্ডের ফটোকপি।
- ইন্ট্রুডিউছার লাগবে (যার মাধ্যমে আপনি ব্যাংকে একাউন্ট করতে এসেছেন)।
- টিন সার্টিফিকেট লাগবে (বাধ্যতামূলক নয়)।
- সচল মোবাইল নাম্বার লাগবে।
- ৫০০ টাকা ডিপোজিট করতে হবে।
আরো পড়ুন- জন্ম নিবন্ধন দিয়ে ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
রূপালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
একাউন্ট করার জন্য প্রয়োজনিয় ডকুমেন্টস, যেমন: এনআইডি কার্ড, ২ কপি ছবি, ইউটিলিটি বিলের কপি, ইত্যাদি নিয়ে আপনার নিকটস্থ রুপালি ব্যাংকের শাখায় চলে যান। সেখানে গিয়ে আপনার একাউন্ট খুলার ব্যাপারে ব্যাংকের কর্মকর্তাদের বললে তারা আপনাকে একটি ফর্ম দিবে এবং প্রয়োজনে তারা আপনাকে এই ফর্মটি পূরণে সাহায্যও করবে।
এখানে আপনি আপনার ডকুমেন্টস দেখে সঠিক ভাবে এই ফর্মটি পূরণ করে আপনার কাগজপত্র সহ ব্যাংকে জমা করে দিতে হবে। আর অবশ্যই আপনার প্রাথমিক যে ডিপোজিট তা প্রদান করতে হবে। সব ঠিক থাকলে ব্যাংক হয়তো এক দিনের মতো সময় নিয়ে আপনার একাউন্টটি খুলে ফেলবে।
একাউন্ট করার পর ব্যাংক কতৃক চেক বই পাবেন। চেক বই কিভাবে লিখতে হবে তা জানতে পড়ুন- রূপালী ব্যাংকের চেক লেখার নিয়ম।
আরো পড়ুন- ইসলামী ব্যাংকের একাউন্ট খোলার নিয়ম
রূপালী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম
রূপালী স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট হল ছাত্রদের জন্য একটি বিশেষ সঞ্চয় অ্যাকাউন্ট। নিয়মিত সেভিংস অ্যাকাউন্টের তুলনায় এতে আকর্ষণীয় সুদের হার এবং অনেক সুবিধা রয়েছে।
মাত্র 100/- টাকা জমা দিয়ে অ্যাকাউন্ট খোলা যাবে এখানে। ১৮ বছরের নিচে যে কোনো শিক্ষার্থী একাউন্ট খুলতে পারবে। নমিনির তথ্য আবশ্যক। আর একাউন্ট খুলার জন্য নিকটস্থ এই ব্যাংকের ব্রাঞ্চে যোগাযোগ করতে হবে। স্টুডেন্ট একাউন্ট সম্পর্কে আরো জানতে পড়ুন- স্টুডেন্ট ব্যাংক একাউন্ট খোলার নিয়ম।
একাউন্ট খুলতে যা যা লাগবে
- অ্যাকাউন্টধারীর জন্য শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড।
- আইনগত অভিভাবকের যথাযথ বৈধতা সহ জাতীয় পরিচয়পত্র (NID)/পাসপোর্ট/জন্ম সনদ।
- অ্যাকাউন্ট হোল্ডারের জন্য 2টি পাসপোর্ট সাইজের ছবি।
- আইনি অভিভাবকের ১টি ছবি।
- মনোনীত ব্যক্তির পাসপোর্ট সাইজের ১টি ছবি।
আরো পড়ুন- যৌথ ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
Rupali Bank SureCash Account
রূপালী ব্যাংকের একটি মোবাইল এপ হলো Rupali Bank SureCash, যেখানে আপনি আপনার রূপালী ব্যাংক একাউন্ট খোলার পর ব্যাংক লেনদেনের বেশ কিছু কাজ পরিচালনা করতে পারবেন ঘরে বসেই। তবে তার আগে এই এপে একটি একাউন্ট করে নিতে হবে। আর একাউন্ট করা যাবে ঘরে বসেই।
গুগল প্লে-স্টোর থেকে Rupali Bank SureCash নামে এপটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর আপনি চাইলে এটিতে আপনার সুবিধা অনুযায়ি লেংগুয়েজ বাংলা অথবা ইংলিশ সিলেক্ট করতে পারবেন।
ব্যাংকে একাউন্ট করার সময় যদি এটির একাউন্ট করে থাকেন তবে ব্যাংক আপনাকে একটি ওয়ালেট নাম্বার এবং একটি পিন দেয় যা আপনাকে এখানে লগইন করার জন্য ব্যবহার করতে হবে। নয়তো এখানে মোবাইল ব্যাংকিং এর একটি একাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে একটি অপশন দিয়ে দিবে।
”নতুন একাউন্ট খুলুন” নামে একটি অপশন পাবেন যেখান থেকে আপনি আপনার নতুন একাউন্ট খুলে নিতে পারবেন। খোলার পর আপনি আপনার সুবিধা মতো এটি ব্যবহার করুন।
রূপালী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম
তিনটি উপায়ে আপনি আপনার রূপালী ব্যাংকের একাউন্ট থেকে ব্যালেন্স জানতে পারবেন। উপায়গুলো হলো:
- ব্যাংক ভিজিট করে।
- কোড ডায়ালের মাধ্যমে।
- SureCash এপ থেকে।
আপনার একাউন্টের ব্যালেন্স সম্পর্কিত তথ্য সম্পর্কে আরো বিস্তারিত জানতে পড়তে পারেন রূপালী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম পোস্টটি। এর মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আপনি ঘরে বসে আপনার একাউন্ট চেক করতে পারবেন।
আরো পড়ুন- ব্যাংক একাউন্ট খোলার নিয়ম |
রূপালী ব্যাংক একাউন্ট খোলা নিয়ে প্রশ্ন এবং উত্তর
হ্যাঁ, রুপালি ব্যাংক একটি সরকারী ব্যাংক।
ব্যাংক ভিজিট করে খুলতে হবে। তাদের অনলাইনে একাউন্ট করার নিয়ম নেই।
৫০০ টাকা প্রাথমিক ডিপোজিট করতে হয় একাউন্ট করার জন্য।
আমি যখন এই আর্টিকেলটি লিখছি, তখন পর্যন্ত এই নিয়ম চালু নেই। তবে আশা করা যায় নিকট ভবিষ্যতে চালু হয়ে যাবে।
অন্য ব্যাংকের একাউন্ট খুলার নিয়ম পড়ুন
- ব্যাংক এশিয়া একাউন্ট খোলার নিয়ম
- ব্র্যাক ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
- অগ্রণী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
- আল আরাফাহ ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
- জনতা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
- ডাচ বাংলা ব্যাংক সেভিংস একাউন্ট খোলার নিয়ম
বাংলাদেশে অনলাইন ব্যাংকিং সম্পর্কে জানতে আরো পড়ুন | অনলাইন ব্যাংকিং |
হোম পেজে যেতে ক্লিক করুন | bankline |
সেভিংস এ্যাকাউন্ট খুললে, সাথে সাথে চেক বই প্রদান করবে কি না,,,,? জানতে চাচ্ছি,,,।