অগ্রণী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
বাংলাদেশের রাষ্ট্রায়ত্ব অন্যতম একটি বাণিজ্যিক ব্যাংক হিসেবে পরিচিত অগ্রণী ব্যাংক লিমিটেড। এই ব্যাংকে একাউন্ট ধারীদের এটি কিছু সুবিধা প্রদান করে। যাই হোক, আপনি যদি অগ্রণী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম গুলো জানতে চান তবে আপনি সঠিক জায়গায় এসেছেন। এখানে বিস্তারিত আলোচনা করা হবে।
এখানে আপনি চাইলে ভিন্ন ভিন্ন ধরনের একাউন্ট করতে পারবেন। আপনি যদি পড়াশোনার মধ্যে থাকেন তবে আপনার জন্য আছে স্টুডেন্ট একাউন্ট। আবার ব্যাবসা বানিজ্য বা টাকা টাকা সেভ করার জন্য করতে পারেন সেভিংস একাউন্ট। এছাড়াও একটি বিশেষ একাউন্ট আছে, সেটি হল “Agrani bank super savings account”। এটি সম্পর্কে শেষে আলোচনা করা হবে।
এখন এই পোস্ট পড়ে আপনি জানতে পারবেন, অগ্রণী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম। অগ্রণী ব্যাংক সেভিংস একাউন্ট বা স্টুডেন্ট একাউন্ট দুটোই দেখানো হবে। ব্রাঞ্চে গিয়ে একাউন্ট খোলার সাথে সাথে অগ্রণী ব্যাংক অনলাইন একাউন্ট খোলার নিয়ম ও আলোচনা করা হবে। আর আপনার সম্ভাব্য কিছু প্রশ্নের উত্তর থাকবে একদম শেষে।
অগ্রণী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
প্রথমে আপনাকে ঠিক করতে হবে আপনি কি ধরণের একাউন্ট করবেন, সেভিংস নাকি স্টুডেন্ট একাউন্ট। তারপর আপনার নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করুন। ব্যাংকে যাওয়ার পূর্বে নিশ্চিত করুন যে আপনার কাছে প্রয়োজনিয় ডকুমেন্টস,যেমন: এনআইডি কার্ড, দুই কপি ছবি, বিদ্যুৎ বিলের কপি, ইত্যাদি এগুলোর কপি আছে।
অগ্রণী ব্যাংক সেভিংস একাউন্ট খুলতে যা যা লাগে
একটি সেভিংস একাউন্ট করতে হলে উক্ত ডকুমেন্ট গুলোর কপি ব্যাংকে নিয়ে যেতে হবে। তাহলে আসুন দেখেনি কি কি ডকুমেন্ট দরকার হচ্ছে অগ্রণী ব্যাংক সেভিংস একাউন্ট খুলতে।
- একাউন্টের আবেদনকারীর এবং তার বাবা মায়ের পরিচয় পত্রের কপি।
- তার পার্মানেন্ট এড্রেস কপি ( প্রমাণসহ, যেমন: বিদ্যুৎ বিল কপি, বা ওয়াসার বিল )।
- আবেদনকারীর এনআইডি কপি / জন্ম নিবন্ধন কপি / পাসপোর্ট (যেকোনো একটি ডকুমেন্টের কপি)।
- আবেদনকারীর টিন সার্টিফিকেট ( যদি থাকে )।
- আবেদনকারীর পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি।
- যাকে নমিনি করবেন তার এক কপি ছবি (পাসপোর্ট সাইজের রঙিন ছবি)।
অগ্রণী ব্যাংক সেভিংস একাউন্ট তৈরি করার প্রকৃয়াগুলো
উপরে উল্লেখিত ডকুমেন্ট গুলো সংগ্রহ করার পর আপনার নিকটস্থ অগ্রণি ব্যাংকের ব্রাঞ্চে চলে আসুন। শাখায় গিয়ে সেখানের ব্যাংক কর্মকর্তার নিকট আপনার একাউন্ট খোলার সম্পর্কে বলুন। ব্যাংক কর্মকর্তা আপনাকে একটি ফর্ম দিবে, যেটির সাথে আপনাকে আপনার বিস্তারিত তথ্য দিতে হবে।
ফর্মটি ভালো করে পড়ে নিন। কিছু বুঝতে সমস্যা হলে তা জিঙ্গেস করে বুঝে নিন। এরপর যথাযথ ভাবে ফর্মটি পূরণ করুণ। আপনার নাম, আপনার বাবা মায়ের নাম এবং ঠিকানা সহ অন্যান্য তথ্য গুলো সঠিক জায়গায় বসান। সেখানে লিখা দেখলে বুঝতে পারবেন কোনটা কোথায় লিখতে হবে।
পূরণ করা হয়ে গেলে এটির সাথে আপনার ডকুমেন্ট গুলো যুক্ত করে দিন। সবশেষে এই ফর্মটি ব্যাংকের নিকট জমা করে দিন। আপনার সবকিছু জমা করার পর ব্যাংক পড়ে আপনার তথ্য গুলো যাচাই বাছাই করবে এবং সব ঠিক থাকলে তারা আপনার একাউন্টটি চালু করে দিবে। এখানে আপনি যৌথ একাউন্টও করতে পারবেন।
<<ব্যালেন্স জানতে ”সহজে অগ্রণী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম“ এই পোস্টি পড়ুন >>
অগ্রণী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম
যারা ছাত্র অবস্থায় আছেন তাদের জন্য অগ্রণী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট সুবিধা দিচ্ছে। ছাত্ররা যে টাকা জমা করবে তার উপর নির্দিষ্ট হারে ইন্টারেস্ট দেয়া হবে এখানে।
অগ্রণী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খুলতে যা যা লাগবে
এই ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আপনার কিছু কাগজপত্র বা ডকুমেন্ট এর প্রয়োজন হবে। নিচে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে তা দিয়ে দেওয়া হলো।
- স্টুডেন্টের আইডি কার্ড (একাডেমিক ডকুমেন্ট)।
- আবেদনকারী ব্যাক্তির জাতীয় পরিচয় পত্র / জন্ম সনদ / পাসপোর্ট কপি (যেকোনো একটি দিলে হবে)।
- আবেদনকারীর ব্যাক্তির ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ও পরিষ্কার ছবি।
- যে ব্যক্তিকে নমিনি দিতে চাচ্ছেন সে ব্যক্তির এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- নমিনির জাতীয় পরিচয় পত্র / জন্ম সনদ / পাসপোর্ট (যেকোনো একটি ডকুমেন্টের কপি)।
অগ্রণী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার প্রকৃয়া
উপরে উল্লেখিত ডকুমেন্টস গুলো সংগ্রহ হয়ে গেলে আপনি আপনার নিকটস্থ অগ্রণী ব্যাংকের ব্যাঞ্চে যোগাযোগ করুন। সেখানে ব্যাংক কর্মকর্তার সাথে কথা বলে নিন। তিনি আপনাকে একটি ফর্ম দিবেন। ফর্মটি দেখে নিন। কিছু বুঝতে অসুবিধা হলে কর্মকর্তার কাছ থেকে তা বুঝে নিন।
ফর্মটি যথাযথ ভাবে পূরণ করে নিন। পূরণ হয়ে গেলে আপনার ডকুমেন্ট গুলো তার সাথে এটাচ করে দিন। এগুলো হয়ে গেলে ফর্মটি ব্যাংকে জমা করে দিন। ব্যাংক আপনার সমস্ত তথ্য যাচাই বাছাই করবে। সব ঠিক থাকলে খুব দ্রুত ব্যাংক আপনার একাউন্টটি সক্রিয় করে দিবে।
অগ্রণী ব্যাংক অনলাইন একাউন্ট খুলার নিয়ম
বর্তমানে অগ্রণী ব্যাংক অনলাইনে ব্যাংক একাউন্ট খুলার সুযোগ দিচ্ছে। এটি গ্রাহকদের জন্য অনেক বড় একটি সুবিধা। গ্রাহক চাইলেই যে কোনো জায়গা থেকে খুব সহজে এখন এই ব্যাংক একাউন্ট খুলতে পারবেন। কষ্ট করে ব্যাংকে গিয়ে অনেক সময় নষ্ট করতে হবেনা। যা তার মূল্যবান সময় বাঁচাবে।
অনলাইনের মাধ্যমে একাউন্ট করতে যা যা লাগে
- অগ্রণী ব্যাংকের ”Agrani eAccount” এই এপটি ইন্সটল থাকতে হবে।
- আপনার ভোটার কার্ড লাগবে।
- নমিনির পরিচয় পত্র।
অনলাইনে একাউন্ট খুলার প্রকৃয়া
প্রথমে এপসটি ওপেন করবেন। এখানে আপনাকে ভাষা সিলেক্ট করার জন্য অপশন দিবে। আপনি যদি ইংলিশে এপসটি চালাতে চান তবে ইংলিশ সিলেক্ট করুন অথবা বাংলা চাইলে বাংলা সিলেক্ট করুন। তারপর আপনার সামনে অপশন আসবে সেভিংস একাউন্ট। সেখানে আপনি ক্লিক করলে আপনার সামনে নিচের পাঁচটি ধাপ পর্যায়ক্রমে আসতে থাকবে।
১. মোবাইল নাম্বার ভেরিফাই করুন: এখন আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। দেয়ার পর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। এই কোডটি খালি বক্সে দিন। দেয়া শেষ হলে পরবর্তি ক্লিক করলে প্রথম ধাপ সম্পন্ন হবে।
২. এনআইডি ও আপনার ছবি আপলোড করুন: এখানে আপনার জাতীয় পরিচয় পত্র এর উভয় পার্শের ছবি আপলোড করতে হবে। নেক্সট দিলে আপনার ছবি তুলার জন্য একটি অপশন আসবে। এখানে আপনাকে তাৎক্ষণিক ছবি তুলে আপলোড করতে হবে। আপলোড সম্পন্ন হলে আবার পরবর্তি ধাপে চলেন যাবেন।
৩. আপনার ইনফরমেশন দিন: পরের ধাপে আপনার সামনে একটি ফর্ম আসবে। এখানে বেশ কছু ইনফরমেশন অটোমেটিক ফিল আপ হয়ে যাবে আপনার এনআইডি কার্ড থেকে। আপনাকে যা করতে হবে তা হলো আপনার পিতার নাম, মাতার নাম, এবং স্বামি/ স্ত্রির নাম ইংরেজিতে লিখতে হবে। লিখা হলে পরবর্তি ধাপে চলে যাবেন।
৪. আপনার নমিনির ইনফরমেশন দিন: এই ধাপে আপনাকে আপনার নমিনির ইনফর্মেশন দিতে হবে। যা দিতে হবে:
- আপনার নমিনির নাম,
- আপনার সাথে তার সম্পর্ক কি,
- তার কি ধরণের ডকুমেন্ট দিচ্ছেন তা সিলেক্ট করবেন ড্রপডাউন মেনু থেকে (যেমন: এনআইডি বা বার্থ সার্টিফিকেট),
- উক্ত পরিচয় পত্রের নাম্বার দিতে হবে।
দেয়া হলে পরবর্তি ধাপে চলে যেতে হবে।
৫. ব্রাঞ্চ ইনফরমেশন এবং অন্যান্য কিছু তথ্য দিন: এখন আপনাকে আপনার বিভাগ, জেলা, আপনার নিকটস্থ শাখা, আপনার পেশা, সোর্স অফ ইনকাম, আপনার মেইল এবং বর্তমান ঠিকানা এই সমস্ত বিষয় সঠিক ভাবে সিলেক্ট করতে হবে। একদম নিচে ”আবেদন” অপশনে আপনি দুটি জিনিসের জন্য আবেদন করতে পারবেন। এগুলো হলো চেক বই এবং এটিএম কার্ড। যদি এগুলো আপনার প্রয়োজন হয়ে থাকে তবে আপনি এর জন্য আবেদন করতে পারবেন খালি ঘর গুলোতে টিক চিন্হ দেয়ার মাধ্যমে। মূল ধাপ সমূহ এখানেই শেষ, এখন পরবর্তি ধাপে চলে যান।
আপনার ইনফরমেশন গুলো রিভিউ করে নিশ্চিত করুন: এখানে আপনি আপনার সকল ইনফরমেশন গুলো দেখতে পারেবেন। আপনার এনআইডি, আপনার ছবি সহ সকল তথ্য এবং আপনার নমিনির তথ্য সমূহ ঠিক আছে কিনা তা একবার দেখে নিন। একদম শেষে আপনাকে টামর্স এন্ড কন্ডিশনস এর পাশে থাকা খালি বক্সটিতে টিক দিতে হবে। সেই সাথে নিচে “নিশ্চিত করুন বা Confirm” অপশনে ক্লিক করে আপনার তথ্য সাবমিট করুন।
কেওয়াইসি সম্পন্ন করুন: ক্লিক করার সাথে সাথে আপনার একাউন্ট তৈরি হয়ে যাবে। আপনার একাউন্ট নাম্বারটি আপনাকে একটি এসএমএস এর মাধ্যমে পাঠিয়ে দেয়া হবে। এরপর পরবর্তি তিন মাসের মধ্যে আপনাকে ব্যাংকে গিয়ে আপনার কেওয়াইসি সম্পন্ন করতে হবে।
অগ্রণী ব্যাংক সুপার সেভিংস একাউন্ট
অগ্রণী সুপার সেভিংস স্কিম একটি ব্যতিক্রমী সেভিংস অ্যাকাউন্ট হতে পারে। এখানে কারেন্ট অ্যাকাউন্টের মতো সীমাহীন লেনদেন সুবিধা এবং ফিক্সড ডিপোজিট স্কিমের মতো আকর্ষণীয় সুদের হার রয়েছে। এখানে সুদের হার ৫.০০ শতাংশ। দিনের হিসেবে ব্যালেন্সে সুদ গণনা করা হয়।
<<অগ্রণী ব্যাংক অনলাইন ব্যাংকিং সুবিধা এবং রেজিস্ট্রেশন প্রসেস>>
প্রশ্ন এবং উত্তর
কেওয়াইসি সম্পন্ন করতে কত সময় পাওয়া যায়?
সর্বোচ্চ তিন মাস সময় দেয়া হয়।
কেওয়াইসি সম্পন্ন না করলে কি হবে?
আপনার একাউন্টটি একটিভ হবে না।
অগ্রণী ব্যাংক একাউন্ট ব্যালেন্স চেক কিভাবে করে?
এসএমএস এর মাধ্যমে আপনি ব্যালেন্স চেক করতে পারবেন। এসএমএস অপশন থেকে লিখুন BAL <space> একাউন্টের লাস্ট পাঁচটি সংখ্যা 12345 পাঠিয়ে দিন 01969900059 নাম্বারে।
আরো কিছু ব্যাংকের একাউন্ট অনলাইনে করার নিয়ম
- আল আরাফাহ ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
- দুই মিনিটে অনলাইনে সোনালী ব্যাংকের একাউন্ট খোলার নিয়ম
- ইসলামী ব্যাংকের একাউন্ট খোলার নিয়ম
- ব্যাংক এশিয়া একাউন্ট খোলার নিয়ম
- সিটি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
এই লিংকে বাংলাদেশে অনলাইন ব্যাংকিং সম্পর্কে আরো পড়ুন।
হোম পেজে যেতে ক্লিক করুন bankline এ।