নগদ একাউন্ট কার নামে দেখার নিয়ম
আপনার নগদ একাউন্টি কার নামে খোলা তা জানতে চাচ্ছেন? জেনে নিন সহজে নগদ একাউন্ট কার নামে দেখার নিয়ম।
আমরা অনেক সময় বলতে পারি না যে আমাদের নগদ একাউন্টি কার নামে খোলা হয়েছিলো বা কার এনআইডি ব্যবহার করে খোলা হয়েছিলো। হয়তো আপনি আরেকটি নগদ একাউন্ট খুলবেন বা আপনার নাম্বারে অন্য কেউ নগদ একাউন্ট খুলেছে বা এমন বিভিন্ন কারণে এটি জানা অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে উঠে।
তাই আপনার সুবিধার্থে এই পোস্টে আলোচনা করা হয়েছে নগদ একাউন্ট কার নামে দেখার নিয়ম। কিভাবে আপনি তা সহজে করতে পারবেন তাই এখানে তুলে ধরা হলো। চলুন তাহলে শুরু করা যাক।
নগদ একাউন্ট কার নামে দেখার নিয়ম
আপনি খুব সহজে নগদ এপ ব্যবহার করে আপনার নগদ একাউন্টি কার নামে খোলা হয়েছিলো তা বের করে ফেলতে পারবেন। যেহেতু সচরাচর নগদ একাউন্ট খোলার সময় আমরা আমাদের এনআইডি ইনফর্মেশন দিয়ে থাকি, সেটি নগদ এপ থেকে বের করা সহজ। নগদ এপ থেকে তা বের করতে যা করবেন তা পর্যায়ক্রমে নিচে তুলে ধরা হলো।
ধাপ ১: নগদ এপ ডাউনলোড করুন। প্লে-স্টোরে আপনি নগদ এপটি পেয়ে যাবেন। সেখান থেকে ডাউনলোড করে নিন।
ধাপ ২: এবার আপনার নগদ একাউন্টের মোবাইল নাম্বার এবং পিন নাম্বারটি দিন। নাম্বার ও পিন দিয়ে লগ ইন এ ক্লিক করুন।
ধাপ ৩: নগদ একাউন্টে লগ ইন করা হলে শুরুতে চলে আসবেন নগদের হোম পেজে। এই হোম পেজের একদম নিচে ডান পাশে “আমার নগদ” বা “My Nagad” নামে একটি অপশন দেখতে পাবেন। এই অপশনে ক্লিক করুন।
ধাপ ৪: ”আমার নগদ”- এ আসার পর এখানে “কে ওয়াই সি পূনরায় জমা দিন” বা ”Re-submit KYC” নামে একটি অপশন পাবেন, সেখানে ক্লিক করুন।
ধাপ ৫: এই শেষধাপে আপনি আপনার এনআইডি কার্ড এর ছবি দেখতে পাবেন।
নগদ এপ থেকে এনআইডি-র তথ্য না পেলে করণীয়
যদি নগদ এপ থেকে আপনার এনআইডি ইনফর্মেশন দেখতে না পান তবে আপনি আপনার এনআইডি কার্ড ইনফর্মেশন পূর্বে সাবমিট করেন নি। তাই তা এখন দেখাচ্ছে না। এখন আপনি যেটি করবেন তা হলো আপনি নতুন করে যার এনআইডি ইনফর্মেশন সাবমিট করবেন তার নামে একাউন্টি রেজিস্টার হয়ে যাবে।
যেহেতু শুধু চার ডিজিটের পিন সেট করে একটি নগদ একাউন্ট করে ফেলার সুযোগ রেখেছে, তাই অনেক সময় অনেকে সর্ট খাটে একটি একাউন্ট করে ফেলেন। এক্ষেত্রে অনেক সময় পরে আর এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা হয় না।
নগদের পিন ভুলে গেলে যেভাবে বের করবেন নগদ একাউন্ট কার নামে
এর আগে আমরা দেখলাম নগদ এপ ব্যবহার করে নগদ একাউন্টের মালিক কে তা বের করার নিয়ম। তবে নগদ এর পিন নাম্বার ভুলে গেলে তবে আপনার পক্ষে লগ ইন করে সেখান থেকে এনআইডি এর তথ্য বের করা সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে কি করবেন?
আসলে নগদ একাউন্টের মালিকানা কার তা বের করার উপায় খুজলে অনেক পাওয়া যাবে। আপনি চাইলে খুব সহজে ইসলামী ব্যাংকের মোবাইল এপ ’সেলফিন’ ব্যবহার করেও এই তথ্য বের করতে পারবেন। কিভাবে তা বের করবেন তা নিচে ধাপে ধাপে বিস্তারিত তুলে ধরা হলো।
- আপনার যদি সেলফিন এপ থাকে তবে তাতে লগইন করে নিন। আর যদি না থাকে তবে প্লে-স্টোর থেকে সেলফিন এপ ডাউনলোড করে আপনার মোবাইল নাম্বার দিয়ে একটি সেলফিন একাউন্ট করে নিন। তারপর লগইন করে সেলফিনের হোম পেজে আসুন।
- হোম পেজে “ফান্ড ট্রান্সফার” নামে একটি অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন।
- পরের ধাপে আপনি ট্রান্সফার এর জন্য নগদ সিলেক্ট করুন।
- এবার আপনি আপনার তথ্যগুলো দেখতে পাবেন। এখানে আপনার নাম্বার এবং নাম দেখাবে। আপনার একাউন্টি আসলে যার নামে খোলা তার নামটিই এখানে দেখাবে। এভাবে বুঝা যাবে নগদ একাউন্টি কার নামে খোলা।
এভাবে আপনি বিভিন্ন ব্যাংকের এপ থেকে ফান্ড ট্রান্সফার দিলে দেখতে পাবেন আপনার নগদ একাউন্টি কার নামে। সেখানে উক্ত ব্যাক্তির নাম অটোমেটিক চলে আসবে যখন আপনি ফান্ড ট্রান্সফার দিয়ে সামনে এগিয়ে যাবেন।
আরো পড়ুন- নগদ থেকে সেলফিনে টাকা ট্রান্সফার করার নিয়ম
যেসকল প্রয়োজনে নগদ একাউন্ট কার নামে তা দেখার দরকার হয়
বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে আমাদের নগদ একাউন্টের মালিকানা কার নামে তা দেখার প্রয়োজন হয়ে থাকে। এসকল প্রয়োজনের মধ্যে যেমন:
- একটি একাউন্ট খোলা হয়েছে, তবে বর্তমানে তা কার নামে খোলা তা ভুলে গেলে।
- আপনি নগদ একাউন্ট খুলতে চাচ্ছেন, তবে আপনি জানেন না যে আপনার এনআইডি দিয়ে পূর্বে আর নগদ একাউন্ট খোলা হয়েছে কিনা।
- উপবৃত্তির জন্য নগদের ইনফর্মেশন দেয়া দরকার, কিন্তু একাউন্ট কার নামে তা মনে নেই।
- অন্য কারো একাউন্ট আপনার সিমে খোলা, তবে আপনি জানেন না এটি কার নগদ একাউন্ট এবং আপনি নগদের মালিকানা পরিবর্তন করতে চাচ্ছেন।
- নগদ একাউন্ট হ্যাক হলে বা অন্য সমস্যায় আপনার কাস্টমার কেয়ারের সাহায্য দরকার, তবে আপনি জানেন না এটি কার নাম দিয়ে খোলা, তাই সেবা নিতে পারছেন না।
এমন আরো বেশ কিছু কারণ হঠাৎ দেখা দিতে পারে যখন আপনার নগদ একাউন্টি কার নামে তা দেখার প্রয়োজন হয়ে থাকে। তখন আপনি উপরে উল্লেখিত উপায় অনুসরণ করে আপনার নগদ একাউন্টের মালিকানা চেক করে নিতে পারেন খুব সহজেই।
শেষকথা
নগদ একাউন্ট কার নামে তা বের করা কঠিন কিছু নয়। আপনি খুব সহজে আপনার নগদ একাউন্টি কার নামে খোলা হয়েছিলো তা বের করে ফেলতে পারবেন। এর জন্য আপনি আপনার নগদ এপের সাহায্য নিতে পারেন।
তবে আপনি যদি নগদের পিন নাম্বার ভুলে গিয়ে থাকেন এবং পিন রিসেট করে নিতে না পারেন তবে আপনি অন্যভাবেও নগদ একাউন্টের মালিকানা চেক করে নিতে পারবেন। যেমন আপনি বিভিন্ন ব্যাংকের মোবাইল এপ ব্যবহার করে নগদ একাউন্টের মালিকানা চেক করে নিতে পারবেন। সেখান থেকে ফান্ড ট্রান্সফার প্রকৃয়া ফলো করলে আপনি এটি খুব সহজে করতে পারবেন।
আরো পড়ুন- নগদ ইসলামিক একাউন্ট এর সুবিধা
নগদ নিয়ে আমাদের অন্যান্য পোস্ট গুলো পড়ুন
- নগদে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম
- নগদ থেকে রিচার্জ করার নিয়ম
- নগদের ব্যালেন্স দেখার নিয়ম
- বিদেশ থেকে নগদে টাকা পাঠানোর নিয়ম
- নগদ উদ্যোক্তা একাউন্ট খোলার নিয়ম