বিদেশ থেকে নগদে টাকা পাঠানোর নিয়ম
সম্প্রতি বিদেশ থেকে নগদে টাকা পাঠানোর নিয়ম চালু হয়েছে। আপনি কি জানতে চান কিভাবে বিদেশে বসে আপনি নগদে টাকা পাঠাতে পারবেন? এই পোস্টে এবিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
নগদ কতৃপক্ষ সম্প্রতি তাদের গ্রাহকদের আরো কিছু ভালো সুবিধা দিতে বিদেশ থেকে নগদে টাকা পাঠানোর নিয়ম চালু করে। পূর্বে বিকাশ এই নিয়ম চালু করলেও নগদের গ্রাহকগণ অনেক দিন ধরে এই সুবিধা চেয়ে আসছিলো। এটি চালু হওয়ার কারণে নগদ একাউন্ট ব্যবহারকারীগণ এখন বিদেশ থেকে খুব সহজে টাকা আনতে পারবেন।
অন্যান্য লেনদেনের চ্যানেলের মাধ্যমে দেশে টাকা আনা গেলেও, যেহেতু সব জায়গায় এজেন্ট থাকার কারণে মোবাইল ফাইনেন্সিয়াল সার্ভিস গুলো বর্তমানে গ্রাহকদের জন্য অনেক সহজ হয়ে উঠেছে, তাই সহজে টাকা হাতে পাওয়ার জন্য গ্রাহক নগদের মতো সার্ভিস গুলোতে রেমিটেন্স রিসিভ সুবিধা আশা করে আসছে, যা নগদ একটু দেরি হলেও চালু করেছে।
যাই হোক, এই পোস্টে আমরা দেখবো বিদেশ থেকে নগদে টাকা পাঠানোর নিয়ম। সেই সাথে টাকা পাঠানোর জন্য প্রয়োজনিয় কি কি লাগে তা। চলুন তাহলে শুরু করা যাক।
Table of Contents
বিদেশ থেকে যেভাবে নগদে টাকা পাঠাতে পারবেন
আপনি যে দেশে অবস্থান করছেন সে দেশে বিভিন্ন আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের সাথে নগদ এর একটি পার্টনারশিপ আছে। অর্থাৎ আপনার সেই দেশে নগদের যে পার্টনারশিপের ব্যাংকিং সেবা রয়েছে এমন প্রতিষ্ঠানের সাথে সরাসরি যোগাযোগ করতে হবে।
নগদ মোবাইল ব্যাংকিং সেবা পেতে authorize ব্যাংকের শাখা, মানি এক্সচেঞ্জ কিংবা এজেন্ট এর সাথে সরাসরি যোগাযোগ করুন। তারা আপনাকে বাংলাদেশে টাকা পাঠানোর পদ্ধতি বলে দেবে।
এই পোস্ট থেকে আপনি প্রয়োজনিয় বেশিরভাগ তথ্য পেয়ে যাবেন। তবে আরো কোনো প্রয়োজনিয় জিঙ্গাসা থাকলে আপনারা এই সেবার সাথে সম্পর্কিত প্রতিষ্ঠান গুলোতে যোগাযোগ করতে পারেন।
আরো পড়ুন- নগদ একাউন্ট
নগদের টাকা পাঠাতে যেসকল ডকুমেন্টস দরকার হবে
- নিজের নাম
- ফোন নাম্বার
- ঠিকানার তথ্য
- নগদ একাউন্ট নাম্বার
- টাকার পরিমাণ
- এছাড়া আরো কোনো প্রয়োজনিয় তথ্য
বিদেশ থেকে নগদে টাকা পাঠানোর নিয়ম
- যিনি প্রেরক, অর্থাৎ বিদেশ থেকে দেশে টাকা পাঠাবেন, তিনি নগদ-এর পার্টনার মানি ট্রান্সফার অপারেটরের (MTO) এজেন্ট পয়েন্ট/ ব্যাংকের শাখা/ এক্সচেঞ্জ হাউজে যাবেন। এছাড়াও তিনি পার্টনার MTO অথবা ব্যাংকের নিবন্ধিত অ্যাপে বা ওয়েবসাইট থেকেও এই সেবা গ্রহণ করতে পারেন।
- টাকা পাঠাতে ডকুমেন্ট দরকার হবে নিজের নাম, ফোন নাম্বার ও ঠিকানার তথ্য, বেনিফিশিয়ারি (যার কাছে টাকা পাঠাবেন তার নগদ একাউন্ট নাম্বার), টাকার পরিমাণ। যারা অ্যাপের মাধ্যমে টাকা পাঠাবেন, তারা অ্যাপ বা ওয়েব পেইজে উল্লিখিত আরো প্রয়োজনিয় তথ্যগুলো দেবেন।
- রেমিটেন্স ক্যাশ, MTO এজেন্ট/ ব্যাংক স্টাফ/ এক্সচেঞ্জ হাউজের স্টাফের কাছে দিতে হবে। তারাই এরপর ট্রান্সফারের প্রয়োজনিয় প্রক্রিয়াটি শুরু করবে। অ্যাপের বা ওয়েবসাইটের ক্ষেত্রে, সেন্ডার ইলেকট্রনিক মোডে রেমিটেন্স পাঠাবেন।
- প্রাপক তাৎক্ষণিকভাবে তার নগদ একাউন্টে রেমিটেন্স রিসিভ করতে পারবেন। টাকা রিসিভ করার পর রিসিভার নগদের ব্যালেন্স চেক করে নিবেন। এদিকে রেমিটেন্স পাঠানো সফল হওয়ার পর সংশ্লিষ্ট MTO এজেন্ট/ ব্যাংক স্টাফ/ এক্সচেঞ্জ হাউজের স্টাফের থেকে ব্যবহারকারীরা এক্ষেত্রে একটি কনফার্মেশন লেনদেনের রশিদ পাবেন। অ্যাপ বা ওয়েবসাইটে লেনদেনকারীগণ একটি নোটিফিকেশন পাবেন।
আরো পড়ুন- বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম
সতর্কতা
দেশের বাহির থেকে ব্যাংক বা মানি এক্সচেঞ্জ এজেন্ট এর সাহায্যে টাকা পাঠানোর ক্ষেত্রে আপনাকে বেশ কিছু বিষয় নিশ্চিত করতে হবে। যেমন, দেশে আপনি যে নগদ একাউন্টে টাকা পাঠাবেন তার নিকট রেজিস্টার্ড অথবা ভ্যালিড নগদ একাউন্ট রয়েছে কিনা তা যাচাই করতে হবে।
টাকা পাঠানোর পর আপনার রিসিভার টাকা পেয়েছেন কিনা নিশ্চিত করুন। সেই সাথে লেনদেন শেষে যে মাধ্যম থেকে টাকা পাঠিয়েছেন তাদের কাছ থেকে রশিদ নিতে ভুলবেন না।
আরো পড়ুন- নগদ একাউন্টের পিন নাম্বার ভুলে গেলে করণীয়
নগদের তালিকাভুক্ত MTO, দেশ ও ব্যাংকগুলোর তালিকা
SL | Country | PARTNER MTO |
1 | Australia | Remit Choice |
2 | Austria | Remit Choice |
3 | Bahrain | Zenj Exchange |
4 | Belgium | Taptap Send |
Remit Choice | ||
5 | Bulgaria | Remit Choice |
6 | Canada | Taptap Send |
Remit Choice | ||
Japan Remit Finance | ||
7 | Croatia | Remit Choice |
8 | Cyprus | Remit Choice |
9 | Czech Republic | Remit Choice |
10 | Denmark | Remit Choice |
11 | Estonia | Remit Choice |
12 | Finland | Remit Choice |
13 | France | NEC MONEY |
Remit Choice | ||
Taptap Send | ||
14 | Germany | Taptap Send |
Remit Choice | ||
15 | Gibraltar | Remit Choice |
16 | Greece | NEC MONEY |
Remit Choice | ||
17 | Hungary | Remit Choice |
18 | Hong Kong | Pay2Home |
19 | Iceland | Remit Choice |
20 | Ireland | Taptap Send |
Remit Choice | ||
21 | Isle Of Man | Remit Choice |
22 | Italy | National Exchange Company |
Taptap Send | ||
Remit Choice | ||
NEC MONEY | ||
23 | Japan | Queen Bee Capital (PayForex) |
Japan Remit Finance | ||
24 | Kuwait | Terrapay |
NEC MONEY | ||
25 | Latvia | Remit Choice |
26 | Liechtenstein | Remit Choice |
27 | Lithuania | Remit Choice |
28 | Luxembourg | Remit Choice |
29 | Malta | Remit Choice |
30 | Malaysia | CBL Money Transfer/City Remit |
31 | Netherlands | Taptap Send |
Remit Choice | ||
32 | New Zealand | Remit Choice |
33 | Norway | Remit Choice |
34 | Oman | Terrapay |
35 | Poland | Remit Choice |
36 | Portugal | Taptap Send |
Remit Choice | ||
37 | Qatar | Gulf Exchange Company |
Terrapay | ||
38 | Romania | Remit Choice |
39 | Slovakia | Remit Choice |
40 | Slovenia | Remit Choice |
41 | Saudi Arabia | Terrapay |
42 | Singapore | NBL Money Transfer PTE. Ltd. |
Pay2Home | ||
NEC MONEY | ||
43 | South Africa | NEC MONEY |
44 | South Korea | Japan Remit Finance |
45 | Spain | Taptap Send |
Remit Choice | ||
NEC MONEY | ||
46 | Sweden | Remit Choice |
47 | Switzerland | Remit Choice |
48 | UAE | Index Exchange CO.LLC. |
GCC Exchange | ||
Terrapay | ||
Wall Street Exchange | ||
Taptap Send | ||
NEC MONEY | ||
49 | UK | NEC MONEY |
Remit Choice | ||
Taptap Send | ||
Terrapay | ||
50 | USA | Sonali Exchange (SECI) |
Taptap Send | ||
Remit Choice | ||
NEC MONEY |
নগদে রেমিটেন্স আনার সুবিধা
- খুব সহজে আপনি আপনার টাকা রিসিভ করতে পারবেন এবং তুলতে পারবেন।
- বিদেশ থেকে টাকা পাঠালে তা প্রায় সাথে সাথেই রিসিভার রিসিভ করতে পারেন।
- রেমিটেন্সে রিসিভার বোনাস হিসেবে হাজারে ২৫ টাকা পেয়ে থাকেন।
শেষকথা
প্রবাসী বাংলাদেশি জনগণের দেশে অর্থ পাঠানো সহজ করার লক্ষ্যে নগদ রেমিট্যান্স পরিষেবা চালু করেছে। Nagad রেমিট্যান্সের মাধ্যমে গ্রাহক বাংলাদেশে তাদের পরিবার এবং বন্ধুদের কাছে দ্রুত এবং নিরাপদে টাকা পাঠাতে পারেন।
নগদ ওয়ালেটে রেমিট্যান্স পাওয়ার পর সুবিধাভোগী হয় নগদ দ্বারা বিভিন্ন পরিষেবা (টাকা পাঠানো, নগদ থেকে মোবাইল রিচার্জ, নগদ থেকে ইউটিলিটি বিল পে, সরকারী অর্থপ্রদান, মার্চেন্ট আউটলেটে অর্থপ্রদান, শিক্ষা ফি ইত্যাদি) নিতে নগদের অর্থ ব্যবহার করতে পারেন বা চাইলে ক্যাশ আউটও করতে পারেন।
আর বাজারে বিদ্যমান অন্যান্য ফাইন্যান্সিয়াল সার্ভিস গুলোর থেকে গ্রাহক তুলনামূলক কম চার্জে ক্যাশ আউট করে নিতে পারবেন নগদ থেকে।
নগদ নিয়ে আরো পড়ুন
- বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম
- নগদ ইসলামিক একাউন্ট এর সুবিধা
- নগদ থেকে ইসলামী ব্যাংকে টাকা ট্রান্সফার করার নিয়ম
- আপনার নগদ একাউন্ট হ্যাক হলে করণীয়
- নগদ একাউন্টের মালিকানা পরিবর্তন করার নিয়ম
- নগদ একাউন্ট লক হলে করনীয়