বিদেশ থেকে নগদে টাকা পাঠানোর নিয়ম

সম্প্রতি বিদেশ থেকে নগদে টাকা পাঠানোর নিয়ম চালু হয়েছে। আপনি কি জানতে চান কিভাবে বিদেশে বসে আপনি নগদে টাকা পাঠাতে পারবেন? এই পোস্টে এবিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

ADVERTISEMENT

নগদ কতৃপক্ষ সম্প্রতি তাদের গ্রাহকদের আরো কিছু ভালো সুবিধা দিতে বিদেশ থেকে নগদে টাকা পাঠানোর নিয়ম চালু করে। পূর্বে বিকাশ এই নিয়ম চালু করলেও নগদের গ্রাহকগণ অনেক দিন ধরে এই সুবিধা চেয়ে আসছিলো। এটি চালু হওয়ার কারণে নগদ একাউন্ট ব্যবহারকারীগণ এখন বিদেশ থেকে খুব সহজে টাকা আনতে পারবেন।

অন্যান্য লেনদেনের চ্যানেলের মাধ্যমে দেশে টাকা আনা গেলেও, যেহেতু সব জায়গায় এজেন্ট থাকার কারণে মোবাইল ফাইনেন্সিয়াল সার্ভিস গুলো বর্তমানে গ্রাহকদের জন্য অনেক সহজ হয়ে উঠেছে, তাই সহজে টাকা হাতে পাওয়ার জন্য গ্রাহক নগদের মতো সার্ভিস গুলোতে রেমিটেন্স রিসিভ ‍সুবিধা আশা করে আসছে, যা নগদ একটু দেরি হলেও চালু করেছে।

ADVERTISEMENT

যাই হোক, এই পোস্টে আমরা দেখবো বিদেশ থেকে নগদে টাকা পাঠানোর নিয়ম। সেই সাথে টাকা পাঠানোর জন্য প্রয়োজনিয় কি কি লাগে তা। চলুন তাহলে শুরু করা যাক।

বিদেশ থেকে যেভাবে নগদে টাকা পাঠাতে পারবেন

আপনি যে দেশে অবস্থান করছেন সে দেশে বিভিন্ন আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের সাথে নগদ এর একটি পার্টনারশিপ আছে। অর্থাৎ আপনার সেই দেশে নগদের যে পার্টনারশিপের ব্যাংকিং সেবা রয়েছে এমন প্রতিষ্ঠানের সাথে সরাসরি যোগাযোগ করতে হবে।

ADVERTISEMENT

নগদ মোবাইল ব্যাংকিং সেবা পেতে authorize ব্যাংকের শাখা, মানি এক্সচেঞ্জ কিংবা এজেন্ট এর সাথে সরাসরি যোগাযোগ করুন। তারা আপনাকে বাংলাদেশে টাকা পাঠানোর পদ্ধতি বলে দেবে।

এই পোস্ট থেকে আপনি প্রয়োজনিয় বেশিরভাগ তথ্য পেয়ে যাবেন। তবে আরো কোনো প্রয়োজনিয় জিঙ্গাসা থাকলে আপনারা এই সেবার সাথে সম্পর্কিত প্রতিষ্ঠান গুলোতে যোগাযোগ করতে পারেন।

আরো পড়ুন- নগদ একাউন্ট

ADVERTISEMENT

নগদের টাকা পাঠাতে যেসকল ডকুমেন্টস দরকার হবে

  • নিজের নাম
  • ফোন নাম্বার
  • ঠিকানার তথ্য
  • নগদ একাউন্ট নাম্বার
  • টাকার পরিমাণ
  • এছাড়া আরো কোনো প্রয়োজনিয় তথ্য

বিদেশ থেকে নগদে টাকা পাঠানোর নিয়ম

  • যিনি প্রেরক, অর্থাৎ বিদেশ থেকে দেশে টাকা পাঠাবেন, তিনি নগদ-এর পার্টনার মানি ট্রান্সফার অপারেটরের (MTO) এজেন্ট পয়েন্ট/ ব্যাংকের শাখা/ এক্সচেঞ্জ হাউজে যাবেন। এছাড়াও তিনি পার্টনার MTO অথবা ব্যাংকের নিবন্ধিত অ্যাপে বা ওয়েবসাইট থেকেও এই সেবা গ্রহণ করতে পারেন।
  • টাকা পাঠাতে ডকুমেন্ট দরকার হবে নিজের নাম, ফোন নাম্বার ও ঠিকানার তথ্য, বেনিফিশিয়ারি (যার কাছে টাকা পাঠাবেন তার নগদ একাউন্ট নাম্বার), টাকার পরিমাণ। যারা অ্যাপের মাধ্যমে টাকা পাঠাবেন, তারা অ্যাপ বা ওয়েব পেইজে উল্লিখিত আরো প্রয়োজনিয় তথ্যগুলো দেবেন।
  • রেমিটেন্স ক্যাশ, MTO এজেন্ট/ ব্যাংক স্টাফ/ এক্সচেঞ্জ হাউজের স্টাফের কাছে দিতে হবে। তারাই এরপর ট্রান্সফারের প্রয়োজনিয় প্রক্রিয়াটি শুরু করবে। অ্যাপের বা ওয়েবসাইটের ক্ষেত্রে, সেন্ডার ইলেকট্রনিক মোডে রেমিটেন্স পাঠাবেন।
  • প্রাপক তাৎক্ষণিকভাবে তার নগদ একাউন্টে রেমিটেন্স রিসিভ করতে পারবেন। টাকা রিসিভ করার পর রিসিভার নগদের ব্যালেন্স চেক করে নিবেন। এদিকে রেমিটেন্স পাঠানো সফল হওয়ার পর সংশ্লিষ্ট MTO এজেন্ট/ ব্যাংক স্টাফ/ এক্সচেঞ্জ হাউজের স্টাফের থেকে ব্যবহারকারীরা এক্ষেত্রে একটি কনফার্মেশন লেনদেনের রশিদ পাবেন। অ্যাপ বা ওয়েবসাইটে লেনদেনকারীগণ একটি নোটিফিকেশন পাবেন।

আরো পড়ুন- বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম

সতর্কতা

দেশের বাহির থেকে ব্যাংক বা মানি এক্সচেঞ্জ এজেন্ট এর সাহায্যে টাকা পাঠানোর ক্ষেত্রে আপনাকে বেশ কিছু বিষয় নিশ্চিত করতে হবে। যেমন, দেশে আপনি যে নগদ একাউন্টে টাকা পাঠাবেন তার নিকট রেজিস্টার্ড অথবা ভ্যালিড নগদ একাউন্ট রয়েছে কিনা তা যাচাই করতে হবে।

টাকা পাঠানোর পর আপনার রিসিভার টাকা পেয়েছেন কিনা নিশ্চিত করুন। সেই সাথে লেনদেন শেষে যে মাধ্যম থেকে টাকা পাঠিয়েছেন তাদের কাছ থেকে রশিদ নিতে ভুলবেন না।

ADVERTISEMENT

আরো পড়ুন- নগদ একাউন্টের পিন নাম্বার ভুলে গেলে করণীয়

নগদের তালিকাভুক্ত MTO, দেশ ও ব্যাংকগুলোর তালিকা

SLCountryPARTNER MTO
1AustraliaRemit Choice
2AustriaRemit Choice
3BahrainZenj Exchange
4BelgiumTaptap Send
Remit Choice
5BulgariaRemit Choice
6CanadaTaptap Send
Remit Choice
Japan Remit Finance
7CroatiaRemit Choice
8CyprusRemit Choice
9Czech RepublicRemit Choice
10DenmarkRemit Choice
11EstoniaRemit Choice
12FinlandRemit Choice
13FranceNEC MONEY
Remit Choice
Taptap Send
14GermanyTaptap Send
Remit Choice
15GibraltarRemit Choice
16GreeceNEC MONEY
Remit Choice
17HungaryRemit Choice
18Hong KongPay2Home
19IcelandRemit Choice
20IrelandTaptap Send
Remit Choice
21Isle Of ManRemit Choice
22ItalyNational Exchange Company
Taptap Send
Remit Choice
NEC MONEY
23JapanQueen Bee Capital (PayForex)
Japan Remit Finance
24KuwaitTerrapay
NEC MONEY
25LatviaRemit Choice
26LiechtensteinRemit Choice
27LithuaniaRemit Choice
28LuxembourgRemit Choice
29MaltaRemit Choice
30MalaysiaCBL Money Transfer/City Remit
31NetherlandsTaptap Send
Remit Choice
32New ZealandRemit Choice
33NorwayRemit Choice
34OmanTerrapay
35PolandRemit Choice
36PortugalTaptap Send
Remit Choice
37QatarGulf Exchange Company
Terrapay
38RomaniaRemit Choice
39SlovakiaRemit Choice
40SloveniaRemit Choice
41Saudi ArabiaTerrapay
42SingaporeNBL Money Transfer PTE. Ltd.
Pay2Home
NEC MONEY
43South AfricaNEC MONEY
44South KoreaJapan Remit Finance
45SpainTaptap Send
Remit Choice
NEC MONEY
46SwedenRemit Choice
47SwitzerlandRemit Choice
48UAEIndex Exchange CO.LLC.
GCC Exchange
Terrapay
Wall Street Exchange
Taptap Send
NEC MONEY
49UKNEC MONEY
Remit Choice
Taptap Send
Terrapay
50USASonali Exchange (SECI)
Taptap Send
Remit Choice
NEC MONEY

নগদে রেমিটেন্স আনার সুবিধা

  • খুব সহজে আপনি আপনার টাকা রিসিভ করতে পারবেন এবং তুলতে পারবেন।
  • বিদেশ থেকে টাকা পাঠালে তা প্রায় সাথে সাথেই রিসিভার রিসিভ করতে পারেন।
  • রেমিটেন্সে রিসিভার বোনাস হিসেবে হাজারে ২৫ টাকা পেয়ে থাকেন।

শেষকথা

প্রবাসী বাংলাদেশি জনগণের দেশে অর্থ পাঠানো সহজ করার লক্ষ্যে নগদ রেমিট্যান্স পরিষেবা চালু করেছে। Nagad রেমিট্যান্সের মাধ্যমে গ্রাহক বাংলাদেশে তাদের পরিবার এবং বন্ধুদের কাছে দ্রুত এবং নিরাপদে টাকা পাঠাতে পারেন।

নগদ ওয়ালেটে রেমিট্যান্স পাওয়ার পর সুবিধাভোগী হয় নগদ দ্বারা বিভিন্ন পরিষেবা (টাকা পাঠানো, নগদ থেকে মোবাইল রিচার্জ, নগদ থেকে ইউটিলিটি বিল পে, সরকারী অর্থপ্রদান, মার্চেন্ট আউটলেটে অর্থপ্রদান, শিক্ষা ফি ইত্যাদি) নিতে নগদের অর্থ ব্যবহার করতে পারেন বা চাইলে ক্যাশ আউটও করতে পারেন।

আর বাজারে বিদ্যমান অন্যান্য ফাইন্যান্সিয়াল সার্ভিস গুলোর থেকে গ্রাহক তুলনামূলক কম চার্জে ক্যাশ আউট করে নিতে পারবেন নগদ থেকে।

ADVERTISEMENT

নগদ নিয়ে আরো পড়ুন

ক্যাটাগরিতে যাননগদ
হোমে যানBankline
ADVERTISEMENT

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *