সোনালী ব্যাংকের একাউন্ট খোলার নিয়ম | অনলাইনে বা অফলাইনে
ব্যাংকে গিয়ে একাউন্ট করার পাশাপাশি এখন ঘরে বসেই অনলাইনে সোনালী ব্যাংকের একাউন্ট খোলার নিয়ম অনুসরণ করে অনলাইনে ব্যাংক একাউন্ট খুলে ফেলতে পারবেন যে কোনো ব্রাঞ্চে। এ বিষয়ে এপোস্টে বিস্তারিত আলোচনা হয়েছে।
আপনি চাইলে ব্যাংকে গিয়ে ফেস টু ফেস কথা বলে সব সার্ভিস বুঝে নিয়ে তারপর সোনালী ব্যাংকের একাউন্ট খোলার নিয়ম অনুসরণ করে একটি একাউন্ট করতে পারবেন। আবার চাইলে ঘরে বসেই কয়েক মিনিটে খুব সহজে এই কাজ করে ফেলতে পারবেন।
সোনালী ব্যাংক অনলাইন সেবা এর আওতায় Sonali eSheba থেকে Sonali Bank online account opening খুবই সহজ। কোনো গ্রাহককে ব্যাংকের কোনো শাখায় এখন স্বশরীরেও যেতে হবে না এই সেবা পেতে। এই সুবিধায় দেশের যে কেনো জায়গা থেকে ব্যবহারকারি একাউন্ট খুলতে ও অনলাইনে একাউন্ট চেক করতে পারবেন।
যাইহোক, আজকের এই পোস্টে সোনালী ব্যাংকের একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে সহজ ভাবে তুলে ধরা হবে। এখানে আমি আলোচনা করবো ব্যাংকে গিয়ে অথবা অনলাইনে কেউ চাইলে সোনালী ব্যাংকে কিভাবে একটি ব্যাংক একাউন্ট করতে পারবেন। সেই সাথে একাউন্টের সুবিধা, একাউন্টের চার্জ সহ আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়। চলুন শুরু করা যাক।
Table of Contents
সোনালী ব্যাংকের সেভিংস একাউন্ট সুবিধা
- সর্বোনিন্ম ৫০০ টাকায় একাউন্ট ওপেন করতে পারবেন।
- যেকোনো সময় টাকা জমা বা উত্তোলন করার সুবিধা।
- চেক বই নেয়া যায়।
- ডেভিড কার্ড চাইলে নেয়া যায়।
- দ্রুত রেমিটেন্স গ্রহণ করতে পারার সুবিধা, ইত্যাদি।
সেভিংস একাউন্ট খোলার জন্য প্রয়োজনিয় ডকুমেন্টস
কিছু ডকুমেন্টস সোনালী ব্যাংকে সেভিংস একাউন্ট করার ক্ষেত্রে দরকার হবে। এই ডকুমেন্টস গুলো হলো:
- গ্রাহকের এনআইডি কার্ড/ ড্রাইভিং লাইসেন্স বা অন্য কোনো পরিচয় পত্র।
- স্টুডেন্ট হলে স্টুডেন্ট কার্ড।
- তার পাসপোর্ট সাইজের দুই কপি ছবি।
- টিন সার্টিফিকেট (যদি থাকে)।
- এড্রেস ভেরিফিকেশনের জন্য ইউটিলিটি বিলের কপি।
- নমিনির এনআইডি এবং তার এক কপি ছবি।
- ৫০০ টাকা ডিপোজিট।
আরো পড়ুন- জন্ম নিবন্ধন দিয়ে ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
সোনালী ব্যাংকের একাউন্ট খোলার নিয়ম
সোনালী ব্যাংকে একাউন্ট করার জন্য আপনাকে প্রয়োজনিয় ডকুমেন্টস, যেমন: এনআইডি কার্ড, দুই কপি ছবি, বিদ্যুৎ বিলের কপি, ইত্যাদি সহ নিকটস্থ ব্যাংকে যেতে হবে। সেখান থেকে একাউন্ট ওপেনিং ফর্ম সংগ্রহ করে তা পূরণ করে, প্রাইমারি ডিপোজিট সহ ব্যাংকে জমা করে দিতে হবে।
আপনাকে ফর্মটি পূরণ করতে হবে একদম নির্ভুলভাবে ডকুমেন্টস দেখে। কোনো সমস্যা হলে ব্যাংক এজেন্টের কাছ থেকে সহযোগিতা নিন। অনেক সময় তারাই হয়তো আপনার ফর্ম পূরণ করে দিবে। ফর্ম পূরণ করার পর এবং জমা করার পাশাপাশি আপনার যদি চেক বুকের দরকার হয় তবে তার জন্য আবেদন করুন।
একাউন্টে টাকা জমা ও তোলার নিয়ম
Sonali bank account opening form
সোনালী ব্যাংকের অফলাইন একাউন্ট খোলার ফর্ম পেতে Form download লিংকে ক্লিক করুন। ব্যাংক থেকেও এটি সংগ্রহ করতে পারবেন।
সোনালী ব্যাংক অনলাইন একাউন্ট
সোনালী ই সেবা এপ্স ব্যবহার করে বেশকিছু সুবিধা সমূহ গ্রাহকরা উপভোগ করতে পারবে যার মধ্যে অনলাইন একাউন্ট সুবিধা একটি। সোনালী ব্যাংকের কর্তৃপক্ষ এখন স্বয়ংক্রিয় পদ্ধতিতে অনলাইনে তাদের গ্রাহকদের ছবি ও অন্যান্য ব্যক্তিগত তথ্য যাচাই বাছাই করবে।
এখানে সাহায্য করবে আইসিটি বিভাগের ‘পরিচয়’ নামের একটি সফটওয়্যার। এই সফ্টওয়্যারটি খুব দ্রুত জাতীয় তথ্য ভান্ডারের সাথে ক্লায়েন্টের যেকোনো তথ্য যাচাই করতে পারে।
সোনালী ব্যাংক লিমিটেড ডিজিটাল পদ্ধতিতে “পরিচয়” গেটওয়ে ব্যবহার করে গ্রাহকদের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা সমূহ প্রদান করছে। যার মাধ্যমে এখন গ্রাহক সহজেই একটি ব্যাংক একাউন্ট খুলতে পারছে।
আরো পড়ুন- ব্যাংকে একাউন্ট করার নিয়ম
একাউন্ট করার আগে যে সতর্কতা মাথায় রাখতে হবে
একটি বিষয় খেয়াল রাখতে হবে, এই ব্যাংকে আপনার পূর্ব কোনো একাউন্ট থেকে থাকলে আপনি পূনরায় কোনো একাউন্ট খুলতে পারবেন না। আর এই একাউন্টটি Simplified eKYC এর আওতায় খোলা হবে।
আর আপনার এই একাউন্টটি ব্যাংকে আপনার ডকুমেন্ট সাবমিট না করা পর্যন্ত তিন মাসের জন্য একটিভ থাকবে। অতপর তা বন্ধ হয়ে যাবে। তাই এটি সচল রাখতে আপনাকে ব্যাংকে আপনার ডকুমেন্ট গুলো জমা দিতে হবে তিন মাসের মধ্যে।
সোনালী ব্যাংকে অনলাইন একাউন্ট খোলার জন্য যা যা লাগে
একাউন্ট খুলতে আপনার কিছু জিনিসের প্রয়োজন হবে। চলুন দেখে নেয়া যাক কি কি প্রয়োজন হতে পারে অনলাইনে একটি একাউন্ট খোলার জন্য।
যে সকল জিনিস প্রয়োজন হতে পারে সেগুলো হল:
- একটি স্মার্ট ফোন।
- সোনালী ই-সেবা এপ্স।
- আপনার ন্যাসনাল আইডি কার্ড / বার্থ সার্টিফিকেট।
- নমিনির ন্যাসনাল আইডি কার্ড (মোবাইলে স্ক্যান কপি থাকতে হবে)।
এই সুবিধাটি পেতে অবশ্যই একটি স্মার্টফোন থাকতে হবে এবং কার্যক্রম পরিচালনা করতে প্রয়োজন হবে মোবাইল এপ্লিকেশনটি। সেই সাথে একাউন্ট খোলার সময় দরকার হবে ন্যাসনাল আইডি কার্ড / বার্থ সার্টিফিকেট এবং নমিনির ন্যাসনাল আইডি কার্ড। নমিনির ন্যাসনাল আইডি কার্ড মোবাইলে স্ক্যান করা থাকা লাগবে।
Sonali esheba app
এখানে সোনালী ব্যাংকের এই এপ্সটি আপনি প্লে–স্টোর থেকে খুব সহজে ডাউনলোড করতে পারবেন। অথবা নিচে দেয়া লিংকে ক্লিক করলে আপনাকে সরাসরি এই এপ্সের ডাউনলোড অপশনে নিয়ে যাবে।
(Click here for Sonali esheba app)
অনলাইনে সোনালী ব্যাংকের একাউন্ট খোলার নিয়ম
বর্তমানে সহজে যে ব্যাংক গুলো একাউন্ট অনলাইনে খোলার সুবিধা দিয়ে থাকে তার মধ্যে সোনালী ব্যাংক একটি। দুই মিনিটে ঘরে বসে আপনি এই একাউন্ট খুলে ফেলতে পারবেন।
প্রকৃয়াটি শুরু করার আগে উপরের বিষয় গুলো পড়ে নিলে কিছু ক্ষেত্রে সুবিধা হবে। এই একাউন্ট খোলার প্রকৃয়া গুলো পর্যায়ক্রমে নিচে তুলে ধরা হল।
Sonali Bank Online Account Opening step by step
ধাপ ১. ক্লিক Open Bank A/C: সোনালী ই-সেবা এপ্সে প্রবেশ করলে এটি আপনাকে এপ্সের হোম পেজে নিয়ে আসবে। এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। তার মধ্যে প্রথম যে অপশনটি (Open Bank A/C) আছে সেটিতে ক্লিক করুন।
ধাপ ২. ইন্সট্রাকশন পড়ে নিন: Open Bank A/C ক্লিক করলে আপনার সামনে কিছু বিশেষ নির্দেশনা আসবে। এই নির্দেশনা গুলো পড়ে নিবেন। পড়া হলে OK প্রেস করে পরবর্তি ধাপে চলে যাবেন।
ধাপ ৩. মোবাইল নাম্বার ভেরিফাই করুন: আপনার মোবাইল নাম্বারটি চাইবে। মোবাইল নাম্বার দেয়ার পর আপনারা Next এ ক্লিক করবেন। সাথে সাথে এটি প্রসেসিং হয়ে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। ম্যাসেজ থেকে ওটিপি নিয়ে এই ওটিপি আপনি খালি বক্সে দিয়ে দিবেন।
ধাপ ৪. আপনার আইডি দিন: পরের ধাপে আসলে আপনাকে আপনার ( Date of birth ) জন্ম তারিখ দিতে হবে। সেই সাথে ন্যাসনাল আইডি কার্ড নাম্বার ( NID number )। না থাকলে, আপনার বার্থ সার্টিফিকেট নাম্বার ( Birth certificate number ) দিতে হবে। নিচের ছবিতে দেখুন।
ধাপ ৫. আপনার ছবি তুলুন: উপড়ে থাকা ক্যামেরার উপর ক্লিক করলে ক্যামেরা ওপেন হয়ে যাবে এবং আপনাকে একটি সেলফি নিতে হবে। ছবি তোলা হয়ে গেলে নিচে থাকা টিক বাটনে ক্লিক করুন। তারপর Next বাটনে ক্লিক করুন।
ধাপ ৬. ঠিকানা দিন: এই ধাপে আপনাকে আপনার ডিটেইলস ঠিকানা দিতে হবে।
ধাপ ৭. স্পাউস নেইম: আপনার স্পাউস নেইম (Spouse name) অপশনে আপনি আপনার স্ত্রির নাম লিখে দিবেন, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন। দেয়া হলে Next দিন।
ধাপ ৮. NID আপলোড করুন: এখন আপনাকে আপনার এনআইডি কার্ডের সামনের পার্শের একটি ছবি তুলতে হবে। তুলার সময় লক্ষ রাখবেন যেন কার্ডের লিখাগুলো স্পষ্ট দেখা যায়। ভালো আলোতে তুলার চেষ্টা করবেন। তোলা হলে Next ক্লিক করুন।
একই ভাবে কার্ডের পেছনের পার্শের একটি ছবি তুলতে হবে সবকিছু স্পষ্ট দেখা যায় মতো করে। তোলা হলে Next ক্লিক করুন।
ধাপ ৯. ব্রাঞ্চ, একাউন্ট ও প্রফেশন সিলেক্ট করুন: তারপর আপনাকে ব্রাঞ্চ (কাছাকাছি ব্রাঞ্চ সিলেক্ট করুন), একাউন্ট টাইপ (যেমন: সেভিংস), আপনার প্রফেশন (কাজ) সিলেক্ট করতে হবে।
ধাপ ১০. নমিনির ডিটেইলস দিন: পরের অংশে আপনার নমিনির নাম, আপনার তার সাথে সম্পর্ক এবং তার ভোটার আইডি কার্ডের নাম্বারটি দিতে হবে এই পেজে।
এগুলো দেয়ার পর পরই নিচে থাকা ”Creat account” অপশনে ক্লিক করলেই আপনার একাউন্ট তৈরি হয়ে যাবে।
একাউন্ট খোলার পর পরবর্তি কাজ: একাউন্টটি খােলা হলে একাউন্ট নাম্বারসহ একটি মেসেজ আপনার মােবাইলে আসবে, তা সংরক্ষণ করুন। অনলাইনে একাউন্ট খুলার পর আপনি ডকুমেন্ট হিসেবে একটি ফর্ম পাবেন। ফর্মটিতে আপনার বিস্তারিত দেয়া থাকবে।
এই ফর্মটি আপনার মোবাইলের স্টোরেজ এ সোনালী ব্যাংক লিখা একটি ফোল্ডারে জমা হয়ে যাবে। পরবর্তিতে আপনাকে এই ফর্মটি প্রিন্ট করে, তাতে সিগনেচার করে সেই সাথে আপনার অন্য ডকুমেন্ট গুলো নিয়ে ব্যাংকে গিয়ে জমা দিতে হবে।
এই জমা দেয়ার কাজ ৩ মাসের মধ্যে করতে হবে। নয়তো আপনার একাউন্টটি ডিএকটিভেট হতে পারে ব্যাংক কতৃক। তাই সময়ের মধ্যে সকল ডকুমেন্টস গুলো ব্যাংকে জমা করুন।
আরো পড়ুন- অনলাইনে ব্যাংক একাউন্ট খোলার নিয়ম |
সোনালী ব্যাংকের অনলাইন একাউন্টের সুবিধা
সোনালী ব্যাংক অনলাইনে যে সকল সুবিধা দেয় তার মধ্যে একটি হল অনলাইন একাউন্ট খোলার সুবিধা। এছাড়াও অনলাইনে একাউন্ট ডিটেইলস চেক করতে পারবেন ও বিভিন্ন প্রকার ফাইনেনসিয়াল ট্রানজেকশন এখানে দেখতে পারবেন।
বিল পরিশোধ, মোবাইল রিচার্জ, বুয়েট ফি, একাদশ শেণির ফর্ম ফিল আপ সহ আরো অনেক প্রকার সুবিধা পাবেন সোনালী ব্যাংকের অনলাইন সেবায়। এই সুবিধা দিতে তারা দুটি এপ্স ও চালু করেছে। সেগুলো হল সোনালী ব্যাংক ই-সেবা, এবং সোনালী ব্যাংক ই-ওয়ালেট। ই-ওয়ালেট এপ দিয়ে সোনালী ব্যাংক একাউন্ট স্টেটমেন্টও চেক করতে পারবেন।
সোনালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম দেখুন ভিডিওতে
যারা উপরের লিখা পড়ার পরও সোনালী ব্যাংকের একাউন্ট খোলার নিয়ম বুঝতে পারছেন না, তাদের জন্য এই ভিডিওটি দেয়া হল। এখানে আপনি পুরো প্রকৃয়াটি পর্যায়ক্রমে সরাসরি দেখতে পারবেন এবং আশা করছি ক্লিয়ার বুঝতে পারবেন।
How to open a student bank account in sonali bank online? (স্টুডেন্ট একাউন্ট)
উপরে উল্লেখিত ধাপগুলো অনুসরন করলে ৭ম ধাপে আপনি একাউন্ট সিলেকশন অপশনে আপনার একাউন্ট টাইপ সিলেক্ট করতে পারবেন। সেখান থেকে আপনি আপনার স্টুডেন্ট একাউন্ট খুলতে পারবেন। অর্থাৎ একাউন্ট খোলার সময় শুধু আপনার একাউন্টের ধরণ চেন্জ করে দিলে হবে। স্টুডেন্ট একাউন্ট সম্পর্কে আরো জানতে পড়ুন-
সোনালী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম
তিন ভাবে আপনি আপনার একাউন্ট চেক করতে পারবেন।
- ১ম পদ্ধতি হলো আপনার মোবাইল থেকে এস এম এস এর মাধ্যমে।
- আরেক টা হলো অনলাইনের মাধ্যমে।
- ম্যসেজ এর মাধ্যমে জানতে ম্যাসেজ অপশনে চলে যান। সেখানে টাইপ করুন SBL <Space> BAL এবং পাঠিয়ে দিন ব্যাংকের এই সার্ভিস নাম্বার 26969 তে। একাউন্ট চেক সম্পর্কে আরো বিস্তারিত জানতে পড়ুন সোনালী ব্যাংকের একাউন্ট চেক করার নিয়ম।
আরো পড়ুন- সোনালী ব্যাংকের চেক লেখার নিয়ম
সোনালী ব্যাংক সেভিংস একাউন্ট চার্জ
এমাউন্ট | চার্জ |
---|---|
১০,০০০/- টাকা পর্যন্ত | চার্জ নেই |
১০,০০১/- টাকা থেকে ২৫,০০০/- টাকা পর্যন্ত | ১১৫/- |
২৫,০০১/- টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত | ২৩০/- |
২ লক্ষ ১ টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত | ২৮৭.৫/- |
১০ লক্ষ টাকার অধিক | ৩৪৫/- |
সোনালী ব্যাংক সেভিংস এ্যাকাউন্ট এস.এম.এস এলার্ট চার্জ:
সার্ভিস চার্জ বছরে দুইবার ৫৭.৫ + ৫৭.৫ = ১১৫/- টাকা। |
আরো পড়ুন- বন্ধ ব্যাংক একাউন্ট চালু করার নিয়ম |
প্রশ্ন এবং উত্তর
বিদেশ থেকে সোনালি ব্যাংকে একাউন্ট খুলতে পারবেন। এরজন্য আপনাকে এই দেশে থাকা বাংলাদেশ এমবাসির সাহায্য নিতে হবে।
আপনাকে তিনমাসের সময় দেয়া হবে। এর মধ্যে ডকুমেন্ট ব্যাংকে জমা না করলে আপনার একউন্ট ডিএকটিভেট হতে পারে।
উপরের ধাপগুলো অনুসরন করলে ৭ম ধাপে আপনি একাউন্ট সিলেকশন অপশনে আপনার একাউন্ট টাইপ সিলেক্ট করতে পারবেন।
আপনার ন্যাসনাল আইডি কার্ড / বার্থ সার্টিফিকেট।
নমিনির ন্যাসনাল আইডি কার্ড (মোবাইলে স্ক্যান কপি থাকতে হবে)।
Yes. বাংলাদেশে এমন অনেক ব্যাংক আছে যারা আপনাকে এই সুবিধা দিবে। এই সম্পর্কে আরো পড়তে নিচের দেয়া পোস্ট লিংক থেকে ঘুড়ে আসতে পারেন।
অনলাইনে অন্যান্য ব্যাংকের একাউন্ট অনলাইনে খুলার নিয়ম
- অনলাইনে অগ্রণী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
- আল আরাফাহ ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
- ব্যাংক এশিয়া একাউন্ট খোলার নিয়ম
- ব্র্যাক ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
- সিটি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
- রূপালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
অনলাইন ব্যাংকিং | বাংলাদেশে অনলাইন ব্যাংকিং |
হোম পেজে যান | bankline |