বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম

আপনার কি এনআইডি কার্ড নেই? এনআইডি কার্ড না থাকায় কিভাবে নগদ একাউন্ট করবেন তা নিয়ে চিন্তিত? অথবা আপনার কোনো টাচ মোবাইল নেই, যা দিয়ে আপনি নগদ এপ ব্যবহার করে একাউন্ট করতে পারবেন? আসুন দেখে নেই কিভাবে আপনি এগুলো ছাড়া একটি নগদ একাউন্ট করতে পারবেন।

বাটন মোবাইলে নগদ একাউন্ট

আপনি হয়তো যানেন যে মোবাইল ফাইনেন্সিয়াল সার্ভিস গুলো ব্যবহার করতে সচরাচর এনআইডি কার্ড দরকার হয়ে থাকে। নগদ একাউন্ট করতেও একটি এনআইডি কার্ড দরকার হয়। তবে এখানে নগদ আপনার জন্য একটি বিশেষ সুবিধাও রেখেছে। আপনি আপনার নগদ না থাকলে তা খুলে নিতে পারবেন যেকোনো সময় যেকোনো জায়গায়।

আপনি প্রয়োজনে বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম অনুসরণ করে এনআইডি কার্ডের ইনফর্মেশন ছাড়াই যেকোনো মূহুর্তে একটি একাউন্ট করে ফেলতে পারবেন। মাত্র কয়েকটি ধাপেই এটি করা সম্ভব।

যাই হোক। এই পোস্টে আমরা দেখবো বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম কি তা এবং এনআইডি কার্ড ছাড়া নগদ একাউন্ট খোলার নিয়ম। চলুন তাহলে শুরু করা যাক।

বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম

বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার ক্ষেত্রে আপনার কাছ থেকে এনআইডি কার্ড চাইবে না। এখানে নগদের ইউএসএসডি কোড *167# ডায়াল করে চার ডিজিটের পিন সেট করার মাধ্যমে আপনি আপনার একাউন্ট খুলে ফেলতে পারবেন। এরপর এই একাউন্টে টাকা রিসিভও করতে পারবেন।

আরো পড়ুন- নগদ এপ থেকে নগদ একাউন্ট করার নিয়ম

বাটন মোবাইলে নগদ একাউন্ট খুলার নিয়ম ছবি সহ

আমি এখানে যদিও নগদ একাউন্ট খোলার নিয়মটি টাচ মোবাইলে করে দেখাচ্ছি, তবে আপনি এটি করতে পারবেন আপনার বাটন মোবাইল থেকেও। চলুন একাউন্ট খোলার ধাপ গুলো দেখে নেয়া যাক।

#১. নগদ ইউএসএসডি কোড ডায়াল করুন: প্রথমে আপনার বাটন মোবাইল থেকে *167# ডায়াল করুন।

বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম

#২. আপনার পিন সেট করুন: এখানে আপনি আপনার পিন সেট করার পাশাপাশি আপনার সিম অপারেটর থেকে আপনার এনআইডির ইনফর্মেশন নগদের সাথে শেয়ার করার অনুমতি দিয়ে থাকেন। ইংরেজিতে একটি ম্যাসেজ আকারে এই তথ্য দেয়া থাকেন। এইখানে আপনার কাজ হলো শুধু চার ডিজিটের একটি পিন দিয়ে সেন্ড দেয়া।

বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম

#৩. পিন কনফার্ম করুন: পূর্বে যে পিনটি আপনি দিয়েছিলেন তা পূনরায় লিখে সেন্ড দিন।

বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম

#৪. একাউন্ট খোলা সম্পন্ন হয়েছে: আপনার একাউন্ট খোলা সম্পন্ন হয়েছে। এখন কেনসেল দিয়ে বেরিয়ে যেতে পারেন।

বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম দেখুন

অথবা আপনি ০ টাইপ করে নগদের সার্ভিস পেজে গিয়ে আপনার সেবা গ্রহণ করতে পারেন।

বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম জেনে নিন

আরো পড়ুন- নগদ একাউন্ট বন্ধ করার নিয়ম দেখুন

ইউএসএসডি কোড ডায়াল করে নগদের ব্যালেন্স চেক

মোবাইল থেকে ইউএসএসডি কোড টাইপ করে নগদের ব্যালেন্স চেক করতে অনুসরণ করুন *167#>>7. My nogod>>1. Balance enquiry>>PIN>>Send এই প্রকৃয়া। অর্থাৎ প্রথমে *167# ডায়াল করে, তারপর 7 সিলেক্ট করে, তারপর 1 সিলেক্ট করে এবং পিন দিয়ে সেন্ড করতে হবে।

আরো জানতে পড়ুন- নগদের ব্যালেন্স দেখার নিয়ম

নগদ একাউন্টের পিন নাম্বার ভুলে গেলে করণীয়

একাউন্ট করার পর যদি কোনো কারণে আপনার পিন নাম্বার ভুলে যান তবে আপনাকে নগদের কাস্টমার কেয়ারে কল করতে হবে। তারা আপনাকে কিভাবে পিন রিসেট করতে হবে সে ব্যাপারে সহযোগিতা করবে। তবে আপনি চাইলে কল না করেও আপনার পিন রিসেট করতে পারবেন। এ ব্যাপারে বিস্তারিত জানতে পড়ুন নগদ একাউন্টের পিন নাম্বার ভুলে গেলে করণীয় কি।

কখন পিন ভুলে গেলে রেনডম পিন দিয়ে ট্রাই করা একদম উচিত নয়। কেননা এতে করে একাউন্ট লক হয়ে যাবে তিন বার ট্রাই করার পর। যদি একাউন্ট লক অলরেডি করে ফেলেন, তাহলে তার সমাধান জানতে পড়ুন নগদ একাউন্ট লক হলে করনীয়

নগদ একাউন্ট হ্যাক হলে করণীয়

আপনার যদি মনে হয় যে আপনার নগদ একাউন্ট হ্যাক হয়েছে বা অন্য কেউ আপনার একাউন্টের এক্সেস নিয়েছে অথবা এক্সেস নিয়ে আপনার টাকা সরিয়ে ফেলছে, তবে যতো দ্রুত সম্ভব আপনার উচিত কাস্টমার কেয়ারে যোগাযোগ করা। কেননা নগদ চাইলে এই টাকা যেই একাউন্টে থাকবে, সেই একাউন্টে লেনদেন হোল্ড করে দিতে পারবে। পরে হয়তো যাচাই বাছাই করে আপনার টাকা আপনাকে ফিরিয়েও দিতে পারে। তাই এই ব্যাপারে আপনার দেরি করা একদম উচিত নয়।

নগদ একাউন্টের মালিকানা পরিবর্তন করার নিয়ম

নগদ একাউন্টের মালিকানা পরিবর্তন করা যায়। যদিও আপনি এটি নিজে নিজে করতে সমর্থ হবেন না। এর জন্য আপনাকে কাস্টমার কেয়ারের সাহায্য নিতে হবে।

এ সম্পর্কে আরো বিস্তারিত জানতে পড়তে পারেন আমাদের নগদ একাউন্টের মালিকানা পরিবর্তন করার নিয়ম এই পোস্টি। আর মালিকানা পরিবর্তনের আগে আপনার একাউন্টের ব্যালেন্স শুন্য করে নেয়ার জন্য পড়ুন নগদ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করার নিয়ম

নগদ একাউন্টের সুবিধা

  • বাটন মোবাইলে নগদ একাউন্ট করার সুবিধা
  • নগদে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ
  • নগদ রেজিস্ট্রেশন অফার
  • সেন্ড মানি একদম ফ্রি
  • মোবাইল রিচার্জ করার সুযোগ
  • নগদ ইসলামিক মোবাইল ব্যাংকিং সুবিধা
  • বিদ্যুৎ বিল পে সুবিধা
  • কেনা কাটায় পেমেন্ট করার সুবিধা
  • কিস্তি দেওয়ার সুবিধা

নগদের অন্যান্য পোস্ট সমূহ পড়ুন

ক্যাটাগরিতে যানWallet
হোমে যানbankline

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।