ব্যাংক একাউন্ট ট্রান্সফার করার নিয়ম

ব্যাংক একাউন্ট ট্রান্সফার করার নিয়ম খুজছেন? একাউন্ট ট্রান্সফার করার নিয়ম, আপনার একাউন্ট কখন ট্রান্সফার করার উচিত বা এমন কিছু বিষয় নিয়ে এই পোস্টে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

ADVERTISEMENT

যদিও সাধারণ ব্যাংকিং লেনদেন গুলো যেমন আমানত, উত্তোলন, যেকোন শাখায় করা যায়। কিন্তু লকার পাওয়া, ঋণ ও ক্রেডিট সুবিধা পাওয়া বা সুপ্ত অ্যাকাউন্ট সক্রিয় করা ইত্যাদি শুধুমাত্র হোম শাখায় করা যায়। এই জন্য কারো কারো ব্যাংক একাউন্ট ট্রান্সফার করার নিয়ম জানার প্রয়োজন পড়ে যখন তারা প্রয়োজনে ঠিকানা পরিবর্তন করে।

বিশেষ করে অনেকে দেখা যায় চাকরির কারণে অন্য জায়গায় চলে যাচ্ছেন। তাদের ব্যাংক সার্ভিসে আরো ভালো এক্সেস পাওয়ার জন্য ব্যাংক একাউন্ট ট্রান্সফার করার প্রয়োজন দেখা দেয়।

ADVERTISEMENT

আজকের এই পোস্টে আমি সোনালী ব্যাংকের জন্য ব্যাংক একাউন্ট ট্রান্সফার করার নিয়ম দেখাবো। কিন্তু আপনি এই নিয়ম অন্যান্য ব্যাংকের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন।

ব্যাংক একাউন্ট কি ট্রান্সফার করা যায়?

গ্রাহক চাইলে এক ব্যাংকের শাখা থেকে অন্য ব্যাংকের শাখায় তাদের একাউন্ট ট্রান্সফার করতে পারবেন। এর জন্য গ্রাহকের কাছে থাকা অব্যবহৃত চেক বই একটি আবেদনপত্র সহ ব্যাংকে ম্যানেজারের নিকট জমা করতে হবে। তারপর প্রায় সপ্তাহ খানেক পর আপনার কাঙ্খিত ব্র্যাঞ্চে যোগাযোগ করে আপনার একাউন্ট সেখানে খুলে নিতে পারবেন।

ADVERTISEMENT

অন্য শাখায় ব্যাংক একাউন্ট ট্রান্সফার করার নিয়ম

#১. দরখাস্ত লিখতে হবে: প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে তা হলো, আপনাকে একটি দরখাস্ত লিখতে হবে। অর্থাৎ বর্তমানে আপনার যে একাউন্টটি আছে তা যে শাখায় আছে সেই শাখায় দরখাস্তটি করবেন এবং সেখানে অবশ্যই আপনার হস্তান্তরিত হতে চাওয়া নতুন শাখাটির নাম অবস্থান সহ উল্লেখ করবেন।

#২. ডকুমেন্ট সমূহ জমা ‍দিতে হবে: সেই মাথে আপনার কাছে ব্যাংকের যে সকল ডকুমেন্ট গুলো আছে তা কিন্তু জমা করে দিতে হবে। যেমন ধরুন আপনার চেক বই, ডেবিট বা ক্রেডিট কার্ড সহ আরো যা থাকবে।

#৩. প্রয়োজনে ম্যানেজারের সাথে কথা বলে নিতে হবে: যদি প্রয়োজন দেখা দেয়।

ADVERTISEMENT

#৪. কাঙ্খিত শাখায় যোগাযোগ করতে হবে: ব্যাংক কতৃক স্থানান্তরের পর কাঙ্খিত শাখায় যোগাযোগ করতে হবে। যোগাযোগ করে আপনার নতুন একাউন্ট নাম্বারটি সংগ্রহ করতে হবে।

আরো পড়ুন- এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম

ব্যাংক একাউন্ট ট্রান্সফার করার আবেদন

এই একটি আবেদন যদিও সোনালী ব্যাংকের জন্য দেখানো হয়েছে, কিন্তু আপনি অন্যান্য ব্যাংকের একাউন্ট হস্তান্তরের ক্ষেত্রেও এই একই দরখাস্ত ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে প্রয়োজন অনুযায়ি পরিবর্তন করে নিতে হবে।

ADVERTISEMENT

দরখাস্ত

তারিখ: ২৫/০১/২০২৩বরাবর
ম্যানেজার
সোনালি ব্যাংক লিমিটেড ( আপনার ব্যাংকের নাম দিন )
কাপ্তাই, রাঙ্গামাটি
বিষয়: সঞ্চয়ী হিসাব নম্বর ( আপনার ব্যাংক হিসাব নাম্বার দিন ) সোনালী ব্যাংক লিমিটেড, সাভার, ঢাকা স্থানান্তরের আবেদন।

সবিনয় নিবেদন এই যে, আমি আপনার সোনালী ব্যাংক লিমিটেড বড়ইছড়ি শাখার একজন হিসাবধারী। মোঃ শহিদুজ্জামান শহীদ নামে আমার উক্ত সঞ্চয়ী হিসাব নম্বরটি হচ্ছে ( আপনার ব্যাংক হিসাব নাম্বার )। বর্তমানে আমার ঠিকানা পরিবর্তন এবং ব্যক্তিগত লেনদেনের সুবিধার্থে উক্ত হিসাবটি সোনালী ব্যাংক লিমিটেড, সাভার শাখা, ঢাকা স্থানান্তর করা প্রয়োজন।

সুতরাং, আপনার শাখার হতে সঞ্চয়ী হিসাব নম্বর ( আপনার ব্যাংক হিসাব নাম্বার ) সোনালী ব্যাংক লিমিটেড, সাভার শাখা, ঢাকায় স্থানান্তর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মহোদয়ের নিকট অনুরোধ করছি।

নিবেদক
নাম: মোঃ শহিদুজ্জামান শহীদ
ঠিকানা: বড়ইছড়ি শাখা, কাপ্তাই, রাঙ্গামাটি।
মোবাইল: 01800000000

সংযুক্তি: চেকপত্র নং-সিডি (——–) থেকে (——–) ফেরত দেয়া হলো।

প্রয়োজনে একাউন্ট বন্ধ করুন-ব্যাংক একাউন্ট বন্ধ করার নিয়ম

শেষকথা

একটি ব্যাংকের এক শাখায় একটি একাউন্ট থাকলে তাদের অন্য শাখায় আরেকটি একাউন্ট করা যায় না। তাই আমাদেরকে অনেক সময় প্রয়োজনে ব্যাংক একাউন্ট ট্রান্সফার করতে হয়।

এক্ষেত্রে আসলে আমাদের প্রথম শাখার একাউন্টি মূলত ক্লোজ করা হয়ে থাকে। তারপর অন্য শাখায় আমাদের এটি খোলার ‍সুযোগ দেয় ব্যাংক। এক্ষেত্রে আমাদের যে ব্যাংক একাউন্ট নাম্বারটি থাকে সেটিও পরিবর্তন হয়ে যাবে।

ব্যাংক একাউন্ট নিয়ে আরো পড়ুন

  1. ডোরমেন্ট একাউন্ট সচল করার নিয়ম
  2. ব্যাংকের চেক বই হারিয়ে গেলে করণীয়
  3. ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম
  4. ব্যাংক এবং এনজিও এর মধ্যে পার্থক্য
  5. ব্যাংক একাউন্টের নমিনি পরিবর্তন করার নিয়ম
  6. ব্যাংক একাউন্টের নাম পরিবর্তন করার নিয়ম
হোমে যানbankline
ADVERTISEMENT

Similar Posts

2 Comments

  1. সঞ্চয়ী হিসাবের একাউন্ট হোল্ডার এ-র নাম পরিবর্তন করা যায় কি?

    1. নাম লেখায় হওয়া ভুল পরিবর্তণ করতে চান নাকি পুরো নাম পরিবর্তন করতে চান? কোনো প্রকার ভুল হলে আপনার ডকুমেন্ট সহ তাদের সাথে যোগাযোগ করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *