সহজে পাকিস্তান থেকে বাংলাদেশে টাকা পাঠানোর উপায়
আপনি কি পাকিস্তান থেকে বাংলাদেশে টাকা পাঠানোর উপায় খুজছেন? এখানে এবিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
অনুন্নত এবং উন্নয়নশীল দেশ গুলোর মধ্যে বাইরের দেশে টাকা পাঠানোর ব্যাপারে অনেক ধরণের বিধি নিষেধ থাকে। যার কারণে পাকিস্তান থেকে বাংলাদেশে টাকা পাঠানোর উপায় কিন্তু খুব বেশি নেই। শুধু পাকিস্তান নয়, বাংলাদেশ থেকেও যদি পাকিস্তান বা অন্য কোনো দেশে টাকা পাঠাতে চায়, তাও এই ধরণের সমস্যা ফেস করতে হয়।
তবে একেবারে যে বাইরে টাকা নিতে দেয় না এমন কিছু না। টাকা পাঠাতে চাইলে পাকিস্তান থেকে বাংলাদেশে টাকা পাঠানোর উপায় অবশ্যই আছে, যে মাধ্যমে টাকা বাংলাদেশে পাঠানো যাবে। এই পোস্টে আমরা দেখবো পাকিস্তান থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম। চলুন তাহলে শুরু করা যাক।
Table of Contents
পাকিস্তান থেকে বাংলাদেশে টাকা পাঠানোর উপায়
পাকিস্তান থেকে বাংলাদেশে টাকা পাঠানোর বিভিন্ন উপায় রয়েছে:
ব্যাংক ট্রান্সফার: আপনি ওয়্যার ট্রান্সফার বা সুইফট ট্রান্সফারের মাধ্যমে পাকিস্তানের ব্যাংক থেকে বাংলাদেশের কোনও ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারেন। এই প্রকৃয়াটি সম্পূর্ণ হতে কয়েক দিন সময় লাগতে পারে। আর আইডেন্টিফিকেশনের এবং ঠিকানার প্রমাণের মতো ডকুমেন্ট এর প্রয়োজন হতে পারে।
অনলাইন মানি ট্রান্সফার সার্ভিস: আপনি পাকিস্তান থেকে বাংলাদেশে টাকা পাঠাতে ওয়েস্টার্ন ইউনিয়ন বা মানিগ্রামের মতো অনলাইন মানি ট্রান্সফার সার্ভিস গুলো ব্যবহার করতে পারেন। এই সার্ভিস গুলির মাধ্যমে আপনি সাধারণত অনলাইনে বা একটি মোবাইল অ্যাপের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। যা বাংলাদেশের কোনো নির্দিষ্ট স্থান থেকে তোলা বা সরাসরি একটি ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা যেতে পারে।
মানি এক্সচেঞ্জ সার্ভিস: আপনি পাকিস্তান থেকে বাংলাদেশে টাকা পাঠাতে মানি এক্সচেঞ্জ সার্ভিসও ব্যবহার করতে পারেন। এই সার্ভিসগুলির মাধ্যমে আপনি সাধারণত মুদ্রার বর্তমান বিনিময় হারে লেনদেন করতে পারবেন। এ সার্ভিস ব্যবহার করে আপনি বাংলাদেশে সরাসরি ব্যাংকে বা কোনো নির্দিষ্ট স্থান থেকে টাকা সংগ্রহ করতে পারবেন।
আপনি যেন সেরা উপায়টি পান তা নিশ্চিত করার জন্য একটি উপায় বেছে নেওয়ার আগে বিভিন্ন অপশনের ফি, বিনিময় হার এবং টাকা পাঠানোর জন্য কত সময় লাগবে তা তুলনা করা গুরুত্বপূর্ণ। অর্থ স্থানান্তর করার জন্য আপনি যে সার্ভিস ব্যবহার করার কথা বিবেচনা করছেন তার সুনাম কেমন এবং নিরাপত্তাও যাচাই করা উচিত ভালো উপায়টি পেতে।
এখানে আমি কোনো নির্দিষ্ট উপায় সাজেস্ট করছি না, কারণ কোনো কোনো সার্ভিস প্রোভাইডার হয়তো আপনার কাছাকাছি নেই বা তাদের মুদ্রা বিনিময়ের বর্তমান রেট হয়তো অন্যদের তুলনায় ডাউন। তাই আপনি আপনার সুবিধা মতো একটি বেছে নিন। বাছাই করার সময় তাদের এক্সচেন্জ রেট তুলনা করে নিন।
ওয়েস্ট্রাণ ইউনিয়নের মাধ্যমে পাকিস্তান থেকে বাংলাদেশে টাকা ট্রান্সফার
আপনি চাইলে ঘরে বসে অনলাইনে পাকিস্তান থেকে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। এর জন্য ওয়েস্টার্ণ ইউনিয়নের ওয়েবসাইট বা এপে গিয়ে একাউন্ট করে লগইন করে নিন। এরপর নিচের ধাপগুলো অনুসরণ করুন।
তবে এখানে শুধু টাকা পাঠানোর ব্যাপারে বলছি। ওয়েস্টার্ণ ইউনিয়ন থেকে বিকাশে পাঠানো পাঠানোর পর তা কিভাবে রিসিভ করবেন এবং ওয়েস্টার্ণ ইউনিয়ন থেকে টাকা পাঠানোর ব্যাপারে আরো বিস্তারিত জানতে পড়ুন ওয়েস্টার্ন ইউনিয়ন টাকা পাঠানোর ও গ্রহণ করার নিয়ম। শুধু টাকা পাঠানোর নিয়ম নিচে দেখে নিন।
#১ম ধাপ: লগইন করলে আপনার সামনে কান্ট্রি সিলেক্ট করার জন্য অপশন আসবে। সেখানে যে দেশে টাকা পাঠাতে চান ঐ দেশের নাম সিলেক্ট করতে হবে। সিলেক্ট করা হলে টাকার এমাউন্ট লিখতে হবে।
তারপর কোন মাধ্যমে টাকা পাঠাতে চান, যেমন: ব্যাংক একাউন্টে, এজেন্টের কাছে, নাকি বিকাশে, তা সিলেক্ট করুন। এর পর আপনি কি মাধ্যম থেকে টাকাটি পে করছেন তা সিলেক্ট করুন। এখন একটু নিচে আসলে আপনার লেনদেনের একটি ডিটেইলস দেখতে পারবেন। তা দেখে নিয়ে নেক্সটে ক্লিক করুন।
এবার একটি নোটিস আসবে, তা পড়ে নিয়ে Continue তে ক্লিক করে পরের ধাপে চলে যেতে হবে।
#২য় ধাপ: এই ধাপে আপনার রিসিভারের কিছু তথ্য সাবমিট করতে হবে। রিসিভারের ফাস্ট নেম ও লাস্ট নেম এবং তার মোবাইল নাম্বার দিতে হবে। তারপর ট্রান্জেকশন পারপাস কি তা, যাকে টাকা পাঠাচ্ছেন তার সাথে আপনার রিলেশন কি, তার এড্রেস, ন্যাশনালিটি, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার এগুলো দিয়ে শেষে থাকা Next অপশনে ক্লিক করতে হবে।
#৩য় ধাপ: Next ধাপে আপনার সেন্ডিং ডিটেইলস দেয়া থাকবে। ডিটেইল ঠিক আছে কিনা একটু চেক করে নিয়ে নিচে থাকা টার্মস এন্ড কন্ডিশনের বক্সে Agree তে ক্লিক দিয়ে নিচে থাকা Next অপশনে ক্লিক করতে হবে।
#৪র্থ ধাপ: তার পর আপনি যে মাধ্যম থেকে পে করছেন সেখানকার কিছু তথ্য দিতে হবে। যদি কার্ড থেকে পে করেন তবে কার্ডের তথ্য দিতে হবে। ইনফর্মেশন দিয়ে নিচে থাকা Pay now অপশনে ক্লিক করে Next ধাপে যেতে হবে।
এখন আপনার মোবাইলে একটি OTP আসবে, যে OTP আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করা হয়ে গেলে আপনার একাউন্ট থেকে টাকাটি কেটে নেয়া হবে। সাথে আপনার টাকা ট্রান্সফার কমপ্লিট হয়ে যাবে।
বিদেশ থেকে বাংলাদেশি ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম
ওয়্যার ট্রান্সফার বা সুইফট ট্রান্সফারের মাধ্যমে পাকিস্তানের ব্যাংক থেকে বাংলাদেশের যেকোন ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারেন। মুটামুটি সব ব্যাংকই বিদেশ থেকে টাকা গ্রহণ করে থাকে। আপনি শুধু পাকিস্তানের নিয়ম মেনে, সেখানকার ব্যাংক গুলোর সাথে যোগাযোগ করে তাদের জিঙ্গেস করুন যে টাকা পাঠাতে কি কি দরকার হয়।
তবে যেমনটি বলেছিলাম যে এই পদ্ধতিতে কিন্তু কয়েকদিন সময় লেগে যেতে পারে আপনার টাকা পৌছাতে। যদি আপনার তাতে কোনো সমস্যা না থাকে তবে পাঠাতে পারেন।
বাংলাদেশি ব্যাংক গুলোতে কিভাবে টাকা পাঠাবেন তা পড়ুন নিচের পোস্ট গুলো থেকে। দেশে টাকা পাঠানোর ব্যাপারে বিদেশে কিভাবে কি করতে হবে তা নিয়ে এসব পোস্টেও বিস্তারিত কথা বলা হয়েছে। আসা করি আপনার কাজে আসবে।
১. বিদেশ থেকে সোনালী ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম |
২. বিদেশ থেকে ডাচ বাংলা ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম |
৩. বিদেশ থেকে ইসলামী ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম |
৪. বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম |
আমাদের অন্য রিলেটেড পোস্ট গুলো পড়ুন
- মালয়েশিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম
- দুবাই থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম
- লন্ডন থেকে বাংলাদেশে টাকা পাঠানোর উপায়
- আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম
- বাংলাদেশ থেকে বিদেশে টাকা পাঠানোর নিয়ম
- ইতালি থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম
- কানাডা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম
রেমিটেন্স নিয়ে আরো জানতে পড়ুন Remittance এই পোস্টি। হোম পেজে যেতে ক্লিক করুন bankline এ।
পাকিস্তান থেকে বাংলাদেশে টাকা পাঠানোর উপায় টি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমাদের সাথে যুক্ত থাকতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে, যার লিংক নিচে দেয়া আছে।