সহজে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম

ভারত থেকে কিভাবে বাংলাদেশে টাকা পাঠানো যায় তা খুজছেন? এখানে এনিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম

বাংলাদেশি অনেকেই আছেন যারা ইন্ডিয়াতে কাজ করেন। কাজ করার খাতিরে তাদের মাসে মাসে দেশে পরিবারের কাছে remittance পাঠানোর দরকার পরে। কিন্তু ভারত থেকে বাংলাদেশে টাকা পাঠানোর উপায় না জানার কারণে তারা অনেক সময় অবৈধ পথে দেশে টাকা পাঠান, যা অত্যন্ত ঝুকিপূর্ণ।

যাই হোক, আপনার সুবিধার্থে আজকের এই পোস্টে আমি আলোচনা করবো ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম কি এবং ভারত থেকে কি বিকাশে বাংলাদেশে টাকা পাঠানো যায় কিনা, এমন সব প্রশ্নের উত্তর। চলুন তাহলে শুরু করা যাক।

ভারত থেকে বাংলাদেশে টাকা পাঠানোর উপায় গুলো

আমাদের পাশের দেশ ভারত থেকে বাংলাদেশে যদি কেউ টাকা পাঠাতে চান, তবে বিভিন্ন উপায়ে সেটি করতে পারবেন। বর্তমানে ইন্টারন্যাশনাল লেনদেনের জন্য বেশ কিছু আন্ত ব্যাবস্থা চালু হয়েছে। যার মাধ্যমে শুধু ইন্ডিয়া থেকে বাংলাদেশে নয়, ইন্ডিয়া থেকে বিশ্বের অনেক দেশেই টাকা পাঠানো যাবে।

  • Wise
  • Western Union
  • Paytm
  • Google pay
  • SafePay
  • Taptap send

ইত্যাদি। এর মধ্যে আরেকটি উপায় হচ্ছে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো, যা সম্পূর্ণ অবৈধ। এই মাধ্যমে টাকা পাঠালে আপনার জেল জরিমানা হতে পারে। আর এ মাধ্যম কোনো সেইফ মাধ্যমও নয়। কেননা এখানে লেনদেনের কোনো রেকর্ড রাখা হয় না। তাই এই মাধ্যমে টাকা না পাঠানোই ভালো।

বিকাশের মাধ্যমে কি ভারত থেকে বাংলাদেশে টাকা পাঠানো যায়?

বিকাশ, রকেট, বা নগদ যাই বলেন না কেন, এগুলো শুধু বাংলাদেশেই চলে। অর্থাৎ এগুলো দেশের বাইরে থেকে চালানো সম্ভব নয়। তবে বিকাশের সাথে ইন্টারন্যাশনালি এমন অনেক প্রতিষ্ঠানের সাথে পার্টনারশীপ আছে যারা বাইরে থেকে দেশে টাকা পাঠাবে এবং আপনি তা রিসিভ করতে পারবেন আপনার বিকাশ একাউন্ট থেকে।

এখন আমাদের পাশের দেশ ভারত থেকেও কি বিকাশ চালানো সম্ভব নয়? উত্তর হলো লিগাল ভাবে নয়। তবে পশ্চিম বঙ্গে সিমান্ত বর্তি এলাকায় অনেকে বাংলাদেশি সিম ইলিগ্যালি ব্যবহার করে এবং তারা বিকাশও চালায়। আবার কলকাতা, চেন্নাই ও ভেলুর থেকেও বিকাশের মাধ্যমে লেনদেন করা যাবে।

তবে মফস্বল শহরে বিকাশের সুবিধা পাওয়া যাবে না। অনেকে এসব মাধ্যমে দেশে অনেক সময় টাকা পাঠায় বা দেশ থেকে ভারতে টাকা নেয়। তবে এই পদ্ধতি লিগ্যাল নয়, সম্পূর্ণ অবৈধ।

যেমনটি বলছিলাম যে, বিকাশের সাথে ইন্টারন্যাশনাল অনেক লেনদেন প্রতিষ্ঠানের সাথে পার্টনারশীপ আছে। উপরে উল্লেখিত Wise বা Western Union বা Paytm সহ এমন অনেক মাধ্যম আছে যেখানে আপনারা বিকাশে টাকা পাঠানোর অপশন পেয়ে যাবেন। আর এই টাকা দেশে আপনার রিসিভারের একাউন্টে সরাসরি রিসিভ হবে।

বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর ব্যাপারে আমাদের আলাদা একটি পোস্ট আছে, “বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম” এই পোস্টি পড়তে পারেন।

ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম

উপরে উল্লেখিত মাধ্যমগুলো, যেমন Western Union, Safe pay ইত্যাদি, ব্যবহার করে আপনি ইন্ডিয়ায় বসে বাংলাদেশে আপনার কোনো আত্মীয় বা আপনার কোনো ক্লায়েন্টের কাছে টাকা পাঠানোর জন্য তাদের অনলাইন সার্ভিস বা তাদের অফিস ভ্রমণ করে সহযোগিতা নিতে পারেন।

কোনো কোনো মাধ্যমের অনলাইন এবং অফলাইন, উভয় ধরণের সার্ভিস এভেইলএবল থাকে। যেমন ধরুন আপনি Western Union এর অনলাইন সুবিধা নিতে পারবেন তাদের ওয়েবসাইট বা তাদের মোবাইল এপ ব্যবহার করে। অপর দিকে Google pay বা Wise এদের সার্ভিস সচরাচর অনলাইনেই পাওয়া যায়।

ওয়েস্টার্ণ ইউনিয়নের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম

উপরে যেমনটি বলছিলাম যে, ওয়েস্টার্ণ ইউনিয়ন অনলাইন এবং অফলাইন উভয় ধরণের সার্ভিস দিয়ে থাকে। আপনি যদি গুগলে সার্চ করেন যে ”ওয়েস্টার্ণ ইউনিয়ন অফিস লোকেশন” তবে আপনি আপনার নিকট বর্তি ওয়েস্টার্ণ ইউনিয়নের অফিস লোকেশন পেয়ে যাবেন। সেখানে গিয়ে আপনি আপনার লেনদেন সম্পন্ন করতে পারবেন।

টাকা পাঠানোর জন্য পেরককে প্রাপকের সাধারণ কিছু তথ্য দিতে হবে। লেনদেন সম্পন্ন হলে তারা আপনাকে একটি নাম্বার দিবে, যা সংগ্রহ করতে হবে। এই নাম্বার দিয়ে প্রাপক ওয়েস্টার্ণ ইউনিয়েনের অফিস থেকে টাকা সংগ্রহ করতে পারবে। আবার প্রেরক চাইলে ওয়েস্টার্ণ ইউনিয়ন থেকে প্রাপকের বিকাশে টাকাটি পাঠাতে পারবেন।

ঘরে বসে অনলাইনে টাকা পাঠানোর নিয়ম

আপনি যদি চান যে ঘরে বসে অনলাইনে করে ফেলতে, তবে ওয়েস্টার্ণ ইউনিয়নের ওয়েবসাইট বা এপে গিয়ে লগইন করে নিন। তারপর নিচের পদ্ধতি অনুসরণ করুন।

#১ম ধাপ: লগইন করার পর আপনার সামনে কান্ট্রি সিলেক্ট করার অপশন আসবে। সেখানে আপনাকে যে দেশে টাকা পাঠাতে চান সে দেশের নাম সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনার কাঙ্খিত এমাউন্ট যা আপনি পাঠাতে চান তা লিখতে হবে।

তারপর আপনি কোন মাধ্যমে টাকা পাঠাতে চান, ব্যাংক একাউন্টে, এজেন্টের কাছে নাকি বিকাশে, তা সিলেক্ট করুন। এরপর আপনি কি মাধ্যমে টাকাটি পে করছেন তা সিলেক্ট করুন। এখন একটু নিচে আসলে আপনার লেনদেনের ডিটেইলস দেখতে পারবেন এবং তা দেখে নিয়ে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে।

এরপর একটি নোটিস আসবে, তা পড়ে নিয়ে কন্টিনিউতে ক্লিক করে পরের ধাপে চলে যেতে হবে।

#২য় ধাপ: এধাপে আপনার রিসিভারের কিছু তথ্য দিতে হবে। প্রাপকের নির্ভুল ভাবে ফাস্ট নেম ও লাস্ট নেম এবং মোবাইল নাম্বার দিতে হবে। তারপর ট্রান্জেকশন পারপাস, যাকে টাকা পাঠাচ্ছেন তার সাথে আপনার রিলেশন, তার এড্রেস, ন্যাশনালিটি, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার এগুলো দিয়ে শেষে থাকা নেক্সট অপশনে ক্লিক করতে হবে।

#৩য় ধাপ: পরের ধাপে আপনার সেন্ডিং ডিটেইলস দেয়া থাকবে। ডিটেইল ঠিক আছে কিনা চেক করে নিয়ে নিচে থাকা টার্মস এন্ড কন্ডিশনের বক্সে Agree দিয়ে নিচে থাকা নেক্সট অপশনে ক্লিক করতে হবে।

#৪র্থ ধাপ: তার পর আপনি যেখান থেকে পে করছেন সেখানকার কিছু তথ্য দিতে হবে। যদি কার্ড থেকে পে করেন তবে কার্ডের ইনফর্মেশন দিতে হবে। ইনফর্মেশন দিয়ে নিচে থাকা পে নাও অপশনে ক্লিক করে পরবর্তি ধাপে যেতে হবে।

এখন আপনার মোবাইলে একটি ওটিপি নাম্বার আসবে, যে ওটিপি আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করা হলে আপনার একাউন্ট থেকে টাকাটি কেটে নেয়া হবে এবং আপনার টাকা ট্রান্সফার কমপ্লিট হয়ে যাবে।

তবে ওয়েস্টার্ণ ইউনিয়ন থেকে বিকাশে পাঠানো পাঠানোর পর তা কিভাবে রিসিভ করবেন এবং ওয়েস্টার্ণ ইউনিয়ন থেকে আরো বিস্তারিত জানতে পড়ুন ওয়েস্টার্ন ইউনিয়ন টাকা পাঠানোর ও গ্রহণ করার নিয়ম

বিদেশ থেকে বাংলাদেশি ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম

বিদেশ, ভারত বা অন্য কোনো দেশ, বাংলাদেশে ব্যাংকে টাকা পাঠানো যায়। সেখানে ব্যাংক গুলোর সাথে যোগাযোগ করলে তারা আপনাকে এই ব্যাপারে সহযোগি করবে। এই প্রকৃয়া খুব একটা কঠিন কিছু নয়। তবে এই নিয়ম নিয়ে এর আগে আমরা পোস্ট লিখেছিলাম। আপনি চাইলে পড়তে পারেন নিচে দেয়া লিংক থেকে।

সোনালী ব্যাংকবিদেশ থেকে সোনালী ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম
ডাচ বাংলাবিদেশ থেকে ডাচ বাংলা ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম
ইসলামী ব্যাংকবিদেশ থেকে ইসলামী ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম
অগ্রণী ব্যাংকবিদেশ থেকে অগ্রণী ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম
বিদেশ থেকে বাংলাদেশি ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম

ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম তো দেখলেন। এখন যদি বাংলাদেশ থেকে ভারতে টাকা পাঠাতে চান তবে পড়তে পারেন বাংলাদেশ থেকে ভারতে টাকা পাঠানোর উপায়

বিদেশ থেকে দেশে টাকা পাঠানো নিয়ে আমাদের অন্য পোস্ট গুলো পড়ুন

১. দুবাই থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম
২. লন্ডন থেকে বাংলাদেশে টাকা পাঠানোর উপায়
৩. আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম
৪. বাংলাদেশ থেকে বিদেশে টাকা পাঠানোর নিয়ম
৫. ইতালি থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম
৬. পাকিস্তান থেকে বাংলাদেশে টাকা পাঠানোর উপায়
বিদেশ থেকে দেশে টাকা পাঠানো নিয়ম

রেমিটেন্স নিয়ে আরো জানতে পড়ুন Remittance এই পোস্টি। হোম পেজে যেতে ক্লিক করুন bankline এ।

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।