সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম

সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠানোর উপায় খুজছেন? আপনি বিভিন্ন উপায়ে সৌদি থেকে টাকা পাঠাতে পারবেন। তবে এর মধ্যে আছে বৈধ এবং অবৈধ পথ। এই পোস্টে আমরা দেখেবো কোন কোন উপায়ে আপনি টাকা দেশে পাঠাতে পারবেন।

ADVERTISEMENT

সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম অনেক পাওয়া যাবে। সেখান থেকে টাকা পাঠানো যাবে ব্যাংক, বিভিন্ন মানি ট্রান্সফার এজেন্সি কিংবা অন্য কোনো মাধ্যমে। এটি খুব একটা কঠিন কাজ নয় দেশে টাকা পাঠানো। আপনি চাইলে দালালের মাধ্যমেও দেশে টাকা পাঠাতে পারবেন। তবে এটি অবশ্যই একটি রিস্কি উপায়।

যাই হোক, এই পোস্টে আজকে আমরা দেখবো সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম। সেই সাথে আপনাদের কিছু প্রশ্নের উত্তর থাকবে একদম শেষে। চলুন তাহলে শুরু করা যাক।

ADVERTISEMENT

Table of Contents

সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম

সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য আছে বিভিন্ন উপায়। আপনি চাইলে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন, যেমন: আল রাজি, আল আহলি, ইমযাজ ব্যাংক। আবার বিভিন্ন মানি ট্রান্সফার এজেন্সি (MTO), যেমন: ওয়েস্টার্ণ ইউনিয়ন, ট্যাপ ট্যাপ সেন্ড, ইত্যাদি থেকেও দেশে টাকা পাঠানো সম্ভব সৌদি থেকে। তবে বর্তমানে অনেকে হুন্ডিতে টাকা পাঠায়, যা সম্পূর্ণ অবৈধ এবং রিস্কি।

যদি ব্যাংক গুলোতে আপনার একাউন্ট করা থাকে তবে ব্যাংকের মোবাইল এপ ভিত্তিক যে সেবা আছে তার সাহায্য নিয়েও আপনি দেশে অনলাইনেই টাকা পাঠিয়ে দিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই।

ADVERTISEMENT

টাকা পাঠানোর মাধ্যমগুলো হলো:

ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠানোর উপায়

সৌদি আরবে থাকা ব্যাংক গুলো থেকে যেভাবে আপনি দেশের ব্যাংকে টাকা পাঠাবেন তার নির্দিষ্ট ধাপ গুলো নিচে পর্যায়ক্রমে তুলে ধরা হলো।

ধাপ ১: আপনার সৌদি আরবীয় ব্যাংকে যান

আপনার সৌদি আরবের যে ব্যাংকে একাউন্ট আছে সে ব্যাংকের শাখায় গিয়ে অথবা অনলাইন ব্যাংকিং সুবিধা থাকলে সেখানে লগ ইন করে আপনার ট্রান্সফারের জন্য কাজ শুরু করতে পারেন। এর জন্য আপনার কাছে প্রয়োজনিয় তথ্য বা কাগজপত্র সংগ্রহ করে রাখুন।

ধাপ ২: ট্রান্সফারের জন্য প্রয়োজনিয় তথ্য প্রদান করুন

  • আপনি যে পরিমাণ টাকা দেশে পাঠাতে চান তা সৌদি রিয়ালে উল্লেখ করুন।
  • বাংলাদেশী ব্যাংকের নাম, ঠিকানা, শাখা, শাখার কোড এবং প্রাপকের অ্যাকাউন্ট নম্বর সহ আরো তথ্য প্রয়োজন হলে তা প্রদান করুন৷

ধাপ ৩: বিনিময় হার এবং ফি সম্পর্কে জেনে নিন

সৌদি রিয়ালকে বাংলাদেশী টাকায় রূপান্তর করার জন্য যে বিনিময় হার প্রযোজ্য হবে এবং ট্রান্সফারের সাথে সম্পর্কিত যেকোন ফি সম্পর্কে আগেই জেনে নিন।

ADVERTISEMENT

ধাপ ৪: টাকা ট্রান্সফার করতে ফর্ম পূরণ করুন

আপনার সৌদি আরবের ব্যাংক থেকে দেশে আপনার ব্যাংকে টাকা পাঠাতে হলে সেখানে আপনাকে একটি ফর্ম পূরণ করতে হবে ব্যাংকে গয়ে। আপনি যদি ব্যাংকে যান তবে সেখানে থাকা ব্যাংকের এজেন্টরা আপনাকে এব্যাপারে সহযোগিতা করবে। আপনি শুধু সমস্ত প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে দিয়ে সহযোগিতা করুন।

ধাপ ৫: ট্রান্সফার সম্পন্ন করুন

আপনার ফর্ম পূরণ সম্পন্ন হলে এবং আপনার দেয়া সকল তথ্য যাচাই বাছাই করা সম্পন্ন হলে ব্যাংক আপনার টাকা দেশে ট্রান্সফার করে দিবে।

ধাপ ৬: এই ট্রান্সফার ট্র্যাক করুন

আপনার সৌদি আরবের ব্যাংক বা অনলাইন ব্যাংকিং প্ল্যাটফর্ম আপনাকে একটি লেনদেনের রেফারেন্স নম্বর বা একটি রসিদ প্রদান করবে। আপনার টাকা ট্রান্সফার ট্র্যাকিং জন্য এই নম্বর বা রশিদটি সংগ্রহ করুন।

ADVERTISEMENT

ধাপ ৭: ট্রান্সফার সম্পন্ন হতে প্রয়োজনিয় সময় জেনে নিন

ট্রান্সফার সম্পন্ন হতে কতো সময় লাগতে পারে তা আসলে নির্ভর করে বিভিন্ন বিষয় যেমন: সপ্তাহে কোন দিন পাঠাচ্ছেন, কোন ব্যাংকের মাধ্যমে পাঠাচ্ছেন, ইত্যাদি। তাই আপনি যখন ব্যাংকে যাবেন তখন ব্যাংকের কাছ থেকে জিঙ্গেস করে নিন ট্রান্সফার হতে কতো সময় লাগতে পারে।

এভাবে আপনি আপনার টাকা সৌদি আরব থেকে বাংলাদেশে পৌছে দিতে পারবেন। আর ব্যাংকিং মাধ্যমে বিদেশ থেকে টাকা পাঠানোর জন্য কোনো ফি কাটে না। এখানে উল্টো আপনাকে কিছু বাড়তি টাকা প্রনোদনা দেয়া হবে।

ওয়েস্টার্ন ইউনিয়ন টাকা পাঠানোর নিয়ম

  • টাকা পাঠানোর জন্য গ্রাহককে তার কাছাকাছি ওয়েস্টার্ন ইউনিয়নের অফিসে বা এজেন্টের কাছে যেতে হবে।
  • এজেন্ট গ্রাহককে একটি ফর্ম দিবে, যেখানে গ্রাহক তার তথ্য এবং রিসিভারের তথ্য দিয়ে পূরণ করবে।
  • তথ্য নেয়া শেষ হলে এবং অর্থ বুঝিয়ে দেয়া সম্পন্ন হলে এজেন্ট গ্রাহককে একটি রেফারেন্স নাম্বার দিবে যা MTCN নামে পরিচিত।এই নাম্বারটি গ্রাহক কে সংরক্ষণ করতে হবে এবং রিসিভার কে দিতে হবে।
  • এই নাম্বার দিয়েই রিসিভার তার টাকা সংগ্রহ করতে প্রয়োজন হতে পারে বা অন্য কোনো সমস্যা হলে লাগতে পারে।

আর MTCN নাম্বার দিয়ে গ্রাহক তার ট্রান্সফার ট্রাকিং করতে পারবেন। এখানে তার ট্রান্সফার করা অর্থের বর্তমান অবস্থা কি তা জানা যাবে। তবে এর জন্য মোবাইল এপ দরকার হবে।

তথ্য হিসেবে এখানে সচরাচর গ্রাহকের সাথে যেকোনো কারণে যোগাযোগ করতে পারার জন্য তার কন্টাক্ট ডিটেইলস এবং রিসিভারের নাম, ঠিকানা, ফোন নাম্বার, টাকার পরিমাণ, প্রয়োজনে ব্যাংক একাউন্ট, ইত্যাদি তথ্য নিয়ে থাকে।

ADVERTISEMENT

আর হ্যাঁ, এ মাধ্যমে টাকা পাঠাতে আপনাকে নির্দিষ্ট চার্জ গুনতে হবে।

আরো পড়ুন: ওয়েস্টার্ণ ইউনিয়নের এপের মাধ্যমে টাকা পাঠানোর নিয়ম

ট্যাপ ট্যাপ সেন্ড থেকে দেশে টাকা পাঠানোর নিয়ম

  • ট্যাপ ট্যাপ সেন্ড অ্যাপটি ফোনে ইনস্টল করুন।
  • অ্যাপটি খুলে একটি অ্যাকাউন্ট তৈরি করুন, বা অ্যাকাউন্ট থাকলে log in করুন।
  • দেশ সিলেক্ট করুন বাংলাদেশ।
  • পাঠানো টাকার পরিমাণ লিখুন।
  • যাকে টাকা পাঠাবেন তার বিকাশ বা নগদ নাম্বার সিলেক্ট করুন। চাইলে ব্যাংকও সিলেক্ট করতে পারেন।
  • আপনার রিসিভারের কিছু তথ্য দিন।
  • আপনার ঠিকানার বিস্তারিত দিন।
  • কার্ড বা ব্যাংক ইনফর্মেশন দিন।
  • আপনার সকল তথ্য রিভিউ করে কনফার্ম করুন।
  • নিজের পিন নম্বর দিয়ে লেনদেনটি নিশ্চিত করুন।
  • কিছুক্ষণের মধ্যেই টাকা প্রাপকের অ্যাকাউন্টে চলে যাবে।

ট্যাপ ট্যাপ সেন্ড থেকে আপনি দেশে ফ্রিতে টাকা পাঠাতে পারবেন।

ADVERTISEMENT

সৌদি থেকে নগদে যেভাবে টাকা পাঠাতে পারবেন

আপনি যে দেশে অবস্থান করছেন সে দেশে বিভিন্ন আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের সাথে নগদ এর একটি পার্টনারশিপ আছে, যেমন সৌদিতে Terrapay এর সাথে আছে। অর্থাৎ সৌদি থেকে নগদের সাথে Terrapay এর যে পার্টনারশিপ রয়েছে এবং আপনি তাদের মাধ্যমে সরাসরি নগদের টাকা ট্রান্সফার দিতে পারবেন। অনলাইনেও বিভিন্ন মোবাইল এপ ব্যবহার করে টাকা পাঠানো যাবে।

আরো পড়ুন: বিদেশ থেকে নগদে টাকা পাঠানোর নিয়ম

সৌদি থেকে বিকাশে যেভাবে টাকা পাঠাতে পারবেন

  • আপনাকে অনুমোদিত এবং তালিকা ভুক্ত কিছু পার্টনার ব্যাংক ব্রাঞ্চ, বা মানি এক্সচেইঞ্জ, বা এমটিও (মানি ট্রান্সফার অর্গানাইজেশন) এজেন্টের কাছে যান। সৌদিতে আছে Thunes, বিকাশের পার্টনার হিসেবে।
  • ট্রান্সফার করার জন্য কিছু তথ্য যেমন: রিসিভারের নাম, মোবাইল নাম্বার, ইত্যাদি দিতে হবে।
  • প্রয়োজনীয় অর্থ প্রদান করতে হবে।
  • এর পর ব্যাংক/মানি এক্সচেইঞ্জ/এমটিও এজেন্ট কাজটি শুরু করতে প্রয়োজনিয় ব্যবস্থা নিবে।

অনলাইনেও বিভিন্ন মোবাইল এপ ব্যবহার করে টাকা পাঠানো যাবে। এছাড়াও এখন বিদেশে বিকাশ ব্যবহার করা যায়। আপনি বিদেশে বিভিন্ন ব্যাংকের এপ ব্যবহার করে ক্যাশ ইন করতে পারবেন এবং তারপর তা দেশে অন্য কারো বিকাশ একাউন্টে সেন্ড দিতেও পারবেন।

আরো পড়ুন: বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম

শেষকথা

সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য বিভিন্ন উপায় আছে। এই পোস্টে তার মধ্যে কয়েকটি নিয়ে আলোচনা করা হয়েছে। তবে আপনার পাওয়া মাধ্যম গুলোর ফি কেমন এবং এদের সার্ভিস কেমন, আর তাদের মাধ্যমে টাকা পাঠালে দেশে প্রতি রিয়ালের বীপরিতে কতো টাকা পাবেন তাও জেনে নিন। এতে আপনি হয়তো সবচেয়ে সাশ্রয়ি অপশনটি খুজে পাবেন দেশে আপনার টাকা পাঠানোর জন্য।

আপনার অপশন নির্বাচন এবং লেনদেন চার্জ ও সেবা সমূহ যাচাই করার পরে আপনি টাকা পাঠানোর কাজ শুরু করতে পারেন। সার্ভিস পেতে আপনাকে নির্দিষ্ট পয়েন্টে বা অফিসে যেতে হতে পারে, অথবা তাদের অনলাইন সেবা নিয়ে সার্ভিস প্রাপ্তি নিশ্চিত করতে পারেন। হস্তান্তরের জন্য সার্ভিস প্রোভাইডার কে সঠিক তথ্য প্রদান করুন এবং তাদের দেয়া নির্দেশাবলী যথাযথভাবে অনুসরণ করুন।

টাকা পাঠানোর প্রমাণ হিসাবে আপনাকে সার্ভিস প্রোভাইডার একটি রসিদ প্রদান করতে পারেন, তা সংরক্ষণ করুন। এটি বিভিন্ন প্রয়োজনে কাজে লাগতে পারে। যেমন দেশে অর্থ গ্রহণ করার সময় দরকার হতে পারে বা পরে কোনো কারণে টাকা ফেরত নেয়ার দরকার হলে কাজে লাগবে।

আরো পড়ুন: বিদেশ থেকে সর্বোচ্চ কত টাকা পাঠানো যায়

বিদেশ থেকে টাকা পাঠানোর আরো নিয়ম পড়ুন

আরো পড়ুনremittance
হোমে যানbankline
ADVERTISEMENT

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *