চালু হলো ডিবিবিএল প্রিপেইড কার্ড নারী, শিক্ষার্থী ও ভ্রমণকারীদের জন্য

ডাচ বাংলা ব্যাংক এবং মাস্টারকার্ড একত্রে চালু করলো নারী, শিক্ষার্থী ও ভ্রমণকারীদের জন্য তিনটি নতুন প্রিপেইড কার্ড। যার মধ্যে নারীদের জন্য আছে ‘ফেমিনা কার্ড’, শিক্ষার্থীদের জন্য ‘ক্যাম্পাস কার্ড’ ও পর্যটকদের জন্য ‘ট্রাভেল কার্ড’ বা ভ্রমণ কার্ড।

ADVERTISEMENT

গতকাল মঙ্গলবার ৩১ তারিখে এসব কার্ড উদ্বোধন করা হয়। এ সম্পর্কে মাস্টারকার্ড থেকে জানানো হয়, নতুন এই উদ্যোগের মাধ্যমে আর্থিক সেবা খাতে প্রিপেইড কার্ডের মাধ্যমে গ্রাহকদের বৈচিত্র্যময় সেবা প্রদান করা হবে।

নতুন কার্ডগুলোর মধ্যে নারীদের জন্য চালু করা ‘ফেমিনা’ কার্ডধারীরা বিভিন্ন বিউটি স্যালন ও লাইফস্টাইল আউটলেটে বিশেষ মূল্যছাড় পাবেন।

ADVERTISEMENT

স্টুডেন্টদের ‘ক্যাম্পাস’ কার্ডধারীরা রেস্টুরেন্ট, কফি শপসহ বিভিন্ন বিনোদন আয়োজন যেমন ‘অ্যামিউজমেন্ট অ্যান্ড ভিআর থিম পার্ক’, ‘কার্ট রেসিং প্ল্যাটফর্মে’ বিশেষ সুবিধা পাবেন এ কার্ডে।

অপরদিকে ‘ট্রাভেল’ কার্ডধারীদের জন্য ট্রাভেল এজেন্সিগুলো থেকে অনলাইনে বিমানের টিকিট ক্রয়ে পাওয়া যাবে বিশেষ অফার ও বিভিন্ন প্যাকেজ। সেই সাথে জনপ্রিয় হোটেল আর রিসোর্ট বুকিংয়ে মূল্যছাড় উপভোগ করবেন তাঁরা।

এটি ছাড়াও নতুন এসব প্রিপেইড কার্ডধারীরা সারা দেশে মাস্টারকার্ডের সাড়ে প্রায় ছয় হাজারের বেশি পার্টনার আউটলেটে বিশেষ সুবিধা নিতে পারবেন। হোটেলে অবস্থান, ডাইনিং বিল ও লাইফস্টাইল পণ্য ক্রয়েও বিশেষ ছাড় মিলবে।

ADVERTISEMENT

মাস্টারকার্ড থেকে জানিয়েছে, ইএমভি চিপ-সংবলিত এসব কার্ডের নকশা এমনভাবে করা হয়েছে যে এগুলো দিয়ে ই-কমার্স প্ল্যাটফর্মে ওটিপি (ওয়ান-টাইম পাসওয়ার্ড) ও টু ফ্যাক্টর অথেনটিফিকেশন সিস্টেমের মাধ্যমে নিরাপদে লেনদেন করা যাবে। সেই সাথে গ্রাহকেরা কার্ড সংক্রান্ত সহায়তার জন্য যেকোনো সময় সার্ভিস সেন্টারের সাহায্য নিতে পারবেন কল করার মাধ্যমে।

ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবুল কাশেম মো. শিরিন এ ব্যাপারে জানান, নতুন এই তিনটি প্রিপেইড কার্ড চালুর উদ্যোগ ডিবিবিএলের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক। যার মাধ্যমে আর্থিক খাতে উদ্ভাবনী পণ্য এবং সেবা প্রদানের ক্ষেত্রে, অর্থাৎ গ্রাহক চাহিদা পূরণে ডিবিবিএলের শীর্ষ অবস্থান আরও সুদৃঢ় হবে।

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল জানান, গ্রাহকদের লেনদেন কার্যক্রম আরো সহজ করে তোলা ও তাঁদের জন্য আকর্ষণীয় সুযোগ সুবিধা নিশ্চিত করার কথা মাথায় রেখে কার্ডগুলোর নকশা করা হয়েছে। এ কার্ডগুলো ব্যবহারকারী দের অভিনব পণ্য ও সল্যুশন প্রদানে এবং সরকারের স্মার্ট বাংলাদেশ গঠনের রূপকল্প বাস্তবায়নে মাস্টারকার্ডের প্রতিশ্রুতিই পুনর্ব্যক্ত করছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *